মাথার ভিতরে কোন এক রোদ খেলা করে

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: বুধ, ২৪/১২/২০০৮ - ১:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সবুজ। হাঁসের ডানায় বইএর পাতা, মাটি কার্পেটে কাদম ফুলে। বিবি রাসেলের চাদরে শিউলি ফুল ঝরছে শীতে, আকাশ সাদা পাতার মত নীল। সরু বেগুণের মত জটা, এক সেট নৌকায় সাজানো কাইক্যাটি।

সরু ঠোঁটে সেতু নির্মাণ প্রকল্প।

মেঘ নামছে। আকাশ পিচ রাস্তার মত ব্যস্ত। পুরানো শহরে মজে যাওয়া নদী। এমন নদীতে পারী নামে রাত্রিকালে। বহু বছর যৌবন আটকে রাখার খেলায় পারদর্শী। কচুরিপানার ভেতর কৈ মাছগুলো খুটে খায় চাঁদের ছায়া। নৌকা ঠোঁট বাড়িয়ে শোনে গান, নদীর বাঁকের কোন আশ্রমে গলা গরম করে নিচ্ছে পড়া পালানো ছেলের দল।

রাত নামছে, মাথার ভেতর রাত নামছে। তার চড়া রোদ্দুর টের পাই। আমার মাথার ভেতের এক নদী আছে। দেশ আছএ। চন্দ্র সূর্য গ্রহ তারা সব।বিশল্যকরনীর মত প্যাকেজে, সিলেট ও জাফলঙ।

পাথর পড়ছে, নড়ছে, গড়াচ্ছে চড়া রোদে।


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

ভীষণ নাড়া দিয়ে গেলো..

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

কারুবাসনা এর ছবি

আমার মাথাও দুলছে।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

তুলিরেখা এর ছবি

কারুবাসনা,
অনেকদিন আগের সেই পুরানা ঘরবাড়ী মনে পড়াইয়া দিলেন। সেই ঘর-বারান্দা বদলাইয়া গেছে, মুখও সব বদলাইয়া গেছে। পুরানা কেও ই নাই।
"কি ঘর বানাইলাম আমি শূন্যের মাঝার!"
ভালো থাইকেন।

-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কারুবাসনা এর ছবি

সেই হয়, মাঝে মাঝে তব দেখা পাই।

----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

অমিত আহমেদ এর ছবি

আপনার লেখা পড়লেই কেনো জানি স্মৃতিকাতরতা ভর করে। ভুল বললাম। আসলে ঠিক স্মৃতিকাতরতা নয়। মনে হয় যেনো বর্তমানকে স্মৃতির চোখে দেখছি। ঠিক বোঝাতে পারলাম না। তবে ভালো যে লাগে সেই নিয়ে সন্দেহ নেই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

কারুবাসনা এর ছবি

সম্ভব। দেখা পলকেই হয় স্মৃতি।আর আমি তার লাগি বড়ই কাতর।।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

পান্থ রহমান রেজা এর ছবি

হায়, মনে পড়ে গেলো সেই শিউলি কুড়ানো শীতের সকালগুলো... বড়ো নস্টালজিক হলাম লেখা পড়ে।

কারুবাসনা এর ছবি

পড়ুক, আপত্তি তো নাই।

----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সাইফুল আকবর খান এর ছবি

অন্যরকম। হাসি

------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

কারুবাসনা এর ছবি

হবে হয়ত। টের পাইনি।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সাইফুল আকবর খান এর ছবি

হাসি

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

আহমেদুর রশীদ এর ছবি

পাথর যেখানে হয় পাথরের ভোগ
তারপর পাথর পোহায় জোৎস্নার রোদ

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

কারুবাসনা এর ছবি

ফিরেছি। কম্পিউটারও কাজ করছে। আর কিছু বই পাওয়া গেল?

----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

ধুসর গোধূলি এর ছবি

- ক্যাটাগরীতে দিলেন ১০ বছরের বুইড়ারাও পড়তে পারবে, কিন্তু কথা হলো অই ব্যাটারা এই লেখা পড়ে কতোটা কী বুঝতে পারবে! চিন্তিত

আমার বয়স দশের কিছু বেশি হওয়াতে কিছুটা বুঝছি...। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কারুবাসনা এর ছবি

তার মানে কি দাঁড়াল? ছোটদের মানে বই লাগবে না। বড়দের লাগতে পারে।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

শ্যাজা এর ছবি
কারুবাসনা এর ছবি

না। আঙুল আর মস্তিস্ক ঠিকঠাক কাজ করে না।

----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।