২ | লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: রবি, ২২/০২/২০০৯ - ১০:০৬পূর্বাহ্ন)
অভিনন্দন!
---------------------------------------------
আমাকে ছুঁয়ো না শিশু... এই ফুল-পাখি-গান সবই মিথ্যা!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
৪ | লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: রবি, ২২/০২/২০০৯ - ১০:১৪পূর্বাহ্ন)
শুভ কামনা রইল ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
মন্তব্য
শ্যাজাকে অভিনন্দন।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
অভিনন্দন!
---------------------------------------------
আমাকে ছুঁয়ো না শিশু... এই ফুল-পাখি-গান সবই মিথ্যা!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
অভিনন্দন শ্যাজাদি!
শুভ কামনা রইল ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
কেউ যদি সাক্ষাতকারটি ইউটিউবে তুলে দিতে পারেন তাহলে বেশ হয়।
অভিনন্দন।
দেখবো অবশ্যই।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
শ্যাজাদিকে অভিনন্দন
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
অভিনন্দন।
সাক্ষাতকারের ভিডিও চাই।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। অভিনন্দন মহাশয়া!
তবে এটা কখন পুনঃপ্রচার হবে জানা গেলে ভাল হতো। কিংবা ইউটিউব সম্প্রচার।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ঘুম থেকে উঠে সচলে ঢুকতে ঢুকতেই প্রচার সময় অতিক্রান্ত...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কেউ কি ইউটিউবে আপলোড করবেন
অভিনন্দন নাও সামরান
মেঘ
অভিনন্দন। পুনঃপ্রচারের সময় জানতে পারলে ভালো হতো। অথবা ইউটিউবে আপলোড করলেও হবে অবশ্য।
হায়রে...... পতি হো তো এ্যায়সা। ভাগ্যবতীর এমন পতি মেলে
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ধন্যবাদ।
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
অভিনন্দন !!
সকাল এগারটা একেবারেই পচা একটা সময় । দেশের পরিশ্রমী জনগন (আমরা) তখন ঘুমিয়ে থাকি কারন সারা রাত জেগে সচলে ঘুরেছি । যাকগে, কেউ দয়া করে ইউটিউবে দিবেন নাকি ? বিরাট উপকার হয় ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
কপাল আমার, মিস করসি আমি।।
তবুও অভিনন্দন !!
-------------------
Face Anti Wrinkle Wrinkle Reviews
নতুন মন্তব্য করুন