চিকচিক। পানির ওপর সোঁ সোঁ শব্দে ডানা মেলে উড়ে যাচ্ছে বালির চর, নাক বরাবর, দৌলতদিয়া। গোয়ালন্দ বলতেই স্টিমারের ভোঁ, যেমনটা লেখা থাকে ইতিহাস বইতে, আর সেই ইলিশের স্বাদ ক্রমশ মনে হচ্ছে জেমস জয়েসের পেটেন্ট নেওয়া তামাদি মাল।
হায় রে, ফেরীতে এখন গান বন্ধ।নিঃশব্দ ঝালমুড়ির ওঠানামা মোমের সরোদ বাজানোর মতই ক্ষীণ, হ্রস্ব ও গম্ভীর।জরুরী নামাজ সেরে নিচ্ছেন দুই-চার জন। আর যারা পরবর্তীতে ইতিহাস লিখবেন উন্মিলিত চোখে দেখে নিচ্ছেন এক ইলিশের মত দীর্ঘ, শ্বাস হয়ে ওঠা ডিজিটাল পদ্মাকে, যতটা মাল উঠিয়ে নিয়ে নেওয়া যায়, আর কি। হা হতোস্মি, ইহাই ভবিষ্য, শেখ হাসিনার ইচ্ছানুসারে প্রেমিকার হাত ধরার মত করে ধরে থাকি ক্যমেরাটা, একদম পর্যটকের ইষ্টাইলে।
মন্তব্য
জাহাজে বা লঞ্চে চড়া আমার খুব প্রিয়। সেইজন্যেই তো খালাসী হয়েছিলাম।
অনেক সময় ছোট একটি লেখাও ভালো লেগে যায়। আপনারটি তার মাঝে একটি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ভালো কথা।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
আরেকটু বড় করে লিখলে হয় তো..
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
বড়ই তো হয়ে যাচ্ছে, এত কে লিখতে চেয়েছে?
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
দুইটা লেখাই ভালো লাগলো...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
বুঝেছি, তাহলে ছোট্ট লেখাই লিখতে হবে!!!
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
হুমম! আজ রাতেই হয়তো ফেরি চড়বো, পদ্মা পাড়ি দিয়ে যশোর যাবো। বন্ধুর বিয়েতে। আপনার দেখা সেলুলয়েডটা হয়তোবা আবার দৃশ্যায়িত হবে আমার রেটিনাজুড়ে। হয়তবা এর কিছুই ঘটবে না। কারণ, জার্নিতে আমার আবার ঘুমরোগ আছে কী'না।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
রাতে?
তাহলে শুধু আরিচা, দ্রষ্টব্য, অবশ্য দ্রষ্টব্য।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
হুমম! রাতেই।
অবশ্যই দ্রষ্টব্য, এটা মনে গেঁথে নিলাম।
কতবার যে গিয়েছি ঐ পথে...............
এমন সুখপাঠ্য লেখা আরেকটু বড় হলে আসলেই ভাল হত সুমেরু'দা।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আরো দু-তিনটা পর্ব হবে মনে হচ্ছে।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
হুমম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ভয়ানক।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
দীর্ঘশ্বাস!![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
নজুভাই ও বিপ্লবভাইএর বেদনা লাঘব করতে সিরিজ আপাতত বন্ধ করে দেওয়া হল।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
না না কারু,
সিরিজ বন্ধ করবেন না। তালটা দ্রুত করে দিন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
হুম।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
নতুন মন্তব্য করুন