লং লেন্সে আজকের দুপুরমালা

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: মঙ্গল, ০৫/০৫/২০০৯ - ৫:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

কারামেন। জঁ লুক গোদার।মাই ব্লুবেরি নাইটস, ওয়াং কার ওয়াই। এক চ্যানেলে শব্দ এল, অন্যটা মা গা রে সা। আমাদের রবিশঙ্করের মেয়ে সে ট্রাফিক জ্যামে আটকে গেল জুনিয়ার ল্যবরেটরি ইস্কুলের সামনে সেই জন্য ডাবওয়ালা দাম বাড়িয়ে দিল পাঁচটাকা। বত্রিশের ঐ মাথায় ফরম্যালিন মুক্তির পাশ দিয়ে যেতে যেতে দেখলাম আমের হলদে রঙ, অন্তমিলে গাছের পাতার ভেতর।
লাল অলসতা

কিস্কিন্ধ্যা থেকে ফেরার পথে হলুদ রোদ্দুরকে আম-আম লাগলো। কোন একটা বাস সার্ভিস নাম দেখাল রাজশাহী, কি যে হসচ্ছে।

ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটলাম উনিশ অবধি। এদিকে আবার কাদারভাইএর ডিউ হওয়া চাপ আবহনী মাঠ পেরিয়ে উড়ে গেল সুগন্ধ বরাবর। ঝিরিঝিরি অশোক গাছ, আর এদিক ওদিক সাদা অ্যাপ্রন পরা মেয়েরা কতগুলো হাসপাতালের বোর্ডের সামনে দিয়ে হেঁটে গেল সারাটা দুপুর।

তার আর পর নেই, দুপুর শেষ হল কাঁচের ওপাশে, আর সেই আমগাছ যেটুকু নকশা দিতে পেরেছিল সব সমেত ঢুকে গেল বিচ সঙে। ক্যারাবিয়ান, হুলা লা লা হু লে ও। ফেসবুকে তখন দুপুর চলছে আমগন্ধহীণ। নো ভন ভন, মাছি-টাছি। বাগানের দিকে তাকাতেই দেখলাম সার সার রোদের কবর।

দুইদিন বাদে গরম উর্ধগামী। ঠেলার সাথে মাটিতেও বিছানো তরমুজ, ৮০/১০০, চার পাঁচটা ইন্ডিয়ান সবুজ বা ভিরিডিয়ান। কাজ না থাকলে মানুষের যা হয়, কিছুটা ধানমন্ডি ঘুরলাম রিক্সায়, জ্যামে জ্যামে তথৈবচ। বাকিটা তাই লম্বা সেই শার্সির ওপাশ থেকে, বিদায় ও শয়িত কবরের মত আরামে। ভাবটা, খুব স্মার্ট হয়ে যাচ্ছি দিন দিন, কাঁচের ভেতরে যে দেওয়াল আর রাস্তা; তাতে এখন আরো কিছু অ্যাপ্রন পরা মেয়ে, তাদের কিন্তু ডাক্তারই মনে হচ্ছে।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এটাতো লং লেন্স না, মনে হচ্ছে ওয়াইড এ্যংগেল। যাহোক, আজ কিছুটা বুঝতে পারলাম।

কারুবাসনা এর ছবি

নাহ। পার্সপেকটিভ পেলাম না। ডেপথ নাই। সব মিলে মিশে হলুদ, কি দেখলেন আপনি?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বুঝলাম আপনি হাওয়া বাতাস ভালই খাচ্ছেন।

মূলত পাঠক এর ছবি

মাই ব্লুবেরি নাইটস ছবিটা যেমনই হোক, নোরা মেয়েটা গায় বড্ডো ভালো। ওর জন্যেই দেখেছিলাম, আর জুড ল'র জন্য। সে ছোকরাও গুণী খুবই।

ক'টা বানানের ব্যাপার ছিলো যে, তবে আপনার মতো লেখককে বলতে ভয় খাই, হয়তো ওগুলো ইচ্ছাকৃত কে জানে! শয়িত আবহনী আমগন্ধহীণ হসচ্ছে কিস্কিন্ধ্যা ইত্যাদি।

দুপুরে খোমাখাতা খালি থাকে বুঝি?

কারুবাসনা এর ছবি

কিরিসটোফার ডোয়েল সেই লং লেন্স!

বানান নিয়ে আর কি বলবো? এখন ভাষাটা নিয়ে মজাই করছি তো। তবে আবাহনী করে দিলেই ঠিক। কিস্কিন্ধ্যা এসেছে কিস থেকে, কিস কিন( keen ) সন্ধ্যা। "শ'-ইত। যাহস।যাঁস। বিলুপ্ত হলন্ত বা হসন্ত চিন্তা থেকে হসচ্ছে শব্দটা লেখা। না বুঝলেও চলবে। এটা আমার হাত মকশোর জায়গা তো!


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

ভুতুম [অতিথি] এর ছবি

লেখার এই ধরণটা ভালো লাগলো খুব। কেমন যেন এলোমেলো দুপুরের গন্ধটা একদম স্পষ্ট পাওয়া যাচ্ছে।

কারুবাসনা এর ছবি

লেখাটা একটু এলোমেলো লাগল, একটু সফট ফোকাস!


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।