সকাল বিকেল জানিয়ে দেওয়া তোমায় ভালবাসি, হাল ছেড় না বন্ধু, যতক্ষণ ডিজিটাল বাংলাদেশ আছে। দিনবাদলের স্বপ্ন আর সেই বরষায় পিপীলিকা মিছিলে হন্তদন্ত হয়ে দেখা দরকার নেই রুদ্রের সি*লি* তাজমহল।
পায়রার জন্য ছড়ানো গমদানা খাচ্ছে কাকেরা। হাওয়ায় ঘুরে পড়া টব, সবুজ রঙ গড়িয়ে পড়ছে ছাদে। বৃষ্টি ভিজিয়ে দিয়ে যাচ্ছে জানালার ধারে বসা লেখকদের। কোমল রেখাবকে ভাবছেন ভীমসেন সুন্দরী রাক্ষুসী।
দুই ক্লাউন, নেহাতই রগচটা বলে চেষ্টা করছে ঝগড়া থামিয়ে দেওয়ার। তাদের কাছে নিঃস্ব নদী কাঁদছে শ্বেত অশ্বের মত একাকী নিঝুম দ্বীপে আর হরিণেরা কেবল দৌড়াচ্ছে, আমার এ দৌড়ানোতেই আনন্দ।
ধান জমিতে কাদা মাখা টেলিভিশন খানা এখনও হ্য়ত পড়ে আছে থাইল্যান্ডের সেই নাম ভুলে যাওয়া গ্রামে, ডিম ও মুখ বন্ধ মদের বোতলের মত; অনন্তকাল। আমরা এখনও ব্লগ লিখি, কাক ওড়ে মাথার ওপরে।
মন্তব্য
কিছু কি বুঝলাম?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
"বাচ্চারা কেউ ঝামেলা করো না
উলটা পালটা প্রশ্ন করো না"
সুমনের গান।
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, কার তাতে ...
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
আমিও ভন্ড অনেকের মতো, গান দিয়ে ঢাকি জীবনের ক্ষত
আপনার কথা বলি নাই।
চলবে।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
চলবে মানে! দৌড়াবে।
তবে আমিও কিন্তু আমাকে ধরে নেই নাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
সেটাই।
সর্বনাশ।
ছোটরা খেলবে
আসুন আমরা
বোমা বানাই।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
আরে বোমার কথা রাখেন। একটা কবিতা দিয়েছি, কমেন্ট দেন। দশ বছর আগের অপরিণত ভাবনার তাৎক্ষণিক বহিপ্রকাশ-- অতএব সেভাবেই সমালোচনা করবেন।
সমালোচনাটা এখানে করলেই তো হইত?
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
দারুন লাগল।
লিংক ক্লিক করতেই একটা পাতা এল,
"সংরক্ষিত এলাকা
আপনার এই পাতায় প্রবেশাধিকার নেই, দয়া করে লগ-ইন করুন"
মজাই লেগেছে।
মডুদের মাথা গেসে!
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
না না তা নয়, আমি মনে হয় সম্পাদনা করছিলাম সেই সময়। আর সার্ভার এত চাপ নিতে পারছেনা। তাই তো এক কোবতে ছেড়েদিলাম যাতে সবাই একটু হালকা হতে পারে
না, এল না।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
এ্যাঁ। তাহলে তো বোমা বানাতেই হয়। আপনি জানেন নাকি কিভাবে বোমা বানায়?
মডারেশন নোট: আপনার একাউন্ট স্ট্যাটাসে কখনই কোন পরিবর্তন করা হয় নাই। আর সব সচলের মত আপনার সবরকম এক্সেস চালু আছে। এব্যাপার শতকরা ১০০ ভাগ গ্যারান্টি দিচ্ছি। বিষয়টি ডেভলাপরদের নজরে আনা হচ্ছে। দয়া করে হোক্স ছড়াবেন না।
পেইজটা রিফ্রেশ করে দেখেন। আমার ধারনা যখন পিপিদা এডিট করছিল তখন এরর পেয়েছেন। কিন্তু ব্রাউজারের ক্যাশ থেকে এরর দেয়া পেইজটা যাচ্ছে না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
হুমমম ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ভাব নেওয়া হচ্ছে?
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
দুইটা খুব বাজে ভোট পাইসি।
ধন্যবাদ।
দুইটা কি একই মানুষের দেওয়া হতে পারে?
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
ডবল ভোটিং এর নিয়ম মনে হয় নাই।
টেস্টের জন্য ৩ নম্বর ১টা আমি দিলাম, কিছুক্ষণ পরে দেখব ডবল ভোটিং পারি কিনা। চিন্তা কইরেন না, টেস্ট শেষে ভোট ফিরায়ে নেবো।
চারটে হৈসে!!!!
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
কাকেরা নাহয় দুটো দানা ঠোটে দিলই, তাতে কী। কালো হয়েছে বলেই এত দোষ? কারো মাথার উপরে উড়তে নেই? টিভি কেন ভাঙল, ভাঙার কথা কম্পিউটারের।
বুঝলাম কি না কে জানে।
ফারুক থাকলে তক্কো করত, আমি করব না।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
কী জ্বালা, আমি ভালই বললাম। ঝগড়া-ঝাটি যাই হোক, বিদায় না হোক।
এই পর্যন্ত ঠিক আসে,চলবে।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
তিনটা বাজে ভোট পাইসি।
একজনের?
ক্ষমতা?
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
জনাব, উপরে আমার কমেন্ট পড়েন
সরি, ওটা মিস করেসিলাম।
থাকতে পারে অসুবিধা নাই।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
নিরানন্দ জীবনে আমোদের উৎস এভাবে বাড়লে কিভাবে হবে? শূন্য পাত্র তো উছলিয়া পড়ে।
কেমন আছেন কারুদা?
না ভাই। উতলে কিসুই পড়ে না।
একটু ম্রিয়মান আছি। লিখছিও না, কিসুই ঠিকঠাক হয় না।
শূন্য পাত্র তো উছলিয়া পড়ে।
ইটায় মডু হইলে অবজেকশন করতাম।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
আম্মো।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
ভাল লাগলো কথাটা।
ঠিক। শকুনের চেয়ে কাক ভাল।
এখানে বিবাদমান দু'জন ব্লগারের বাইরে মধ্যস্থতাকারী কাউকে ইঙ্গিত করে থাকলে তা আপত্তিকর আমার কাছে। অর্থ স্পষ্ট বুঝলাম না...
আপত্তি করে লাভ নাই, যারা প্রতিবাদ করে তারা খেলা শেষে ক্লাউন সেজে ঘোরে।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
উদ্ধৃতি
দুই ক্লাউন, নেহাতই রগচটা বলে চেষ্টা করছে ঝগড়া থামিয়ে দেওয়ার।
রেফারির কথা বলেছি। ঝগড়ুটেদের কথা বলি নাই।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
দাদার এই "কবিতা"টি সুখপাঠ্য। আগেরগুলি পড়ে কিছু বুঝি নাই ।
এক ভাঁড় দম্পতির ছবি দেখছিলাম ফ্লিকারে, সেটার কথা মনে পড়ে গেলো ক্লাউনদের কথা পড়ে।
চলুক দাদা ।
একটা লেখা ভাল খারাপে কিস্যু এসে যায় না ভাই। হাওয়া খারাপ, একটু সাবধানে থাইকেন। আপনার নামও দেখলাম হিট লিস্টে আছে।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
আপনি তো আমার কোবতেতে মন্তব্য দিলেনই না। তাই ছড়াটা দেখেন--
নজরুল তুমি করিয়াছ ভুল
দাড়ি না রাখিয়া রাখিয়াছ চুল।
কারু তোমার মনে কী বাসনা
উপমা না ঝেড়ে ঝাড়িয়া কাশনা।
চলবে?
না।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
নতুন মন্তব্য করুন