বিস্রস্ত জার্নাল

s-s এর ছবি
লিখেছেন s-s (তারিখ: রবি, ১৯/০৭/২০০৯ - ৯:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

দিনগুলো এমন স্থবির হয়ে আছে যে টেরই পাচ্ছিনা বেঁচে আছি কি মরে গেছি। কেমন যেন - ক্লান্তিকর,অসহায়,নির্লিপ্ত বেঁচে থাকা। একে বেঁচে থাকা বলে কি'না জানিনা। দিন কেটে যায়, ক্যলেন্ডারের পাতা উল্টোয়,মাঝে মাঝে ভেতর থেকে কিছু একটা -- জানিনা কি ঠিক-- সুপ্ত বমনেচ্ছা না'কি তীব্র বিতৃষ্ণা --- একটা কিছু তো অবশ্যই-- তীব্র হলাহলের মতো বের হয়ে আসতে চায়--- তারপর পেটের ভেতরই পাক খেয়ে আবারও কোথায় যেন,উল্টে পড়ে যায়। এই অর্থহীন, সময়হীন,দৈনন্দিন,একঘেয়ে,দশ বাই বারো ফুটের ঘরে সকাল দুপুর সন্ধ্যে রাত সব বয়ে চলে। রক্তকফমলমুত্রবিষ্ঠাথুথুবীর্যবর্জ্য সকল রকম স্খলন হতেই থাকে,হতেই থাকে,হতেই থাকে। বুকের ভেতর, খুব গভীরে কোথাও--- আরেকটা স্খলন হয়,আমি শুনতে পাই। কিন্তু আমি জানিনা,সেই স্খলন বহিরঙ্গের নির্লিপ্তি পরিয়ে অন্তরঙ্গে অলোড়ন তুলতে পারার মত জোরালো কি'না। কখনও কখনও শুধু ছোট একটা বুদবুদের বুড়বুড়ি কাটার মতো শব্দ শুনতে পাই ভেতরে,চোখ ফেটে কান্না আসতে চায়,ব্যাস্ ওটুকুই। কান্নাটা কেন যেন আর আসেনা। দম আটকে আসি আসি করেও দমটা আটকায় না। কেন এই অসহনীয় নির্লিপ্তির মধ্যে দিন কাটাচ্ছি সেটাও জানিনা,এর শেষ কবে --- তাও না। মাথার মধ্যে তবুও কে যে নিরন্তর বলে চলে - লুক্টর এট এমার্গো --- লুক্টর এট এমার্গো -------------


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।