একটি নাটক অথবা উপন্যাসের খসড়া :০৭

কর্ণজয় এর ছবি
লিখেছেন কর্ণজয় (তারিখ: রবি, ১০/০৬/২০০৭ - ৪:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:
পিতেম ভাল করে লোকটাকে দেখার চেষ্টা করে। এ রকম একটা অবয়ব কোথায় জানি সে দেখেছে কিন্তু ঠিক মনে রাখতে পারে না। লোকটা সারান বিড় বিড় করে কি জানি বলছে দরিয়ার শব্দ আর দূরত্বের কারনে পিতেমের কানে সেগুলো পৌছায় না। পিতেম কোন কিছু আশা না করেই লোকটার জন্য অপো করে। বালিতে কি লোকটার পা ফেলতে অসুবিধা হচ্ছে নাকি পায়ে কোন সমস্যা আছে বোঝা যায় না । লোকটা পা টেনে টেনে বালিয়ারী পেরোতে অনেকন লাগে। লোকটা পিতেমকে খেয়াল করে না অথবা গনায় ধরে না। সে যখন পিতেমের পাশ দিয়ে হেটে যায় পিতেম তাকে ডাকে – : হেই - লো লোকটা থমকে দাড়ায়। লম্বা চেহারায় রোদে পোড়া টান টান একটা ভাব - বয়স ধরা যায় না। কত হতে পারে লোকটার? পয়তাল্লিশও হতে পারে ষাটও হতে পারে। কোকড়া চুলের নিচে চওড়া কপাল, চোখগুলো দেখে মনে হয় সবসময় দুরে তাকিয়ে আছে। : আপনি... - আমাকে বলছেন : হ্যা - জ্বি -বলুন : না - মানে এইখানেতো কেউ ঘুরতে আসে না - আর এই ভোরে এখানে কেউ আসে না - আমি ঘুরতে আসি নি : ও পিতেম আবার সমুদ্রের দিকে তাকায়। দিকচক্রবালে একটা কঙ্কপাখি ধবধবে সাদা ডানা মেলে বৃত্তাকারভাবে ঘুরছে। একটি নাটক অথবা উপন্যাসের খসড়া : কয়েকমূহূর্ত অপো করে লোকটা – অনেকটা উদাসীনভাবে পিতেমকে দেখে। পিতেমও যেন দুরে তাকিয়ে থাকে। তা ভঙ্গী দেখে মনে হয় সে যেন অনন্তকাল ধরে এই দরিয়ার দুর প্রান্তে তাকিয়ে থাকবে। লোকটা আবার হাটতে থাকে।

মন্তব্য

ভাস্কর এর ছবি
পড়লাম... ----------------------------------------------------- বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

ভাস্কর এর ছবি
আয়তন একটু বেশি ছোট হইয়া যাইতেছে না? ----------------------------------------------------- বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

কর্ণজয় এর ছবি
প্রতিদিন এর জন্য বরাদ্দ ৩৫ মিনিট
কর্ণজয় এর ছবি
ভাস্কর.. তোর ইমেল এড্রেসটা.. অথবা আমারটায় করতে পারিস.. কর্ণজয় জিমেল
হাসান মোরশেদ এর ছবি
কঙ্ক পাখি? শঙ্খচিল নাকি? -------------------------- আমি সত্য না হলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ভাস্কর এর ছবি
আমারটা vashkar.abedin@gmail.com ----------------------------------------------------- বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।