ডি: ব্লগ না লেখার সনে এই লেখার কোন যোগাযোগ নেই।
ব্লগ ব্লগ ব্লগ। এমনি এমনি লেখা, না পড়ে টপকে টপকে যাই। ছাড়া প্যান্ট ঝুলছে দরজায়। ওই দূরে বৈশাখ মাস, হাঁটুজলে বাথরুম। হয়ত একটা শব্দ তুললাম কোথায় রাখলাম, কে জানে নিজেই খুঁজেই পাই না।
হাতের উপর ৫ফোড়ন নিয়ে তাকিয়ে রইলাম, পুরুলিয়া, পুরুলিয়া মাঠা, মেথি মেথি অযোধ্যা, তাকিয়ে থাকতে থাকতেই তেল পুড়ে গেল।
দু-দিন আগে বাড়ি সাফ হয়েছে, এখেনে ওখানে ঝুল ঝুলছে এখনও, বেশ লাগল দেখতে, বিশেষত যে বইগুলোর উপর দেখলাম , পর্দার ভেতর দিয়ে আলু ভাজার মত দুপুর।
না আঁকা ছবিটা বেরিয়ে রয়েছে প্ল্যাস্টিকের ব্যাগ থেকে। দেওয়াল জুড়ে ধীরে ধীরে ছড়াচ্ছে ছবিটা, দেওয়ালে অত জায়গা নেই, যে স্কেলে বাড়ছে!শেষ হোক ওর তার পর আঁকব। কিম্বা আর দরকার হবে না।
ঢাকার গানগুলো শুনছি। ফাঁকা রাস্তা কেবল সিগন্যালে সিগন্যালে জট বাঁধা চুলের মত কিছু গাড়ি নিশ্চিন্তে সি এন জি থেকে নেমে আসছে কিছু সিনতাই কারি। বাতি অবশ্য অতি সবুজ।
এইসব কথা তোমাকে চিঠিতে লেখা যায়। মেঝেতে শুয়ে শুয়ে, বাইরে এখনো দু-একটা বাজি ফাটছে, বারান্দায় টুনিমালা। দূরে কোথাও শানাচ্ছে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বলিউড।
আপনারাও লিখতে থাকুন, আমার চিঠিতে যেন শব্দ সংখ্যা ঠিকঠাক থাকে, পরিমান মত রস ও গাম্ভীর্য। এলোমেলো অক্ষরসমূহ দেওয়াল হওয়ার হয়ে ওঠার আগেই ব্লগ হয়ে যায়, কেমন ধোকলা রাত, ইস্পন্জি।
মন্তব্য
হে হে হে, আসলেই জব্বর হইয়ালছে। কি খাইছিলেন দাদা এইডা নেহার সুময়, আমারেও একটু দেন, খাইয়া লেহি। পুরাই ঝাকানাকা !
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
নেহার সুময় নেহেছি, খাই নাই কিসু।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
"পর্দার ভেতর দিয়ে আলু ভাজার মত দুপুর।"
দারুণ লেগেছে লাইনটা-আলু ভাজার মত দুপুর। পুরো লেখাটা পড়ে যারপর নাই মুগ্ধ হয়েছি।
মহসীন রেজা
হু।
ধন্যবাদ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
উপমাটি দারুন লাগলো।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
সত্যি? ইস কতদিন খাই না, অ অ ডি হয়ে যাচ্ছে দিনদিন।
ধন্যবাদ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
এই বা মন্দ কী..
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
সেই। সবকিছু ভাজি হয়ে যাওয়ার থেকে এই ভাল।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
ব্লগ লেখার সূত্রটা পছন্দ হয়েছে
লিখুমনে দুইচারটা
আর উপন্যাসও লিখেন গোটা কয়েক।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
বইয়ের উপর ঝুল কেন? না পড়লে আমায় দিয়ে দিন
আকাশি বই-এর মালিক আমি নই। পড়ার প্রশ্নই নেই। বাংলা অক্ষরে বিদেশি মাল।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
নতুন মন্তব্য করুন