শীত সে আসিলা বড় অসময়ে

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: শুক্র, ২০/১১/২০০৯ - ৯:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শীত নিয়ে আবার ভানতে বসবো ভাবি নাই। যা হোক শীত পড়তিসে কাল থেকে মালুম।

১) কবীর সুমন চিড়িয়াখানার কথা মনে করিয়ে দিলেন।
২) গুচ এ একটা "হোক-হোক' গুরুপ হইসে। তাদের কাজই ওটা।হাইবারনেশানে লোকে ব্লগ না খুলে মকশো করে, টই-এ কাজ সারছে। কাবলিদার ভুতোর মত। আর হোক-হোক।
৩)বাঁকুড়ায় নিশ্চয় গুড় জ্বাল দেওয়া শুরু হয়েছে, গন্ধ আসতিসে। এই তো সেই বছর, ঢাল থেকে নামতেই। হুম, বাসে বড্ড সময় নেয়।
৪) বই এর কাজ এখনও শেষ হল না। চিন্তায় পড়ে যাচ্ছি।এর ভেতর চামড়ায় টান।
৫)সাপ-লুডু। ভাবছি, কেবল ভাবছি। ঘুমও পাচ্ছে।
৬)গল্প লেখা নিয়ে ভাবছি, ফরম্যাট ও সংশ্লেষ নিয়ে। ডায়ালগ না। বড় হয়ে মেগাসিরিয়ালের ড্রয়িং রুম লেখার কথা ভাবছি না।
৭) বাংলাদেশের ফিকিরে তামলিং ক্যানসেল। শনিবার আবার শো।২৪ পূর্ণিয়া হতে পারে নাও হতে পারে। তবে হবে না। আমি জানি, ২৮ শে ঈদ থাকবে।
৮)সকালেও শীত শীত লাগছে।


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শীত তো পড়েই গেল। একটু পূব দিকে চলে আসুন, কাঁচা খেজুরের রস খেতে পাবেন। আহা! সেকি তার সুবাস!! সেকি তার সোয়াদ!!! সবজি ক্ষেতগুলোর আল ধরে হাঁটতে থাকুন দেখবেন রূপে-বর্ণে-আকারে-গন্ধে সেকি চিত্র-বিচিত্র খেলা। উঠানে খড়ের চুলায় গরম ভাঁপা পিঠা, নলেন গুড়ে ডোবানো চিতই পিঠা। আর ভাবতেই পারছিনা।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

কারুবাসনা এর ছবি

আমারও খেঁজুর রস খুব ভাল লাগে, বিশেষত ভোদকা দিয়ে।

তবে ভোদকা দিয়ে কোনদিনও খাইনি।
ভোরবেলার আরিচা মানেই খেঁজুর রস, আহা।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

মুস্তাফিজ এর ছবি

বাংলাদেশের ফিকিরে তামলিং ক্যানসেল।

এইটা বুঝলাম না দাদা।

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

মূলত পাঠক এর ছবি

আপনি শুধু এইটা বোঝেন নি? আমি তো আগাগোড়াই প্রায় বুঝি নি শীত এসে গেছে এইটা ছাড়া। হাসি

আশা করি লেখকমশাই ফাজলামি অ্যালাউ করেন।

কারুবাসনা এর ছবি

পারসোনাল নোটস তো, খুলে সব বলা মুশ্কিল।
কেউ একজন ঠিক এইসময় বাংলাদেশ যাবে ঈদ করতে, তাই কেউ আর তামলিং যেতে চাইল না। আমার যাওয়াতেও ছেদ। যাচ্ছে স্বপনদা আর শমিক। রিয়াও যাচ্ছে না।
প্ল্যান ছিল হপ্তা খানেক- মেঘমা/তামলিং।
রেজাল্ট দাড়াচ্ছে, বিহার।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

কারুবাসনা এর ছবি

@মূলত,

মস্করা দিব্যি চলে। আমি বুঝি না বাকি হচপচ, শীত আসিয়াছে তা খোদায় মালুম।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম ... শীত এসে গেছে।
আমার ম্যাক্রো ল্যান্সটা ডাকা-ডাকি করছে ঘাসের শরীরে আর মাকড়শার জালে ভোরের শিশিরের টলটলে দ্যুতি তোলার ব্যাকুলতায়, ওয়াইড এঙ্গেলটা অপেক্ষায় - একটা কুয়াশা ঘেরা ঘুমচোখের আদর মাখা সকালের সূর্য উঠার ল্যান্ডস্ক্যাপ তোলার।

এই বাংলার ছয়টি ঋতু আমায় শুধু ডাকে আর আমি ছুটে যাই তার অপার সৌন্দর্যকে তুলে আনতে ফ্রেমের পর ফ্রেমে।

==========================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

কারুবাসনা এর ছবি

এটা আপনার লেন্স বুঝলে ভাল।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।