• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

বুলার চিঠি

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: মঙ্গল, ২৪/১১/২০০৯ - ১০:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

*Flex 01*

এইচ আই ভি/এইডস কি কি ভাবে সংক্রমিত হয়ঃ

--পজিটিভ ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্ক।

-- পজিটিভ ব্যক্তির রক্ত অন্যের দেহে প্রবেশ করলে।

--অপরিশোধিত সূঁচ ও সিরিঞ্জ ব্যবহার করলে।

-- এইচ আই ভি/এইডস আক্রান্ত মাতা-পিতার থেকে গর্ভস্থ ও নবজাতক সন্তানের শরীরে।

এইচ আই ভি/এইডস যে দেহরস দ্বারা ছড়ায়ঃ

-- রক্ত ( ঋতুস্রাবের রক্তও)

বীর্য এবং পুং যৌনাঙ্গ থেকে বীর্যপাতের পূর্বের রস

--স্ত্রী জননাঙ্গ থেকে নি:সৃত রস

এইচ আই ভি/এইডস যেগুলি দ্বারা ছড়ায় না

--ঘাম

--চোখের জল

-- লালা ( থুতু)

-- শ্বাস- প্রশ্বাস বা হাঁচি/কাশি

-- স্পর্শ বা স্নেহ চুম্বন

-- মশা, মাছি বা ছারপোকার কামড়

-- একই সঙ্গে খাদ্য, পানীয় গ্রহণ করলে বা একই বাসন ব্যবহার করলে।

-- একই শৌচাগার ও পায়খানা ব্যবহার করলে

*Flex 02*

কী ভাবে এইচ আই ভি/এইডস সংক্রমণের হাত থেকে বাঁচবেনঃ

-- অপরিণত বয়সে প্রথম যৌনমিলন বা অসুরক্ষিত (কন্ডোম বা নিরোধ ছাড়া)গভীর মিলন থেকে বিরত থাকুন

-- কেবল একজন যৌনসঙ্গীতেই বিশ্বস্ত থাকুন

-- প্রতি যৌনমিলনে নিরোধ/ কন্ডোম সঠিক ভাবে ব্যবহার করুন**

--একই সূচ ও সিরিঞ্জ ব্যবহার করা থেকে বিরত থাকুন। অপরিশোধিত সূঁচ বা সিরিঞ্জ ব্যবহার করবেন না। প্রতিবার ডিসপোজেবল বা নতুন সিরিঞ্জ ব্যবহার করুন। একই সিরিঞ্জের মাধ্যমে দলে বসে সবাই মিলে ড্রাগের নেশা করবেন না। এতে সংক্রমণ ছড়ায়।

*Flex 03*

--সুরক্ষা ও সহযোগিতা

যে কোন সরকারী হাসপাতালে আই সি টি সি কেন্দ্রে যোগাযোগ করুন ও এইছ আই ভি টেস্ট নিন। এটি গোপনীয়তা বজায় রেখে ও বিনামূল্যে করা হয়। এইচ আই ভি রক্ত পরীক্ষা না করে বোঝা যায় না একজনের শরীরে এইচ আই ভি আছে কিনা।

-- এইচ আই ভি/এইডস বিষয়ে বুলাদির পরামর্শ নিতে ফোন করুন ১০৯৭ ( টোল ফ্রি) নম্বরে।

*Flex 04*

-- এইচ আই ভি/এইডস থাকা তাদের অপরাধ নয়। তারা আপনার সহায়তা চায়।

--এইচ আই ভি/এইডস রোগীরাও আপনার- আমার মত সাধারণ মানুষ।

-- তাদের দূরে না সরিয়ে কাজে নিয়ত রাখুন।

-- এইচ আই ভি/এইডস সম্পর্কে ভয় ও ঘৃণা দূর করতে অন্যদের উৎসাহ দিন।

--মিথ্যা রটনার বিরুদ্ধে সরব হোন।এতে প্রকাশ পায় আপনার সুবুদ্ধি, সমাজচেতনা, সহমর্মিতা, সমবেদনা ও মানবিকতা।


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

কষ্ট করে বুঝিয়ে বলবেন? কিছু ব্যপার গুলিয়ে ফেলেছি...দুঃখিত...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

কারুবাসনা এর ছবি

কী গুলাইল


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

অনার্য সঙ্গীত এর ছবি

সম্পাদনার পর অনেক জটিলতারই অবসান হয়েছে :)

-অপরিণত বয়সে প্রথম যৌনমিলন
-বুলাদির পরামর্শ নিতে ফোন করুন ১০৯৭

এই দুটি ব্যপার এখনো ঠিক বুঝতে পারিনি। পাঠকের দীনতা ক্ষমা করবেন :)
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাইফ তাহসিন এর ছবি

ভালো লাগল বস আপনার এইডস সচেতনতা পোস্ট। তবে flex 1 আরেকটা জিনিস যোগ করে দেন।

এইডসে আক্রান্ত মায়ের দুধ পান করলে শিশু এইডসে আক্রান্ত হবে।

তবে বস, একটা বাস্তব সিনারিও দেই, আফ্রিকায় অনেক খাটনি করেও এইডস কমাতে পারছে না কারন, মা নিজেই খেতে পায় না, কিন্তু ক্ষুৎপিপাসায় কাতর বাচ্চাকে বাধ্য হয়ে বুকের দুধ দেয়। উন্নত বিশ্বের কোন দেশে এইডস আক্রান্ত মায়েদের জন্যে বুকের দুধ পান করানো আইনগতভাবে নিষিদ্ধ, কিন্তু আফ্রিকাতে এই অসহায় মায়েদের কথা ভাবুন।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

কারুবাসনা এর ছবি

এটা নিয়ে সমস্যা আছে।
বুকের দুধ খাওয়ানো না বন্ধ হয়। কাজেই এটা পজেটিভদেরই খালি বোঝাতে হবে।

ধন্যবাদ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সৈকত চৌধুরী [অতিথি] এর ছবি

ধন্যবাদ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পোস্ট করতে একটু সময় নিলে ভালো হয়, > - চিহ্নগুলো দেখে মনে হচ্ছে ইমেইল থেকে কপি পেস্ট করছেন।

-- এইচ আই ভি/এইডস বিষয়ে বুলাদির পরামর্শ নিতে ফোন করুন ১০৯৭ ( টোল ফ্রি) নম্বরে।
কোন দেশের টোল ফ্রি নাম্বার জানতে মঞায়।

কারুবাসনা এর ছবি

১। হ্যাঁ ওটা একটা চিঠি। ইমেল থেকে কাট-পেস্ট করা। এখন ওগুলো উড়িয়ে দেওয়া হল।
২। ভারতে। চিঠিটা ভারত থেকে পেয়েছি।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

যুধিষ্ঠির এর ছবি

এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়ে এরকম অযত্নের পোস্ট কেনো?

কারুবাসনা এর ছবি

যত্ন নেওয়া হল।

আলোকপাতের জন্য ধন্যবাদ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সচল জাহিদ এর ছবি

পোষ্টটি একটু কষ্ট করে সম্পাদনা করে দিবেন কি ?

----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

কারুবাসনা এর ছবি

দেওয়া হল।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

অতিথি লেখক এর ছবি

অযত্নের বা যত্নের পোস্ট তা নিয়ে মন্তব্য না করে এইটাই বলব যে, আসুন সকলেই নিজস্ব পরিধিতে এইচ আই ভি (এইডস) বিষয়ে সচেতনতা বাড়াই। সকলের সমাজচেতনা, সহমর্মিতা, সমবেদনা ও মানবিকতার বিকাশ ঘটুক!
এস হোসাইন

---------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

কারুবাসনা এর ছবি

অনেক ধন্যবাদ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

প্রবাসিনী এর ছবি

এই তথ্যগুলো সবারই জানা দরকার, কিন্তু পোস্টটা reader-friendly না।
________________________________________________

হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে

________________________________________________

হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে

কারুবাসনা এর ছবি

চেস্টা করা হচ্ছে। আপনারাও হেল্প করুন।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়ে পোস্ট তাই একটু কষ্ট করে সম্পাদনা করে দিন। এতে প্রয়োজনে পোস্টটার প্রিন্ট আউট নিয়ে অন্যদের দেয়া যাবে।

পুনশ্চঃ (একটু মজা করি) বুলাদিকে যখন ডাকলেনই তাহলে নিরোধ বাবু কাছে না থাকলে কীভাবে লুডু খেলতে হয় সে গল্পটাও বলে দিন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

কারুবাসনা এর ছবি

করেছি।

পু: সেটা ডিউ থাক। গল্প যখন কখনও তো লিখবই।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

ভেজা নক্ষত্র [অতিথি] এর ছবি

এইচ আই ভি/এইডস যেগুলি দ্বারা ছড়ায় না ---র পর ঃ নাই তাই গুলিয়ে ফেলছিলাম।
আর হ্যাঁ, বূলাদিকে বাদ দিয়ে সবিতা বৌদিকে টোল ফ্রি ফোন করা যায় না ।সবিতা বৌদির নাম্বার টা খুব দরকার।

কারুবাসনা এর ছবি

গুড পয়েন্টস।
দেখছি।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

মুস্তাফিজ এর ছবি

লালা বা থুতুতে ছড়ায়না এটা জানতামনা। ধন্যবাদ।

.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.

...........................
Every Picture Tells a Story

কারুবাসনা এর ছবি

১লা ডিসেম্বরের প্রস্তুতি।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

অনার্য সঙ্গীত এর ছবি

লালা বা থুথুতেও এইচআইভি থাকে তো ! এমনকি কিছু ক্ষেত্রে ছড়ায় বলেই জানি... :)
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

লালা বা থুথুতে খুবই অল্প পরিমাণে HIV থাকে, যেটা দিয়ে HIV ছড়ানো সম্ভব না। এমন শুধুমাত্র একটা কেস আছে যেখানে kiss আর লালার মাধ্যমে HIV ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে।

তবে মুখে কোন ক্ষত থাকলে ব্যাপারটা অনেকবেশি ঝুঁকিপূর্ণ।

সাইফ তাহসিন এর ছবি

আসলে সরাসরি লালা এত কাবিল না, তবে লালা দিয়ে ভাইরাস আসলেই হবে না তাকে রক্তে মিশতে হবে। যদি মুখে কোন উম্মুক্ত ঘা থাকে, বা গালের ভেতরে কেটে গিয়ে থাকে, অথবা চুম্বনের সময় কেউ কামড় দিয়ে বসেন, তাহলে ভাইরাস রক্তে মেশার সুযোগ পেয়ে যায়। তাই HIV পজিটিভ মানুষকে CPR দেওয়া নিরাপদ।

আরেকটা তথ্য দেই, এইচ-আইভি পজিটিভ মায়ের বাচ্চা হলেই তার এইডস হবে তা না, আমাদের শরীরে ৫টি ইমিউনোগ্লোবিউলিনের (Ig) এর মাঝে সবচেয়ে আকারে ছোট IgG, এই বদমাইশগুলা মায়ের দেহ থেকে প্লাসেন্টা দিয়ে বাচ্চার রক্তে চলে যায় দেদারসে, কাজেই জন্মের পরে যদি টেস্ট করেন, ৬-৯ মাস পর্যন্ত বাচ্চার টেস্ট পজিটিভ আসবে। কারন, মায়ের দেহ থেকে আসা HIV ভাইরাসের বিরুদ্ধে তৈরি IgG তখনো ঘুরে বেড়াচ্ছে।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

কারুবাসনা এর ছবি

ধন্যবাদ, সকলকে।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

masud এর ছবি

মেয়ে যদি ছেলেদের পুরুষাংগ suck করে দেয় তাহলে কি HIV/AIDS এর সংক্রমণ হতেপারে??

তাসনীম এর ছবি

উত্তর পাবেন মন্তব্যগুলোতে...সাইফ তাহসীনের কমেন্ট দেখুন।

আসলে সরাসরি লালা এত কাবিল না, তবে লালা দিয়ে ভাইরাস আসলেই হবে না তাকে রক্তে মিশতে হবে। যদি মুখে কোন উম্মুক্ত ঘা থাকে, বা গালের ভেতরে কেটে গিয়ে থাকে, অথবা চুম্বনের সময় কেউ কামড় দিয়ে বসেন, তাহলে ভাইরাস রক্তে মেশার সুযোগ পেয়ে যায়।

একই উত্তর আপনার জিজ্ঞাসার ক্ষেত্রে প্রযোজ্য।

--------------------------------------
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।