বাসন্তি গায়ন্তি বিষমা হৈ

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: বুধ, ২০/০১/২০১০ - ১০:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাসন্তি শাড়ির ঢল, আর আমার এখন বড় জেমস পাচ্ছে, আর ওইদিকে স্কুলগুলি হতে ত্রস্ত সাইকেলে বান্টিরা আলতা ভেজানো গন্ধ উড়িয়ে দিয়ে তাজমহলের দিকে চলে যাচ্ছে। আর আমার মাথায় এখন সেন্ট পলসের সেই চালচিত্র সম বিশাল গাছ, নীচে ঠিক হংসধ্বনী, মেঘে ঢাকার মত। প্রবল বৃষ্টির মধ্যে মেহেরপুর জোড়া রাজহাঁসের দল মেঘ ভেঙ্গে নেমে আসার অলীক সাইকেলে, ছোট ছোট করে ক্রিং ক্রিং মন্ত্রে একটা গান বেঁধে ফেলছে।

আমি একটি ব্রীজের মত গঙ্গার ওপরে ঝুলে আছি। যেখানে সাইকেল যায় না। বান্টি বাসন্তি ও জেমস নাই, কেবল ঠান্ডা মুগুর ছাপ, ক্যাকোফোনে শ্যামাসঙ্গীত, গাড়ির হুস-হাসে একটি প্রতীয়মান শহর, রোদ, জং; আমার এখন কিছু লেখাই উচিত নয়, আর।


মন্তব্য

ইবরাহিম যুন [অতিথি] এর ছবি

বাসন্তি গায়ন্তি বিষমা হৈ
গরুগুলির সন্ধানে এবার বাংলাদেশে
আমার ব্লগ * আমার বই * আমার অ্যাকাউন্ট * আমার কীর্তিকলাপ * আমার বন্ধুরা
শীত সে আসিলা বড় অসময়ে
আপনার ২ টি নতুন ব্যক্তিগত মেসেজ আছে
কি করে উপন্যাস লিখতে হয়
ব্লগ লিখুন

সাহিত্যে'র নতুন কোন ধারা বোধহয়। যার যা খুশী বুঝে নিতে হয়।

কারুবাসনা এর ছবি

নাহ। তা ক্যা?

যা খুশী বুঝলে আর লেখাই লাগত না।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সাঈদ আহমেদ এর ছবি

টিভির এ্যান্টেনা বিলুপ্ত হওয়ায় কোনদিন আফসোস করিনি, ক্যাবল তো আছে!
মোবাইলের এ্যান্টেনা বিলুপ্ত হওয়ায়ও কোনদিন আফসোস করিনি, নেটওয়ার্ক তো পাচ্ছে!

আজকাল মাথার উপর একটি এ্যান্টেনার বড়ই অভাব বোধ করি.... কতো সিগন্যাল অধরা রয়ে যায়.... আধুনিক পদ্য, আধুনিক গদ্য ... আর আমিই প্রাচীন রয়ে গেলাম... আফসোস!

তবে খুব মনোযোগ দিয়ে এই লেখাটা দ্বিতীয়বার পড়ে ভালো লাগলো। মনে হয় কিছুটা সিগন্যাল পেলাম।
-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

কারুবাসনা এর ছবি

আপনারাই তো পাঠক। ভাল করে পড়লে সবই পাবেন আর সবই আপনার।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কারুবাসনা এর ছবি

ধইন্যবাদ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সাবিহ ওমর এর ছবি

আমার ভাল লাগসে, অনেক কিসু দেখতে পাইসি...হাসি

কারুবাসনা এর ছবি

খুব সুন্দর। আপনারে ১০০ হুর পিচ্চি।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

অতিথি লেখক এর ছবি

অনেকদিন পর পোস্ট দিলেন। শুভেচ্ছা জানবেন
মধুবন্তী মেঘ

কারুবাসনা এর ছবি

থ্যা:।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

তুলিরেখা এর ছবি

প্রবল বৃষ্টির মধ্যে মেহেরপুর জোড়া রাজহাঁসের দল মেঘ ভেঙ্গে নেমে আসার অলীক সাইকেলে, ছোট ছোট করে ক্রিং ক্রিং মন্ত্রে একটা গান বেঁধে ফেলছে।

চমৎকার!!!!!
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কারুবাসনা এর ছবি

গানটা লিখে ফেল!


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।