তরণী মাঝি সমুদ্রকে অভিসম্পাৎ দিয়ে ঘোষনা করে দরিয়ার জল আর কোনদিন স্পর্শ করবে না। সমুদ্রকে দেখে নেবে এই ঘোষনা দিয়ে সে কোথায় চলে যায় সতের বর্ষ আর সে খবর কেউ জানতে পারে নি। তের বছর পর সে যখন আবার ফিরে আসে তখন আর কেউ তাকে চিনে নিতে পারে না। সকলেই তার মধ্যে হারানো তরণীকে খুজে কিন্তু মধ্য বয়সে পা দেয়া তরণী মাঝির চেহারায় উদ্ধত কিশোরের প্রতিবাদী আভাষটা কোন এক দুর অতীতের স্মৃতি মনে হয়। তার মুখে ভাবলেশহীনভাবে পড়ে থাকা পাথরের মতো মনে হয়। কারও সাথে কোন কথা না বলেই সে তার জন্ম নেয়া বাড়িটার কাছে গিয়ে দেখে তার আবাসস্থলের কোন চিহ্ন নেই। নেড়া জমিতে ঝোপঝাড়ে জংলা কিছু গাছ হাওয়ায় দুলছে। কালের পাড়ে মাটিও জল সবকিছুই মিলিয়ে দেয় সে হাটু ভেঙে সারাদিনমান সে ওখানে বসে থাকে ঠায় যেন এইটুকু ঝোপ জংলার বাইরে পৃথিবীতে দেখার আর কিছু নেই। সবাই ছুটে আসে .. স্থানুর মতো বসে আছে একটা মানুষ .. স্মৃতি হাতড়ে তারা ফিরে যায় সতেরো বছর আগে। সেইদিন যার আগে তারা স্বকর্ণে ঈশ্বরের বিরুদ্ধে উচ্চারিত ধ্বনি শোনে নি। একে একে তাদেও মনে পড়ে কিন্তু তাদেও মুখ দিয়ে শব্দ বের হয় না, বলা ভালো কি বলবে তারা বুঝে উঠতে পাওে না। তাদের মধ্যে মুছে যাওয়া এক গোপন অপরাধবোধ মনে পড়ে যায়। এই সতেরো বছওে তাদেও জীবনযাত্রায়, তাদেও বিশ্বাসে যদিও তেমন কোন পরিবর্তন আসে নি কিন্তু একটা কালো দাগ তাদের বিশ্বাসে ঠিকই রেখাপাত করেছিল যদিও সেই কথা কেউ কোনদিন বলে নি। তারা অপো কওে কখন এই মানুষটি নীরবতা ভাঙবে। তাদের নিরবতার উপর দিয়ে উড়ে যায় সমুদ্রের একটানা গর্জন আর হাওয়ার মতো বয়ে চলা নিঃশ্বাসের শব্দ। সে কথা বলে না কিন্তু একটা সময় নড়ে চড়ে উঠে সে সবার দিকে তাকিয়ে পকেট থেকে কালো একটা কি বের করে। সবাই ভাবে এইবার সে কিছু বলবে কিন্তু হটাৎ ভেসে আসে একটা অচেনা শব্দ.. সমুদ্রের আওয়াজকে ছাপিয়ে সেই শব্দ সবার উপর দিয়ে শূন্যে মিলিয়ে যায়। ওরা মন্ত্রমুগ্ধের মতো সেই ধ্বনিতে আচ্ছন্ন হয়ে থাকে... তারা ভাবতে থাকে আর কবে তারা এমন মনমুগ্ধকর ধ্বনি তাদের জীবনে শুনেছে... কিন্তু তারা তা মোটেও স্মরন করতে পারে না। তারা ধ্বনিতে আচ্ছন্ন হয়ে থাকে...
মন্তব্য
ওই মিয়া তোমার খবর কি?
_____________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
নতুন মন্তব্য করুন