: তুমি সীমানা লঙ্ঘন করছো। Simply।
: ভালবাসার কোন সীমানা থাকে না Mayabee।
: ভুল চিন্তা। Totally একটা wrong conception।
: বল তুমি আমাকে ভালবাসো না। আসলে আমি যে একা এটা বুঝে গেছি।
: তুমি বাসো?
: হ্যা বাসি।
: আবার মিথ্যে কথা।
: বাসি।
: কেন বারবার মিথ্যে কথা বলছো?
: মিথ্যে - বলছো কেন?
: ভালবাসলে এই ভাষায় কথা বলতে না।
: আমি কোন ভাষায় কথা বললাম?
: যে ভালবাসে সে কখনও নিজেকে ফাঁকি দেয় না।
: ফাঁকি!?
: এই যে বললে একা। এই শব্দটা একটা ফাঁকি দেয়া শব্দ। চুঁদো বানানো শব্দ। তুমি নিজে একবার চিন্তা করে দেখো? কি করে তুমি একা?
: একাইতো। কে আছে আমার?
: এইরকম মুখে ভালবাসা শব্দটা ম্যাড়ম্যাড়ে লাগে। False। bogus। fake।
: তুমি একটা নিষ্ঠুর। প্রজাপতি কখনও তোমার গায়ে বসবে না।
: আমাকে বিচার করতে যেও না। পাবে না। তুমি যতটুকু judge করবে আমি ততটুকুই hazy হয়ে যাবো। অস্পষ্ট। অধরা। ধরতে চেও না। পাবে। ধরতে চাবে। হারাবে। শেষে আমার নাম দিতে হবে অধরা।
: এটা কি সম্ভব বিচার করবো না। মানুষ একটা judgmental প্রাণী।
: বিচার কতটুকু করতে পারবে? good soul। অথবা bad soul। এইতো? এর চেয়ে বেশি কি? এখন তোমার যদি মনে হয় - আমি একটা bad soul প্লিজ চলে যাও। It’s my suggestion। Don’t stay with bad soul।
মন্তব্য
কি জিনিস এইটা ?
সাহিত্য ?
এই জিনিস আমি পোস্ট দিলে ছাপাইতো সচল ?
_______________
আমার নামের মধ্যে ১৩
একবার মুক্তিযোদ্ধা মানে যেমন সারাজীবন মুক্তিযোদ্ধা নয়, কখনও রাজাকারও হতে পারে, একই এনালজি থেকে মনে হচ্ছে একবার সচলত্ব পাওয়া মানে সারাজীবন গ্রহনযোগ্য/প্রকাশযোগ্য লেখা লেখার লাইসেন্স পাওয়া নয় (মানে আনমডারেটেডেবল লেখা লেখার ক্ষমতা বুঝাচ্ছি আরকি)। অন্তত এই লেখা দেখে তাই মনে হচ্ছে। মডারেটরদের কাছে এই লেখককে আবার অতিথি বানিয়ে দেবার অনুরোধ জানাচ্ছি। এনার আবার যাচাইয়ের মধ্য দিয়ে আসা উচিত।
এটা কি বাংলা সাহিত্য না ভোজপুরি সাহিত্য?
নাকি বাংলায় ফেল করলাম!!!!!!!!!!!!!!!
এ কি যন্তন্না শুরু হইল। প্রথম পাতায় কি প্রকাশিত হওয়ার মতো এই বস্তু? বিশেষ করে ৩ নম্বর টা? যদি ব্লগে লিখতামও নিজের ব্লগে রেখে দিতাম, প্রথম পাতায় দিতাম না। নিজের মান সম্মানের একটা মায়া আছে না।।।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
তিন নম্বরটা আমার কাছেও ঠিক লাগেনি। তবে এটা ভালো লেগেছে।
ডাকঘর | ছবিঘর
নতুন মন্তব্য করুন