সচলায়তনের ব্লগারদের "সচল" বললে কেমন হয়

উৎস এর ছবি
লিখেছেন উৎস (তারিখ: সোম, ১৮/০৬/২০০৭ - ৪:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাক্য রচনাঃ আজকে সচলদের অনেকে বাবা দিবস নিয়ে পোস্টাচ্ছে।

ছোট শব্দ হলে লিখতে সুবিধা, রেফারেন্স দেয়া যায় সহজে, শ্রুতিমাধুর্যের চেয়ে টেকনিকাল কারনে বেশী।

হিংসাত্মক অর্থে সচলদের বাইরের ব্লগারদের অচল বলা যেতে পারে। তবে এটা জরুরী নয়, প্রয়োজনও দেখি না।

MSN-এ টাইপ করার সময় stn বা sctn ব্যাবহার করা যায় সচলয়াতন বোঝাতে গিয়ে। নাহলে sachalayatan টাইপ করতে অনেক ট্রান্সপোজ এরর হয়। সামহয়্যারকে যেমন আমরা swi বলি অনেক দিন থেকেই।


মন্তব্য

অরূপ এর ছবি

চলুক
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

সৌরভ এর ছবি

দারুণ আইডিয়া!
সমর্থন।
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

ভাস্কর এর ছবি

সচলই সচল!


বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

হিমু এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।