• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

ডোন্ট রাশ

বন্দনা এর ছবি
লিখেছেন বন্দনা [অতিথি] (তারিখ: সোম, ২১/১০/২০১৩ - ১২:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছোটবেলা থেকেই সব কিছুতে বড্ডো তাড়া আমার। এই তাড়াহুড়ার ঠেলায়, কাকের ঠেং বকের ঠেং হাতের লিখা প্রসব করে দিয়ে সব উত্তর লিখে এসে ও নাম্বার পেতাম কম। এই জন্য বাবার বকা ছিল অবধারিত। আস্তে আস্তে সুন্দর করে লিখে দিয়ে আসলে ভাল নাম্বার পাওয়া যায় জানতাম, কিন্তু ঐ যে তাড়াহুড়া করা এক্কেবারে আমার হাড়ে হাড়ে ঢুকে গিয়েছিল। কলেজে উঠার পর রুলটানা কাগজে নতুন করে ইংরেজি এলফাবেট শিখতে হয়েছিল সিস্টার জোসেফ মেরির পাল্লায় পড়ে, তাতে ইংরেজি লেখা একটু লাইনে এলে ও বাংলার অবস্থা বড়ই করুন। না পারতে বাংলা লিখি আজকাল, জঘন্য হাতের লেখা লোকে দেখলে ও আর এক মহাবিপদ।

তবে ঐ যে বলছিলাম তাড়াহুড়া, সেটাই আমার কাল হয়েছে। সঙ্গীতে কোন তাড়াহুড়া চলেনা, তাল লয় সব ভজঘট হয়ে যায়। তাড়াহুড়ায় যন্ত্র ও আমার কথা শুনেনা, কীসব কাকের ঠেং বকের ঠেং সুর উঠে ভায়োলিনে ও। কানের কাছে ডোন্ট রাশ, ডোন্ট রাশ বলতে বলতে আমার গুরুর প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মত দশা হয়, কিন্তু আমার সময় কই তার কথা শোনার। চোখ থাকে নোটেশনে, হাত ব্যস্ত বো আর ভায়োলিনে, কান ব্যস্ত থাকে এক তারে বো পরলো, না দুই তারে সেটা শোনার তালে, এদিকে রিদম ঠিক হলো কি হল না সেইদিকে চিন্তা করার আর ফুরসত পাইনা। ডোন্ট রাশের খেতা পুড়ায়ে রিদমকে বেদম প্রহার করে কোনরকমে কিছু প্রিয় গান ভায়োলিনে তুলে ফেললাম। অবশ্য নোটেশন কম্পোজ করে দেয়ার জন্য গুরুর কাছে এই অধমের কৃতজ্ঞতার সীমা পরিসীমা নেই। বছর খানেক আগে কথা দিয়েছিলাম সুর তুলতে পারলে সচলে শেয়ার করবো। মনে হচ্ছে না ঠিক- ঠিক সুরে বাজাতে পারবো কোনদিন, তাই বেসুরো জিনিসই শেয়ার দিলাম। জানি মেলা ভুলচুক আছে, তবু ও এই শিক্ষানবীশের প্রচেষ্টা ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখার অণুরোধ রইলো।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

(Y)
ভালো তো!

______________________________________
পথই আমার পথের আড়াল

বন্দনা এর ছবি

(ধইন্যা) নজুভাই।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

=DX

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

বন্দনা এর ছবি

:D

ঈয়াসীন এর ছবি

(Y)

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

বন্দনা এর ছবি

(ধইন্যা)

এক লহমা এর ছবি

=DX

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

বন্দনা এর ছবি

(ধইন্যা)

কড়িকাঠুরে এর ছবি

"খোঁজ দ্য সার্চ" থেকেই বসে ছিলাম কবে শুনবো। আগের পোস্টগুলায় জিজ্ঞাসাও করতে চাইছিলাম। যাই হোক... "সামার ওয়াইন" বেশি ভাল্লাগছে... (Y)

বন্দনা এর ছবি

এক বছর আগের পোস্টের রেফারেন্স ধইরা টান দিলে তো মুশকিল। তবে ধন্যবাদ কাঠুরে ভাই, সামার ওয়াইন আমার ও বেশি ভালো লাগছে।

 মোহাম্মাদ শামীম  রেজা এর ছবি

সুরের কিছু না বুঝলেও কিছু সময় সুরের মূর্ছনায় বিমোহিত হয়ে পড়লাম আর কি।।।।।।।।।।।।।।।।

বন্দনা এর ছবি

ধন্যবাদ রেজাভাই।

অতিথি লেখক এর ছবি

ভালোই তো লাগলো আপু। চিকুইটিটা পুরোটা শুনতে চাচ্ছিলাম। হবে?

-এস এম নিয়াজ মাওলা

মাহমুদ এর ছবি

শব্দটা কি 'চিকিচিতা' হবে ?

robot  এর ছবি

চিকিটিটা বা চিকিতিতা (স্প্যানিশদের অনেককে দেখি ট বলতে পারে, অনেকে পারেনা সেজন্য ট/ত নিয়ে সন্দিহান) হবে কথাটা (স্প‌্যানিশ শব্দ) - অর্থ "ছোট মেয়ে" (তবে নাবালিকা/কিশোরী অর্থে ব্যবহৃত হয়না বলেই আমার ধারণা)- সুইডিশ পপ ব্যান্ড এ্যাবার গান। সম্ভবত ৭০ দশকের কোন সময়ে গাওয়া। উইকি ঘাঁটতে মন চাইলো না।
বিগেনার না বিগিনার? নাকি শিক্ষানবীশ কৈলে ভালো হৈত?

বন্দনা এর ছবি

চিকিচিতার কিন্তু বাংলা ভার্সন আছে একটা, সামিনা চোউধুরীর গাওয়া, ইউটিউবে পাওয়া যাবে। উচ্চারন্টা চিকিচিতাই শুনলাম ইংরেজী আর বাংলা দুইটায়, তবে কোনটা ঠিক বলতে পারবোনা।
@রোবটভাইঃ ঠিক করে বিগিনার।

ধন্যবাদ সবাইকে।

গান্ধর্বী এর ছবি

শুধুই পড়তে পারলাম, কিছুই শুনতে পেলাম না :(

বন্দনা এর ছবি

বুঝতে পারছিনা দিদি আপনি কেন শুনতে পাচ্ছেন না। ক্লিক করে সাইন্ডক্লাউডে চলে গিয়ে একবার চেষ্টা করতে পারেন।

গান্ধর্বী এর ছবি

দিদি ক্লিক করাই যাচ্ছে না, 'সিকিউর কানেকশন ফেইল্‌ড' দেখাচ্ছে! গোলমেলে ব্যাপার :S

তাপস শর্মা এর ছবি

ভাল্লাগছে। বাজনার তাল-লয় কম বুঝি, আমি অ-সুর মানুষ। বাজনা জারি থাকুক :)

বন্দনা এর ছবি

ধন্যবাদ কষ্ট কইরা শুঞ্ছেন এই জন্য।

প্রৌঢ় ভাবনা এর ছবি

(Y)

বন্দনা এর ছবি

(ধইন্যা) ভাবনাদা।

নীলম এর ছবি

ভায়োলিন শেখার খুব ইচ্ছে। কিন্তু আমি অত্যন্ত অধৈর্য প্রজাতির মানুষের পর্যায়ে পড়ি। তাই সাহস করে উঠতে পারি না। :(

সামার ওয়াইন বেশ লাগলো। :)

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

ভালো লাগলো। আমার ছেলে গান শিখতে শুরু করেছে - ওকে শোনালাম। ও বলে কি হারমোনিয়াম নেই কেন!!

____________________________

তানিম এহসান এর ছবি

বাহ! চলুক চলুক :D

অগ্নির এর ছবি

ভায়োলিন শেখা ভীষন কঠিন কাজ ! ধৈর্য ধরে লেগে আছেন বলে অভিনন্দন ! আমি বো নিয়ে টান দিলে কেবল ক্যাঁচক্যাঁচ শব্দ বেরোয় !

শিশিরকণা এর ছবি

বাহ! গুণী মানুষকে ^:)^

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

ইয়াসির আরাফাত এর ছবি

আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই বন্দনা। লেগে থাকুন এবং আমাদেরকে শ্রুতিমধুর সব সুর বাজিয়ে শোনান।

আমার অনভিজ্ঞ কানে যেটা মনে হয়েছে, আপনার নোটগুলো সাসটেইন করছে না বলে সুর প্রায়ই আপনার নিয়ন্ত্রণে থাকছে না। এটার ওপর কাজ করলে খুব দ্রুত উন্নতি হবে বলে আশা রাখি। তবে মূলনীতিটা আপনি জানেন, ডোন্ট রাশ :D

সাফিনাজ আরজু এর ছবি

=DX :)

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।