৪।।
সবাই সবার হরিণ।সবাই সবার বাঘ। কোন পাখি ডালে বসে ছিল না।
১।।
ওরা একে অন্যের ছায়ার মত, আঠারো বছর ধরে- একসাথে হেঁটে চলেছে। চোখে স্বপ্ন, মনে প্রেরণা, হৃদয়ে জিদ। এই এদিন অবশ্যই থাকবে না। অবশেষে সেদিন এলো, ওরা দুজনে দেখলো- চোখের সামনে দুঃখের মেঘ কেটে গেছে। পায়ের নিচে টের পেল- শক্ত মাটি। ওরা নিজের পায়ে দাঁড়ালো, তারপর হেঁটে গেল দুই পথে।
২।।
অন্ধরা হাতি দেখলো।
ওরা যা দেখলো তা কেউ দেখলো না।
৩।।
মা রুটি বেলছে, পাখি উড়ছে, ডিমটা ভালই লাগছে, সাইকেলটার চেনটা পড়ে গেছে, বিলবোর্ডে একটা মেয়ে আমার জন্য ঝুলছে, মা মাছ কুটছে, মেঘ করেছে, রাস্তায় একটা মেয়ে, তিনটা বেলুন, আমার বণ্ধুরা ঝগড়া করলো, রাস্তাটায় ছায়া নেই, মা পেয়াজ কাটছে, তিন্নি বায়না ধরেছে, সিঙারাটা খুব মজার, একজনের বুকে লেখা- প্রিজ একটা কিস, মা চুলো ধরাচ্ছে, একটা পাখি ডাকছে, সুমী হাঁটছে, একটা কোকাকোলার বোতল, মা পেয়াজ কুচোচ্ছে- তিনজন সিগারেট খাচ্ছে, সিনেমাটা ভাল হয় নি, তাসের চিড়িয়ার দুইটা নেই...
মন্তব্য
বেশ।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
৩ নম্বরটা বেশি ভালো পেলাম। আমরা মায়েদের অমন আত্মভোলা হয়ে রান্নাঘরে স্বেচ্ছা আটক ভাবতে ভালবাসি, আবার নারী অধিকার বলে গলা ফুলাই। কি অদ্ভুত দ্বৈতাচার আমাদের।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
চমৎকার গল্পগুলো
দেবদ্যুতি
অসাধারণ লাগল।
--------------------
ইচ্ছে মত লিখি
http://icchemotolikhi.blogspot.in/
টাইপো ছিল বোধ হয়: রাস্তাটায় ছায়া নেইম মা পেয়াজ কাটছে
হবে,
রাস্তাটায় ছায়া নেই, মা পেঁয়াজ কাটছে-
বেশ লাগলো। দ্বিতীয়টা বেশি।
আমারও
ধন্যবাদ, সবাইকে।
দারুণ!
বেশ ৷৩নং দারুণ!
আপনার আগের লেখাগুলো মিস করি, বিশাল পরিসরের গল্পগুলো, ভিতরে অনেক অনেক উপমা, চরিত্র, ঘটনার ঘনঘটা।
ক্ষুদ গল্পও ভাল লাগলো। ধন্যবাদ।
facebook
অনেক ধন্যবাদ। অনেকদিন হয়ে গেল, নিজের কাছেই মনে হচ্ছে- বড় লেখায় হাত দেয়া হচ্ছে না। আবার ধরতে হবে-
চমৎকার লাগলো। আরেক দফা হয়ে যাক।
সবগুলোই চমৎকার, বিশেষ করে ২ এবং ৩ । আরো আসুক ক্ষুদে গল্প।
------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”
অলীক জানালা _________
শেষেরটা দারুন লাগলো!
****************************************
ধন্যবাদ সবাইকে, প্রেরণার জন্য- উৎসাহের জন্য। অণুগল্পগুলো নেশার মতন। যখন ভাববেন- শব্দগুলো আপনি উড়ে বেড়াতে দেখবেন।প্রজাপতির মতন।ধূলোকণার মতন। বড় লেখাগুলো সমুদ্রের মতন। যা আপনাকে পাড়ি দিতে হয়। নাবিকের মতন মন জেগে উঠলে, হয়ে যাক এবার।
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
এত অল্প কথায় ক্যামনে পারেন?
-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু
আমি এখন রৌদ্র-ভবিষ্যতে
নতুন মন্তব্য করুন