অণুগল্পের ডায়েরী ১: সংজ্ঞার খোঁজে

কর্ণজয় এর ছবি
লিখেছেন কর্ণজয় (তারিখ: বুধ, ০৭/১০/২০১৫ - ১১:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
আসি।

ভাল? চুপ। তুমি?
৩.
চলো, সময়টাকে নিজের মতো করে সাজাই।

অনেক অনেক দিন কেটে গেল। অনেক অনেক বছর। সময়গুলো ছিল সময়ের মত। তার সঙ্গে সে ভেসে যাচ্ছিল হাওয়ার মত। ঝরা পাতার মত। নতুন কুড়ির মত। সমুদ্রের ঢেউয়ের মতন। নিস্তব্ধ দুপুরের মত। ক্র্যাচের মত। হঠাৎ একদিন সে একটা গান শুনলো। পাবি অমূল্য নিধি বর্তমানে। এরপরেও সময়গুলো ছিল সময়ের মত। তার সঙ্গে সময় ভেসে যাচ্ছিল হাওয়ার মত। ঝরা পাতার মত। নতুন কুড়ির মত। সমুদ্রের ঢেউয়ের মতন। নিস্তব্ধ দুপুরের মত। ক্র্যাচের মত। আসলে সে বুঝতে পেরেছিল, সে নিজেই আসলে সময়। এ ছাড়া কিছুই না।
--------------------------------------------------------------------------
লেখাগুলো একটা ভাবনার মেঘের মধ্যে জলকণার মত। ভাবনা ছিল- অণুগল্প কী? মনে হচ্ছিল-
একটা শব্দ। তার আগে ও পরে একটা অসীম একটা পথ। যে পথ আমরা পেরিয়ে এসেছি। যে পথ আমরা আমরা পেরোই নি। সামনে পড়ে আছে। একটা শব্দ একটা রেখা হয়ে আমাদের শব্দে ধরা দেয়।
যেমন আসি।
এর আগের একটা গল্প। কোন গল্প? নিশ্চয় আমাদের সবার জীবনেই ‘আসি’-র একটা গল্প আছে। মুখগুলো ভেসে ওঠে।
তারপর।
শব্দের পর শব্দ।
আসলে পরাম্পরা।
ঘটণার।
অবস্থানের।
দৃষ্টিকোণের।
পরপর বসে, তৈরী করে একটা পৃথিবী। ৪ মাত্রা কিংবা বহু মাত্রার।
আমরা একটা গল্প দেখে ফেলি।একটা পৃথিবীর মতন।
তারপর তার ভেতরেই হয়তো আরেক পৃথিবী ভেসে ওঠে।
আমার কাছে অণুগল্পগুলো মনে হচ্ছিল এরকম।
যা আমাকে গল্পটা বলার চেয়ে দেখাতে চায় বেশি।
আর দেখানোর এই গল্পটার জন্ম- আমারই (পাঠকের) মনে।
অণুগল্প মানে মনে হয়, শব্দের আর বাক্যের মধ্যে বিশাল প্রান্তর।
আর সেই প্রান্তরজুড়ে খেলে বেড়াচ্ছে- পাঠকের জীবন, কল্পনা, স্মৃতি।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

লেখক কে এবার কি অনুগল্প উস্তাদ বললে লেখক রাগ করবেন। অনুগল্প কি সে নিয়ে আপনার প্রাঞ্জল এবং সঠিক ও শক্তিশালী লেখনী মুগ্ধ করল।
---------------------------------
ইচ্ছে মত লিখি
http://icchemotolikhi.blogspot.in/

তাহসিন রেজা এর ছবি

অণুগল্প গুলি ভালো লাগল, অণুগল্প নিয়ে বলা কথাগুলি আরো বেশি ভালো লাগল।

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

সুলতানা সাদিয়া এর ছবি

লেখাগুলো একটা ভাবনার মেঘের মধ্যে জলকণার মত। ভাবনা ছিল- অণুগল্প কী? মনে হচ্ছিল-
একটা শব্দ। তার আগে ও পরে একটা অসীম একটা পথ। যে পথ আমরা পেরিয়ে এসেছি। যে পথ আমরা আমরা পেরোই নি। সামনে পড়ে আছে। একটা শব্দ একটা রেখা হয়ে আমাদের শব্দে ধরা দেয়।

দারুণ!

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

কর্ণজয় এর ছবি

আমি শুধু কিছু ভাবনার কথা বলছি, সে কথাগুলো যাদের সাথে কথার মত কথা বলে উঠলো, তাদের সবাইকে ধন্যবাদ।

গ্যারেজ মেকানিক এর ছবি

ভাল ছিলো, বেশ ভালো

- গ্যারেজ মেকানিক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।