দিন কেটে যায়

উৎস এর ছবি
লিখেছেন উৎস (তারিখ: শুক্র, ২২/০৬/২০০৭ - ৬:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভাস্করদা লেখা পাচ্ছেন না পড়ার মতো। সবাই ১লা জুলাইয়ের উদ্দ্যেশ্য লেখা গুদামজাত করছে। হতে পারে। আমি আপাতত ১লা জুলাইকে সেরকম পাত্তা দিচ্ছি না। এমনিতে আমার কাস্টমার কম, গান-কবিতা লেখার হাত নেই, আমি মনে হয় অল্প কয়েকজন ব্লগারের একজন যে গল্প বা কবিতা কোনদিন পোস্ট করি নি।

আজকে তাড়াতাড়ি বাসায় যাচ্ছি, বিকালে ফুটবল খেলা আছে। আগে এখানে ভারতীয় গ্রুপের সাথে খেলতাম, প্লেয়ার বেশী হয়ে যাওয়ার এখন জায়গা পাওয়া মুষ্কিল, আবার জায়গা পেলেও বল পাই না। ১০ মিনিটে বলে একটা লাথি মারার সুযোগ হয়। ইদানিং ল্যাটিন আমেরিকান একটা গ্রুপের সাথে খেলি। এদের খেলায় নিয়ম কানুন কম। খেলার মধ্যে লোকজন আসছে, যাচ্ছে, বেশ ফ্লুয়িড পরিস্থিতি। ছেলে মেয়ে মিশিয়ে খেলা। ঘন্টা দুয়েক খেলতে ভালোই লাগে।

গরমকাল এসে পড়ায় অফিসে লোকজন লম্বা ছুটি নেয়া শুরু করেছে। বছরের এই সময়টা আর ক্রিসমাসের সময়টা ভালো লাগে। পার্কিং লটে ভীড় কম, অফিসে আজাইরা কথা বার্তা কম, ইমেইল ট্রাফিকও কম। ছুটি নেব কি না ঠিক করি নি। যাওয়ার মতো জায়গা নেই। মাছ ধরতে যাওয়া যায় অবশ্য।

ওয়েবে ইদানিং পড়ার মতো জিনিষ কম। ভাস্করদার মতো আমিও সেরকম কিছু খুজে পাই না। পেপারগুলো একই খবর বারবার ছাপছে। চটকদার খবরের ঘাটতি চোখে পড়ার মতো। প্যারিস হিলটন নিয়ে একটু মজা পাচ্ছিলাম, সেটাও থিতিয়ে গেল। আচ্ছা রিহানার মিউজিক ভিডিও আপনাদের কেমন লাগে। কয়েক সপ্তাহ ধরে আমি রিহানার ফ্যান। আপাতত পুসি ক্যাট ডলস বাদ। আমি এক্টিভলি গান শুনি কম, আশে পাশে অনেকে শোনে, তাদের শোনায় শুনি। কিন্তু রিহানার গান ইদানিং নিজেই শুনছি/দেখতেছি।

বাকী অংশ রাতে লিখব, যাই গা ...


মন্তব্য

অরূপ এর ছবি

আপনের ওয়েব লগ পড়তে সরস
মাথা কিছু না আসলে ওয়েব লগই লিখেন
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

কনফুসিয়াস এর ছবি

হু, এইটা একটা আজিব ব্যাপার হইলো। আমি আগে সকালে উঠেই পেপার দেখতাম, অথচ চিটাগাং-এর পাহার ধ্বসের পরে পেপার দেখা ছাড়ছি, এখন না দেখলেও খারাপ লাগে না। অভ্যাস কত দ্রুত বদলে যায়!
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ভাস্কর এর ছবি

আমার এইরম ওয়েবলগ অনেক ভালো লাগে পড়তে...


বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

উৎস এর ছবি

হু, তাহলে লেখা যায় এরকম। রিহানাকে নিয়ে কেউ কিছু বললেন না যে, ঐদিকে আলোচনা টানতে চাচ্ছিলাম।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

রিহানা কে? লিংক টিংক দেন!
====
মানুষ চেনা দায়!

অমিত আহমেদ এর ছবি

রিহানার গান তো শোনার নয়, দেখার জিনিস!

************************
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

অছ্যুৎ বলাই এর ছবি

ক্রিকেটের চল নাই? অবশ্য ভারতীয় বা পাকিস্তানীদের সাথে ক্রিকেট খেলা একটা ঝক্কি!

কিছু করতে ভালো না লাগলে টানা ঘুম!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি

হুমম বল হাতে পাওয়াটা খুব জরুরি নাইলে খেলা শুরু হবে কেমনে?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ধুসর গোধূলি এর ছবি

রিহানা কিডা?
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

সৌরভ এর ছবি

হুমম, আগে দিনের প্রথমে পিসি খুলে আগে পেপার পড়তাম।
অনেকদিন আগে বাদ দিছি।

রিহানার গান প্রথমদিকে শুনতেছিলাম।
Unfaithful আর SOS দুইটা দারুণ ছিল।
ইদানিংকালে ফলো করা হয়না খুব একটা।

তবে, দুর্জনেরাও মন্দ বলেন না, রিহানার গান দেখা নয়, শোনার জিনিষ।@অমিত

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

উৎস এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।