চিন্তা হলো খসড়াপাতা : আগামীর ভাষা - (১-৬)

কর্ণজয় এর ছবি
লিখেছেন কর্ণজয় (তারিখ: রবি, ০৬/০৫/২০১৮ - ১:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
আগামী দিনের ভাষার অন্যতম বৈশিষ্ট্য হবে অনুবাদযোগ্যতা।
একজন আগামী দিনে মানুষের যোগাযোগ এবং ব্যাপ্তি হবে
বহু দেশ এবং বহু ভাষার মানুষের সঙ্গে।
আগামী ইন্টারনেট নির্ভর বিশ্বের একজন নাগরিকের সম্পর্ক থাকবে শুধু তার ভাষার নয়, বিশ্বের নানা ভাষার মানুষের সাথে।
প্রযুক্তি নির্ভর অনুবাদ যন্ত্রের বিকাশের ফলে সব ভাষার মধ্যে একটা সাধারণ সার্বজনীন ব্যকরণ গড়ে উঠবে।


আগামী দিনের ভাষার ব্যকরন অনুসারে
- বাক্য কাঠামোতে সরল যা অনুবাদবান্ধব হবে।
- বক্তব্যে স্পষ্ট হবে যে অন্যজন প্রায় বোঝাতে চাওয়া হচ্ছে ঠিক তাই অনুধাবন করবে।
- অর্থে গভীর। যা চিন্তার জগতে অসীমতার রাজ্য তৈরি করতে পারে।

৩.
আগামী দিনের ভাষার মধ্যে অর্থের চিত্রময়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শব্দের মধ্যে চিত্রকল্প তৈরির বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে।


ভাষার চিত্রময়তার কারণে আগামী দিনের গদ্যের মধ্যেও কবিতার চিত্রকল্প নির্মানের যে সংকেতময় বৈশিষ্ট্য তা দেখা যাবে। এর অংশ হিসেবে উপন্যাসেও আদি মহাকাব্যিক ধ্রূপদী রচনার বৈশিষ্ট্য ফিরে আসবে।


ইতিমধ্যে ভাষার চিত্রময়তার তৈরিতে লেখার মধ্যে ইমোজির ব্যবহার শুরু হয়েছে। ইমোজি শব্দ এবং সংকেতময় চিত্র বাক্যের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করছি। এর ব্যবহার বাড়তে থাকবে। ভাষার একটা বড় অংশ চিত্রময় হয়ে উঠবে। সংকেতময় হয়ে উঠবে। যা সকল ভাষার মানুষের কাছে যে কোন ভাষাকে অধিক বোধগম্য মনে হবে।

৫.
আগামী দিনের সব ভাষার অভিযাত্রা হবে এক অভিন্ন ভাষার দিকে। যা মানুষকে ভাষার আঞ্চলিকতা থেকে বৈশ্বিকভাবে প্রকাশের সক্ষমতা প্রদান করবে।

৬.
বৈশ্বিক এক অভিন্ন ভাষার মধ্য দিয়ে মানুষ অভিন্ন মানব সমাজ প্রতিষ্ঠিত করবে।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আগামী দিনকে পছন্দ করছি না।

--মোখলেস হোসেন

সোহেল ইমাম এর ছবি

চিন্তিত

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমি সারা পৃথিবীজুড়ে সমগ্র মানবজাতির জন্য একটি সাধারণ (common) ও সার্বজনীন ভাষা থাকার পক্ষে। এটিকে যদি lingua franca বানাতে চান তা-ই সই; এটিকে যদি একমাত্র ভাষা বানাতে চান তাতেও বিশেষ দ্বিমত নেই। বহু ভাষার বৈচিত্র্য, সৌন্দর্য্য ইত্যাদি প্রতি মুহূর্তে ম্লান হয়ে যায় ভাষাগত পার্থক্যের কারণে মানুষে মানুষে বিভেদ সৃষ্টির জন্য, ভাষার পার্থক্যকে শোষণের হাতিয়ার বানানোর জন্য। ভাষার পার্থক্যের জন্য মানুষ যখন মানুষকে বিদ্রুপ করে, বঞ্চিত করে; অথবা ভাষার পার্থক্যের জন্য মানুষ যখন বিপদে পড়ে বা সমূহ ক্ষতির সম্মুখীন হয় তখন বৈচিত্র্য-সৌন্দর্য্য-ঐতিহ্য ইত্যাদির দোহাইকে অপ্রয়োজনীয় মনে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

এক লহমা এর ছবি

চিন্তিত

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।