চিন্তা হলো খসড়াপাতা : আগামীর ভাষা - ৭

কর্ণজয় এর ছবি
লিখেছেন কর্ণজয় (তারিখ: শনি, ১৯/০৫/২০১৮ - ৯:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আগামীর ছেলেমেয়েরা আমাদের চেয়ে অনেক বেশি দেখবে।
এভাবে বলো না
একজন হয়তো তার গ্রামকে এতো এতো ভাবে দেখলো, জানলো
একজন সারা পৃথিবী ঘুরে আসার পরও যে ততটুকু দেখেছে, এটা কি বলা যায়?
দেখার চোখ পাল্টে যাবে।
তুমি বলতে পারো, আগামীর ছেলেমেয়েদের ভূগোল পাল্টে যাবে।
আমাদের প্রপিতামহের কাছে নদীর ওইপার মানেই ঐ দেশ
আর এখন
আমেরিকা, ইউনাইটেড কিংডম, রাশিয়া, জার্মান, চীন
আসমুদ্র হিমাচল
তার পকেটের মধ্যে।
ওদের ভূগোল পাল্টে গেছে। ওরা ক্ষুদ্র থেকে মহাবিশ্বকে এক জায়গা থেকে দেখতে শিখে গেছে।
ভূগোল পাল্টে গেছে তাই ওদের দেখা পাল্টে গেছে।
ভূগোল পাল্টে গেছে তাই ভাষা পাল্টে গেছে।
দেখা পাল্টে গেছে তাই ভাষা পাল্টে গেছে।
ভাষা প্রবাহমান। নদীর মতো। জলের মতো। যেভাবেই আটকে রাখো না কেন গড়িয়ে পড়বেই।।।
দেখার সাথে ভাষা আর সাহিত্যের যোগটা আমাদের জীবনে দেখা যায়।
প্রায় দেখা যায়, ছোটবেলার পড়ার অভ্যাসটা কর্মজীবনের শুরুতে কমতে শুরু করে। তারপর নেই হয়ে যায়। তারপর মাঝ বয়সের পর, জীবনে যখন দৌড়ের গতি একটু কমে আসতে শুরু করে তখন আবার একটু একটু করে ফিরে আসাতে শুরু করে।
কেন?
পৃথিবীর সব কিছু সব কিছুর সন্মন্ধ্য সূঁতোয় বাঁধা। তাই কেন এমন হলো, এই প্রশ্নের উত্তরেরও শেষ নেই। এই অশেষ উত্তরের একটি হলো, তারুণ্যে নিজের জীবন গড়ার এমন এক বাস্তবতা তার সামনে এসে হাজির হয়, জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে গল্পের মতো। সিনেমার মতো। তথন বইয়ের জগৎ থেকে সে যা পাচ্ছিলো, নিজের জীবন থেকে নিতে শুরু করে।তার দেখাই পাল্টে যায়। তার দেখা, জীবনের চারণভূমি।
এই তীব্র গতিময়, নিবিড়, কাঠামোবদ্ধ অবাধ জীবনের চারণক্ষেত্রের দিগন্তে হঠাৎ ভেসে ওঠে শৈশব।
ফেলে জীবন। বিস্মৃতিগুলো স্মৃতি হয়ে ফেরে। বন্ধুর পিঠে হাত রেখে গেয়ে ওঠে, বন্ধু কি খবর বল। কতদিন দেখা হয় নি।
কতবার দেখো হয়েছে। কিন্তু এ কথা মনে হয় নি। এখন মনে হলো। এটাই সেই সময়।
সবুকছিুর মতো ফিরে আসে পুরনো বই।
তখন জীবনতে আরেকরকম দেখা।
দেখা পাল্টে যায়, ভাষাও পাল্টে যায়।
নতুনের ভাষা পুরনো থেকে আলাদা হয়ে যায়।
পুরনো ভাষা থেকে সরে আসে নতুন দিনের ভাষা।
এভাবেই ঐ দেশ এই দেশ হয়ে যায়।
এসব হলো আগামী দিনের কথা। যখন আমাদের সন্তানেরা বড় হবে।


মন্তব্য

সোহেল ইমাম এর ছবি

চিন্তার খসড়াপাতা চলুক। একেবারে নির্বাক হবার চাইতে এই চিন্তার চোরাস্রোত বহমান থাকুক।

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

এক লহমা এর ছবি

"দেখা পাল্টে যায়, ভাষাও পাল্টে যায়।
নতুনের ভাষা পুরনো থেকে আলাদা হয়ে যায়।
পুরনো ভাষা থেকে সরে আসে নতুন দিনের ভাষা।
এভাবেই ঐ দেশ এই দেশ হয়ে যায়।
এসব হলো আগামী দিনের কথা। যখন আমাদের সন্তানেরা বড় হবে।"- মজার। এই বড় হওয়াটা চলতেই থাকবে আর দেখাটা বা ফিরে দেখাটা ক্রমাগত বদলে যেতে থাকবে - চিন্তার খসড়াপাতাটাও। চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।