কখনও এমন সময় আসে
কোথাও ফেরা যায় না।
এমনকি স্মৃতির মধ্যেও।
যাওয়ারও কোথাও থাকে না।
ভবিষ্যতগুলো বর্তমানে এসে
বোকার মতো বসে থাকে।
তখন আমরা যেখানে দাঁড়িয়ে থাকি
সেখানেই দাঁড়িয়ে থাকি।
যখন হাঁটি, পা ফেলি
তখনও কোথাও যাই না…
সেই কত হাজার বছর আগে
সেই রকম একটা সময়ে
আমি ছিলাম পাহাড়ি গ্রামে।
বান্দরবনের মুরংপাড়ায় বসে বসে তাকিয়ে দেখতাম
পাহাড়।
কখনও কুয়াশায় মোড়া।
কখনও সূর্যের আলোয় নীলচে সবুজ।
রাত নামলে মাথার ওপর তারারা;
জোনাকির মতোন।
ডাকছে, আয়…আয়…আয়
কিন্তু কোথাও যাওয়ার নেই।
কোথাও গেলেও আসলে কোথাওই যাওয়া হয় না।
সেই সময় আমি ছোট্ট ছিলাম।
আমার পৃথিবীটাও ছোট্ট ছিল।
ভাবতাম, যে ভাষায় মা কথা বলে
সে ভাষা ছাড়া আর কোন ভাষা আমার জানার দরকারই নেই।
ইংরেজি ভাষার প্রতি রাগ ছিল
গনগনে সূর্যের মতোন।
ভাষার একটা রাজনীতি আছে
গোটা পৃথিবী জুড়ে
কত ভাষা এই রাজনীতির স্র্রোতে
ভেসে গেল; মনে হতো।
লর্ড ক্লাইভের মুখটা মনে পড়তো
সেই রাগের আগুনে ঘি ঢেলে দিতো।
ইংরেজি, ভাষাটাই আমাদের শত্রু।
ভাষার যে কোন দোষ নেই
যত ক্ষুদ্রতা আসলে তা মানুষের মনেই
তা তখনও বুঝতে পারি নি।
শেক্সপিয়র তখন বিজাতীয়।
রবার্ট ফ্রস্ট অচেনা কেউ।
হেমিংওয়ের বুড়ো সান্তিয়াগো
তখনও একা সমুদ্রে চুরাশি দিন ধরে
নৌকায় মাছ খুঁজে চলেছে
তার খবর পাই নি।
এটা সেই কালের গল্প।
আমি চিরচেনা সমতল ছেড়ে
পাহাড়ে চলে গেছি।
সাথে কয়েকটা বই,
জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথের সঞ্চয়িতা, নীরেন্দ্রনাথের শ্রেষ্ঠ কবিতা আর অসীম রায়ের ডায়েরি।
একটা গান শোনার যন্ত্র।
আর কয়েকটা ক্যাসেটের ফিতেয় জড়ানো গান।
ব্যাটারি শেষ হয়ে গেলে গানের যন্ত্রটাও বিকল হয়ে যাবে
তাই ব্যঅটারিগুলো লাফিয়ে ব্যাগগুলো ভর্তি করে ফেললো।
পাহাড়ে যখন গেলাম
দেখি, কীভাবে কয়েকটা ইংরেজি গানের ক্যাসেট
ব্যাগের মধ্যে লুকিয়ে আমার সাথে চলে এসেছে।
আমার তখন হাতে সময় ছাড়া কিছু নেই।
একদিন, দুদিন, পাঁচদিন, একমাস, দুই মাস,
কতদিন যে, ঠিক মনে নেই
একদিন রাতে.. বৃষ্টি থেমে গিয়েছিল,
মুরং বাড়ির বড় বড় মাচাং ঘরের সিড়ির গো্ড়ায় বসে আছি
ঠাণ্ডা বাতাসে বৃষ্টির ছোঁয়া।
চারদিকে অন্ধকার। কিছু দেখা যাচ্ছে না।
কিন্তু জানি ঐ অন্ধকারে পাহাড়গুলো ডুবে আছে।
হঠাৎ কী ভেবে
ইংরেজি গানের ক্যাসেট বাজিয়ে দিলাম।
এখনও মনে পড়ে
বাতাসে বৃষ্টির গুঁড়ো জড়ানো অন্ধকারের মধ্য থেকে
গিটারের ধ্বনির সাথে একটা গভীর দরাজ গম্ভীর গলা ভেসে আসলো।
ইংরেজি গান, কিন্তু মনে হলো
ইংরেজি নয়। এই পাহাড়ের অতল তলদেশ থেকে
উঠে আসছে আদিম কোন ভাষা
যে ভাষাটা আমি আগে শুনেছিলাম।
এমনিতেই আধা ভবঘুরে জীবনে
ভীনভাষার মানুষের মধ্যে থেকে থেকে
জেনে গিয়েছিলাম
কথা ভেতর থেকে আসলে
ভাষা জানার প্রয়োজন পড়ে না।
ইংরেজি যে একেবারে অপরিচিত তাতো নয়
কিন্তু অপছন্দ করি বলে
তার কোন কিছুই ঠিক কথা বলে উঠতো না।
কিন্তু সে রাতে অন্ধকারে মনে হলো
গানটা যেন আমারেই ফেলে আসা কোন গল্প
The Gambler
গ্রীষ্মের উষ্ণ সন্ধ্যায়
কোথাও যাবো না বলে ট্রেনে চেপে বসেছি
সেখানে দেখা হলো এক জুয়াড়ির সাথে
ঘুমুতে যাওয়ার কথা ভাবতেই ক্লান্ত লাগে
তাই আমরা জানালার বাইরে জমাট অন্ধকারে
চোখ রাখি। একঘেয়েমীরা আমাদের গায়ে এসে পড়ে।
তিনি কথা বলতে শুরু করলেন।
তিনি বললেন, ‘শোন ছেলে-
একটা জীবন গড়ে নিয়েছি শুধু
মানুষের মুখের দিকে তাকিয়ে
ওদের হাতের তাসগুলো পড়ে পড়ে।
আসলে ওদের তাকানোর ভঙ্গি দেখেই সব বলা যেত।
তুমি যদি কিছু মনে না করো তো বলি-
মনে হচ্ছে তোমার হাতে কোন টেক্কা নেই যে তোমার ভাগ্যকে বদলাবে
তোমার সাথের মদিরাটুকু পান করতে দিলে
কয়েকটা উপদেশ দিতে পারি।
আমি বোতলটা তাকে দিলাম
শেষ চুমুকটুকু গলায় ঢেলে সে
একটা সিগারেটটা দুলিয়ে আগুন চাইলো।
রাতটা মুত্যুর মতো নিস্তব্ধ
আর লোকটার দিকে চেয়ে দেখি
সে চোখে মুখ থেকে সমস্ত অনুভূতির চিহ্ন মুছে ফেলে
বললো, ‘খেলতে যদি নামো খোকা
তোমাকে ঠিকভাবে খেলাটা শিখতে হবে।
তোমাকে জানতে হবে
কখন হাতের তাসগুলো সবার সামনে মেলে ধরতে হবে
আর কখন ভাজ করে লুকিয়ে রাখতে হবে।
কখন হেঁটে আস্তে করে চলে যেতে হবে
আর কখন দৌড়ে পালাতে।
জুয়ার টেবিলে মধ্যে কখনও টাকা গুনো না
যখন খেলাটা শেষ হয়ে যাবে
গোনার জন্য অনেক সময় হাতে পাবে।
প্রত্যেক জুয়াড়ী জানে
টিকে থাকার গোপন মন্ত্রটা কী
জানে কী তাকে ছুড়ে দিতে হবে
আর জড়িয়ে রাখতে হবে কী
সে জানে,
প্রত্যেক হাতে লেখা আছে
বিজয়ীর রেখা আর পরাজয়ের চিহ্ন
আর তুমি সবেচেয়ে ভাল যে আশা করতে পারো
ঘুমের মধ্যেই মৃত্যু হোক তোমার
সে কথা শেষ করে
জানালার ধারে ফিরে গিয়ে
সিগারেটটা ছুড়ে ফেলে দিল অন্ধকারে
ঘুমের ভেতর তারপর ম্লান হয়ে হারিয়ে গেল।
কিন্তু আমি শেষ কথাগুলো থেকে
একটা টেক্কা খুঁজে পেলাম
যেটা আমি ধরে রাখতে পারি।
এটা গান ছিল। গানটা শুনতে শুনতে একটা টেক্কা আমি ঠিকই পেয়ে গেলাম।
ইংরেজি ভাষার মধ্যেও আমার জন্য কিছু আছে।
যতটুকু ইংরেজি জানি বা বুঝি
তা ইংরেজি গান শুনেই।
সেদিক থেকে প্রথম ইংরেজি ভাষার শিক্ষক
যে তিনজন তার মধ্যে একজন
ক্যানি রজার্স।
২০ মার্চ তিনি চলে গেলেন।
মনে হলো, একটা ছায়া
যেন মাথার ওপর থেকে সরে গেল।
The Gambler
গানটার মূল কথাগুলো
On a warm summer's eve
On a train bound for nowhere
I met up with the gambler
We were both too tired to sleep
So we took turns a-starin'
Out the window at the darkness
The boredom overtook us,
And he began to speak
He said, "Son, I've made a life
Out of readin' people's faces
Knowin' what the cards were
By the way they held their eyes
So if you don't mind me sayin'
I can see you're out of aces
For a taste of your whiskey
I'll give you some advice"
So I handed him my bottle
And he drank down my last swallow
Then he bummed a cigarette
And asked me for a light
And the night got deathly quiet
And his faced lost all expression
He said, "If you're gonna play the game, boy
You gotta learn to play it right
You've got to know when to hold 'em
Know when to fold 'em
Know when to walk away
And know when to run
You never count your money
When you're sittin' at the table
There'll be time enough for countin'
When the dealin's done
Every gambler knows
That the secret to survivin'
Is knowin' what to throw away
And knowin' what to keep
'Cause every hand's a winner
And every hand's a loser
And the best that you can hope for is to die
in your sleep
And when he finished speakin'
He turned back toward the window
Crushed out his cigarette
And faded off to sleep
And somewhere in the darkness
The gambler he broke even
But in his final words
I found an ace that I could keep
মন্তব্য
চমৎকার লেখা আর তার বিষয়বস্তু। ধন্যবাদ লেখক কে।
নতুন মন্তব্য করুন