Salute, my President Kane Williamson

কর্ণজয় এর ছবি
লিখেছেন কর্ণজয় (তারিখ: বিষ্যুদ, ২৪/০৬/২০২১ - ১:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

অভিবাদন, আমার প্রেসিডেন্ট কেন ইউলিয়ামসন।
তোমাকে কেন আমার প্রেসিডেন্ট বলছি, অনেকে অবাক হলেও তুমি জানো
কেন তোমাকে আমার প্রেসিডেন্ট বলছি।
২০১৯ সালের ১৪ জুলাই,
লর্ডসে বিশ্বকাপ ফাইনালে
ইংল্যান্ডের কাছে পরাজয়ের পর
তুমি পৃথিবীকে দেখিয়েছিলে, সত্যিকারের মানুষ কেমন হয়।
তোমার মধ্যে এই এই মানুষের রূপ দেখে
সারা পৃথিবীই সেদিন তোমাকে ভালবেসেছিল।
সে সময় রাহুল দেশাই নামে একজন টুইট করেছিলেন
The guy should be the world's president
সারা পৃথিবী তার জন্য একজন প্রেসিডেন্ট বানানোর বাস্তবতায় আসেনি।
কিন্তু ২০১৯ সালের ১৪ জুলাই, সেদিন থেকে তুমি
এই পৃথিবীর মানুষ হিসেবে
আমার প্রেসিডেন্ট তুমি।

আমার সেদিনের অনুভূতিটা প্রায় ২ বছর পরও সমান বেদনাময়।
পৃথিবীর মানুষ হিসেবে, প্রকৃতির সন্তান হিসেবে
এটা মেনে নেয়া খুব কঠিন ছিল।
শুধু আমার জন্য নয়
সাধারণ বুদ্ধিকে ভুলে গিয়ে
প্রথমে আম্পায়ারের ভূলে, তারপরে বোকার মত আইনে
যখন তোমাদেরকে বাদ দিয়ে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হলো
তখন পৃথিবীর কোন মানুষই এটা মানতে পারে নি।
এমনকী বিজয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক মর্গানও বলেছিলেন
এই ফলাফল ন্যায্য নয়।
যখন অবিচার হয়, তখন রাগ, ক্ষোভ জেগে ওঠে। কষ্ট হয়। মানতে ইচ্ছে করে না।
তোমার মধ্যেও সেই রাগ হচ্ছিলো।আমি জানি, কারণ তুমিও মানুষ।
কিন্তু সেই রাগ, ক্ষোভগুলোকে এক টুকরো হাসির মাঝে মিলিয়ে দিয়ে
ইংল্যান্ডকে বিজয়ীর অভিননন্দন জানিয়ে আমাদের মনে করিয়ে দিয়েছিলে
“হাসবো না কাঁদবো সেটা বেছে নিতে পারি
কিন্তু আমরা ক্রোধের কাছে নিজেকে হাোতে পারি না
অভিযোগেই যা নিঃশেষ হয়ে যায়।”
তুমি মনে করিযে দিয়েছিলে
আমাদেরকে, আমাদের চলার পথকে, যেই পথ বর্তমানের না পাওয়ার বেদনাকে পাড়ি দিয়ে
চলে গেছে অননন্ত অসীমের পানে।
“প্রত্যেকেই যেন নিজের মতো হয়ে উঠতে পারি। এটাই পৃথিবীর জন্য ভাল। আমাদের প্রত্যেকেরই নিজস্বতা আছে। শুধু সেটাই যেন হয়ে উঠি। আর তা হওয়ার জন্য আনন্দের সাথে তা করার চেষ্টা করা এটাই মানুষের ধর্ম।
প্রতিদিন একটু একটু করে নিজেদেরকে আরও ভাল করে তুলতে পারি”
Everybody are allowed to be themselves. That is a good thing about the world. And everybody should be a little bit different as well. just be yourself and try and enjoy what you do...

জয়-পরাজয়ের বাইরে জীবনের মহোত্তম ছবিটা তুমি দেখিয়েছিলে।
যেখানে আমরা সবাই বিজয়ী হতে পারি। নিজেদের নিজেদের সীমানাকে অতিক্রম করার মধ্য দিয়ে।
সেদিন তুমি খেলাটার পরে যখন সবাই তোমার কাছে তোমার ক্রোধ, অভিযোগ শুনতে চাইছিল
মুখে হাসি নিয়ে তুমি এই কথাগুলো বলছিলে।
সেদিন কথাগুলো তোমার ছিল না
তোমার হয়ে প্রকৃতি যেন সেই কথাই বলছিল।
আমাদের লোকায়ত দার্শনিকেরা একটি কথা বলেন।
“কর্মে তোমার অধিকার। কর্মফলে নয়।”
আমাদের কাজ করে যাওয়া। স্বীয় কর্তব্যটা করে যাওয়া।ফলের কথা না ভাবা।
কর্মফলের ভাবনা প্রকৃতির। আমাদের না।
চিরায়ত লোক দর্শনের শিক্ষাটা তোমার মধ্যে দেখতে পেয়ে
বুঝতে পারি। মানুষ হিসেবে আমার কাজটা কী?
এভাবে তুমি হয়ে ওঠো, নিজেকে খুঁজে পাওয়ার পথপ্রদর্শক।
বাংলাভাষায় বিশ্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শুনেছো কি না জানি না।
তুমি যা বলেছো, তিনিও তাই বলেছেন।
তুমি যাকে বলেছো, ‘নিজের মতো আমি’ হয়ে ওঠা
রবীন্দ্রনাথ তাকেই বলছেন, স্বার্থক আমি।
মানুষ হিসেবে যে সীমার মধ্যে থাকি
সেই সীমানাগুলো পাড়ি দিয়ে দিয়ে
অসীম হয়ে ওঠা।
নিজেকে খুঁজে পাওয়ার রাস্তাটা
যার মধ্য দিয়ে আমি এবং জগতের মঙ্গল উৎসবে আমরা সামিল হতে পারি
সেই পথটায় তোমার নেতৃত্ব আমি সেদিনই গ্রহণ করেছিলাম।

পৃথিবী হয়তো এখনও তার প্রেসিডেন্ট নির্বাচন করার পথ খুঁজে উঠতে পারে নি
রাহুল দেশাই যা বলেছিলেন
কিন্তু তোমাকে আমি সেদিন পৃথিবীর মানুষ হিসেবে
আমার প্রেসিডেন্ট নির্বাচন করেছি।

ক্রোধ না হোক, কান্নাটা মোছে নি।
ক্রিকেটের প্রতি অভিমানটাও মোছেনি। মানতে পারিনি, পুরোপুরি-
এই অবিচার।
কিন্তু প্রকৃতি যেন তোমাকে দিয়েই আমাদের মনে করিয়ে দিল
প্রকৃতিই সত্য।
ওয়ানডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন না হয়ার ক্রোধকে জয় করে
নিজেদের নিজেদের হয়ে ওঠার যে মন্ত্র তুমি দিয়েছিলে
প্রকৃতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়য়নের মুকুট পড়িয়ে দিয়ে জানিয়ে গেল
প্রকৃতি ঠিক বিচারটাই করে। তবে ধীরে…
প্রতিদিন একটু একটু করে
সে তার কাজটা করে যায়।

স্যালুট, আমার প্রেসিডেন্ট
দুই বছর ধরে নিজেদের মতো হয়ে ওঠার পথ হেঁটে হেঁটে
ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে আপন ফরম্যাট টেস্টের প্রথম বিশ্ব শিরোপার জন্য।
বিজয়ের পর পরাজিত অধিনায়ক বিরাট কোহলীর সাথে দেখা হওয়ার পর
তোমার বিনয়ী অভিব্যক্তি দিয়ে আমার মনে করিয়ে দিলে
সত্যিকারের বিজয়ী অন্যের ওপর শ্রেষ্ঠত্ব অনুভব করে না
সে নিজে হয়ে ওঠার আনন্দটুকু উপভোগ করে।
আবার আমার প্রেসিডেন্টের জন্য গর্ব অনুভব করলাম।
ধন্যবাদ, প্রকৃতি তোমাকেও-
আমাকে আবার মনে করিয়ে দেবার জন্য
নদী ঘুরপথে যেদিকেই ছুটে যাক
সে আসলে সমুদ্র পানেই ছুটে চলেছে।
আর এভাবেই প্রকৃতি কাজ করে চলে---

ছবি: 
04/06/2007 - 1:18অপরাহ্ন

মন্তব্য

তারেক অণু এর ছবি

বাহ, সুন্দর নৈবদ্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।