• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

যেখানে আমার ভ্যানতারা শুরু

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: সোম, ২৫/০৬/২০০৭ - ১০:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

হু, রচনাই বটে। এ গরুর রচনা নয়, পোসেনজিতের কোমর জড়িয়ে ধরে নাচা রচনা বেনাজ্জিও নয়।তার মানে এতে মাংস কম, তাই আদতে মালটা ফালতু।

তবু লেখালিখি আছে, স্রেফ বাজারের ফর্দের মত। সার্ফ এক্সেল কিছুতেই সেটা ধুয়ে সাফ করতে পারছে না। দিনে লিখি, দিন গেলে লিখি, সামনে দিয়ে মেয়ে গেলেও লিখি। কাজেই এটা লেখা জন্ম, বাড়তি চাপ নিতে পারছি না। মানে মাথা ব্যথা।কি নয়ে লিখব বা লিখে কি করব, সে নিয়েও ভাবনা নেই। সবই ফুলটাস ব্লগ। বাপের পয়সায় কোকাকোলা খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু অন্যের পেছন মেরে কোকাকোলা খাই, তাতে এটা-সেটা মিশিয়েও।তার পর বেজায় ফুর্তি হয়ে রাত্তিরে এদিক-ষেদিক ঘুরি। তখন লেখা হয় না। মাথায়ই আসে না। তখন কোন দিন ঝগড়া করি। যা নিজেও ভাল করে বুঝি না, যে খটমট তত্ব নিজে ভাল বুঝি না বা তাই নিয়ে হ্যাজাতে পাছন্দ করি না, সেগুলো প্রিয় হয়ে যায়, হ্যাজাই। চ্যাচাই। মারপিটও করি বলে শুনেছি, কটুক্তিতে দেশ উদ্ধার। মানে কেসটা সিরিয়াস। তাহলে সিরিয়াস হয়ে গেলে লেখালিখি করার আর প্রশ্ন নেই, তখন কেবল সিরিয়াস।


মন্তব্য

কনফুসিয়াস এর ছবি

বাহ! এইবার জমবে।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সিরিয়াস হয়ে গেলে লেখালিখি করার আর প্রশ্ন নেই, তখন কেবল সিরিয়াস।

তবে সিরিয়াস লেখালেখিও লোকে করে। সেরকম কিছু হয় না?

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

কারুবাসনা এর ছবি

কনফু,
জমুক, গুলক, ছানা কাটুক দেখা যাক কি হয়। (ডট কি করে আসে?)

শো মো চৌ,
সিরিয়াস লেখালেখি সিরিয়াস লোকজনে করে না আর বিষয়টা সিরিয়াস, জন্ডিসের মত তাই আমি কোন সিরিয়াস মন্তব্য করব না!


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

অরূপ এর ছবি

ভ্যানতারা কি?
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

ঝরাপাতা এর ছবি

স্বাগতম। বুবুর দেখা নাই ক্যান????
_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুমন চৌধুরী এর ছবি

বুবুরে কেউ ইনভাইট করেন্তো! আমার কোটা শেষ...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ঝরাপাতা এর ছবি

কনফু করছেন মনে হয়। কনফু আওয়াজ দিয়েন। না হইলে আমি ইনভাইট করতাম। আমার কাউরে ইনভাইট করা হয় নাই।
_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

ঝরাপাতা এর ছবি

কই গেলেন?

_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুমন চৌধুরী এর ছবি

কৈ?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

কারুবাসনা এর ছবি

আসি তো।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

অমিত আহমেদ এর ছবি

পড়তে একটু দেরি হয়ে গেল মনে হয়!


ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।