ভয়েস অব আমেরিকাতে প্রচারিত শাহরিয়ার কবিরের সাক্ষাৎকারে তিনি মৌলবাদী জামাতে ইসলামের নেতাদের দূর্নীতি, জঙ্গীবাদ ও অর্থপাচারে জড়িত থাকার ব্যাপারে সুস্পস্ট বক্তব্য দেন। সরকার এসব মৌলবাদী গডফাদারদের ব্যাপারে এখনও নীরবতা পালন করছে। সম্প্রতি উপদেস্টা জেনারেল এম এ মতিন পরোক্ষভাবে জামাতীদের সমর্থনে বক্তব্য দেওয়াতে দেশে ও বাইরে নিন্দার ঝড় বয়ে যায়। তাহলে শুনুন সাক্ষাৎকারটি:
|
মন্তব্য
জেনারেল এম এ মতিন একজন বীর প্রতিক । ভালো ভাবেই তার প্রমান দিচ্ছেন ।
অভিনন্দন তাকে ।
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
বীরপ্রতীক এম এ মতিন একজন জেনারেলও।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
জলপাই মামার কীর্তিকলাপ দেখছি। ধন্যবাদ।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
নতুন মন্তব্য করুন