বঙ্গবন্ধু

আরশাদ রহমান এর ছবি
লিখেছেন আরশাদ রহমান (তারিখ: বিষ্যুদ, ১৬/০৮/২০০৭ - ১২:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বড় বেশি প্রয়োজন তোমাকে আজকের এই বাংলায়
তোমার তর্জনী ঈশারায় শোষকের ভিত্তি নড়ুক।
আবার তোমার বজ্রকন্ঠে ধ্বনিত হোক আমাদের কথা
বাহিরিয়া আসুক বুকে চাপা বিপ্লব।
হে পুরুষোত্তম পিতা আমার
তোমারে বধিয়া তোমারেই খুঁজিতেছি আজ!

আমি যেন তাঁর কন্ঠ শুনিতে পাই
মৃত্যুন্জয়ী সে,
জাগিয়া উঠিছে তোমাতে আমাতে
সহসাই যেন দামামা বাজায়ে
বাহিরিয়া আসিতেছে।
শোষকের আঘাতে ক্ষত বিক্ষত এই বাংলায়
আবার জাগিছে সবাই।

বুলেটে বুলেটে ক্ষত বিক্ষত দেহ
তবুও তাঁহার মৃত্যু হয়নাই
হৃদয়ে মোদের আসন পেতেছে
বাঙালির প্রিয় বঙ্গবন্ধু
মৃত্যুন্জয়ী শেখ মুজিব।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

আরশাদ রহমানঃ
ইদানিং ব্যস্ত নাকি খুব?

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরশাদ রহমান এর ছবি

হাসান মোরশেদ, হ্যা খুবি ব্যস্ত। পাগলা ব্যস্ত। আর অল্প কয়টাদিন পরেই ব্যস্ততা কমে যাবে।
আপনার খবর কি?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।