গত কয়েক সপ্তাহ ধরেই একটা করে পোস্টার দেখি আর ভেতরে ভেতরে কুরকুর করতে থাকে, মনে হয়, নিজেও কিছু একটা বানাবো, কিন্তু মাথায় কিছু আসে না, তাই আর বানানো হয় নি এ পর্যন্ত কিছু। কিন্তু আজকের খেলার ফলাফল দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, লেগে পরলাম কাজে। প্রথমে ভেবেছিলাম বাংলায় বানাবো, কিন্তু ফটোশপে বাংলা লিখতে না পারায় সে কাজে ইস্তফা দিয়ে ইংরেজীতেই লেগে পড়লাম। আশা করি আমার মত ভুদাই এর এই অপরিণত প্রচেষ্টা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বাংলাদেশের ৮ উইকেটে ৩২০ রান করতে দেখে যত না দাঁত বের হয়েছে, অথবা ৪৯ রানের বিজয় না যত বড় হয়ে দেখা দিয়েছে, তার চেয়েও ব্যাপক মজা পেয়েছি সাকিব এর ৬৪ বলে ১০৪ রান, যা আমার ধারনা বাংলাদেশী কোন ব্যাটসম্যানের করা দ্রুততম শতক, যেখানে ৯ টি চার এবং ৪ টি ছক্কার উপহার দিয়েছেন সাকিব আমাদের এবং জিম্বাবুয়ের বোলারদের . এরকম স্কোর দেখে একটাই কথা মনে এসেছে বার বার, কোপা শামসু, কোপা।
মন্তব্য
ঝাক্কাস হইছে।
বe তে দিতে পারতেন।
ধন্যবাদ, বস, আগামীতে আরো ভালো কিছু করার চেষ্টা করব এবং পরেরটা বাংলায় করব
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
- এইটা সেইরকম হইছে বস। (তালিয়া)
ক্যামনে করেন এইসব!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বস, আপনে এমুন কথা কইলে চলে? পরের ধনে পোদ্দারীতে যা দেখাইসেন বস, আপনে তো নমস্য , আর সেই সাথে জন্মদিনের শুভেচ্ছা রইল
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
আসলেই কিভাবে যে পারেন
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...
ওহে ফাজিল প্রজাপতি, প্বার্শে বসিয়াইতো দেখিলে কিভাবে করিলাম, এখন আবার রঙ তামাসা বিদ্রুপ করিতেছ কেন
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
প্বার্শে বানানটা কি ঠিক আছে, তখন পাশে ছিলাম বলেই পোস্টের বানানগুলো ঠিকঠাক আছে।
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...
আচ্ছা!
মজা পাইলাম তো!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
জটিল, বেটা জটিল!
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
ধন্যবাদ, বস। আসলে গর্বে বাচতেসি না, এই ইনিংসটা যেমন মাইল ফলক তেমনি আফ্রিদি প্রিয় বাংপাকিদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হল আমাদের ক্রিকেট টিম পারে !!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
চমৎকার হয়েছে, যাকে বলে নীট!
পাঠকদা, এবার মনে হচ্ছে আসলেই লজ্জা পাবো
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
জোসস!!! জোসস!!!
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ধন্যবাদ, আসলে খেলাটা এত জোশ ছিল যে কি বলব, জেহাদি জোশ উঠে পড়ল
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
চমৎকার সাইফ ভাই ! !
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ধন্যবাদ বস, এই জোশে একটা জোশিলা শব্দের শিল্প ছেড়ে দাও !!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
অফটপিক, শাকিব কি আবার সায়ীদ আনোয়ারের মত দাঁড়ি রাখার চিন্তা ভাবনা করতেসে নাকি!
বস, সাকিব দাড়ি রাখলে ঢাকা গিয়া গালে হেয়ার রিমুভার লাগায় দিয়া আসব
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
জমছে... জইমা পুরা দই!!!
এখনই দই জমে গেল? এর পরে তো পঁচে গন্ধ বের হবে
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
সবাই কতো কি বানাইতে পারে, আমি ছাড়া। পোড়ার জীবন
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
এইটা কি কইলেন আপনে, আপনে যা বানাইতে পারেন, তা কেউ পারে নাই এখন পর্যন্ত!! উদাহরন দিমু? মেঘলা মামনির মত একটা দেব শিশু, আর আপনার লেখাগুলার কথা তো বাদই দিলাম
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
বলতে বাধ্য হইলাম, সেইরকম, সেইরকম। সানগ্লাসটাও দিয়া দিলে পারতেন।
ভালু কইসেন, সাহস পাইতেসিলাম না, আর তাড়াহুড়া করে করা, আগে কেউ কিসু দিয়া দেয় এই ভয়ে কোনমতে একখান খাড়া কইরা পোস্টাইসি। সান গ্লাস পরায় আরেক খান দিমু নে পরে।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
বস----সারা দিন ধরে আমার কম্পু হেঁচকি তুলছে। এই মাত্র অনলাইনে ঢুকলাম। ঢুকেই পুরা তাব্দা!!!
করস কী বস?
পুরা কোপানী হইসে বস----
খাড়াও তোমার কাছ থেকে শিখন লাগব কেম্নে কী করে----
ত্রিশ লক্ষ তারা----!!!!
আরে বস, এইডা কোন কোপানী লেভেলের কাম না বস, ফটোশপে কিচুক্ষন গুতাগুতি, ম্যাগনেটিক ল্যাসো, লেয়ারে নেয়ারে এনে তারপর মুছে মুছে মিলাইসি, ফন্টটার মাঝেও গ্যান্জাম, স্পেস দিলে ? আসে, ষেজন্যে টাইপ করে ঐ অক্ষরগুলা কালো করে দিসি, বাংলায় করা গেলে ভালো হইত, বড় বড় করে লিখতাম কোপা শামসু কোপা
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
নিজে একটা বানানোর অপচেষ্টা করেছিলাম দেখে জানি কতটা কঠিন কাজ করেছেন। দুর্দান্ত, ভ্রাতঃ।
হা হা হা, ব্স, ধন্যবাদ, আশা করি দেখা হবে শীঘ্রই
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
এতো ভাল হয়েছে যে কোনই খুঁত বের করতে পারলাম না।
চালিয়ে যান ভাইয়া।
--------------------------------------------------------
--------------------------------------------------------
ধন্যবাদ বস, এত কষ্ট করলা যখন, তখন কইয়া দেই, ডান হাতের কাছে দেখ ভালো কইরা, টুপির ডান পাশটা দেখ, খুত আরো আছে।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
যারা গ্রাফিক্সে এইসব খুঁটিনাটি করতে পারেন ধৈর্য্য সহকারে অনেকক্ষণ বসে কম্পিউটারের সামনে, তাদের ধৈর্য্যের প্রশংসা জানাতেই হচ্ছে। খুঁত বের করার আর ফুসরত কোথায় ? তবে প্রথম প্রচেষ্টা হিসেবে আসলেই জুড়ি নেই এটার।
--------------------------------------------------------
--------------------------------------------------------
কঠিন প্রশংসা দিলারে ভাই, ধন্যবাদ দিয়া ছোট করা ঠিক হবে না। তবে লেখা ছাড়ো আরেকটা, জটিল লেখো তুমি বস!!!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
অস্ট্রেলিয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছি, কিন্তু জাকাজা ইন্টেলের জরুরী মেসেজ পেয়ে লগাইতে বাধ্য হলাম। কোন এক অতি বিনয়ী ডাক্তর সাবে নাকি সচলে আগুন লাগিয়ে দিছে এক ফাটাফাটি পুস্টার মেরে।
এসে দেখি সৈরম হইছে, পুরাই টাশকি খাইলাম!! পোস্টারের জন্য সাইফকে আর বানান ঠিক করে দেয়ার জন্য তার বস প্রজাপতিকে অসংখ্য ধন্যবাদ!!
তারার ভান্ডার উপুড় করে দিলাম
বস, কি আর কমু, আপনার ভালো লাগছে এতেই আমি খুশি। গোপন সুত্রে খবর পাইলাম আপনে নাকি বালিকা থাকতেও ৮ টা সুন্দরী বগলদাবা করে ঘুরে বেড়াইতেসেন। এইদিকে আজকে ধুগোদার জন্মদিন, অথচ তারে শালীটা পর্যন্ত দিলেন না ;)। বস, তাড়াতাড়ি ফিরে আসেন, অনেকদিন আপনার লেখা পড়ি না, কাজেই লিখতেও মন চায় না।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
আয় হায় এইসব কে রটাইল? আমি সুন্দরী বগলদাবা করতে যামু কোন দুঃখে, বিবাহিত মানুষ, সুন্দরীরাই আমারে ঠারে ঠোরে বগলদাবা করার অপচেষ্টা চালায়
ধুগোকে শালী দেয়ার কম্পিটিশন খুব কড়া...আমি আপাতত এট্টু অফ আছি
মিয়া বিবাহিত মানুষ, তাইলে মাইয়ারা আপনেরে বগলদাবা করে কেমতে আপনে কী উঠতি আজিজ মুহাম্মদ ভাই নাকী? আর বালিকা কই? কাউয়া তাড়ায় না?
কম্পিটিশন যদি থাকব, তাইলে ধুগোদার তো ৫-৭টা শালী ঘুইরা বেরানের কথা?
এই সকল ধানাই পানাই বাদ দিয়া ঐ ৮ সুন্দরীর ছবি পুস্টান বস!!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
পোস্টারটা দারুণ হইছে সাইফ!!
সাকিবের সেঞ্চুরিটি বাংলাদেশর দ্রুততম, আর বিশ্বের অষ্টম দ্রুততম।
অনেক দিন পর বাংলাদেশ একজন পরিপূর্ণ ক্রিকেটার পেল।
ঝিনুক নীরবে সহো, নীরবে সয়ে যাও
ঝিনুক নীরবে সহো, মুখ বুঁজে মুক্তো ফলাও।
ধন্যবাদ, ফিরোজ ভাই, আর খবরটা নিশ্চিত করার জন্যে, তবে আমার ভয়, আমাদের ক্রিকেট টিমের গন পেট খারাপ হওয়ার রোগ নিয়ে, পেট টা কিছু দিন ভালো থাকলেই হয়।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
সৈরম হৈছে!
..................................................................
ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল
সেরাম খেলা হইসে, খারাপ পোস্টার দেই কেমনে?
ধন্যবাদ বস
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ফাটায়ালাইসেন দেহি!!!!
শা.সি.দা, এরাম প্রশংসা পাইলে নিজেই ফাইটা জামুগা খুব তাড়াতাড়ি।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
পোস্টার পুরাই 'দাবানল' (কপিরাইট: ধুগো'দা) হইসে!
প্রহরীদা, দাবানলের কনসেপ্টটা জটিল লাগল, সচলায়তন এভাবে ধুগোদা আর বাঘ মামার কাছে বিভিন্ন ভাবে ঋণগ্রস্ত
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
চ্রম
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
একদম কোপা শামসু হইয়াছে!
সাবাস বাংলাদেশ!
, তোমার মন্তব্য পড়ে ব্যাপক মজা পাইলাম মৃত্তিকা। আগামী লেখাটা তাড়াতাড়ি দিও।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
সাঈফ ভাই, পোস্টার ডিজাইনে নাইমা যান! ঐ লাইনে আপনার মহাপ্রস্পেক্ট দেখতেছি...
মহা-মারাত্মক...হইসে!!!!!!!!!
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
ভালো কইসো রে ভাই, কিন্তু পয়সার জন্যে কিছু করতে গেলে আর কেউ আমারে পাত্তা দেয় না
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
বস, আইকন চেঞ্জ হইতেসে দেখি খুব ঘনঘন, কিন্তু জটিল হইসে
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
দূর্দান্ত হইছে... ব্যাপক...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ, নজুদা, আপনাদের গুলা দেইখাই সাহস পাইসি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
জিম্বাবুয়ের সাথে সিরিজটা বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের সেঞ্চুরি কামানোর অভিযান হয়ে দাঁড়িয়েছে। মন বলছে কালকে জুনায়েদ বা তামীম ফাটাবে। আগাম রেডি করে রাখেন সাইব্বাই ।
হিমুদা, পোস্টার বানানোতে আমি দুধভাত, তবে, আপনে যখন আশা দিলেন তখন রেডি থাকব
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ভালো লেগেছে। একটু দৌড়ের উপর আছি, তাই উচ্ছ্বসিত প্রশংসা আসতেছেনা
আরে বস, কাম কাজ সেরে আমি আছি, আমার পোস্টারও আছে, কোন অসুবিধা নাই, আপনার ভালো লেগেছে জেনে আগামীতে আরো পোস্টার দেবার ইচ্ছা হল।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
চ্রম হইসে ভাইজান... প্রজাপতি আফারেও সাধুবাদ... আর সামারাকে আমার পক্ষ থেকে রেগুলার আদর... আপ্নেরা কত্ত কীইনা পারেন...দেখি আর নিঃশ্বাস ফেলি লম্বা লম্বা...[আমি আবার এই একটা কাজ ভাল পারি... :P]
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ওরে দুষ্টু, তাও তো কিছু ভালো পারো
তুমার প্রোফাইল ফটুক খান কিন্তু জব্বর হইসে
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
সেই রকম হইছে সাইফ ভাই
-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ধন্যবাদ বস!!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
...সেইরকম পোস্টার। ...ব্যাপক জাঝা!!!
পাইয়া দন্ত বিকষিত হইল বস!!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
পুস্টারের বুস্টার ডোজ ভালৈছে ভাইজান।
নিশ্চিন্তে আরো পুস্টার পুস্ট চালাই যান।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
খান সাব, ধন্যবাদ
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
নতুন মন্তব্য করুন