• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

সব কটা জানালা ফেলে দাও না

সাইফ তাহসিন এর ছবি
লিখেছেন সাইফ তাহসিন (তারিখ: রবি, ২০/০৯/২০০৯ - ১:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কালকে খোমাখাতায় উবুন্টু নিয়া মজা করতে গিয়ে মনে হইল, যাই এইটা নিয়া আরেকটু মজা করি গিয়া। ভিন্ন সময়ে ভিন্ন জানালার আগমনের সাথে সাথে আমার মানসিক অবস্থা নিয়া লেখা শুরু করব বলেই ঠিক করলাম। আমার দেখা প্রথম জানালা ছিল ৩.১১, সাল ১৯৯৫। সম্ভবত খুদেনরম কোম্পানির অন্যতম বিশ্বস্ত কার্যকরি অনুক্রম (অপারেটিং সিস্টেম, কারো মাথায় ভালো বাংলা আসলে একটু সাহায্য করতে পারেন)। যাক, ডসে কম্পু চালু কইরা উইন লিখে জানালা দিয়ে উঁকি মারতে ব্যাপক মজা পাইতাম। আর তারচেয়েও মজা ছিল ডসের খেলাগুলা, পারস্যের যুবরাজ, প্যারানয়েড এবং অন্যান্য। তখন কিভাবে কম্পু চালায় তাই জানতাম না, কাজেই চালু করে ফাইল ঘাটতাম আর ই-এক্স-ই, কম, ব্যাট ওয়ালা ফাইল পাইলেই চালানোর চেষ্টা করতাম। এক পর্যায়ে শিখলাম, কম্পুর অনেক ফাইল দরকারি না, কাজেই মুছা শুরু করলাম, তখনও জানতাম না যে, কমান্ড.কম ছাড়া কম্পু চলে না। মুছতে চায় না, আমিও কি কম গাড়ল, তখন নরটন কমান্ডার ব্যবহার করতাম, গায়ের জোরে মুছে দিলাম, আর তো চলে না।

এভাবে চলতে থাকে জানাল দিয়ে উকিঝুকি, হঠাৎ করেই শুনি, নতুন মাল আসতেছে, নাম জানালা ৯৫, এটা নাকি দেখা মাত্র মাথা বন বন করে ঘুরবে। আমার প্রথম কম্পু কিনেছিলাম আমার বড় ভাইয়ের বন্ধুর মামার দোকান থেকে, কিছু হলেই গিয়ে তার ঘাড়ে চড়ে বসতাম, মামা এটা দেন, সেটা দেন, প্রথমবার যখন ইন্দুর দৌড়ানি বন্ধ করল, নিয়ে দৌড় মামার কাছে, তিনি হেসে দেখিয়ে দিলেন, কিভাবে খুলে পরিষ্কার করতে হয়, বিরক্ত করেছি অনেক, তবে আমার হাতে সময় থাকলেই গিয়ে উনার জোড়াতালির ঘরে গিয়ে বসে থাকতাম, কিভাবে কার সাথে কোনটা লাগায়, কোনটার কি নাম, কি কাজ, হেন হেন কতকিছু। কাজেই জানালা ৯৫ যখন এসে হাজির হল, আমার না পাওয়ার প্রশ্নই আসে না, ২ প্যাকেট ফ্লপি কিনে বান্দা হাজির, বললাম, মামা আমি কপি করে নিব, আপনার কষ্ট করতে হবে না, কাজেই ১৫ ফ্লপিতে জানালা কপি করে নিয়ে পড়িমড়ি দৌড়।

বাসায় গিয়ে সে কি উত্তেজনা, ভাত আর নামে না গলা দিয়ে, কতক্ষনে জানালা লাগাবো আমার বাক্সে। যাক, প্রায় ১ঘন্টা ঘুটুর মুটুর করে অনেক ঢাক গুড়গুড় করে বাক্সে জানালা লাগাইলাম, তারপরে আসল, "জানালা ৯৫ এখন এই কম্পুতে চলবে প্রথমবারের মত"। দেখে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল আমার শিড়দারা দিয়ে। তারপরেই শুরু হল নানা রকমের যন্ত্রনা, শব্দ আসে না, মনিটর কেমন করে, কত পদের ঝাকাঝাকি যে দেখলাম। তারপরে বুঝলাম, আচ্ছা অটোএক্সেক.ব্যাট এ কিছু লিখে রাখলে তা এমনিতেই শুরুতে চলতে থাকে। ড্রাইভার এর জন্যে উইন.আই-এন-আই এ কিভাবে কি লিখতে হয়। প্রতিদিনই নতুন কিছু শিখছি। আর সেই সাথে চলছে নগ্ন মহিলাদের ছবি সংগ্রহের যুদ্ধ, খালি খবর পেলেই হল, অমুকের কাছে ১৫টা ছবি আছে, ফ্লপির পোটলা নিয়ে দৌড়। আর এক ফ্লপিতে না আটলে পিকে-জিপ দিয়ে কমান্ড লিখে ছোট ভাগে ভাগ করে ফাইল আনার পন্থাও তখন শিখে গেছি। আমার এই সব কুকর্মের সাথী ছিল আমার দোস্ত ইমরান, সে বেচারাও এখন মারিকায় থাকে, বাফালোতে। একদিন খবর পেলাম, শরিফের কাছে নাকি এত ছবি আছে, যে দেখে শেষ করা সম্ভব না, বিকালে স্যারের কাছে পড়তে যাবার কথা, কিন্তু তা কি করে হয়, আমরা দুজনে ছুটলাম, শরিফের বাসায়, আমার ২০টা আর ইমরানের ২০টা ফ্লপি নিয়ে, ৩৩টা লাগল মনে হয়, তারপর সেই ছবি নিয়ে এসে সব বন্ধুকে ছবি দেখার দাওয়াত দেবার মধুর দিনগুলোর কথা মনে পড়লে দাত বিটকেল হাসি বের হয়ে যায়।

এভাবে কেটে যেতে থাকে ১৯৯৬, আমি তো প্রবল উৎসাহে সবাইকে দেখাই, আমার কম্পুতে জানালা ৯৫ আছে, ততদিনে হার্ডডিস্ক খুলে দৌড়ানোর সাহস অর্জন করেছি, ফ্লপি আর সহ্য হয় না, যখন তখন বাতিল হয়ে যায়। আমার এই অতি উৎসাহ দেখে আমার ফুফাতো ভাই বললেন, আরে মিয়া, এইসব দেখে লাফাইও না, এগুলা সব বিল কাগুর চুরির ফসল। এখানে থেকে সেখান থেকে চুরি করে জোড়াতালির ফসল এই জানালা ৭। আর কোন খেলা চলতে চলতে হঠাৎ আটকে যেত, মেজাজটাও খারাপ হত তখন সেই রকম। ততদিনে 'মরটাল কমব্যাট - ২' এর ভুতে ধরেছে আমাকে আর আমার আরেক ফুফাতো ভাইকে। সারাদিনই মার মার কাট কাট চলছে। এমন পিটানো পিটাইলাম যে কি বলব, কিন্তু আমার ভাইটাও কম যায় না, আমাকে পেদিয়ে ছাদে তোলার অবস্থা করছে, আর আমাদের এইন পিটাপিটির ফলাফল সহ্য করে যাচ্ছিল কিবোর্ড খানা, এক পর্যায়ে সে বেঁকে বসল। কিন্তু তখন কিবোর্ডের অনেক দাম, আম্মাকে বললেই টাকা না দিয়ে পেদিয়ে আমাদের দুজনকেই চাঙ্গে উঠাবেন, কাজেই দুজনেই মাথা ঘামাতে লাগলাম, কি বলে আম্মার মন নরম করা যায়। একবার ভাবলাম, বলব, ভাইরাস ধরে কিবোর্ড নষ্ট হয়ে গেছে, পরে ভাবলাম, আম্মা যদি কাউকে জিজ্ঞেস করে, তবে পিটিয়ে ছাদে না তুলে পিঠের চামড়া তুলে মরিচ দেবার সম্ভাবনাই বেশি। এর মাঝে বাজারে আসল জানালা ৯৭।

এবার হার্ডডিস্ক নিয়ে হাজির, "মামা, ৯৭ দেন" ব্যাপক জরুরি। মামা আমাকে তাড়াতাড়ি বিদায় করতে পারলেই মনে হয় বেঁচে যান, তাই বিনাবাক্য ব্যয়ে আমাকে দেখিয়ে দিলেন, অমুক কম্পুতে ৯৭ আছে, কপি করে নাও। আমিও পটাপট কপি করে আবার দে-দৌড়। ৯৭ লাগিয়ে আম্মাকে গিয়ে বললাম, "আসলে কম্পুতে নতুন 'নরমতার' লাগানোর পর থেকে কিবোর্ড আর কাজ করছে না", উনি বললেন, "ব্যাটা নচ্ছাড়, নতুন জিনিষ ভরেছিস কেন?" আমি মুখ কাচুমাচু করে বললাম, আসলে আগামী ২ মাস পর থেকে জানালা ৯৫ আর কাজ করবে না। উনি বললেন, "হুমম", যা কিবোর্ড কিনে নিয়ে আয়। যাক, নতুন কিবোর্ড কিনে এনে পণ করি যে, আর খেলবো না, কিসের কি? এক বন্ধুর কাছে খবর পেলাম, মরটাল কমব্যাট - ৩ এসেছে, সেখানে নাকি মারলে ছাদ ভেঙ্গে উপর তালায় উঠে যায়। সেই সাথে আরো কতকিছু। ততদিনে গেম খেলার পাশাপাশি খুদেনরমের অফিস, কোরেল ড্র, লোটাস নিয়ে খোচাখুচি চলছে ব্যাপক হারে। এর মাঝে খবর পেলাম, আমার আরেক দোস্ত সালমান (নটরডেমের সবাই চেনার কথা) নাকি কি এক ফাইল বানিয়েছে, যেটা চালালেই গিয়ে কম্পু চালু হবার স্থানে গিয়ে আস্তানা গাড়ে, গিয়ে আরেকজনের কাছ থেকে সেই জিনিষও আমদানী করলাম। হাতে ফ্লপি নিয়ে তৈরি হয়ে চালু করলাম দোস্তের সেই জিনিষ, কম্পু নিজেই বন্ধ হয়ে পুনরায় চালু হল, কিন্তু, এক্কেবারে "খাস কাম" শুরু হয়ে গেল প্রথমেই, দেখে হাসতে হাসতে আমার চোখে পানি চলে আসলো।

১৯৯৮ এ এসে আমি তো ৯৭ নিয়ে বেশ কাহিল, আগারে বাগারে খালি আটকে যায়, খুদে নরমের অফিসের সাথে কি যেন একটা গ্যান্জাম ছিল, সেটা বন্ধ করলেই কম্পু আটকে বসে থাকত হা করে। মোটামুটি এ সময়ে এসে আমি এদের উপর মহা বিরক্ত। আর তখন বাপ-মায়ের কিছু কাজ করে দিতাম নিয়মিত, আর তাদের সামনে গালিও দিতে পারতাম না বিল কাগুকে শান্তি মত। আর কম্পুও বেশ পুরান হয়ে গেছে, আমার যাত্রা শুরু হয়েছিল 486DX2 দিয়ে। ততদিনে পেন্টিয়াম এসে পড়েছে বাজারে, কিন্তু, আম্মাকে বুঝাতে পারছি না যে কম্পু পাল্টানো দরকার। যাক, শেষমেষ আমার বড়ভাই বুঝাতে পারলেন কম্পু পাল্টানো দরকার, তারপরে কিনলাম, পি-২ ৩৫০। আমার ২য় কম্পুটা এখনও আছে। এর সাথে দোকান থেকে দিয়ে দিল বেটারা জানলা ৯৮। আমি তেমন কোন পার্থক্যই করতে পারলাম না, প্রথমের ছবিটা ছাড়া। ছোটখাট কিছু পরিবর্তন ছিল ৯৮ এ, তবে চলছিল ভালই, ৯৮ সালেই প্রথম পেলাম অন্তর্জালের সংযোগ। কিছুই বুঝি না, খুচিয়ে খুচিয়ে শিখতে লাগলাম, কিভাবে বার্তা পাঠায়, কিভাবে খুজতে হয় কিছু। ইয়াহু ছিল আমার প্রথম সার্চ ইন্জিন। তবে মিনিট হিসাবে বিল বিধায় বেশিক্ষন থাকতে পারি না সেখানে। ইউডোরা দিয়ে বার্তা ঠিক করে রাখি, ঢুকি, পাঠাই, বের হয়ে আসি। সংযোগ ছিল বি-ও-এল এর। খুব কমই আমাকে ২ বার ডায়াল করতে হয়েছে সংযোগের জন্যে। আর মেডিকেলে পড়াশুনা শুরু হয়ে গেছে, অন্যদিকে ফুটবল বিশ্বকাপ, আর প্রেমিকা, এই ফলে জানালা থেকে বেশ দুরেই সরে গেলাম যেন।

এর মাঝে মনে হয় বিল কাগুর গোপন স্থানে নানাবিধ অসুখ হয়েছিল, সারাদিন মনে হয় তার গা চুলকাতো, তাই সে বের করল মিলেনিয়াম এডিশনটা। কিন্তু আমি তার খবর পর্যন্ত পেলাম না, ভাগ্যিস, পাইনি। আর আমার সহপাঠিরা কেউ এ নিয়ে চিন্তিত না, তারা কম্পু চালাতে খুব একটা আগ্রহী না। তবে একজনের কাছে শুনলাম, এমন এক জিনিষ এই এম-ই, যে চালালে গান্ধিজিও রাম দা হাতে কোপাতে উদ্বুদ্ধ হবেন, আর দাঁত ভ্যাটকায়ে বলবেন, কোপাকুপি পরম ধর্ম। যাক, আমি এর পর হাতে পেলাম জানালা ২০০০। সম্ভবত এটা খুদেনরমদের বানানো একমাত্র ভালো জিনিষ। তার কারনটাও সম্ভবত এটা NT এর উপর ভিত্তি করে বানানো, সেজন্যে। এটা লাগানোর পর থেকে তো মহাবিপদের আবির্ভাব হল, কোন জিনিষ চলতে চায় না, কাউকে চিনতে চায় না, তবে একবার চিনিয়ে দিলে চুপ করে ঘর করতে থাকে। অন্তর্জাল থেকে ড্রাইভার নামিয়ে কাজ চালাতে লাগলাম। কিছু খেলাও ঝামেলা করত, কিন্তু তখন আমি খেলার উপরেও বেশ বিরক্ত। নিড ফর স্পিড ২ খেলতাম, বাসায় ২টা কম্পু তখন, নেটওয়ার্ক করা। ফিফা ৯৮ সহ আরো অনেক খেলা ২ কম্পুতে খেলি, মজাও অন্যরকম। এর মাঝে এন-এফ-এস ৩ আসল বাজারে, সে তো চলতেই চায় না, তখন জানলাম, এজিপিতে জোর না থাকলে, ব্যাটা মানুষের মাজায় জোর না থাকার মত হয়। আমি তো মহা হতাশ। সব খেলা খেলতে পারি না। এ কি জ্বালা, এই সব ভুং ভাং করতে করতে প্রথম বড় পরীক্ষা শেষ করলাম জীবনের।

পরীক্ষা শেষে আমার এক বন্ধু আরেক বন্ধুকে নিয়ে বাসায় আসল "ছবি" দেখবে বলে। বুঝতেই পারছেন, কিসের ছবি, যাক, সে নাহয় দেখল, তার কাছে জানলাম, নতুন জিনিষ আসতেছে, তার নাম জানালা এক্সপি। আমি বললাম তাকে আমার ৯৫-৯৭-৯৮ নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা। সে বলল, আরে না, এটা খুব ভালো হবে, ড্রাইভার সংক্রান্ত জটিলতা দুর হবে পুরোপুরি এক্সপিতে। আমি যদি চাই, তার কাছে বেটা এডিশন আছে। আমি বললাম, বেটা বেটি বুড়া বুড়ি ছুড়া ছুড়ি বুঝি না, ভাই, মাফ চাই। কিন্তু আমার এই গোয়ার্তুমি বেশিদিন টিকল না। বছর ঘুরতেই এক্সপি হোমো করে ফেললাম, আমার মনে হয় না, আমি বিল কাগুরে কোন ক্ষতি করেছি, কিন্তু, এই জানালাটা এতই খারাপ ছিল যে কি বলব! নিজেই নিজেকে গাল পাড়তাম, আর কি বা করার আছে? কোন নিশ্চয়তা ছিল না, কম্পু চালু হবে কি হবে না, নানা ভাবে ক্র্যাক করলাম, কতবার যে ধুয়ে মুছে করলাম এক্সপি হোম, তার ইয়ত্তা নাই। দেখা গেল সব চলতেছে, তারপর হুট করে একদিন খুব জরুরী একটা কাজ পরে গেছে, হয়ত আমার বাবার একটা ক্লাস আছে কালকে, তার স্লাইড বানাতে হবে, এক্সপি বাবাজি ঐদিকে ভং ধরে বসে আছেন। কিছুই আসে না মনিটরের স্ক্রিনে। এভাবে মাস খানেক চলে গেল, হাতে পেলাম এক্সপি প্রফেশনাল। এর পরে যতদিন ঢাকায় ছিলাম, এমন একটা যন্ত্রনা করেনি কম্পু। আর আমিও কোন ঝুঁকি নিতাম না, ৩ মাস পরপর ফরম্যাট করে নতুন করে এক্সপি প্রো করে রাখতাম, যাতে করে কম্পুও টিপটপ থাকে।

এভাবে ভগিজগি করতে করতে আমার জীবন এগিয়ে গেল বেশ খানিকটা। ২০০৩ এ ডাক্তার হলাম, একা থেকে দোকা হলাম, ডিভিতে ভিসা পাইল বউ, ২০০৪ এ ইন্টার্নি শেষ করলাম, ২০০৫ এ এফসিপিএস পাশ করলাম, এই সময়ে বিল কাগুর জানালা এক্সপি খুব একটা ঝামেলা করে নাই। সে কোন প্রকারের কাশি দিলেই আমি বাজুকা দিয়া গুলি করতাম। ধর তক্তা, মারো পেরেক মার্কা অবস্থা, প্রচন্ড ব্যস্ত কাটতেছিল দিনকাল, সকালে কাজে যাই, দুপুরে আসি, বিকালে যাই, আসতে আসতে রাত ১২টা। ২০০৫ এর মাঝামাঝি চলে আসলাম বিল কাগুর দেশে। মারিকা আসলাম, কিন্তু আমার কম্পু আনতে পারি নাই একটাও, এত বই যে কি বলব, সব সুটকেস ওজন সীমার উপরে। যাক, এখানে এসে পিসি কিনলাম, আমি যে কত বড় ভোদাই, তার প্রমাণ স্বরুপ এইচ-পি এর পিসি কিনলাম, অনেক পয়সা পাতি খরচ করে, সাথে আসল এক্সপি হোম, কারন প্রো এর জন্যে ৯৯$ চায়, সব কোম্পানিই চায়। আর সাথে আনা প্রো লোডাইলাম না, কারন সেটা জেনুইন চেকে আটকায় যায়। যাক, দাত মুখ চাইপা চালাইতে থাকলাম হোম। আসল কপি হওয়ার কারনে সম্ভবত দেড় বছর বেশ ভালই চলল। এর মাঝে বাড়িওয়ালার পোলার কাছ থিকা টরেন্ট করা শিখলাম। তারপরে সেখান থেকে আস্তে আস্তে প্রো নামাইলাম, কিন্তু বিধিবাম, কাম করে না, সবই হয়, তারপর জেনুইন টেস্ট টপকাইতে পারে না। মহা যন্ত্রনা, এর মাঝে মাথায় এক কুবুদ্ধি আইল, এইচ-পির সাপোর্টে গিয়া কইলাম, আমার এক্সপি করা লাগব, হার্ড ডিস্ক ক্র্যাশ করসে, এখন কি করা? তারা কইল, পাঠায় দিতাসি এক কপি এক্সপি হোম এডিশন। সেইটা আবার যতখুশি করা যায়, খালি শেষে আমার কম্পুর গায়ে দেওয়া সিরিইয়াল্টা দিতে হয়। নানা ভাবে চেষ্টা কইরাও যখন প্রো এর অরিজিনাল কপি হাতাইতে পারলাম না, তখন আবার এইচ-পি রে কইলাম, আসলে আমার প্রো ছিল, আমারে প্রো পাঠাও, পাঠায় দিল, কিন্তু ব্যাটারা কত বড় বদমাইশ, সেটা ইনস্টল করতে গেলে বলে, তোমার কম্পুর জন্যে না এক্সপির এই ভার্ষন।

যাক, আমিও হোম নিয়া সুখে দুঃখে দিন পার করতেসিলাম, এর মাঝে কোল কম্পু কিনা ফালাইলাম, সেইখানে আইসা হাজির হইল বস্তা প্রিমিয়াম। কেবলে নতুন বাইর হইসে, ভাব সাবই অন্যরকম। যদিও কারো কাছে ভালো কিছু শুনি নাই, তাও আশায় বুক বাধলাম যে, এইবার নিশ্চই তারা ভালো কিসু বানাইসে বিল কাগু আর খুদেনরম। চালু করতেই দেখি বেশ ভুং ভাং, বেশ ঝকঝকে চকচকে আইকন, এবং মেনু গুলাও বেশ ভালো। কিন্তু এক্সপি চালাইতে অনভ্যস্ত, কেমন যেন খটকা লাগে সবকিছুতে। সবচেয়ে বিরক্ত হইলাম তাদের সবকিছুতে অনুমতি চাওয়ার বাড়াবাড়ি নিয়ে। আর রুট ড্রাইভে কিসু ভরতে চাইলে সরাসরি না করে দেয়। আমার কম্পু, আমার যেখানে ইচ্ছা, সেখানে খুশি ফাইল কপি করুম, তাতে তোর বাপের কি? কিন্তু দেখা গেল, তাতে বিল কাগুর নানা অঙ্গে দহন হয়, ফলাফল যা দাড়াইল, আমার যেখানে যেভাবে খুশি, কাজ করার স্বাধীনতা খর্ব হইল। সেইখানেই শেষ না, কিসু ইন্সটলাইতে গেলেই হালার মাথায় মাল উঠে, স্ক্রিন কালো হয়ে যার, কথা বার্তা বন্ধ করে দেয়। আর বুট করতে লাগে ৩ মিনিট, বন্ধ করতে গেলেও জ্বালা, ঘুমাইতে যাইতে লাগে ১ মিনিটের বেশি। আর ঝুইলা যায় অহরহ।

এইসব যন্ত্রনা কতক্ষন সহ্য হয় কন দেখি? কিন্তু কোল কম্পুতে আইসে বিধায় দাতে দাত চাইপা কাম করতে লাগলাম। ভাবলাম কয়দিন পরে সব সহ্য হইয়া যাইব। কিন্তু এযে বস্তা নয়, আসলে এতো বিষ্ঠা, খাস বিল কাগুর বিষ্ঠা, সহ্য হয় তো বদ হজম হয়। আরো কিছু জিনিষ লক্ষ করলাম যে, ২ দিন অন্তর অন্তর আপডেট আসে, কি নিয়া এত ভুজুং ভাজুং আল্লাহই জানেন। আমার মনে আছে। ৩ মাসে আপডেট আসছিল মনে হয় প্রায় ৮৬টার মতন, বস্তা আর অফিস মিলায়। আরো ভাবছিলাম, নতুন সিস্টেম, এই খানে তো ভাইরাস ধরব না। কিন্তু এত সুখ কি আমার কপালে আছে? ১ মাস যাইতেই দেখি বস্তা থিকা নানা রকমের যন্ত্রনা বাইর হইতে থাকে। আর এক্সপিতে ছোট ছোট সুবিধা ছিল ফাইল এক্সপ্লোরারে, সে সব সুবিধাও বিদায় করে দিসে। আর অন্যদিকে ব্যাপক হারে ড়্যাম খাইতেসে নিজের চাকচিক্য জাহির করার জন্যে। যখনই মাথা গরম হইত, তখনই মনে হইত মুইছা এক্সপি করি, তারপর কইতাম, থাক, আসল জিনিষ দিসে, এইটারে ফালায় ২ লম্বরি জিনিষ ভইরা কয়দিন শান্তিতে থাকুম?

২০০৭ এর মাঝামাঝি আর পারলাম না, ফরম্যাট কইরা এক্সপি করলাম, কিন্তু শালারা কত বড় বদমাইশ, কোন কিছুর ড্রাইভার পায় না। যেইটাই খুজি, কয়, তোমার কোম্পানিতে যাও, অর্থাৎ, এইচপি তে যাও, কিন্তু সেখানে বলে আমার ল্যাপির জন্যে ড্রাইভার শুধু আছে বস্তার জন্যে। আর গরমও যা হইত আমার ল্যাপি, মাঝে মাঝে মনে হইত, সামারা এর কোন ভাই বোন না হইলে এইচপির বিরুদ্ধে মামলা করুম। কাজেই ফিরা যাবার পথ বন্ধ, তাই আগের কম্পুতে ভুল কইরাও বস্তা করলাম না, দিনে দিনে বস্তার বিরুদ্ধে ক্ষোভ জমা হইতে থাকল। এক দোস্ত কইল লিনাক্সের কথা, কিন্তু হে আরো কইল, গেম গুলান চালাইবার পারবি না, তাই সে পথেও যাইতে পারলাম না। বইয়া বইয়া আঙ্গুল কামরাই, বিল কাগুরে গাইলাই। এর মাজেহ মাথায় আইল, মনে হয় বস্তার অন্যান্য ভার্ষন গুলা বোধহয় ভালো। টরেন্ট কইরা সব নামাইলাম, ব্যবসা, আল্টিমেট, বেসিক আরো কত কিছু। একে একে সবগুলাই চালাইলাম, সবচেয়ে বেশি দিন আমার ল্যাপিতে ছিল মনে হয় বস্তা বেসিক। এইটাতে আবর্জনা সবচেয়ে কম। এর মাঝে এক্সপি লোডায় বইল সারভিস প্যাক ৩ আমার ডেস্কটপে। তারপর তো আমার মাথার চুল ছেড়া ছাড়া আর কিসু করার উপায় থাকল না। আওয়াজ আসে না, ওয়াই-ফাই কাম করে না, এজিপিও ঝামেলা করে। আমার এক আইটি দোস্তরে জিগাইলাম, ঘটনা কি? হে কইল, আবার কি, এইটা দিয়া সবাইরে যন্ত্রনা দেবার ব্যবস্থা, যাতে কইরা সবাই বাধ্য হয় বস্তার মাঝে মাথা ঢুকাইতে। আমি কি কম খাটাশ! ফরম্যাট মাইরা লাইভ আপডেট বন্ধ কইরা দিলাম। যাই আসে, কাটা চামচ দিয়া খোচায় দেখি, এইডা ভরা ঠিক হইব কিনা? তারপরে লোডাই। এইভাবে কতদিন, একদিন আমার পত্নীদেবী ভুল কইরা হ্যাঁ বইলা দিল, আর সেই ধনন্তরি এসপি-৩ ঢুইকা বইসা থাকল। বেচারি সহজ সরল মানুষ, এইটুকু জানে যে, আপডেট তো মানুষের ঝামেলা কমানোর আর কম্পুর উন্নতির জন্যেই বানানো। নাহলে কি দরকার, ২ দিন পরপর এসব সরবরাহ করার! এখন চিন্তা করতে গিয়া মাথায় একটা প্রশ্ন আইল, আসলেই, বিল কাগুরে জিগাইতে মন চায়, উনি আসলে কি চান? মানুষ শান্তিতে থাকুক, নাকি বেহুদা অশান্তিতে থাকুক, তারপর দেওয়ালে পিঠ ঠেকলে সাধারন মানুষ কাস্টমার সার্ভিসে কলাইবো আর তারা সার্ভিস দেবার নামে পয়সা লইব।

এইবার আর পারলাম না, বস্তা বেসিক ভরলাম ডেস্কটপে, তারপর দেখলাম, জানালা ৭ এর বেটা আইসে বাজারে, পুরানা অভিজ্ঞতা থিকা জানি, চকচক করলে সোনা হয় না, কাজেই ঐ পথেই পা বাড়াইলাম না। বস্তায় মাথা ভইরা দিন গুনতে লাগলাম, হয়ত কোন একদিন আসবে সেই সুদিন, যেদিন বিল কাগু ও-এস এর নামে ডিভিডিতে করে কাগু বেচবে না। কিন্তু বস্তায় মাল ভরলে সেটা যে কত ভারী হয় তা না ভরলে বুঝবেন কেমনে? এই ২০০৯ এ আইসা বস্তাও কুত পারতে শুরু করল। কম্পু বুটাইতে চায় না, ধীরে চলে, হ্যাঙ্গ করে, কিসু কপি পেস্ট মারতে গেলে কাপাকাপি করে, নেটওয়ার্কে ফাইল শেয়ার করতে গেলেও নানা যন্ত্রনা। এইদিকে ফরম্যাট মারতে পারতেসি না, বউ এর জিনিষ পত্র দিয়া ল্যাপি ভর্তি। আর লাইভ আপডেট তো আসতেছেই, বস্তা নতুন করে ভরার পর কম করেও ঘন্টা খানেক সে নেয় শুধু সময়ের সাথে তাল মিলাইতে। মহা বিরক্তিকর। আর আপডেট চলতে চলতে ভিড়িম করে সে রিস্টার্ট মারে, তারপর ভুলে যায় যে এ দুনিয়াতে আছে আমার কম্পু।

এর মাঝে ঘটল আরেক ঘটনা, আমার শালী ফোন করে জানাল যে, কালকে একটা ভৌতিক ঘটনা ঘটেছে, আমি বললাম, ধুর মাইয়া, দুনিয়াতে ভুত বইলা কিছু নাই। সে আমাকে বলে, না, আসলেই, কালকে রাত ৩টায় আমার কম্পু নিজে নিজে চালু হয়ে দৌড়ানো শুরু করসে, সে বেচারী একা থাকে, ভীষন ভয় পাইসে। আমি তারপর নিজের ল্যাপিতে খোচাখুচি করে বের করলাম, লাইভ আপডেট এর সময় রাত ৩টা, সারাদিন বন্ধ থাকলে সে রাত ৩টায় মাথা চাড়া দিয়া উঠবে সপ্তায় একদিন। আমি তো হাসতে হাসতে পেট ব্যাথা হবার জোগার। তাকে কিছু বললাম না। পরের আবার যখন সে আমাকে জিজ্ঞাস করল, কিসু পাইসি কিনা, আমি বললাম, এই ঘটনা কি ঠিক ৩টায় ঘটসে নাকি ১-২ মিনিট আগে পড়ে? সে তো ঘাবড়ায় গেসে, বলে, কেন? আমিও কম বদ নাকি? আমি বললাম, না মানে, রাত ৩ টায় তো উইচিং আওয়ার। আসলে তা না, মাঝ রাতের পর যে কোন সময়ে এটা হইতে পারে। হালকা চাপা ঝাড়লাম, সেই বেচারী তো ভয়ে ব্যাটারি খুলে ল্যাপি ব্যাগে ভরে ঘুমাইতে লাগল। মাস খানেক পরে প্রজাপতি আমার গোমর ফাঁস করে দিল জানতে পেরে।

সচলে এর মাঝে জানতে পারলাম যে লিনাক্স বা উবুন্টু এখন অনেক আগায়া গেছে, কিন্তু তাও ভরসা পাইতেছিলাম না। আর গেম গুলাও আরেকটা কারন ছিল আমার পিছুটানের। একদিন টরেন্টে দেখলাম, জানালা ৭ আল্টিমেট, দেখে বিশ্বাস হইতে চাইল না। নামায়া রাখলাম, কিন্তু ভরলাম না। বিল কাগুর কাছ থিকা ভালো কিছু আইতে পারে, এটা বিশ্বাস করা সম্ভব না আমার পক্ষে। এভাবে কাজ চালাইতেছিলাম বস্তা দিয়া, ২খান কম্পুতেই বস্তা, চারদিকে বস্তা, বস্তাই বস্তা। এর মাজেহ শাহান আসল ঢাকা থেকে, এসে কিনল ডেল স্টুডিও, তারেও দিল ডেল বস্তা ধরাইয়া। সে বেচারাও আমার সাথে সুর মিলাইয়া গাল পাড়তে থাকল বস্তারে। ২ সপ্তাহ আগে আমার ল্যাপিতে বস্তার তলা ফাইটা গেল, কাজেই ভিতরের সব জিনিষ বাহির হইয়া আমারে বিয়াফক গিয়ান্জামে বাঝায়া দিল। নিরুপায় হইয়া আমি জানালা ৭ করলাম, এইটা করার পর থিকা বেশ ভালই আছি, এখন পর্যন্ত কোন ভেজাল করে নাই। হয়ত বিল কাগু রাস্তায় আসছে, বস্তার ১৪ বার কইরা অনুমতি চাইবার ব্যাপারটা দুর হইসে। আপনে কম্পুর অ্যাডমিন, তারপরেও যখন কয়, আপনার অনুমতি নাই, তখন কেমন লাগে মেজাজটা। এগুলা ছাড়াও ছোটখাট আরো অনেক জিনিষে ৭ অনেক ভাবে উন্নত। তবে যে ব্যাপারটা বলতে চাই, সেটা হল, হ্যাকার ভাইরা জিন্দাবাদ। আগের সবগুলা বাইর হইত আসল জিনিষ বাইর হইবার পরে, ৭ বাইর হইসে রিলিজ তারিখেরও ২ মাস আগে।

তবে, এত কথা বলার কারন হইল, শাহান মিয়ার দেওয়া উবুন্টু। সব কিছু মাগনা, চিন্তা করলেই যেন কেমন লাগে। চাইলে মাগনা মাগনা বাসায়ও পাঠায়া দেয়, ফলে শাহান মিয়া মনের আনন্দে বিলি বন্টন করতেছে, এক কপি আমার ভাগ্যেও জুটল। হাতে যখন অযাচিত ভাবে এসেই পড়ল, তখন শামিম ভাইয়ের লেখাগুলা মাথার মধ্যে খুটমুট শুরু করে দিল, ফলাফল খুবই সহজ, দিলাম, ঢুকায় রমে। সিডি কইল, ডেডিকেট করে ইন্সটল করতে চাইলে বুট কর, আমি কইলাম, ঠিকাছে। দিলাম বুট কইরা। ইন্সটল করলাম, তারপর নিজে নিজে সব খুইজা নিল, একবারও কইল না, ঐ সফদার, ডেরাইবার পাই না তো। ঢুকানির সময় মনে হয় কিসু ভুলভাল টিপসিলাম, তাই হার্ড ড্রাইভে পার্টিশন নিয়া হালকা পাতলা ঘাপলা হইল। কিন্তু সেই ৯৫ থিকা বিল কাগুর লগে যুদ্ধ কইরা আইতাসি, এত অল্পে ডরাই নাকি আমি? পুরাপুরি শুরু থিকা যাত্রা শুরু করলাম, ফরম্যাট কইরা ফালাইলাম, জানালা ৭ তারপর উবুন্টু ৯.০৪. এক অভুতপুর্ব জিনিষ এই উবুন্টু। ২ দিন ধইরা এইটা নিয়া খুন্টুমুন্টু করলাম। তারপর খবর পাইলাম, অভ্রও আছে উবুন্টুর জন্যে, আর কে পায় আমারে। ফোরামে অভ্র ভরিবার তরিকা দেইখা ডরাইছিলাম একটু, কি কয় টার্মিনালে যাও, এইডা লেখ, ঐটা পড়, একটু ভয়ে ভয়ে করলাম, তারপরে হর হর করে কি কি সব কইল। আমি পাত্তা দিলাম না। লগ আউট করলাম, তারপর আবার লগ ইন করলাম, দেখি এক কান্চি দিয়া কিবোর্ডের আইকন উঁকি দিতাছে। একটা ক্লিক মারতেই তুমুল বেগে বাঙলা লেখা বাইর হইতে লাগল। এর জন্যে মেহেদি ভাইরে আবার একবার ধন্যবাদ দিতে চাই। সাইফুর রহমান বাংলা কইতে পারে না, তারে কিনা দেওয়া হয় একুশে পদক, আমার হিসাবে এই পদক প্রতি বছর দেওয়া উচিত মেহেদি ভাইরে।

উবুন্টু বুট হবার পর ৫ মিনিট লাগল ৮৪ টা জিনিষ আপডেট হইতে, কোন প্রোগ্রাম ভরতে চাইলেও তা ১-২ মিনিটের মাজেহই সমাধা হয়, বেহুদা, করবার পারবা, না, এদিক তাকাইবা না, তার লগে কথা কইবা না মার্কা কোন কথা কইল না। বুট হইতে সময় লাগে ৩০ সেকেন্ড, শীত নিদ্রায় যাইতে সময় লাগে ১৫ সেকেন্ড। উবুন্টুর গুনাবলি লেখার দরকার নাই, সেইটা শামিম ভাই বহুত বার কইসেন, কাজেই বস্তা বা জানালার ঝিক মিক দেইখা ভাই বোনেরা ধরা খাইয়েন না। আর উবুন্টু বুট করা মাত্র দৌড়ায়, বস্তা বা জানালার মত চালু হবার পর "আমাদের দেশের বড় কর্তার মত বিশেষ কামে ব্যস্ত আছি" মার্কা কথা কয় না। যেই মাত্র স্ক্রিন আইল, তখন থিকা রেডি আগুনে ঝাপায়া পড়ার লাইগা। বিল কাগুর জানালাগুলা সস্তা বারবণিতার সস্তা হাসির মতনই, পয়সা দিয়া কিনেন বা চোরাই কইরা উপভোগ করেন না কেন, দিন শেষে তারা আপনারে অসুস্থ করবেই। কাজেই সবাই পণ করেন, আইজ থিকা সবাই উবুন্টু ব্যবহার করবেন, সেই সাথে সবার আগে অভ্র লোডাইবেন, অভ্রের মত দারুন "নরমতার" মনে হয় না কাছাকাছি সময়ে বাইর হইসে!! তাছাড়া শুনলাম অভ্রের নতুন সংখ্যা আসিতেছে। আর চলেন সবাই বিল কাগুরে গিয়া কই, কম তো জানালা বাইর করলেন না, পয়সাও কম নিলেন না। লাভ কি হইল, ভালো কিসুই তো দিবার পারলেন না। কাজেই আমার কইতে মন চায়, "সব কটা জানালা ফেলে দাও না, আমি গাইব গাইব উবুন্টুরই গান"


মন্তব্য

হিমু এর ছবি

নরমতার না, মনে হয় নরম্মাল হইবো।

কঠিন পোস্ট!!! আহ, সেই যে নেংটু ছবিতে ভরপুর দিনগুলি! আগে কী সুন্দর দিন কাটাইতাম ...



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সাইফ তাহসিন এর ছবি

ধন্যবাদ বস, কষ্ট কইরা পড়ার জন্যে, ঠিক করার মত অ্যাক্সেস পাইলেই এই নরম্মাল কিরা দিমু। আর সেই সব দিন গুলার কথা মনে পড়লে খালি দ্বীর্ঘশ্বাস ফালানি ছাড়া আর কিছু করার থাকে না। যদি ফিরা যাইতে পারতাম

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

_প্রজাপতি এর ছবি

এত বিশাল লেখা পড়ে হাপিয়ে গেলাম ।
-----------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

সাইফ তাহসিন এর ছবি

শ্বাস নেবার ফাঁকে তাহলে এক খান লেখা ছাড়েন, আপনার নিক সচল করবার পর থিকা তো আর কিসু দিলেন না!!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

রেজুয়ান মারুফ এর ছবি

লম্বা -চওড়া পোস্ট কিন্তু পইড়া ব্যপক মজা পাইলাম !
ইংরেজি শব্দের বাংলা গুলি হেভবি লাগলো।

------------------------------------------------------------
আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কাব্য নিয়ে ঘুরি।

আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কব্য নিয়ে ঘুরি।

সাইফ তাহসিন এর ছবি

ধন্যবাদ বস, শব্দগুলা আমার না, সচলের আবিষ্কার, আমি সুবিধাবাদির মত ব্যভার করেছি। এর জন্যে সকল কৃতিত্ব সচলায়তন আর এর নিয়মিত লেখকদের। অনেক মজার মজার বাংলা শিখেছি এইখানে, যা এখন আমি নিজের অজান্তে ব্যবহার করে ফেলি। এত বড় পোস্ট ধৈর্য ধরে পড়ার জন্যে ধন্যবাদ।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মৃত্তিকা এর ছবি

আমি বিশেষ কম্পিউটার বিশেষজ্ঞ কিনা, তাই কিছু কিছু জিনিস বুঝতে পারলামনা :(
তবে অনেক গুলো বংগানুবাদে বিয়াপক মজা পেলাম! যেমন- জানালা, নরমতার, খুদে নরম অফিস!, কোল কম্পু! আর গান্ধীজির কোপানোর ব্যপারটা কলপনা করে :))

সাইফ তাহসিন এর ছবি

বঙ্গানুবাদের কৃতিত্ব কিন্তু সচলায়তনের, আমি শিওর না কে কোন শব্দটার বাংলা করেছে, তবে খুদেনরমের জন্যে মনে হয় রাগিব ভাইকে কৃতিত্ব দেওয়া যায়।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

শাহান এর ছবি

"২ সপ্তাহ আগে আমার ল্যাপিতে বস্তার তলা ফাইটা গেল, কাজেই ভিতরের সব জিনিষ বাহির হইয়া আমারে বিয়াফক গিয়ান্জামে বাঝায়া দিল।"

হা হা হা ... এইখানে আইসা আমি হাসতে হাসতে শেষ ! লেখাটা বড় হইলেও মজার হইছে। :D

উবুন্টু'র সিডির গায়ে লেখাটা মজা লাগেঃ
"Legally free to copy, modify and redistribute" !

সাইফ তাহসিন এর ছবি

আর সেই সিডি আমারে দেওয়ার জন্যে আমি বিশেষ কৃতজ্ঞ, নাহলে এ লেখাটা কখনই লেখা হইত না।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ইশতিয়াক রউফ এর ছবি

লিখা ভালৈসে...

সাইফ তাহসিন এর ছবি

ধন্যবাদ বস! ঈদের শুভেচ্ছা রইল।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

হাতুড়ে_ডাক্তার [অতিথি] এর ছবি

সামারা এর কোন ভাই বোন না হইলে এইচপির বিরুদ্ধে মামলা করুম।

হাসতে হাসতে শেষ!! আমার এক বন্ধুর পেপটিক আলসার ছিলো, ব্যথা বাড়লেই তার মনে হইতো তার পারফোরেশন হইসে :)

সাইফ তাহসিন এর ছবি

ভাইডি, আমার ল্যাপি কোলে নিয়া কয়দিন বইয়া থাকেন, তারপর বুঝবেন, এমন গরম হয় যে কি কমু, শাহান বেচারা আইয়া আধাঘন্টা ব্যবহার করার পর কয়, ইয়ে মানে, আমি তো একনো বিয়া শাদি করি নাই, ল্যাপি দিয়া কাম না কইরা একটু ডেস্কটপে বসি? শীতকালে হিট ঠিকমত কাম না করলে আমি এইটার ভেন্টে হাত দিয়া বইয়া থাকি। তবে হ্যা, হালকা রোগে বড় ডায়াগ্নসিস তো নতুন সমস্যা না, এটা আমাদের মুদ্রা দোষও বলতে পারেন। আবার এমন লোকও আছে, যারা হার্ট অ্যাটাক করসে, বুকে ব্যাথা, অথচ মনে করতেসেন, পেটে গ্যাস হইসে, ২টা এন্টাসিড বা রেনেটিডিন খাইলেই ব্যাথা সেরে যাবে ;)। তবে আপনার দেওয়া বর্ননার মত লোকের পরিমাণ বেশি।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ইশতিয়াক রউফ এর ছবি

আমারও এইচপি। ভাই রে, কী যে গরম হয়!! সব ভালো, শুধু গরম হয়ে যাওয়া বাদে। ডিম রাখলে সিদ্ধ হয়ে যাবে।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

এইচপি নিয়ে এত অভিযোগ? আর আমি ইদানিং কানাডায় আসা বন্ধু-ছোটভাইদের কি উপদেশ দেই জানো? কানাডা আসলে অবশ্যই ডেল কিনবা, শীতের সময় হিটিংয়ের পুরা খরচ বাঁচবে, খালি খাটের পাশের একটা ডেল ল্যাপী চালায়ে রেখে দিবা :D
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

তবে কয়েক মাস পর পর পেছন দিকটা খুলে ব্লোয়ার দিয়ে ফ্যানটা পরিষ্কার করলে কিন্তু সমস্যাটার সমাধান হয়ে যায় ... চেষ্টা করে দেইখো ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

সাইফ তাহসিন এর ছবি

আমিও ট্রাই মারুমনে, দেখি, কিছহু করা যায় কিনা। সমস্যা হইল, আমার ল্যাপি খুলতে গেলে দুনিয়া খুলতে হয়, তাও খাপ খুলতে চায় না। এইচপি ডিভি ২০০০ এর জন্যে তোমার কাছে আর অন্য সমাধান আছে নাকি?

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সাইফ তাহসিন এর ছবি

আয়ডিয়াটা চরম, এই শীতে হিট ছাড়ুম না, ল্যাপির পাশে ঘুমামু।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

দুষ্ট বালিকা এর ছবি

আমারও এইচপি ছিলো, বাপ্রে! ভাত রান্ধন যায় এমনই 'হট' ল্যাপি! শীতের রাতে লেপের উপরে রেখে সিনেমা দেখতে চ্রম লাগতো!

[ভাইজান, দৌড়ের উপ্রে আছি, মানুষরে মেহেন্দি লাগাইতে লাগাইতে হাত ব্যথা! অনেক স্মৃতি মনে পড়লো, কিন্তু মন্তব্য করার সময় নাই, মা চিল্লায়!]

---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনিকেত এর ছবি

তুমুল লেখা---বড় লেখা---মজার লেখা

আর সবার মতই বাংলা পরিভাষাগুলো দারুন লাগল।
তবে software যেহেতু softwire নয় সেহেতু বাংলাটা, যেমন হিমু বলেছে, 'নরম তার' না বলে 'শিথিল পণ্য' বা 'নরম মাল' বলা যেতে পারে।

এভাবে কেটে যেতে থাকে ১৯৯৬, আমি তো প্রবল উৎসাহে সবাইকে দেখাই, আমার কম্পুতে জানালা ৯৫ আছে, ততদিনে হার্ডডিস্ক খুলে দৌড়ানোর সাহস অর্জন করেছি, ফ্লপি আর সহ্য হয় না, যখন তখন বাতিল হয়ে যায়। আমার এই অতি উৎসাহ দেখে আমার ফুফাতো ভাই বললেন, আরে মিয়া, এইসব দেখে লাফাইও না, এগুলা সব বিল কাগুর চুরির ফসল। এখানে থেকে সেখান থেকে চুরি করে জোড়াতালির ফসল এই জানালা ৭।

আমার মনে হয় 'জানালা ৯৭' বলতে চেয়েছিলে, নাকি?

আবারো বলি, ভাল লেখা বস, কিপিটাপ---

সাইফ তাহসিন এর ছবি

ইংরেজি থেকে ভুলের শুরু, যার জের চলে গেছে অনুবাদ হয়ে লেখার মাঝে, এজন্যে খুবই লজ্জিত।

আর বস, জানালা ৭ ই বুঝাইছি, মানে জানালা ৯৫ থেকে জানালা ৭ পর্যন্ত বিল কাগুর গুনকীর্তন করাই আমার উদ্দেশ্য ছিল কিনা ;)

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মামুন হক এর ছবি

তুমুল লেখা-----মজার লেখা :)

সাইফ তাহসিন এর ছবি

ধন্যবাদ বস। তাড়াতাড়ি তাইওয়ান যান বস, চরম হিংসায়িত আপনার ফুর্তি দেখে ;)

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সমুদ্র এর ছবি

শেষ প্যারাটা সারমর্ম হয়ে গেছে পুরা লেখাটার। মজা পাইলাম! :D

"Life happens while we are busy planning it"

সাইফ তাহসিন এর ছবি

হুমম, মজা পাইলা দেইখা আমিও আনন্দ পাইলাম। লেখা ছাড় মিয়া তাড়াতাড়ি, তোমার লেখাগুলাও অনেক মজা হয়

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অমিত এর ছবি

আমি ভিসটা ব্যবহার করি ২বছরের উপরে, সমস্যা করে নি এখনো।
যত গালিই দেই বিল গেটসকে, তৃতীয় বিশ্ব কম্পিউটার শিখেছে মামুর হাত ধরেই।এজন্য ৯০% ধন্যবাদ চাইনিজ হ্যাকারদের দিলেও বাকি ১০% গেটসকে না দেয়াটা অন্যায় হবে। কারণ ঐ হ্যাকাররাও উইন্ডোজ ব্যবহার করেই কাজগুলা করত।
এত বড় একটা ধাক্কা খাওয়ার পর আমেরিকা কনজিউমারিজম হয়ত বদলে যাবে, কিন্তু আমি এখনও ব্যবহার করি বা না করি, সাধ্যের মধ্যে থাকলে সমস্ত অপশনই হাতের কাছে চাই। এজন্য ওস এক্স এর কথা মাথায় আসলেও উবুন্টু নিয়ে ভাবিনি এখনো।

সাইফ তাহসিন এর ছবি

অমিত ভাই, একমত, কম্পু শিখেছি বিল কাগুর হাত ধরে, এবং তার সাথেই আছি গত ১৪ বছর ধরে, আর যতই উবুন্টু নিয়া মাতামাতি করি না কেন, জানালার বিকল্প নাই, গেম বলেন বা নরম্মাল বলেন, এদের পরিমান ও বেশি। তবে আশা করব খুদে নরম আস্তে আস্তে আরো ভালো কিছুর জন্ম দিবে যা উবুন্টুর মতই স্থিতিশীল হবে। আর আপেল ভাইকে খুব একটা কেউ জ্বালায় না শুধুই দামের জন্যে।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

দ্রোহী এর ছবি

১.
এত সহজে জানালা ফেলে দেয়া সম্ভব না। আমার কাজের সফটঅয়্যার আর গেমগুলো চালাতে জানালা লাগবেই। গেমগুলো অবশ্য প্লে-স্টেশন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। কিন্তু কাজের সফটঅয়্যারগুলোর বেশীরভাগই এখনো জানালা নির্ভর-ই রয়ে গেছে।

২.
উবুন্টু লাইভ সিডি থেকে ব্যবহার করি।

৩.
লেখা মজা লেগেছে।

সাইফ তাহসিন এর ছবি

দ্রোহীদা, ধন্যবাদ, তারপরেও কিছু গেম খেলার জন্যে আটকায় আছে। আর টরেন্ট করে গেম খেললে পয়সা লাগে না, ফলে এখনো বিল কাগুরে নিজেই ফালাইতে পারি নাই

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ওডিন [অতিথি] এর ছবি

সিরিয়াস মজা পাইলাম সাইফ ভাই, এক্কেরে ছোটবেলার কথা মনে করাইয়া দিলেন, কি যে দিনগুলা আছিলো! নস্টালজিয়া আক্রমন করতাসে আমারে।

আর এম ই র ব্যাপারে পুরা একমত "... যে চালালে গান্ধিজিও রাম দা হাতে কোপাতে উদ্বুদ্ধ হবেন, আর দাঁত ভ্যাটকায়ে বলবেন, কোপাকুপি পরম ধর্ম।" :-D আমারও একি এক্সপিরিএন্স। আর ভাইরে গেমসগুলার জন্যই ত এখনও ভিস্তা নিয়া পইরা আসি, তবে জানালা ৭ টরেন্ট করমু অচিরেই।

- তন্ময়

সাইফ তাহসিন এর ছবি

ভাই তন্ময়, গেমের জন্যে জানালা থাকুক, আর বাকী কাজের জন্যে উবুন্টু, এভাবে শুরু করা যেতে পারে যাত্রা। আর যারাই মিলেনিয়াম ব্যবহার করসে, কেউ কোন ভালো কথা বলে নাই। আমি কিভাবে যেন জানে বেচে গেসিলাম

আপনার কোন লেখা চোখে পড়ে নাই, লিখে থাকলে লিংক দিবেন?

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ওডিন [অতিথি] এর ছবি

এইরকম একটা ভাবনা আমার আছে, ডিসেম্বরের আগেই করতে পারি কাজটা!

আর আমার কোনো লেখা আনফরচুনেটলি আপনের চোখে পড়ে নাই কারন, ইয়ে ...মানে ... আসলে আমার কোন লেখাই নাই। আমি 'মূলত পাঠক' :-D

- তন্ময়

অতন্দ্র প্রহরী এর ছবি

লেখাটা দারুণ লাগল। মজা পেলাম পড়ে। :-)

দেখি হয়তো আমিও একদিন সাহস করে উবুন্টুতে চলে যাব...

সাইফ তাহসিন এর ছবি

সাহস করার কি আছে, তোমার বন্ধুতো ঢাকা থেকেই উবুন্টুর ফ্যান ছিল, তুমিও নেমে পড় অ্যাকশনে। আমার কিন্তু সম্পুর্ণ ফ্রি এর ব্যাপারটাই অসাধারণ লেগেছে। তবে একমাত্র অসুবিধা ঢাকা থেকে অন্তর্জালে ঢোকা আর কম্পু চালু রাখা। কারেন্ট না থাকাটা একটা বিশাল সমস্যা।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সুহান রিজওয়ান এর ছবি

লেখা বড় সাইব্বাই, তয় পইড়া সুখ পাইলাম...। মজ যা পাওয়ার, বেশী পাইসি বঙ্গানুবাদেই [জানি জানি, কইবেন, সচলের কৃতিত্ব- তয় আপ্নেরেও তালি দিতে মঞ্চায়] (y)
------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সাইফ তাহসিন এর ছবি

ধন্যবাদ বস। কষ্ট কইরা পরছ দেইখা আরেকটা হাতি পুস্ট নামাইতে মন চায় ;)। আসলে পুরা পুস্ট টাই উবুন্টুতে লেখছি, কোন গিয়াঞ্জাম করে নাই দেইখা লিখতে মন চায়।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

বলা অনেক সহজ কিন্তু করা মহা ঝামেলা!! লিনাক্সে আমি টানা ৩মাস ছিলাম জানালার উপর বিরক্ত হয়ে। পরে ফেরত আসতে হইছে। গেম খেলা যায় না বলতে গেলে ( আমাদের সাথের লিনাক্স গুরুরা পারছে )। কিছু ভিডিও ফরম্যাট চালাইতে জান বাইর হইয়া গেছিলো। লিনাক্স আমার থাকে ব্যাকাপ হিসাব। কিন্তু প্রতিদিন ব্যবহারের জন্যে আমার কাছে লিনাক্স বেশ দূরে আছে। কারন আমার মনে হয় জানালাকে শক্তিশালী করেছে তার ৩য় পার্টির নরম্মাল গুলো। লিনাক্সের ৩য় পার্টির নরম্মাল গুলো এখনো ওতো শক্তিশালী হতে পারে নাই।

----------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

সাইফ তাহসিন এর ছবি

আমি এখন যেটা করতেসি, পিসিতে বিল কাগু, সেখানে গেম খেলি, আর ল্যাপিতে জানালা বউয়ের জন্যে, আর আমি চালাউ উবুন্টু, সবচেয়ে আরাম লাগে আমার উবুন্টুর গ্রাফিক প্রেজেন্টেশন, বাংলা লেখা এত ঝরঝরে আসে যে, গর্বে আমার বুক ফুলে যায়। আর হ্যা ৩য় পার্টির নরম্মালের পরিমান এর বেশি যে বিল কাগুর সাথে তাদের দৌড়ে পারার প্রশ্নই আসে না। চিন্তা করেন, বিল কাগু বাজারে আছে কতদিন, আর লিনাক্স এসেছে কতদিন

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

আলমগীর এর ছবি

ভিন্ন ধাঁচের লেখা। পড়তে বারবার হোচট খাচ্ছিলাম।
লিখে যান।
------
মাইক্রোসফট কেনো স্পিন-অফ বা স্প্লিট করে না তা বোধে আসে না। মার্কিন হিসাবে এ ধরনের বড় কোম্পানি বহু আগেই খুলে ১০টা হবার কথা। মিলিয়ন-মিলিয়ন ডলার জরিমানা দিচ্ছে কিন্তু ব্যবস্থা নিচ্ছে না। বরং বিভিন্ন ছোট-খাট কোম্পানি কিনে নেয়।

সাইফ তাহসিন এর ছবি

কথা ঠিক বস, তাদের একচেটিয়া ব্যবসার দিন শেষ না হলে মনে হয় না তারা ভাগ হবে।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সোয়াদ [অতিথি] এর ছবি

"কিছু ভিডিও ফরম্যাট চালাইতে জান বাইর হইয়া গেছিলো"
বলেন কী? আমার অভিজ্ঞতা তো পুরাই উল্টা!
বিষ্ঠায় বা এক্সপিতে ভিডিও চালাতে চোদ্দরকম কোডেক খুঁজে নিতে হয় নিজে থেকে। উবুন্টুতে খালি জিস্ট্রিমার এর ফাইল গুলা ইন্সটল করে মহানন্দে যেকোন ভিডিও (রিয়েল ফরম্যাট সহ) চালাতে পারছি।

গেম খেলা যায় না, কথা সত্য। তবে আমার প্লেস্টেশন টু টাই আমার সকল গেমিং এর চাহিদা মেটায়; তাই গত তিন বছর ধরে উবুন্টুতে।
সকল প্রশংসা উবুন্টুর।

সাইফ তাহসিন এর ছবি

একমত, বস্তায় কোডেক খুজে, দেবার পরেও ঝামেলা করে, অবশ্য সে জন্যে আছে ভি-এল-সি এর মত রোবাস্ট মিডিয়া প্লেয়ার, অনলাইন থেকে কোডেক খুজে নিবে, অথবা কে-লাইট কোডেক প্যাক তবে, কেলাইট আবার আপডেট করতে হয়। আর হ্যাঁ, গেমিং সিস্টেম থাকলে গেম কোন সমস্যা না, তবে স্ট্র্যাটেজি গেম গুম গুলো পিসিতে খেলে মহা একটু বেশি পাই, আর শুটিং গেম গুলা আমি ঠিকমত টার্গেট করতে পারি না, তাই পিসিতে খেলি। তবে ২-১ টা গেম থাকবেই যেটা পিসিতে আসে না। একই ভাবে গেমিং সিস্টেমে কিছু গেম আসে যেটা পিসিতে আসে না, উদাহরণ দেই, যেমন প্লেস্টেশন ২ তে গড অফ ওয়ার ১, ২ না খেল্লে প্লেস্টেশন কেনা বৃথা, তেমনি পিএসথ্রিতে হেভেনলি সোর্ড বা আশু গড অফ ওয়ার থ্রি। একই ভাবে পিসিতে কমান্ড এন্ড কংকয়ার এর গত ১২ বছর ধরে চলে আসা সিরিজ, সেদিন না শুরু হল প্লেস্টেশনে এই গেম গুলা আসা। আর ডিয়াব্লো - ২ , এজ অফ এম্পায়ার্স, ওয়ার ক্রাফট, সাইবেরিয়া এমন অনেক গেম যা কখনো প্ল্যাটফর্মে আসেনি।

তবে, ভালো লাগল আপনার উৎসাহ দেখে, আমিও চেষ্টা করব আপনার মত আস্তে আস্তে সরে আসতে জানালা থেকে, পারব না হয়ত যতদিন ফাউ গেম খেলতে চাইব। তবে, নিজে যদি কোনদিন দাবি করতে চাই, আমি চুরি করি না, তাহলে উবুন্টুই একমাত্র সমাধান, বিল কাগুর সাথে থাকলে চুরি করে নরম্মাল দিয়ে কাম চালাইতে হবে। ধন্যবাদ সোয়াদ ভাই, আপনার সাফল্যের গল্প আরো অনেককে অনুপ্রাণিত করবে উবুন্টুতে যেতে।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুরুতেই কই... আপনের লেখা অর্ধেক পড়ছি... তারপর পারি নাই আর

সময় এক্টা গুরুত্বপূর্ন বিষয়

তবে এটুকু বলতে পারি... এই সচলে যারা অনেক বিশারদ... তাদের চাইতে আমি বেশি আগে কম্পিউটার শিখছি... ৯০ সালে আমার ঘরে কম্পিউটার ছিলো... কিন্তু বেকুবের যেটা হয়... আমি এখনো জানালাও রিইনস্টল করতে পারি না... :(
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সাইফ তাহসিন এর ছবি

৯০ সালে কম্পু, আপনে তো মিয়া বস মানুষ, আগামীতে সবাই আপনার বাসায় আইলে কইবেন, আপনারে জানালা রিইনস্টল না করা শিখাইলে খাওয়া নাই ;), দেখবেন এক বেলায় আপনারে সবাই বস বানায় দিব

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মামুন হক এর ছবি

সাইফুর রহমান বাংলা কইতে পারে না, তারে কিনা দেওয়া হয় একুশে পদক, আমার হিসাবে এই পদক প্রতি বছর দেওয়া উচিত মেহেদি ভাইরে।

--এই কথাটা ঢাকায় আমাকে রিটন ভাই বলছেন কয়েকবার, একুশে পদক না পাইলেও মেহেদীর কুনো লুসখান নাই, কোটি মানুষের কৃতজ্ঞতা তার সাথে আছে :)

শাফক্বাত এর ছবি

বহুরূপী সাইফ নাকি? হুম্ম??
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।

শাফক্বাত এর ছবি

বহুরূপী সাইফ নাকি? হুম্ম??
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।