যাক, বেহুদা ত্যানা না পেচায়া আসল কথায় আসি, আমাদের এই হাচল কিন্তু ব্যাপক গুনাবলীর অধিকারী। রান্নাবান্নার গুনাবলী হয়ত বঙ্গললনাদের জীনে আছে, তাই তারা কখনও খারাপ রেঁধেছে ভলে শুনিনি, আর কেউ খারাপ রান্না করলে সম্ভবত নিজ দায়িত্বেই আমরা চেপে যাই, যাতে করে অন্যেরা ধরা খেতে পারেন। অন্যদের কথা জানি না, তবে শত্রু-মিত্র সবাইকে লোটা ধরায়া আমি ব্যাপক মজা পাই কিনা! রান্নাবান্না হল এই ব্যক্তিটির সবচেয়ে ছোট গুনাবলীর অন্যতম।
আমরা একই প্রতিষ্ঠানে পড়াশুনে করেও কথা হয়নি কখনও, তার ভাইও আমাদের প্রতিষ্ঠানেই পড়াশুনা করেছেন, আমাদের ২ বছরের বড়, তার সাথে দৈনিক ক্যারাম খেলতাম আমি, অথচ জানতাম না উনার বোনের সাথে বিদেশে এসে দেখা হবে। হঠাৎ একদিন খোমাখাতা খুলে দেখি একজন আমাকে বার্তা পাঠিয়েছে এবং বলছে, সে নাকি নিউআর্ক ডেলাওয়ারে থাকে, আমি তো মমিন মুসলমানদের স্বরণ করে ফেললাম বার কতক, তারপর সে কিনা বলে, এখানে এক বছর ধরে আছে। এটা শুনে আমার তো খাবি খাওয়ার অবস্থা। যাক তারপরে দেখা হল তার সাথে, সেখান থেকে তার স্বামী রব হ্যালফোর্ড এবং পরে অনিকেতদা, চেইন রিঅ্যাকশন আরকি।
পরিচয় হল, এরপর পাল্টা দাওয়াত, খাইদাই চলতেই থাকে, এর মাঝে এক সময় আমি সচলে লেখা শুরু করি, সেই বেচারী লেখেও না পরেও না, তারপরেও তাকে বলতে থাকি লেখার জন্যে। সে বলে, গ্যাদা কালে লেখত, এখন সেগুলা পড়লে তো সবাই হাসবে, আমি বললাম, ভালই শিশুতোষ লেখার বড়ই অভাব, সে অভাব ০.০১% ও যদি লাঘব হয়, ক্ষতি কি? নানা উৎসাহের পরেও তার লেখার দেখা পাওয়া যায় না। এভাবে কয়েক মাস চলে যায়, হঠাৎ দেখি একদিন লেখা এসেছে, সেই সাথে নিচে তার তড়িৎঠিকানা। লেখাটা পড়ে গর্বে নিজের বুক ফুলে গেল যেন, বড়ই ভালো হয়েছিল সে লেখাটা। এর পরে আস্তে আস্তে আরো গুনাবলীর পরিচয় বের হতে শুরু করে, তার তোলা ছবি আপনারা প্রায় সবাই দেখেছেন।
গতকাল সেই বেচারীর জন্মদিন ছিল, সময়মত লেখাটা পোস্টাইতে না পারার জন্যে নিজেকে কইশা মাইনাস দিয়ে নিলাম পয়লাই। শুভ জন্মদিন আমার প্রিয় হাচল ওরফে ছোটবোন মৃত্তিকা। আর প্রোফাইলে ভূয়া জন্মদিন দেবার জন্যে মাইর জমা করে রাখলাম। অসাধারন কাটুক তোমার এই দিনটা এই শুভকামনা করেই বিদায় নিচ্ছি।
মন্তব্য
মৃত্তিকাকে শুভেচ্ছা।
ধন্যবাদ পিপিদা :)
জন্মদিনে শুক্না কাঁথার তোড়া!
গন্ধ না থাকলে তোড়া নিলাম! অনেক ধন্যবাদ :)
শুভ জন্মদিন
ধন্যবাদ :)
শুভ জন্মদিন, মৃত্তিকা।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ধন্যবাদ...... :)
শুভ জন্মদিন, মৃত্তিকা'পু।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ধন্যবাদ :)
মাটির মানুষেরে শুভেচ্ছা !!!
_________________________________________
সেরিওজা
ধন্যবাদ সুহান!
জন্মদিনের শুভেচ্ছা
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.
...........................
Every Picture Tells a Story
অনেক ধন্যবাদ!
যদিউ জর্মদিন একটা ভ্রাম্ত ধারমা, তারপরেউ, শুভ জন্মদিন।
(ওম সবুজ বাঘায়ে নমঃ!)
হা হা হা............
ধন্যবাদ :)
শুভ জন্মদিন
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
অনেক ধন্যবাদ নিবিড় :)
শুভজন্মদিন মৃত্তিকাপু :)
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ধন্যবাদ অনার্য্য... :)
ধন্যবাদ অনার্য্য... :)
শুভ জন্মদিন মৃত্তিকাপু :)
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ধন্যবাদ দিতে দিতে মুখ ব্যথা হয়ে গেলো :) তারপরও ভালু লাগে.........ধন্যবাদ!
জন্মদিনের শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ স্বাধীন!
অনেক ধন্যবাদ স্বাধীন!
অনেক ধন্যবাদ স্বাধীন!
শুভ জন্মদিন...অনেক অনেক শুভেচ্ছা!
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
অনেক অনেক থ্যাংকিউ!!
জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল।
ধন্যবাদ নৈষাদ!
মৃত্তিকাপু, শুভ জন্মদিন।
ফেসবুকের সাথে মিলায়া দেখেনতো কোথায় বেশি শুভেচ্ছা পেলেন... ফেসবুকে নাকি সচলে? ;)
---- মনজুর এলাহী ----
ফেসবুক :D
ধন্যবাদ এলাহী!
জন্মতিথির শুভেচ্ছা রইলো,
অনেক ভালো থাকুন মৃত্তিকাপু :)
--------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
অনেক থ্যাংকিউ মউ! :D
শুভ জন্মদিন আপু ! :)
আপনি না থাকায় কেক্কুক মিস হইল :( ...
ধৈর্য ধরে আছি সুনা, ফিরৎ আইলেই ধরব খানাপিনার জন্যে ;)
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ধন্যবাদ শাহান!
সাইফ ভাই, আমরা এ সপ্তাহে ফিরছি না মনে হয় 8)
আমি কিন্তু একটুও মোমবাত্তি গুনি নাই ঃ)
শুভ হোক জন্মদিন
আশ পাশ থাক রঙীন
রান্নাবান্না এগিয়ে চলুক
প্রতিবেশিরা খেয়ে মরুক ঃ)
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
শকুনের দোয়ায় গরু মরে না তনু আপা ;)
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
মোমবাতির সংখ্যা ভুল!! গুণে লাভ নাই!
ছড়াটা মহা কিউট হয়েছে আপু......থ্যাংকিউ!
শুভ জন্মদিন, মৃত্তিকা'পু। কেক পাওনা থাকলো :-)
সাইফ ভাই, দারুণ লেখা :-)
ধন্যবাদ প্রহরী :)
ধন্যবাদ বস। ভালো থাকো, সচল থাকো।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
মৃত্তিকা,
শুভ জন্মদিন----!!!
আমাদের ডেলাওয়ারের এই সচল পরিবারের সবচাইতে শান্ত-শিষ্ট মানুষ হিসেবে মৃত্তিকা নামধারণ একেবারে যথার্থ।
আমি, সাইফ আর শাহান এক সাথে হলেই সেই স্থানের এন্ট্রপি হু হু করে বাড়তে থাকে (পদার্থবিজ্ঞান যারা না পড়ে মানবজাতির অশেষ উপকার সাধন করেছেন, তাদের চট করে জানিয়ে দিই 'এন্ট্রপি' আসলে 'বিশৃংখলতা'র পরিমাপক)। সেই প্রচন্ড তুলকালামের মাঝে শান্ত বাতিঘর হয়ে জ্বলতে থাকে মৃত্তিকা। আমাদের অনর্গল আর অক্লান্ত আদিরসাত্মক আলোচনা-পর্যালোচনার মাঝে মৃত্তিকা অনাবিল হাওয়া। মাঝে মাঝেই আমাদের ধমকে দেয় যখনই আমাদের কথা-বার্তা লাগাম ছাড়া হতে চায়।
সে অসাধারণ সব ছবি তোলে---সে তো আপনারা জানেনই।
সে চমৎকার লেখে--- সেইটাও আপনারা জানেন।
যেটা আপনারা জানেন না---সেটা হল, আমরা শুনেছি সে খুব চমৎকার গাইতে জানে। তার গান শোনার সৌভাগ্য এখনো হয়ে ওঠে নি---কারণ মেয়েটা তার শক্তির বড় একটা অংশ খরচ করে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখতে গিয়ে।
আত্মপ্রচারে বিমুখ এই শান্ত মানুষটির জন্মদিনে অফুরান শুভাশীষ রইল।
রইল হাওয়ায় ভরা তারার রাত---!
অনেক অনেক ধন্যবাদ অনিকেত'দা! আপনার মন্তব্য দেখে খুব ভালো লাগলো :)
ভালো থাকুন............।
গান শুনব =((
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
বেহালা লইয়া লাইনে খাড়াও, অনিকেতদা আর আমি লাইনে আছি বহুতদিন যাবৎ
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
অনিকেত'দার এইভাবে হাটে হাড়ি ভাংগার অপরাধে---গাইবো না আর কোন গান!
অনার্য্য, এইসব শোনা কথায় কান দিবে না। আর আগে, বেহালা রেকর্ড করে শুনাতে হবে, তারপর সব কথা! ):)
জন্মদিনের শুভেচ্ছা!
অনেক ধন্যবাদ!!
শুভ জন্মদিন
----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ধন্যবাদ জাহিদ ভাই!!
:O এইটা কি করেছেন ভাইয়া!
অনেক অনেক অনেক ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য। তাড়ার ভিতরে আছি.........এর মাঝেই হঠাৎ করে সচলে ঢুকে দেখি এই লেখা! সেখানে আবার এতো গুণাবলী যার একটিও আমার নেই!
খুব ভালো লাগলো সবার শুভেচ্ছা বার্তা পেয়ে :)
তবে এইটা কি করলেন? মোমবাতি তো বেশী দিয়ে ফেলছেন!! X(
পাবলিক তো ভূল তথ্য নিবে! ধূর মিয়া এইটা একটা কাম করলেন?
মোমবাতি গুনতে মানা আছে ;) যে গুনে বলবে বেশি হইছে সেও ধরা খাবে, যে বলবে কম হইছে সেও ধরা খাবে, শাখের করাত বসিয়েছি কিনা :D।
গুনাবলী আছে কি নাই সেটা যাচাই করার জন্যেই নাহয় যেগুলা বললাম, সেগুলা একবার করে ট্রায়াল দাও, পারো কি পারো না সেটা জেনে যাবো ;)। কাজেই হেব্বি রান্নাবান্না হয়ে যাক, সেই সাথে গানের সেশন হয়ে যাক একটা :)। ছবিতো সবাই দেখেছেই, সেটা নতুন করে বলার প্রয়োজন দেখিনা।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
জন্মদিনে মার্তৃভূমির ভেজা মাটির সোদা গন্ধ……
ভেজা নক্ষত্র
…………………………………………………..
বৃষ্টিটা তুলিতে নিয়ে নদীর জলে আকাঁ ঝুঁকা
অনেক ধন্যবাদ!!
শুভ জন্মদিন আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!11
*তিথীডোর
থ্যাংকিউ তিথী!!!
শুভ জন্মদিন মৃত্তিকা, সচল থাকুন, সচল রাখুন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
অসংখ্য ধন্যবাদ পান্ডবদা!!
শুভ জন্মদিন মৃত্তিকা।
ধন্যবাদ অনিন্দিতা!
শুভ জন্মদিন মৃত্তিকা আপু! :)
ধন্যবাদ ভ্রম!
শুভ জন্মদিন। ক্যাক্কুকের জন্য আর আবদার জোড়া দিলাম না। দেশে আসেন, নিশ্চয়ই এইসব দাওয়াত সুদে আসলে ফেরত আসিবে ! :D
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
বস, আমারো সেই একই কথা, কিন্তু সুদাসলের অংক কসার ভয়ে জামাই-বউ নিউ ইয়র্ক ভেগেছে, এমন যাওয়াই গেছে আর আসার নাম নাই। আর এই দিকে দেলোয়ার সাহবের স্টেটে বসে আমরা ভুখা নাঙ্গা পার্টি দিন গুনিতেছি উনাদের ফেরৎ আসার :D
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
হে হে হে.........নিশ্চয় নিশ্চয় সবজান্তা! তখন তো আর রাঁধতে ঝানতাম না তাই তোমাদের ডাক পড়েনি। :D এবার গেলে দাওয়াত পাবে অবশ্যই! :)
শুভজন্মদিন। আমিও গান শুনবো ---যুগলন্দী।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
ধন্যবাদ বর্ষা আপু :) :)
বর্ষা খাতুন, লেখা কই, খালি পেপস্ জেল ভেটকি দিয়ে যাইতেছ, ঘটনা কি?
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
শুভ জন্মদিন, মৃত্তিকা :)
অনেক ধন্যবাদ স্নিগ্ধাপু! :)
শুভ জন্মদিন!
ধন্যবাদ মূলো'দা :)
দেরী কইরালাইলাম, শুভ জর্মদিন
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ভালোই তো! বেশীদিন ধরে শুভেচ্ছা পাচ্ছি... :D
ধন্যবাদ!
(জন্মদিনের শুভেচ্ছায় দেরী করলে বোধহয় অটো দুইবার কমেন্ট যায়!)
যাউকগা, আবারো শুভেচ্ছা
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
:)) :)) খেকুদা মন্তব্যে (জাঝা)
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
অনেক দেরী করে ফেললাম, দৌড়ের উপর আছি।
শুভ জন্মদিন মৃত্তিকা !
দৌড়ের মধ্যেও সময় করে বল্লেন............সেই জন্য ধন্যবাদ মামুন ভাই! :)
দৌড়ের উপ্রে তো সবসময়ই থাকেন মিয়া, লেখা কই?
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
মোমবাতিগুলা গুইনা ফালাইছি! ঠিক ঠিক তিরিশটা! :D
যাক, ব্যাপার না। এইটা কোনো বয়সই না আসোলে। ;)
শুভ জন্মদিন মৃত্তিকা! :)
সাইব্বাই, লেখা মজা হৈছে, আর কেকটাও। :P
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
মোমবাতি আর বয়স একই---এইডা আপনেরে কে কইলো খান সাহেব? বুঝতে হবে, এইটা সাইব্বাই :D আমি তো এখনও বায়ো কি তেয়ো!
শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ......... :)
হ্যাগা মৃত্তিকা, তুমি বায়ো? বায়ো গ্যাস হয়ে যেও না আবার। =))
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
আরে খান সাব দেখি, কেমন আছেন, ধন্যবাদ। হে হে হে, আসলে কেকের ছবিটা আন্তর্জাল থিকা টুকাইছি, আমার বস সবুজ বাঘে কয়, জর্মদিন একটা ভ্রান্ত ধারমা তাই কেক-কুকের ছবি দিয়া আমিও একটু ভ্রান্ত ধারমামি করলাম ;)
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
আমি সবার শেষে বললাম, আপু... কী যেন বলবো? দাঁড়ান, বাকিদেরটা দেখে নেই... :D
থাক আর বলতে হবে না, হাসি দেখেই বোঝা যাচ্ছ!
থ্যাংকিউ!
নতুন মন্তব্য করুন