অনুকাব্য-২

টিটো রহমান এর ছবি
লিখেছেন টিটো রহমান (তারিখ: শনি, ১৯/০৪/২০০৮ - ১১:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ভেবেছিলাম তুমি অনেক মাইডিয়ার
কেমন করে বলতে পারলে বাই ডিয়ার!


লিপস্টিকে বেশি করে
সি ভিটা থাকা উচিr
সে কারণেই আমার
প্রেমেরফোড়া পাকা উচিr


আমার তো একটাই কাজ
তোমায় নিয়ে ভাবা
তুমি মসজিদ তুমি মন্দির
তুমিই আমার কাবা


প্রেম পত্র
দিয়েছিলাম পৃষ্ঠাচার
জবাব এলো
শিখতে হবে শিষ্ঠাচার


কবিতাকে খুব করে
ভালবাসে কাব্য
তাহাদের ভালবাসায়
জীবন নদী নাব্য


ভর দুপুর বেলা
ভুতে মারে ঢেলা
আমাদের কি দোষ বল
লিটনের ফ্লাটে চলো


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

কচ্যিৎ ছন্দপতন ঘটলেও ওভারঅল চমৎকার আইডিয়া।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

টিটো রহমান এর ছবি

বস। ছন্দপতন হয় নাই।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আমারও কিন্তু মনে হয়, হয়েছে।

তবে কাবা-বিষয়কটি জট্টিল।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

টিটো রহমান এর ছবি

!!!!!!!!!!!!!??????????!!!!!!!!!!!!

পরিবর্তনশীল এর ছবি

জটিল লাগল।
ইস্পিশালি ৩ ৪ ৬ ।
তয় গুরু কম লিখেন ক্যান।
আরো ঘন ঘন লেখেন!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

টিটো রহমান এর ছবি

লিখতে ইচ্ছে হয়
পাই কোথা সময়

ধুসর গোধূলি এর ছবি

- শ্যাষের প্যারায় আইসা জনাব
এইটা কী লিখলেন?
দেখলে পরে ক্যামেরা নিয়া-
দৌড়াইয়া আইবো মোগো হিডেন লীলেন!
_________________________________
<সযতনে বেখেয়াল>

টিটো রহমান এর ছবি

হা হা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমার তো একটাই কাজ
তোমায় নিয়ে ভাবা
তুমি মসজিদ তুমি মন্দির
তুমিই আমার কাবা

একটা নোট দিতে পারতেন - 'অতিধর্মানুভূতিশীলদের জন্য নিষিদ্ধ। ' নইলে সামনের জুম্মাবারে আরেকটা জমায়েতে আপনার শিরকর্তন এহলান ---

টিটো রহমান এর ছবি

এটা পড়ে নোট পেল

আহমেদুর রশীদ এর ছবি

লিটনের ফ্ল্যাট থেকে বের হয়ে যা লেখা হবে-

তোমার নাভিমূলে সেজদা দিতে দিতে
ভুলে গেছি ঈশ্বরের নাম
ভুলে গেছি যাবতীয় শুন্যের প্রণাম

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

টিটো রহমান এর ছবি

বেশ

ধুসর গোধূলি এর ছবি

- রশীদ ভাইয়ের কপালে লাগলো ফাটা।
সম্প্রীতি, সুপ্রীতির জননী-
আইতাছে দৌড়াইয়া
নিয়া হাতে ঝাঁটা।
_________________________________
<সযতনে বেখেয়াল>

স্বপ্নাহত এর ছবি

মজা।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

রায়হান আবীর এর ছবি

কম লিখেন ক্যান এতো...(কারণ জানি দেঁতো হাসি )

দারুন হইছে...

---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

অছ্যুৎ বলাই এর ছবি

এ রকম হলে কেমন হয়?


ভেবেছিলাম তুমি অনেক মাইডিয়ার
কেমন করে বললে পরে "বাই ডিয়ার!"


কবিতাকে খুব করে
ভালবাসে কাব্য
ভালোবেসে জীবনের
নদী আজ নাব্য

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।