দেয়াল ভাঙার শব্দ শুনি

আরশাদ রহমান এর ছবি
লিখেছেন আরশাদ রহমান (তারিখ: বিষ্যুদ, ০৬/০৯/২০০৭ - ৬:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেক বছর পেরিয়ে গেল
আমি নিশ্চুপ।
মনে হয় যেন চার দেয়ালের মাঝে বন্দী
নির্ঘুম রাত কাটে অসহ্য বেদনায়
আমি ঘুমতে পারিনা, আমি সইতে পারিনা।
প্রতিদিন যেন তলিয়ে যাই অন্তহীন আঁধারে
আমি ঘুমতে পারিনা, আমি সইতে পারিনা।
মনে হয় যেন চার দেয়ালের মাঝে বন্দী আমি
মনে হয় যেন দেয়াল গুলো কাছে সরে আসে ক্রমশ।
আমি ঘুমতে পারিনা, আমি সইতে পারিনা।
মাঝে মাঝে যেন কিছু একটা শুনতে পাই
খুব চেনা লাগে,
খুব যেন কাছে।
মনে হয় যেন সহস্র কোটি চার দেয়ালের মাঝে বন্দী
বিনিদ্র রাত কাটায় আমারই মত।
দেয়াল ভাঙার শব্দ যেন শুনি।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

দেয়াল ভাংগুক

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অছ্যুৎ বলাই এর ছবি

বুলডোজার লাগবে!!!
কথা হলো, সেটা দেয়াল ভাঙতে ব্যবহৃত হবে, নাকি দেয়াল ভাঙা ঠেকাতে!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ভালো লেগেছে। কেমন যেন গান গান মনে হলো।

আরশাদ রহমান এর ছবি

হাসান মোরশেদ, একদিন দেয়াল ভাঙবেই।
অছুৎ বলাই, একদিন কোন বুলডোজারই ভাঙন আটকাতে পারবেনা।
আনোয়ার সাদাত শিমুল, সুর দিলেই গান হাসি খুব একটা ভুল বলেননি। অনেক আগে অনকেটা এই রকম একটা গান লিখেছিলাম কিছু বন্ধুর অনুরোধে কিন্তু আমাদের কারো কাছেই লেখাটা নেই। গতকাল মনে হলো বিষয়টা ঠিক রেখে কবিতার কিছু লাইন লিখি। তাই গান মনে হয়েছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।