বৃক্ষের পরিচয় হয় ফলদানে

আরশাদ রহমান এর ছবি
লিখেছেন আরশাদ রহমান (তারিখ: শনি, ০৮/০৯/২০০৭ - ১:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সেনা মানে সৈনিক ভাইদের বাহিনী
ঘুরে ফিরে গড়ে তারা বাংলার কাহিনী।
দূর্নীতিতে দেশ যদি এক নম্বর
সেনারা কি নিশ্পাপ নবী পয়গম্বর?
এইযে আমাদের এই দূরবস্থা
দ্রব্য মূল্য মোটে নয় সস্তা।
ঘুষ আর চাদাবাজী ঠিকঠাক চলছে
বিধাতার নাম নিয়ে পাপ কাজ করছে।
স্বাধীনতা নামে শুধু অনুভবে মোটে নাই
রক্তের বদলেও দুটো ভাত জোটে নাই।
গরিবের কষ্ট দিন দিন বাড়ছে
দুষ্টের জয় আজ ভালোরা হারছে।
এতটুকু শান্তি পাইবার আশাতে
বারে বারে ধোকা খাই মিছে ভালোবাসাতে।
তারপর যে লাউ সেই কদু হয়ে যায়
সেনা ভাই রাতারাতি রাজনীতিক বনে যায়।
মুখে তার মিঠে কথা হাতে থাকে ডান্ডা
শোষকের যাতাকলে জনগণ ঠান্ডা।
সেনাদের সর্দার আজ যে কথা কয়
বিধাতার কৃপাতে সবি যেন ঠিক হয়।
তা না হলে একদিন রক্তের বন্যায়
জনগণ ঘুচাবে সেনাদের অন্যায়।
বৃক্ষের যদি হয় ফলদানে পরিচয়
মনে জাগে সংশয় জেগে উঠে মহা ভয়।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

আরশাদ ভাই তো বড়ো ছন্দোবদ্ধ হাসি

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আরশাদ ভাইয়ের এই কবিতাটা আর এক পরিচিত সুরে গান বাঁধা যায়। আসলে নতুন একটা সুরই দিয়ে ফেলা যায়। চিন্তিত করব নাকি?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরশাদ রহমান এর ছবি

ধন্যবাদ হাসান মোরশেদ এবং এস এম মাহবুব মুর্শেদ ভাইকে।

মনে যদি চায় হয়ে যাক সুর হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।