দিন কাটছে তবে ভালো ভাবে যাচ্ছে না৷ মঙ্গলবার যে কাজগুলো শেষ করা দরকার ছিল, আজকেও শেষ হয় নি৷ নানা রকম উটকো ঝামেলা এসে যোগ দিচ্ছে৷ এ সপ্তাহে শরীরটা খুব খারাপ সার্ভিস দিল৷ তিন বেলা খাওয়াই, গোসল করাই, বাথরুমে নিয়ে যাই তারপরও কাজের সময় টায়ার্ড লাগে জ্বর ওঠার পর থেকে৷ এখানে ইদানিং তাপমাত্রা খুব ওঠানামা করছে৷ সকালে এখন যেমন ১৭ ডিগ্রী৷ রাতে ৮-৯ এর মধ্যে থাকে৷ দুপুরের পর গিয়ে দাড়াবে ৩০ এ৷ বাঙালী শরীর এত ধকল নিতে চায় না৷
একটা ভিডিও রেন্টাল ক্লাবের সদস্য হলাম মাস খানেক আগে৷ প্রতি ছয়মাসে একবার হই৷ এরা দিনে ৩টা মুভি ফ্রী নিতে দেয় সদস্য হলে৷ আমি মেকানিকাল ওয়েতে মুভি দেখি৷ কাজের মতো করে৷ প্রতি দুইদিনে তিনটা দেখা হয়৷ ভালো লাগুক না লাগুক টেনেটুনে দেখি ফেলি৷ এবার একটা অভ্যাস হয়েছে তিনটার মধ্যে অন্তত একটা পর্ন মুভি দেখা৷ ভালো পর্ন, মানে যেগুলো ভালো করে বানানো হয়েছে৷ প্রচলিত হার্ডকোর পর্ন দেখতে ভালো লাগে না, অনেক বেশী দেখা হয়ে গেছে মনে হয়৷ এই সিনেমাগুলোতে স্ক্রিন রাইটারের খুব অভাব৷ দেখতে দেখতে মনে হয় এর চেয়ে আমাদের মুখফোড় বা লালমিয়া ঢের ভালো লিখতে পারবে৷ এদের দুইজনকে নিয়ে একটা সামাজিক পর্ন মুভি প্রোডিউস করার ইচ্ছা আছে৷ বাকি মুভিগুলো (যেগুলোকে পর্ন হিসেবে দেখিনি) নিয়ে রিভিউ পোস্ট দেব কয়েকদিন পরে৷
আমাদের অফিস থেকে employee morale event গেলাম বুধবার৷ আসলে এজন্যই কাজে একটু পিছিয়ে গেলাম৷ পুরো দিনটা নষ্ট৷ সচরাচর যাই না৷ গত দুবছর যাই নাই৷ ফ্রী খাবারের লোভে কিভাবে কিভাবে এবার চলে গেলাম৷ সিদ্ধান্ত না নিয়েই৷ সকালে অফিসে গিয়ে দেখি সবাই বাসে উঠছে, আগাপিছু না ভেবে উঠে গেলাম, ৫টার সময় অফিসে এসে আর কোন কাজ করা হয় নি৷ এখানে একটা 3D রাইড আছে, সেরকম ভালো না, এর চেয়ে ঢের ভালো রাইডে উঠেছি আমি৷ তখন মনে পড়লো ইমার্সিভ ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে একটা লেখা দেয়া যায়৷
রজনীকান্তের একটা সিনেমার এই ভিডিওটা আছে ইউটিউবে৷ এখানকার টিভিতে ফানিয়েস্ট ভিডিওর মধ্যে এর নাম দেখলাম৷ দেখেন তাহলে আপনারা - http://www.youtube.com/watch?v=gx-NLPH8JeM৷
মন্তব্য
কিন্তু ডিএনএর কী হবে?
হাঁটুপানির জলদস্যু
এত জ্বরজারি তো ভালো কথা নয়। মুখা আর লালু এখনই কাজে নেমে পড়ুক।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
বাংলাভাষায় ভালো কোন পর্ন মুভি নেই এটা খুব দুঃখের। পর্ন ইন্ডাস্ট্রী মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে সম্ভবত হলিউডের চেয়ে বড়। এত গুরুত্বপুর্ন চাহিদা মেটাতে গিয়ে আমাদের বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাচ্ছে। ঢাকাই পর্ন বলতে চোরা ক্যামেরায় সুমনের ভিডিও।
সুমনের মশালের আলো দেইখা আরো বহুত লাফাঙ্গা পুলাপাইন আউগাইয়া আইছে। হেরা মুবাইল ফুন, উয়েব কেম, দিয়া মিলনের দৃশ্য রেকর্ড করতাছে। বাজারেও ছাড়তাছে। ইন্টারনেট বেবাক পাওয়া যায়। তবে ব্যবসার মুনাফা মুনে অয় ইন্ডিয়ান ডট কম কুম্পানিরা বেশির ভাগ নিয়া যায়।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
সুস্থ পর্ন চাই বাংলা ভাষায়। চিত্র নির্মাতা ব্লগাররা কেউ কি এগিয়ে আসবেন?
- পর্ণো দেকপেন না, দুষ্টু হয়ে যাবেন তা'লে।
ইয়ে লেটেস্টটার নাম কি যেনো?
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সামাজিক পর্ণ :D
পরিচিত এক তুমুল প্রতিভাবান লোক বলেছিলেন পর্ণ ছবিতে রবীন্দ্রসঙ্গীত ব্যবহারের কথা। হাস্কি ভয়েসের কোন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ব্যাকগ্রাউন্ডে গাইবেন
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
প্রস্তাবটা ভেবে দেখার মতো। তথ্য মন্ত্রণালয় ছাড় দিলে অনেক সুস্থ ধারার নির্মাতা এগিয়ে আসতেন হয়তো। চারদলীয় জোট সরকার যেমন ক্ষমতায় এসেই মদের বাণিজ্যিক উৎপাদনের লাইসেন্স দিয়ে বসেছিলেন।
হাঁটুপানির জলদস্যু
কোপানন্দ স্বামী নামে একটা টিভি সিরিয়াল কার যায় ;)
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
আমিও এইখানের এক ভিডিও ক্লাবের মেম্বার। প্রথম দিকে ধুমধাম সব দেখতাম। এখন পছন্দের সেকশান হচ্ছে ওয়ার্ল্ড মুভির শেলফটা। কিন্তু ঐখানে সিনেমা কম। ব্যাটারা খুব বেশি আনেও না।
তবে বাংলা কয়েকতা সিনেমা ঐখানে দেখে মজা পাইছি। একটাও অবশ্য বাংলাদেশী নয়।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অলৌকিক হাসান ভাই কই গেলেন।
************************
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আহারে, কত পুরানা একটা স্মৃতি মনে পড়ে গেল।
আগে যখন পর্বত, ছন্দ আর মানসীতে যেতাম এক টিকেটে দুই ছবি দেখার জন্য। তখন সেই ছবিগুলোর একটা চলতি নাম ছিল "সামাজিক ছবি"।
আজ উৎস মিয়া এল সামাজিক পর্ণোর গল্প নিয়ে।
মুখা, লালু লেখক, উৎস প্রযোজক/পরিচালক হিমু নায়ক আর আস্তমেয়ে নায়িকা?? ক্যামনে কি?
য্যাযমিনের নাকি এইচ.আই.ভি পজিটিভ! শুনে মনটাই খারাপ হয়ে গেছে। (হাসি)
__________
কি মাঝি? ডরাইলা?
খাড়ান মিয়া খালি হাতের কাছে পায়া লই। কনি দিমু। কোন খাতির নাই। ঐ বেন্দাডা ল।
হাঁটুপানির জলদস্যু
হিমু কিছু নামাও..লাল মিয়া কৈ?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
হাঃ হাঃ হাঃ হাঃ
মন্তব্যে খুশির ভাবটুকু গোপন রাখতে পারেনি। আহারে বেচারা হিমু!!!
__________
কি মাঝি? ডরাইলা?
লালু টাইম মত আইবো। মুখাও... হাঃ হাঃ
__________
কি মাঝি? ডরাইলা?
লালু গরমকালের কাহিনী লিখতেছে, বিরক্ত করবেন না। প্রথমে কমিক সিরিজ বের করবো এর, তারপরে শর্ট ফিল্ম।
সবাই দ্যাখেন, হিমু কি খুশি!!!
__________
কি মাঝি? ডরাইলা?
একটা অনুরোধ, পর্ণটা কানাডাতে বানান।
এ মহতি উদ্যোগের সাথে সরাসরি জড়িত হতে চাই :)
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আহ, জরুরি আলোচনায় খালি বাজে আলাপ।
জ্যাজমিনের এইচআইভি পজেটিভ, এই তথ্যের কোন রেফারেন্স আছে আপনার কাছে? নাকি আলটপকা একটা বলে দিলেন? সচলায়তনে রেফারেন্স ব্যবহারের ক্ষেত্রে সবাইকে যত্নবান হতে অনুরোধ করি।
হাঁটুপানির জলদস্যু
হিমু খুশী সন্দেহ নাই। এই ধরনের মুভিতে মানুষ বিনে পয়সায় অভিনয় করতে চায়। আর সামাজিক পর্নের দরকার আছে। যদি বাংলাদেশে ৫ কোটি সক্ষম পুরুষ থেকে থাকে তাহলে প্রতি রাতে অন্তত কোটিখানেক সঙ্গম হয় ধরা যায়, মানে মিনিটে হাজার হাজার। এটা একটা বিরাট মার্কেট, বিদেশী বেনিয়ারা দখল করে আছে। লালু, ভুলু সবার এগিয়ে আসা উচিত। আবহমান বাংলা সংস্কতির সাথে তাল মিলিয়ে কাহিনী লিখতে হবে।
আসলে ধর তক্তা মার পেরেক পর্নের দিন শেষ। কাহিনী লাগবে। লাগবে সংলাপ। লাগবে ঘটনার মোড়।
বেহুলা-লক্ষীন্দর কাহিনী নিয়ে পর্ন বানানো যেতে পারে। লোহার বাসরে প্রথম দৃশ্য। বাসর রাতে কী হয় তা নিয়ে আমরা অনেকেই অবগত আছি। বেহুলা লক্ষীন্দর ইন অ্যাকশন। লোহার বাসরে দুর্বল ভেন্টিলেশন ব্যবস্থা, দু'জনেই ঘেমে সপসপে। লক্ষীন্দর কাজ সারার পর সাপ এসে তার পাছায় কামড় দেবে। সে বলে উঠবে, উহ! বেহুলা পাত্তা দেবে না। লক্ষীন্দর এরপর ঢলে পড়বে, বলবে, আমার এমুন লাগে ক্যা? বেহুলা পাত্তা দেবে না, বিছানায় গড়াগড়ি খাবে। হুঁ হুঁ বাবা লক্ষীন্দর, এমুন লাগবে না তো কেমুন লাগবে? এমন সময় বেজে উঠবে সাপের বীণ, ঘরের ভেতর সাপের শিস শোনা যাবে, আলুথালু বেহুলা লাফিয়ে উঠে বসবে ...।
হাঁটুপানির জলদস্যু
মারাত্মক! তারপর তারপর?
আরি সাবাস! সেরম!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন