বোর হবেন না। এটাও লেখালিখি বিষয়ক। বোর হলে ট্যাবলেট খান , ক্ষতি নেই, টয়লেটে গেলেও নেই। সুতরাং আক্ষ্যানের প্রবেশ।
সুনিতা রান্না করত, চুল বাঁধত আর মহাকাশে উড়ত। উড়তে উড়তে একদিন দেখল পাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে। দিব্য ।স্লিম-স্লিক-ঘ্যামচ্যাক।যেমন ইচ্ছা তেমন কর্ম,শুরু হল কঠোর সাধনা। মাহাকাশ যানে জিম বসল, গরুর গাড়ির মত এক কম্বো জিম- ওপরে ট্রেডমিল নিচে বাইক মানে নিচে চাকা ওপরে তক্তা তারওপর ফাঁকা- গুগুলে গরুর গাড়ির ছবি দেখে নিন।ধিকির ধিকির সারাদিন, খাওয়া দাওয়া সব বাতিল।
সুনিতা ঘুমোতে যাওয়ার ঘুমোতে আগে সব আসন করে, ঘুমিয়ে শবাসন করে, সে এক মার কাটারি ব্যপার- ওসব তোমরা বুঝবে না, বুদ্ধ, ভক্ত প্রহ্লাদ, নবিজি-টবিজিরাই এক বুঝবেন।যাইহোক তার সাধনার ঠেলায় ঢাকা থেকে সাধনা অসুধালয় গেল উঠে।কতদুর উঠল তা জানা যায় নি অবশ্য, তবে আমেরিকা থেকে সুনিতা উইলিয়ামস মহাকাশের কিছু ছবি খিচে এনেছেন আমরা গভীর ভাবে নিরীক্ষা করলেই তা জানতে পারব।
মন্তব্য
গভীর নিরীক্ষার ফলখানি জানাইয়েন।
(লেখাটি ভালো লেগেছে)
-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...
খিচা ছবিগুলো চামে ব্লগে চাপটে দিন
আরও লেখা আশা করছি।
************************
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
অফ টপিক-
সোমুদার দেখা পাও ইদানীং? আমি জনাব ভিকি, ঈশানদা আর সোমুদা-রে এইখানে আনা যায় কিনা ভাবতেছি।
তুমি কি বলো?
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অমিতের আশায় জল ঢালার মত আরো একটু লিখলাম। আশা, গাছ বড় হবে।
আর গাছ বড় হলে তাতে ফুল ও ফল হবে, জেবতিকরে ফল আমি পার্সেল করে পাঠায়ে দিব।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
কনফু,
সোমনাথের সাথে দেখা গত সপ্তাহে হয়েছে, সেটা সোমবার নয়। ও কিছুই লিখছে না।আর লিস্টির ভেতর ভিকি হয়ত এখানে জমে যাবে।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
আরো লিখুন কারুবাসনা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শ্যাজার ব্যপারটা কি হল? ও অনেক লিখতে পারবে।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
খিচাখিচি!
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
খিচাখিচি!
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সমুদা নিয়মিত লেখেন না। সামহয়্যারে ও উনার ব্লগ আছে। কিন্তু লেখা হয়নি। ভিকি আসলে খুব ভালো হয়। ভালো একজন সমালোচক পাওয়া যাবে। অরিজিতদাকে জানানো যায় কনফু।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
শ্যাজাকে সচল করা হয়েছে!
কোথায় সচল করা হল?
খোঁজ নিই আগে।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
নতুন মন্তব্য করুন