মদ নাই, মদত আছে। গোড়ায় গেলে দুধে আলতা রাত। এ গোড়ার সাথে আগার সম্পক্কো নাই। সে রামোজি ফিলিম সিটির সোনাগাছি। রাত যত বাড়ে লোকজন গোড়ার দিকে হাপিশ।
চারদিকে প্লাস্টিক মালপত্তরে ক্লান্ত। হেয়ারড্রেসাররা বৃষ্টির ভেতর অক্লান্ত দৌড়ে যাচ্ছে। ছোট ছোট মেকাপ ভ্যানে নায়িকাদের ক্লিভেজের চারপাশে দুস্টুলোকেরা একটু খবরাখবর করছে।
আমাদের রামায়নে সিতা নাই।আসলে সিধা কিছুই নাই। সব তিতা ও পতিতা। ডাল থেকে মাছ, তেঁতুল রাজত্বে কেবল আকর্ষক বিনুনিতে দোলা ফুলগুলি,রাতে কিছুবা ক্লান্ত, তবু আগা থেকে গোড়ায় ঝুলছে।
বস্তুত দুইদিনের শুটিং পর্ব।চারদিনের টেঁটুলামিতে একটু ক্লান্ত। রোজ শুটিং গড়ায় রাত ১টা -২টো । হায় রে, হায়দ্রাবাদি। কেউ বাড়ি ফেরে না। সব গোড়ায় যায়। পরদিন সকালেই আবার ফ্লোরে। কালোকালো তেঁতুলের বিচি নিয়ে বাঘ বন্দী খেলা ও ফন্দি আঁটা। আয় রাত আয়।
মন্তব্য
খুব শুটিং চলছে বুঝি? কি বানাচ্ছেন এখন?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
চলছে চলবে
যাক তেঁতুলেই আছেন । আমরা পড়েছি আবার জলপাই ফেড়ে ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হু, আমিও তাই ভাবছিলাম।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
@এস এম মাহবুব মুর্শেদ
নতুন কিছু নয়। এই নিয়েই তো আছি।দৌড় থামতে ২৬ অক্টোবর। ওফস।
@কনফু,
কাজ নামাও।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
হায়দ্রাবাদী তেঁতুল শিল্পটা সুমেরুদা চাইলেই ছাড়তে পারেন...জলপাই আমাগো নিয়তি হইয়া গেছে...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
নতুন মন্তব্য করুন