আমি আর আমার পূর্বপুরুষরা অনেক অনেক দিন ধরে বাংলাদেশ৷ দেশের ৯৫ ভাগ লোকের চেয়ে বেশী দিন ধরে৷ হয়তো ৯৯.৯৯% লোকের চেয়ে বেশী দিন ধরে৷ কে বললো? স্পেন্সার ওয়েলস, আর তার ন্যাশনাল জিওগ্রাফিকের দলবল৷ আমি কম করে হলেও ৫০ হাজার বছর এ দেশে৷ আধুনিক মানুষ হিসেবে সবার আগে আমাদের পা পড়েছে৷ দেশে যারা অফিশিয়ালী আদিবাসী তাদের চেয়েও বহু বহু গুনে আদিবাসি আমি৷ কিন্তু আমার দলের লোকজন এত কম কেনো৷ ৫% এর চেয়ে কম৷ হয়তো ১% এর চেয়ে কম৷ হয়তো আরো অনেক কম৷ তাহলে ওরা কই? কে মারলো? কে জমি দখল করলো? হিমু জবাব দাও৷ আমাদের পুরুষদেরকে কে মেরেছে৷ মেয়েদেরকে চুরি করেছে কারা? নিশ্চয়ই তোমরা৷ অবশ্যই তোমরা৷
(এটাও চলবে)
মন্তব্য
জবাব দেয়ার আগে আমাকে ডিএনএ পরীক্ষার সুযোগ তো দিতে হবে। এমন পপ কুইজ নিলে তো হবে না। ডিএনএ পরীক্ষা করে যদি দেখা যায় আমি আপনার চেয়েও প্রাচীন কোন মাল?
মেয়ে চুরি করার অভিযোগও আমার বা আমার পূর্বপুরুষদের নামে করা অনুচিত হবে। আমার ধারণা তারা স্বেচ্ছায় আমার পূর্বপুরুষদের হাত ধরে বেরিয়ে এসেছিলো। এখন তারপর কী হয়েছে না হয়েছে, কিভাবে সেই ডিএনএ খোয়া গেলো, তা এত বছর পর ফট করে আমার কাছে জানতে চাওয়া কি ঠিক? আপনিই বলেন?
যাই হোক, এই ডিএনএ নিশ্চয়ই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, নাকি? যদি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ হয়, তাহলে কিন্তু শুধু মা-নানীদের বংশলতিকা খুঁজতে হবে।
হাঁটুপানির জলদস্যু
মোটেই কারো হাত ধরে আমাদের মেয়েরা বের হয়ে যায় নি। আমার দাদার দাদার ... দাদা তোমাদেরকে মেহমানদারী করেছিল। দুপুরে মাছ শুকোতে দিয়ে ঘুমাতে গেলে তোমরা নিরপরাধ লোকটাকে গলা চেপে মেরে ফেলেছো। তারপরের কাহিনী সবাই জানে।
** ঐদিন একটা ডকুমেন্টারীতে দেখলাম চুরিবিদ্যা নিওলিথিক আমলে বেশ প্রচলিত ছিল। বিশেষ করে খাবার দাবার চুরি করা।
তুমারে তো দেখি নাই। হিমু আর আমি দ্রাবিড়। সেইটা শিউর....
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
- কেমনে কি, কি কন এগুলা?
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সুমনরে দ্রাবিড় মানতে রাজি আছি।
কিন্তু হিমুর যেই ভোমা সাইজ। তারে দ্রাবিড় মানতে রাজি না।
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আমি কে?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমার Y-chromosome পূর্বপুরুষ দ্রাবিড় নন। দ্রাবিড়রা ২৫-৩০ হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে এসেছে। এজন্য আমার কিছু অংশ দ্রাবিড়দের অনেক আগে এখানে এসেছে। নামকরা আত্মীয়দের মধ্যে আপাতত চেঙ্গিস খান ছাড়া কাউকে দেখছি না। বেশীরভাগ এখন বিভিন্ন দেশে মুলত উপকুল এলাকায় মার্জিনাল জনগোষ্ঠি।
আমি আমার ৫ম পুরুষের নাম জানি, তারা দ্রাবিড় আছিলো সেইটা নিশ্চিত...কারণ সেই প্রথম কনভার্টেড মুসলিম। তার আগে সনাতন ধর্ম পালন করতো। যেইটা না হিন্দুত্ব না প্যাগান...
বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
তবে নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষা করাতে পারেন। এমনিতে বাংলাদেশের বেশীরভাগ লোক দ্রাবিড় বংশোদ্ভুত হওয়াটা অস্বাভাবিক নয়।
নতুন মন্তব্য করুন