অনেক সাহস করে উইলিয়াম ব্লেক'এর A Poison Tree কবিতাটি রূপান্তর করে ফেললাম, কেমন হল কে জানে !
বিষবৃক্ষ
উইলিয়াম ব্লেক
রাগ হয়েছিল এক বন্ধুর ’পরে
বলে কয়ে দমি যেই রাগ গেল ঝরে
রাগ হল ফের এক শত্রুর উপর
চুপ থাকি, দেখি সে বাড়ে তরতর
ভয়ভরে জল দেই তারে প্রতিদিন,
প্রতিরাত, আঁখিজলে নিদ্রাবিহীন
হাসি তাপে গড়ি আমি তারে প্রতিক্ষণ
কোমল ছলনাতে সে বাড়ে সযতন
দিনে রাতে ...