অবশেষে সচল হলাম (জনৈক “বেক্কল ছড়াকার”)

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: শুক্র, ২৫/০৪/২০০৮ - ১:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

মহামতি লীলেন
এই অধমের এমন “জটিল”
নামটা দিয়েছিলেন !

তখন থেকে “নিক”-টা আমার
সকল লেখার সাথেই
অবশেষে সচল হলাম
এ্যাই.. গতকাল রাতেই

ভাবছি, নিজেই নিজের জালে
হলামনা তো আটক?
কৃতজ্ঞতা.. লীলেন, মডু..
সকল লেখক-পাঠক !


মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অবশেষে বেক্কল ছড়াকারের নাম জানা গেল।
আপনাকে অনেক অনেক অভিনন্দন !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ সুলতানা পারভীন শিমুল

স্বপ্নাহত এর ছবি

আবারো অভিনন্দন (তালিয়া)

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

আকতার আহমেদ এর ছবি

আবারো ধন্যবাদ স্বপ্নাহত

অতিথি লেখক এর ছবি

আপনি সচল হয়েছেন শুনে ভাল লাগল । কয়েকদিন থেকেই চাচ্ছিলাম আপনি সচল হন।

জনৈক বেক্কেল অচল।eru

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ eru
আপনিও খুব দ্রুত সচল হোন
শুভ কামনা আপনার জন্য

পরিবর্তনশীল এর ছবি

অনলাইনে আকতার আহমেদ দেখে মনে মনে ভাবতেছিলাম এই লোকটা কে? আর এখন দেখি আমার প্রিয় বেক্কল ছরাকার।
স্বাগতম।
তয় ভাই।.।.।. আমি আপ্নেরে আগের নামেই ডাকতে চাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আকতার আহমেদ এর ছবি

তয় ভাই।.।.।. আমি আপ্নেরে আগের নামেই ডাকতে চাই।

ঠিক আছে ডাইকেন
আপনিতো পরিবর্তনশীল, তাইলে এই "বেক্কল ছড়াকার" এর নামের ক্ষেত্রে অপরিবর্তিত থাকার কারণটা কী ভাই ?
ধন্যবাদ আপনাকে

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আকতার আহমেদের চেয়ে আসলে বেক্কল ছড়াকারকে অনেক বেশী পরিচিত আর কাছের মনে হয়।
নামটা আসলেই সুইট ছিল...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

আকতার আহমেদ এর ছবি

বিস্তারিত জানতে মুজিব মেহদী'র মন্তব্যের জবাব দেখুন হাসি

খেকশিয়াল এর ছবি

অভিনন্দন আকতার আহমেদ

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ খেকশিয়াল

অছ্যুৎ বলাই এর ছবি

সচলে স্বাগতম। এবার ছড়ার ঝাঁপি খুলুন ঝটপট।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ অছ্যুৎ বলাই

হিমু এর ছবি

সচলায়তনে স্বাগতম।


হাঁটুপানির জলদস্যু

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ হিমু

মুজিব মেহদী এর ছবি

ব্যাপক আক্কলওয়ালা একজন মানুষকে 'বেক্কল ছড়াকার' নাম দিয়ে লীলেন কী আকামটাই না করলেন!

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

আকতার আহমেদ এর ছবি

ব্যাপক আক্কলওয়ালা একজন মানুষকে 'বেক্কল ছড়াকার' নাম দিয়ে লীলেন কী আকামটাই না করলেন!

আপনি বলছেন আকামের কথা আর লীলেন ভাইতো উল্টা একবার রয়ালটি-ই দাবী করে বসছিল ওনার দেয়া নামটা ব্যবহার করছি তাই !
অফ দ্য রেকর্ড বলি : নামটা আমারও অনেক বেশী পছন্দের !
ধন্যবাদ মুজিব মেহদী

তীরন্দাজ এর ছবি

স্বাগতম, শুভস্বাগতম!
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

আকতার আহমেদ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ, তীরন্দাজ

অনিন্দিতা এর ছবি

বেক্কল ছড়াকারের আগমন
শুভেচ্ছা.স্বাগতম।।

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ অনিন্দিতা

ক্যামেলিয়া আলম এর ছবি

অভিনন্দন আপনাকে -------- ছড়াকার!
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ আপনাকে -------- ক্যামেলিয়া আলম!

বিপ্রতীপ এর ছবি

অভিনন্দন! এভাবে ছন্দে ছন্দে সচলায়তন মাতিয়ে রাখুন ... দেঁতো হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ বিপ্রতীপ

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন হাসি

কল্পনা আক্তার

...................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শুভেচ্ছা, অভিনন্দন ।

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ, ধন্যবাদ ।

অতিথি লেখক এর ছবি

আপনাকে অফিসিয়ালি আবার শুভেচ্ছা।
তবে দুঃখ হচ্ছে, এত সুন্দর ডাক নামটা আর ব্যবহার করতে পারবেন না।
~রেনেট

আকতার আহমেদ এর ছবি

আপনাকেও অফিসিয়ালি আবার ধন্যবাদ, রেনেট।
এত সুন্দর ডাক নামটা আর ব্যবহার করতে পারবনা বলে আমারও দু:খ কম না ! কী আর করা বলেন..
মডারেটররা আপনাকে দ্রুত সচল করে নিক, এই প্রত্যাশা এবং দাবী..
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য

সবজান্তা এর ছবি

সচল কতৃপক্ষের রহস্য টের পেলাম !

যেই না আপনি বদ ছড়াটা লেখলেন তারপরই আপনাকে সচল করা হল।

বোঝা গেল, ভদ্রলোকের ভাত নাই খাইছে

অভিনন্দন। আপনার লেখা চাই প্রতিদিন !!
-----------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

আকতার আহমেদ এর ছবি

বোঝা গেল, ভদ্রলোকের ভাত নাই

ভাত নাই তাতে কী, আলু আছে না ! হাসি
ধন্যবাদ সবজান্তা

বিবাগিনী এর ছবি

‌‌সবচেয়ে বেশি আক্কেলযুক্ত মানুষেরাই নিজেকে বেক্কল বলে।অনেক অনেক অভিনন্দন আর নতুন করে স্বাগতম নতুন নামে। হাসি

::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

আকতার আহমেদ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ বিবাগিনী

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনাকে সচল করার "অন্দোলনে" সক্রিয় অংশগ্রহণকারী আমি কতোটা খুশি, তা বুঝতেই পারছেন!

অভিনন্দন।

ছড়ছড়িয়ে ছড়াক ছড়া...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আকতার আহমেদ এর ছবি

সংসারে এক সন্ন্যাসী
আপনিই বোধ হয় সবচে বেশীবার লিখেছেন "বেক্কল ছড়াকার" কে সচল করার বিষয়ে ..
নিয়মিত ছড়া পড়েছেন, মন্তব্য করেছেন
একজন সামান্য ছড়াকারের জন্য এ প্রাপ্তি বিশাল!
আজ না বললে হয়তো আজ কখনো এভাবে বলার সুযোগ হবেনা আপনি আমাকে কতখানি ঋণী করে ফেলেছেন ।
আমি আমার এক মন্তব্যে লিখেছি - কিছু কিছু ঋণ শোধ হয়না আবার কিছু ঋণ শোধ করতেও হয়না! আপনার কাছে আমার যে ঋণ তা না হয় ওরকমই থাক ..
অনেক অনেক কৃতজ্ঞতা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনাকে ঋণী হতে কে বলেছে? আমি আসলে নিজের স্বার্থেই চেয়েছি আপনি সচল হোন। কী সেই স্বার্থ? আপনার লেখা নিয়মিত পড়তে পারবো। সচল না হলে আপনি বিরক্ত হয়ে লেখা বন্ধ করে দিতে পারতেন। ঠিক কি না?

তাই ঋণ বা ঋণী টাইপ শব্দ ব্যবহার করে আমাকে উটকো অস্বস্তিতে ফেলার কোনও মানে হয় না হাসি

তাই যেমন বলেছি, "ছড়ছড়িয়ে ছড়াক ছড়া..."

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আকতার আহমেদ এর ছবি

ঋণটা আসলে সচল হওয়া না হওয়া নিয়ে না..
আমার ছড়া লেখার শুরু বছর সাতেক আগে.. বছর দু'য়েক লিখেছিলাম.. তারপর সেই যে নীরবতা তা ভাঙলো এই সচলে এসে।
মাঝখানের পাঁচটা বছর গায়েব !
সচল হওয়া নিয়ে আমার খুব বেশী মাথা ব্যাথা ছিলনা.. কিন্তু আমার ছড়া কেউ কেউ আগ্রহ নিয়ে পড়ে এটা না বুঝতে পারলে আবার হয়তো বিদায় নিতে হতো অনিশ্চিত সময়ের জন্য ।
ছড়া পড়ে মন্তব্য করার কাজটি আপনি করে গেছেন নিয়মিত । যা আমাকে আমাকে ভাবিয়েছে, প্রেরণা যুগিয়েছে পরবর্তী লেখায়..
ভালো থাকুন

কনফুসিয়াস এর ছবি

বাহ, আপনাকে সচল দেখে খুব ভালো লাগছে।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আকতার আহমেদ এর ছবি

আপনার ভালো লাগছে জেনে আমারো ভালো লাগছে কনফুসিয়াস হাসি

হাসান মোরশেদ এর ছবি

সুস্বাগতম
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ হাসান মোরশেদ

বিপ্লব রহমান এর ছবি

বেক্কল ছড়াকার,
লেখনিতে কড়া ধার!

অভিনন্দন।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ বিপ্লব রহমান

অতন্দ্র প্রহরী এর ছবি

"আপনারে বেক্কল বলে বেক্কল সে নয়,
লোকে যারে বেক্কল বলে বেক্কল সে হয়।" দেঁতো হাসি

আপনাকে অভিনন্দন। এবং শুভকামনা।

আকতার আহমেদ এর ছবি

আপনাকে ধন্যবাদ অতন্দ্র প্রহরী

আকতার আহমেদ এর ছবি

ভাই, পদ ই নাই আবার পদধূলি !
ধন্যবাদ অরূপ
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য

মাহবুব লীলেন এর ছবি

আকতার আহমেদ। মানে ‌AA?
তার সঙ্গে বেক্কল

সমস্যা কী ?
জনৈক বেক্কল থেকে এখন An Active বেক্কল
আকতার আহমেদও থাকল। বেক্কলও থাকল

০২
সচল হবার আগেই এমন স্টার হয়ে উঠার ঘটনা সচলায়তনে বোধ হয় একমাত্র An Active বেক্কল এর ক্ষেত্রেই ঘটল

অভিনন্দন

০৩
আমার ইন্টারনেটের লাইন কাটা ছিল। বেক্কল সচল হয়েছে শুনে ৯০০টাকা গুণে আবার নিজে লাইনে এ্যাকটিভ হলাম..

ধুসর গোধূলি এর ছবি

- এ্যাকটিভ?
এইটা এট্টা খাইষ্টা কথা।

গাট্টাগোট্টা বেক্কল ভাইকে শুভেচ্ছার বদলে এইটা বলার অপরাধে মহামতি বস্তির বাসিন্দা ধাতু শিরমণি ব্যকরণ কুল হিডেন & ফিটার ৯লেন-এর ফাণণসী চাই।
_________________________________
<সযতনে বেখেয়াল>

আকতার আহমেদ এর ছবি

আপনি খালি সবকিছুর মইধ্যে "খাইষ্টা" খুজেন !
লীলেন ভাইরে নিয়া এ্যামুন করলে আমরা কিন্তুক খেলুমনা মন খারাপ
অনেক ধন্যবাদ ধুসর গোধূলি
সচল থাকুন
সচল রাখুন ("খাইষ্টা" কথা) হাসি

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ লীলেন ভাই
"কালের ছড়া" সিরিজটাতো বন্ধই হয়ে গিয়েছিল, আপনার অকাট্য যুক্তির কাছে হেরে গিয়ে আবার লেখা শুরু করলাম এবং "বেক্কল ছড়াকার" এক করুণ অপমৃত্যুর হাত থেকে বেঁচে গেল..
সংসারে এক সন্ন্যাসী একটা মন্তব্যের জবাবে আমার বক্তব্য ছিল ..

ঋণটা আসলে সচল হওয়া না হওয়া নিয়ে না..
আমার ছড়া লেখার শুরু বছর সাতেক আগে.. বছর দু'য়েক লিখেছিলাম.. তারপর সেই যে নীরবতা তা ভাঙলো এই সচলে এসে।
মাঝখানের পাঁচটা বছর গায়েব !
সচল হওয়া নিয়ে আমার খুব বেশী মাথা ব্যাথা ছিলনা.. কিন্তু আমার ছড়া কেউ কেউ আগ্রহ নিয়ে পড়ে এটা না বুঝতে পারলে আবার হয়তো বিদায় নিতে হতো অনিশ্চিত সময়ের জন্য ।
ছড়া পড়ে মন্তব্য করার কাজটি আপনি করে গেছেন নিয়মিত । যা আমাকে ভাবিয়েছে, প্রেরণা যুগিয়েছে পরবর্তী লেখায়..

এই যে অচল "বেক্কল ছড়াকার" কিংবা আজকের সচল "আকতার আহমেদ" তার জম্ম রহস্য কিন্তু ওখানেই..
আবারও কৃতজ্ঞতা লীলেন ভাই, এই ছড়াকারকে বাচিঁয়ে দেয়ার জন্য !

দ্রোহী এর ছবি

বিশাল সাইজের একটা অভিনন্দন আপনার সচলত্ব প্রাপ্তিতে।


কি মাঝি? ডরাইলা?

আকতার আহমেদ এর ছবি

বিশাল সাইজের একটা ধন্যবাদ দিতে চাইছিলাম দ্রোহী, কিন্তু ক্যামনে দেয় জানিনাতো মন খারাপ
শুভ কামনা আপনার জন্য

তারেক এর ছবি

এখন প্রিয় বেক্কল কে স্বাগতম। অনেক অনেক ছড়া চাই। সুজনদার মতো সচলদের একেকজনকে নিয়ে ফুটোস্কোপিক ছড়া লিখতে পারেন। দারুন হয় সেটা। হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আকতার আহমেদ এর ছবি

আপনাকেও ধন্যবাদ তারেক
অনেক অনেক ছড়া আমিও লিখতে চাই ।ফুটোস্কোপিক ছড়া'র আইডিয়াটা দারুণ, ওটা চেষ্টা করে দেখা যেতে পারে ।
ভালো থাকবেন ।

অতিথি লেখক এর ছবি

অভিনন্দন !

আগে কোথায় যেন একবার বলছিলাম "বেক্কল ছড়াকার" নামটা বেশি পছন্দের ছিল।

----
স্পর্শ

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ স্পর্শ
"বেক্কল ছড়াকার" নামটি আমারও অনেক বেশী পছন্দের ।

জনৈক "বেক্কল ছড়াকার" হাসি

নজমুল আলবাব এর ছবি
আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ নজমুল আলবাব

শেখ জলিল এর ছবি

অভিনন্দন আকতার আহমেদ(জনৈক বেক্কল ছড়াকার)।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ জলিল ভাই
ভালো থাকবেন

শামীম এর ছবি

ছড়াকার ছড়াকার
আকতার ভাই,
ছড়া ছন্দে পোস্ট
বেশি বেশি চাই।

ছড়া কি বলবে শুধু
জীবনের কথা?
রাগ কি করবেন লিখলে
ছাড়া কোন আগামাথা?

ঐদিকেতে আমরা শুধু
মিলাই মজার ছন্দ,
মানুষ আছে অনেক রকম
ভাল এবং মন্দ।

সময় পেলে এদিকেও একটু
মেরে যান ঢু,
দেখেন লেগেছে কেমন
ছন্দের বার্ড ফ্লু।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ শামীম ভাই আপনার চমত্কার ছড়া মন্তব্যের জন্য
আমিও চাই বেশী বেশী লিখতে
শুভ কামনা আপনার জন্য
ছড়ার জয় হোক
ছড়াকারের জয় হোক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

স্বাগতম!
...............................
খাল কেটে বসে আছি কুমিরের অপেক্ষায়...

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ প্রকৃতিপ্রেমিক

রণদীপম বসু এর ছবি

এমন বেক্কলই যে, নিজেরেই এখন বেআক্কেল মনে হয়।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।