কালের ছড়া - ১৬

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: শনি, ২৬/০৪/২০০৮ - ১০:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

দলের জন্যে দু'জনেরই দেখি
সেকি ভয়ানক কান্না
“যে কোন মূল্যে দলীয় ঐক্য..”
বিভক্তি কেউ চান না !

জনগণ পড়ে গোলক ধাঁধাঁয়
কেউ কেউ বেশ “ঝামেলা” বাঁধায়-

“সমাধান যদি চান তবে কেন
ঐক্যের পথে যান না?”
এক নেতা বলে - আমি চৌধূরী
বাকী জন - আমি খাঁন না !
দিনে দিনে শুধু ব্যবধানই বাড়ে
সমাধান কেউ পান না !

২৬ এপ্রিল ২০০৮


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ভাল হয়েছে!

-------
স্পর্শ

মাহবুব লীলেন এর ছবি

দলের জন্যে দু'জনেরই দেখি
সেকি ভয়ানক কান্না
“যে কোন মূল্যে দলীয় ঐক্য..”
বিভক্তি কেউ চান না !

এই দুজনের জন্যই আজ ১৫ কোটি মানুষের এই দুর্দশা
দড়ি বেশি টানালে যে ছিঁড়ে যায় এটা এখন তারা টের পাচ্ছেন
অথচ যখন সবগুলো বল তাদরে কোর্টে ছিল
তখন দুজনই এক পা একপা করে এগুলে এই ঝামেলাটা আর হতো না

অতিথি লেখক এর ছবি

বেক্কল ছড়াকারের নাম পাল্টালে কি হবে, ছড়া পালটায় নি একটু ও!
~রেনেট

নজমুল আলবাব এর ছবি

জটিলস্য সহজ।
পছন্দ হইছে

ভুল সময়ের মর্মাহত বাউল

পরিবর্তনশীল এর ছবি

ভাল্লাগছে

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍খিতা আর খইতাম!
যথারীতি জাঝা

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

শামীম এর ছবি

দলের জন্য কাঁদবেই তো
মনটা ভরা কষ্ট,
হুক্কা হুয়া বুদ্ধিজীবি
কথা বলে স্পষ্ট। (?)

দল ছিল না বলেই কত
হীরা চুনী পান্না,
হাতের কাছে নাইতো এখন
পাচ্ছে খালি কান্না।

দল হবে বড় যত
চাঁদা বড় দেবে তত,
দুরু দুরু বুকে তাই
ঐক্যের কথা কত।

বড় দল হাতের লক্ষী
ভাঙ্গা সুটকেস,
সোনা দানায় ভরবে আবার
উন্নয়নের দেশ।

কিংবা ধরো আসবে টাকা
সুটকেস বস্তায় ভরে,
একটু খরচ করবো নাহয়
ডিগ্রী কেনার তরে। চোখ টিপি

এরা কাঁদলে কার বাপের কী?
গডমাদারের দল,
চৌদ্দশিকের বাইরে এলেই
উন্নয়নের ঢল।

তবে ওটা কার উন্নয়ন
প্রশ্ন কোরো না,
আয়ু কমানোর কী দরকার
বলেন রামসন্না।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জাঝা

রায়হান আবীর এর ছবি

(তালিয়া)
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

বিবাগিনী এর ছবি

সবসময়ের মত দারুন!

আপনার নামটা পাল্টে গেল কেন? মন খারাপ

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

তারেক এর ছবি

জটিল!! আপনার জন্য জাঝা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আকতার আহমেদ এর ছবি

স্পর্শ, রেনেট, পরিবর্তনশীল, বিবাগিনী, তারেক, শামীম, রায়হান আবীর, নজমুল আলবাব,শিমুল, সন্ন্যাসী, লীলেন ভাই সবাইকে ধন্যবাদ মন্তব্যের জন্য ।
লীলেন ভাই এর মন্তব্যতো ছড়াকেই ছাড়িয়ে গেছে বরাবরের মত
আর শামীমের ছড়া-মন্তব্য সত্যিই দূর্দান্ত
প্রতিভাবান লেখকদের দ্রুত সচল করা হোক
সবাইকে আবারও ধন্যবাদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।