আগুন লাগলে, ভালো মানুষের ঘর পোড়ে সবার আগে
সবার আগে পুড়ে যায় তার চার বছরের সন্তান
তিল তিল কষ্টে জমিয়ে রাখা টাকাগুলো যায় তার পরেই
তারপর একে একে মেয়েটা, বউটা, আর ঝুপড়িটা
ঝড় আসলে, সবার আগে চাল উড়ে যায় ভালো লোকটার
দশ ফুট উঁচু বানের জলে ভেসে যায় লোকটার আসমুদ্রহিমাচল
রাস্তায় বিনা কারনে হেথায় হোথায় লাশ পড়ে যায় ভালো মানুষের
ভালো মানুষ গুলো কুঁকড়ে থাকে র্যাবের ব্যাটনের তলে
মাস্তান তার উরুর নীচে টেনে নিয়ে যায় ভালো মানুষের বউ
একঝাক পায়রার মাঝে শুধু তার চৌদ্দ বছরের মেয়ে ধর্ষিত হয়
কিন্তু কি আশ্চর্য দেখো
পুড়ে গিয়ে, বানে ভেসে গিয়ে তারা শেষ হয়নি এখনো
বৈরী চাতালের নীচে সবার আগে ফুল আসে ভালো মানুষের গাছে।
মন্তব্য
সুন্দর কবিতা, পড়ে ভালো লাগলো।
স্নিগ্ধা
ধন্যবাদ স্নিগ্ধা'পু
ঠিকতো ।
ঈশ্বরবাবুর সকল পরীক্ষা যেনো ভালো মানূষগুলোর জন্যই ।
কবিতায় কবিই সর্বশক্তিমান তবু সামান্য পাঠক হিসেবে একটু সমালোচনাঃ
পুরো কবিতার টানটান বাঁধনের মাঝে 'হেথায় হোথায়' এর মতো অপ্রচলিত প্রাচীন শব্দ কি একটু হোঁচট খাওয়ায় না?
এখানে অকারনে রাস্তায় পড়ে থাকে ভালো মানুষের লাশ
কবির কাছে ক্ষমাপ্রার্থনা
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ধন্যবাদ, হাসান আপনার মন্তব্যের জন্য।
ঠিকই ধরেছেন। 'হেথায় হোথায়' দিয়েছিলাম একটা উদ্দেশ্য মাথায় নিয়েই।
মনে হচ্ছে উদ্দেশ্যটা সফল হয়েছে।
আবারো ধন্যবাদ।
ভালো মানুষের মনের জোর ভালো থাকে। ওই শক্তিতেই তারা ফুরিয়ে যাবার আগেই আবার উঠে দাঁড়ায়।
কিন্তু এটা কীভাবে হয়?
বৈরী চাতালের নীচে সবার আগে ফুল আসে ভালো মানুষের গাছে।
বোধকরি ভালো মানুষেরা তাদের ক্ষুদ্র-তুচ্ছ যা কিছুই থাকে তার ভালো যত্ন নেন।
ভালো লেখা।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ভালো লাগল...ভালো লাগল।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ধন্যবাদ......ধন্যবাদ
নতুন মন্তব্য করুন