খুব ভয়ে ভয়ে লিখছি। গতবার এই রকম কিছু লিখতে গিয়ে বিরাট ধরা খেয়েছি। আগেই একজন লিখে ফেলেছিলেন। এবারো ভয়ে আছি----
যদি ইতোমধ্যে পোষ্টানো হয়ে থাকে, তাহলে দুঃখিত। যদি না হয়ে থাকে-----তাহলেও দুঃখিত।
কেন?
এই [url=Mono_Mor_Meghero_Shongi.mp3 ]গানটা[/url] শুনুন।
বাসাতে আপা গান গায়। রবীন্দ্রসঙ্গীত। শুধু তাই নয়---জাতীয় পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বেশ চমকে দেবার মত রেজাল্ট করে। রেজাল্টটা কি, সেটা বলার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও---এখন পর্যন্ত যতটুকু লিখেছি (তার অনুমতি ছাড়াই), তাতেই আমার প্রান সংশয়ের বিস্তর সম্ভাবনা আছে। নিদেন পক্ষে দেশে ফেরার পথ বন্ধ।
আগের পোষ্ট পড়ে তার খুশি হবার কোন কারন ছিল না। বাংলাদেশ সময় রাত দুটো, তার মানে আমার এখানে বিকেল চারটে---আপার কাছ থেকে sms আসল। সেটার মুলবক্তব্য হল এই রকম--- আমি লিখেছি যে সবার স্বাধীনতা থাকা উচিত গান নিয়ে পরীক্ষা নিরীক্ষার। আপার কথা ছিল--এইটা একটা অসম্পুর্ন বক্তব্য। যে কেউ যদি পরীক্ষা নিরীক্ষা করতে যায়, তাহলে তার কি ফলাফল হতে পারে, আজকের গান শুনে নিশ্চয়ই পরিষ্কার বোঝা যাচ্ছে।
আজকে উল্লেখ করা গানটা এতই হৃদয় বিদারক যে আমার মত এহেন কট্টর নিরীক্ষাবাদীর মনও তেতো হয়ে গেছে।
হয়ত আসলেই সবার হাতে নিরীক্ষার সুযোগ দেয়া ঠিক না। যে ভদ্রলোক এই গানটির সঙ্গীতায়োজন করেছেন---কেন জানি মনে হচ্ছে, তার পূর্বপুরুষের সাথে রবীন্দ্রনাথের ব্যক্তিগত পর্যায়ে সঙ্ঘাত ছিল। নাহলে এমন নিষ্ঠুর ভাবে তার গান কে বলাৎকার করে কেউ?
আমার এই কথা মানতে মোটেও আপত্তি নেই যে, পরীক্ষা-নিরীক্ষা করার আগে ন্যুনতম সাঙ্গীতিক জ্ঞান থাকা প্রয়োজন। কিন্তু আমার ভয় হল--- এই অজুহাতে কেউ না আবার ছড়ি হাতে মাতব্বর হয়ে ওঠে যেমন হয়েছিল বিশ্ব-ভারতী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পুনঃসংযোজনঃ
অনেকেই শুনতে পাচ্ছেন না গানটি। আমি চেষ্টা করেছিলাম esnips এ দিতে। কিন্তু ওরা নিতে চাইছে না copyright violation এর ধুয়া তুলে। যাই হোক, এই গান এমন না যে না শুনলে আপনারা একটা দারুন কিছু মিস করবেন, বরঞ্চ উল্টোটাই সত্যি। এইটা আপনাদের শুধু শোনাতে চেয়েছিলাম, ভয়াবহ নিরীক্ষার ফলাফল কি হয় সেটা জানানোর জন্য।
এরপরও যদি অসম সাহসী কেউ আগ্রহী হোন, এই লিঙ্কে গিয়ে শুনে নিতে পারেন।
মন্তব্য
লিংকে গেলে পাসোয়ার্ড চাইতেছে
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
ঐখানে কিন্তু অনলাইনে শুনে ফেলার ব্যবস্থা আছে।
তাও দেখি--ঠিকঠাক করা যায় কি না।
এবার দেখেন তো, শুনতে পান কি না?
পাসওয়ার্ড চায়!
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
অফটপিকে বলে রাখি একটা কথা: আপনার পাইরেটস অভ বেঙ্গল বেশ ভাল্লাগসে। শুধু মনে হয়েছে হুইসেলের আওয়াজটা একটু বেশি হয়ে গেছে। এক পর্যায়ে একটু কানে লাগসে। বাট এক্সেপ্ট দিস, ইট ওয়াজ আ রিয়েলি নাইস ক্রিয়েশন
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
থ্যাঙ্কু
গোপন কথা মাগিছে।
হা হা হা , এইটা দারুন বলেছ......
মন মোর এখানে তুলে দিলাম:
মন মোর
আমার কাছে হোম প্রজেক্ট মনে হয়েছে।
ধন্যবাদ আলমগীর
একজন জীববিজ্ঞানী এর হাতে কোন গিনিপিগ দেওয়া হলে, সেই গিনিপিগের প্রাণের বিনিময়ে ভালো কিছু হতে পারে, কিন্তু একজন কসাইয়ের হাতে একটা ছুরি আর গিনিপিগ ধরিয়ে দিলে, সেখান থেকে কাজের কিছু হবে না, বেঘোরে গিনিপিগটা মারা পড়বে।
গানের ক্ষেত্রে নিরীক্ষার ব্যাপারটা এমনই ...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
একমত
হুমম আমার কাছেও পাসওয়ার্ড চাইছে
তবে আপনার কথায় একমত, সবাইকে নিরীক্ষার সুযোগ দেয়া ঠিক না।
তবে আমার কিন্তু নচিকেতার পাগলা হাওয়াটা ভাল লেগেছে যা অনেকের লাগেনি।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আপনার কথার সাথে একমত।
আর নচিকেতার 'পাগলা হাওয়া' আমার কাছে একটু পাগুলে ঝাপ্টা মনে হলেও বেশ অনেক জনই বলেছেন যে গানটা খারাপ লাগে নি।
কিন্তু মুমু আপনি চিন্তা করে দেখেন---আমাদের দেশে এমনও সময় গিয়েছে, যখন আপনার এই ভাল লাগার কথা প্রকাশ্যে বললে চারপাশ থেকে লোকজন হাঁ হাঁ করে ছুটে আসত (কে জানে, হয়ত এখনও আসে)। আমার বক্তব্য ছিলো এইটাই---- এই 'গেল গেল' রব তুলে যারা ছুটে আসে, তারা সব কিছু কেই এক ধরনের অহেতুক প্রাতিষ্ঠানিকতা/আড়ষ্টতা/পবিত্রতা আরোপ করতে চায়।
আমার আপত্তিটা এইখানেই। কোন কিছুই, বিশেষ করে শিল্প-মাধ্যমে এই ধরনের প্রতিক্রিয়াশীলতা মোটেই বাঞ্ছনীয় নয়। এই লেখার লিঙ্কে দেয়া গানটার আয়ু হয়ত দুই/তিন মিনিটের বেশি নয়। কারন হল, ঐ "নিরীক্ষা" যে কেউ বর্জন করবে।
ঠিক বলেছেন, আপনার মত সুন্দর করে বলতে পারছিনা তবে একমত যে যেটার আসল ভ্যালু আছে সেটাই টিকে থাকবে, খনিকের জন্য হাজার জনপ্রিয় হলেও আসল কোয়ালিটি না থাকলে তা কখনই মানুষ মনে রাখবেনা।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
উফ্ফ্ !!রবীন্দ্রনাথের সকল সীমাবদ্ধতা,সকল সমালোচনা মেনে নিয়েও বলি,তাঁর গান আমার কাছে,আমাদের মতো কিছু মুষ্টিমেয়ের কাছে,এখনও রিট্রিট। এই গান-ধর্ষণ কি খুবই জরুরী? থাক্ না কিছু খাদ, কিছু ভুলচুক। তবুও তাঁকে তাঁর মতই থাকতে দেই আমরা,কি বলেন অনিকেত?
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
একদম ঠিক কথা। এবং এটা সব সুরকার গীতিকারের বেলায় প্রযোজ্য মনে করি।
এক্ষেত্রে পরের ধনে পোদ্দারী করার অভ্যাসটা একেবারেই অমার্জনীয়।
আমার বোনের মতও ঠিক এইটাই।
নতুন মন্তব্য করুন