ভালবাসা তারপর.........

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: শুক্র, ২৪/১০/২০০৮ - ১১:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আরো একটা ভিডিও লিঙ্ক দিলাম---অর্ণবের।

এই গানটা 'হোক কলরব' এলবামের। এখানে যে ভার্সনটি দেখবেন সেইটি অর্ণবের লাইভ অনুষ্ঠান থেকে নেয়া।

এর আগের কিস্তিতে জানিয়েছিলাম স্যাক্সোফোনিস্ট এন্ড্রু'র কথা। এই গানটিতেও শুনতে পাবেন কত উজ্জ্বল হয়ে সে বেজেছে।

হাতে-ধরা ক্যামেরা দিয়ে তোলা। কাজেই এখানে বেশ কিছু কাঁপাকাঁপির ঘটনা আছে। সর্বোপরি, আওয়াজটাও আগেরটার চেয়ে হয়ত ভাল নয়।

তাহলে আবার ভিডিও লিঙ্ক দেয়া কেন?

কারন, আগের পোস্টেই অর্ণবের কিছু 'দূর্মর' ভক্তের সন্ধান পেয়েছি। এটা তাঁদের জন্যেই।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সবজান্তা যে কবে আমার ল্যাপটপ ঠিক কইরা দিবো আর কবে যে আমি এইসব দেখাদেখি করতে পারবো... মন খারাপ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সবজান্তা এর ছবি

হ আমিও তাই কই ! কবে যে নজু ভাই শাকুরায় নিয়া যাইবো, কবে যে আমি ল্যাপটপটা ঠিক কইরা দিমু আর কবে যে উনি লেখতে পারবো... মন খারাপ


অলমিতি বিস্তারেণ

অনিকেত এর ছবি

আহা রে নজরুল ভাই।
আপনার ল্যাপ্টপ এই দিকে পাঠায়া দেন---ঠিক কইরা দিই--

প্রাকৃত [অতিথি] এর ছবি

linker jonyo dhonyobad!

অনিকেত এর ছবি

ধন্যবাদ আপনাকেও

পরিবর্তনশীল এর ছবি

বস...মাইণ্ড কইরেন না। একটু গীবত করতে ইচ্ছে করতেছে। মন দিল ভালা না। নিন্দা করলে যদি একটু কমে। সেই চেষ্টা আর কি। দেঁতো হাসি

যদিও অর্ণবের গলায় গান শুনলে কান ব্যথা করে। তবুও লোকটার প্রশংসা করি। কারণ সে আবিদা নামে এক মাইয়ারে দিয়া একটা গান গাওয়াইছিল। যেটা শুনে আমি ঠিক করেছি কোন মাইয়ারে জীবন সংগিনী করলে-তার অবশ্যই এই গান জানা লাগবে। দেঁতো হাসি

অর্ণবের গানের সবচেয়ে মেজাজ খারাপ করা অংশ হইল গিয়া লিরিক। আগের লাইনের শেষ শব্দ আকাশ হলে পরের লাইনের শেষ শব্দ হয় বাতাস কিংবা সুবাস। হো হো হো

সেদিন একজন বলল 'আহা' সিনেমায় নাকি অর্ণবের একটা মারাত্নক গান আছে। দূর ইশারায় বহুদূরে উলটে পড়ে আকাশ। এইরকম কিছু একটা। অর্ধেকের বেশি শুনতে পারি নাই। মন খারাপ

অনেস্টলি বললে অর্ণব যে হাজার হাজার গান করছে তার মধ্যে নীচের কয়েকটা ভালো লাগে...
১/ ব্যস্ত শহরে।
২/ সে যে বসে আছে।
৩/ সোনাদিয়া।
আর অর্ণবের গাওয়া না এমন-
১/ প্রজাপতিটা (কী সুইট একটা গান। তবে এই গানের সমস্যা হইল ছেলেদের কণ্ঠে মানায় না... বেমানান লাগে)
২/ আজ তোমার মেঘে মেঘে রংধনু (মোটামুটি)
৩/ মায়া-তোর গানে।

আর গুলা শুনলে কান ব্যথা করে।

অর্ণব ভক্তরা মাইর টাইর দিয়েন না। এমনিতে জ্বর জ্বর লাগতাছে। হাসি

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অনিকেত এর ছবি

ভাই রে,

তোমার আক্ষেপের কারন জানলাম। মন কেন খারাপ তা হয়ত খানিকটা আন্দাজ করতে পারি অবশ্য ভুল হবার সম্ভাবনাই বেশি। আসল কথা হল মন খারাপ।

কিন্তু তুমি যা বলেছ, সেইটা কিন্তু মন-খারাপের জন্যে না। আজকের মন খারাপের আগে থেকেই তুমি অর্ণবের উপর নাখোশ---এবং তুমি যতগুলো কারন বলেছ, তার প্রায় সবক'টিই সত্যি (গানের কথার ক্ষেত্রে দ্বিমত পোষন করছি)।

অন্যদের ভাবনা কি জানিনা---আমার ভাল লাগার কারন মূলত টেকনিক্যাল। তার কম্পোজিশান, মিউজিক এরেঞ্জমেন্ট আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়।
হাবিব আমাদের দৃশ্যপটে 'ধুমকেতুর' মত হাজির হওয়ার পর অনেকেই তাকে অনুকরন করেছেন। হাবিবের একটা নিজস্ব ভঙ্গিমা আছে। সেইটা অনেকে অক্ষম অনুকরন করে গেছেন। হাবিবের মিউজিক এরেঞ্জমেন্ট শুনলে এইটা বোঝা যায়---প্রধানতঃ এ আর রেহমানের ভঙ্গিমা থেকে অনুপ্রানিত। অর্ণব ঠিক এই সময়টায় একেবারে নিজের মত একটা ভঙ্গিমা নিয়ে আসে।

তার গান ভাল লাগার দ্বিতীয় কারন অবশ্য তোমার অপছন্দের একটা কারন----গানের কথা।

"তুমি কই, আমি কই, এদিকে এসো, সেদিকে যাও"----এই জাতীয় কথা বার্তা নির্ভর গান শুনে শুনে যখন প্রায় হতাশ--তখন কিছু ব্যতিক্রম ধর্মী গানের লিরিক নিয়ে এলেন বাপ্পা মজুমদার। তার সুর দেওয়া জুলফিকার রাসেলের বানীবদ্ধ কিছু গান রীতিমত আশা-জাগানিয়া।

অর্ণব তার সুরের ক্ষেত্রে যতনা বিচিত্র-গামী, গানের কথার ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি। অন্যদের কথা জানিনা---আমি তার গান শুনি মূলত ঐ টেকনিক্যাল আর লিরিক্সের কারনে।

পরিবর্তনশীল এর ছবি

বাপ্পা মজুমদারের কথা আর কইয়েন না। উনি যেদিন থেকে 'মন চেয়েছ মন দিয়েছি' টাইপ গান গাওয়া শুরু করছে সেদিন থেকে বাদ দিছি।

ভাইরে... দিনে দিনে গানের ক্ষেত্রে পিছাইতেছি। জোয়ান থাকতে শুনতাম প্যানটেরা। এখন একশ বছর আগে চলে যাইতে ইচ্ছে করে। ফরিদা পারভীনের গলায় লালনের গান শুনে আমার তিয়াস মেটে না। কুষ্টিয়ার বাউলদের গলায় শুনতে মন চায়।

হাবিবের কথা কইয়েন না। টাইম লস্‌।

আমি মনে করি কেউ গলা দিয়ে গান শুনলে মানুষ সেটা কান দিয়ে শোনে। আর কেউ যখন বুকের ভেতর থেকে সুর বাইর করে সেটা হৃদয় দিয়ে শোনা যায়। গলা ভালো না খারাপ ঐটা কিছু না।

সেদিন চ্যানেল আইয়ে ক্ষুদে গানরাজ দেখতেছিলাম। এক পিচ্চি ছেলে সোয়া চান পাখী গাইতে গাইতে কেঁদে দিল। অবাক হয়ে তাকাই থাকলাম।

অনেকের গান শুনছি। গান শিখছে। গানের গ্রামার পুরা হৃদয়স্থ। গলাও সুমিষ্ট। কিন্তু যখন গান গাইল তখন মনে হইল এটা শুধু একটা 'গান'। আর বেশি কিছু না। সাজিয়ে গুছিয়ে গাওয়া। ভালো লাগে নাই।

অর্ণব যখন গায় ''ভালোবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস''... তখন আমি জিনিসটা অনুভব করতে পারি না। কারণ যে গাইতেছে কথাটা তার ভেতর থেকে আসতেছে- এটা খুঁজে পাই না। সাজানো গুছানো কথা আর সুর শুনতে আমার ভালো লাগে না।

আমি শুধু খুঁজি গানে আমার মাটির ঘ্রাণ
আমি শুধু খুঁজি গানে আমার প্রানের টান।

মাফ কইরা দিয়েন বস। আজাইরা প্যাচাল করার জন্য। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জুলফির লেখা যে গানগুলা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেগুলা ক্যান জানি বাপ্পাদার কণ্ঠে নাই। যেমন তার লেখা আমার সবচেয়ে পছন্দের গানটা শম্পা রেজার গাওয়া... কিছু আছে জুয়েল ভাইয়ের গাওয়া... এইরকম। বিশেষ করে তার বৃষ্টি সিরিজের গানগুলা। সেগুলা শুনছেন কি না জানি না।

আজ ঢাকায় মেঘলা বৃষ্টি... বছর কয়েক আগে এমনি এক বৃষ্টির রাতে সেই গানগুলা শুনতে ইচ্ছা করলো... জুলফিরে ফোন দিয়া কইলাম বন্ধু... তোর বৃষ্টি বিষয়ক গানগুলা সব একত্র কইরা আমারে দিস তো... সে বললো আচ্ছা...

তার দুইমাস পরে ফোন দিয়া বলে দোস্ত... ক্যাসেটের দোকানে যা... গিয়া দেখ 'আজ বৃষ্টি নামুক' নামে একটা এ্যালবাম রিলিজ হইছে সাউন্ডটেক থেকা। সেইটা কিইনা শোন আপাতত...
কিনে দেখি আমাকেই উত্সর্গ করে এই এ্যালবাম... ১২টা বৃষ্টির গান। লইজ্জা লাগে
এ্যালবাম্টা এখন বাজারে পাওয়া যায় না... মন খারাপ
তবে আমাদের বন্ধুত্বটা পাওয়া যায়... প্রিয় বন্ধু জুলফিকার রাসেলের লেখা গান আপনার ভালো লাগে শুনে মনটা ভরে গেলো।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনের কাছে তো অ্যালবামটা নিশ্চয়ই আছে। তাইলে ফ্রী হয়া নেন... বৃষ্টির গান নিয়ে একটা সিরিজ নামুক... না কী বলেন, বস! হাসি

টিকটিকির ল্যাজ এর ছবি

ধন্যবাদ আপনাকে। গানটা খুব ভাল লাগে

মাল্যবান এর ছবি

ওইটা স্যাক্স না হইয়া ক্লারিনেট মনে হইল।

অনিকেত এর ছবি

আমি যতদূর জানি এইটা স্যাক্স---একটা বিশেষ ধরনের স্যাক্স। নামটা হল Soprano Sax!

অতন্দ্র প্রহরী এর ছবি

গানটা আমারও ভালো লাগে অনেক...

অনিকেত এর ছবি

হাসি

আলমগীর এর ছবি

খালি অর্ণব-অর্ণব করেন ক্যান? ট্যাকা-পইসা দিছে নাকি?
নিজে যেইগুলা নামানোর কথা ছিলো, সেইগুলা কদ্দূর?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।