একটা ছোট্ট ধাঁধার আয়োজন করেছি। সাঙ্গীতিক ধাঁধা বা গানের ধাঁধা বা গাধা।
(প্রকারন্তরে আপনাদের গাধা বানানোর অপচেষ্টা!---)
দু'টো জনপ্রিয় গানের Prelude এখানে বাজিয়েছি। মন দিয়ে শুনুন।
প্রশ্ন হল, গান দু'টি কি?
গান দুটি খুবই পরিচিত। কিন্তু যে জিনিসটা আমি দেখতে চাইছি, সেটা হল আমরা কতটা মনোযোগ বা মনো-বিয়োগ করে গান শুনি।
একটা কথা বোধহয় বলে দেয়া ভাল এখানে দুটো গানের প্রিল্যিউড পর পর বাজানো হয়েছে অর্থাৎ, গান দুটো একই তালে নিবদ্ধ।
চট জলদি এই গাধা'র উত্তর জানিয়ে দিন----
গুড লাক!!!
|
মন্তব্য
আমার তো শোনার উপায় নাই এখন
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমার তো দেখি গাধা হওনেরও যোগ্যতা নাই... বোবা ল্যাপটপ যে কবে কথা কইতে শিখবে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দ্বিতীয়টা শুনেই মনে হল, "একবার যদি কেউ ভাল বাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালবাসত" , ঠিক? প্রথমটা বুঝতে পারছিনা, আবার শুনে দেখি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মুমু,
কনগ্রাটস... দ্বিতীয়টা আসলেই 'একবার যদি কেউ ভালবাসত' গানের প্রিলিউড!!
গুড জব!!!
প্রথমটা ধরতে পারলে??
সারেন্ডারাইলাম।
গাধা ব'নে গেলাম
গা(নের) ধাঁ(ধা) মাস্টার মশাই,
পরীক্ষার প্রশ্নের জবাব দিবেন না? সেই কত ঘন্টা ধরে আপনাকে কোন মেসেঞ্জারে ঢুকতে দেখলেই এই পোস্টে ঢুঁ মারছি একবার!
সরি ইশতি, একেবারে বেদম হয়ে ছুটছি ক'দিন ধরে।
গাধাঁ'র উত্তর(এখানে বানানে চন্দ্রবিন্দুটা লক্ষ্যনীয়)ঃ
প্রথম গান হল একটা গজলের প্রিলিউড 'শরাব চীজ হী এয়সি হ্যায়---'(পঙ্কজ বাবুর গাওয়া)
আর দ্বিতীয়টা তো মুমু বলেই দিয়েছে " একবার যদি কেউ ভালবাসত"
আমি একদম ফিল্মি পুলিশের মতো, সর্ব সমস্যার সমাধানের পরে ঢুকলাম
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হা হা হা ----
নতুন মন্তব্য করুন