আজ বিশ্ব জুড়ে 'পাই দিবস' পালিত হচ্ছে। গণিত আর বিজ্ঞানে যে ক'টি 'বিশেষ' সংখ্যা সব সময়ে আলাদা রকমের সম্মান ও ওজর পেয়ে এসেছে---পাই তাদের মাঝে অন্যতম। পাই এর মান সাধারনত ৩.১৪ হিসেবে ধরা হয়। সেই সূত্রে আজ(অর্থাৎ ৩/১৪/০৯) পাই দিবস।
এই বিশেষ দিবসে এই 'বিশেষ' সংখ্যাটির প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার শ্রদ্ধা জাগানিয়া কিছু তথ্য নীচে দেয়া হল। বলাই বাহুল্য, তথ্য গুলো বিভিন্ন সূত্রে প্রাপ্ত।
১। পাই হল বৃত্তের পরিধি আর ব্যাসের একটা অনুপাত। সোজা কথায় পাই আমাদের জানায় একটা বৃত্তের পরিধির মাঝে মোট ক'বার ব্যাস-কে খুঁজে পাওয়া যাবে।
২। সাধারনতঃ পাই কে ২২/৭ এই ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা হয়। জানা গেছে প্রাচীন কালে মিশর, গ্রীস ও ভারতে পাই নিয়ে লোক জন কাজ করেছেন। প্রায় ১৯০০ খ্রীষ্টপূর্বাব্দ পর্যন্ত মানুষের পাই নিয়ে মাতামাতির খবর মিলেছে। উদাহরন স্বরূপ প্রাচীন ব্যাবিলনের লোকেরা পাই এর মান বের করেছিল ২৫/৮, মিশরের লোকেরা বের করেছিল এর মান ২৫৬/৮১ হিসেবে। আশ্চর্য হলেও সত্যি যে এই মান গুলো পাই এর আসল মানের খুব কাছাকাছি।
৩। পাই এর সবচাইতে বিস্ময়কর ধর্ম গুলোর মাঝে একটি হল---এইটি অসীম সংখ্যা। অর্থাৎ পাই এর কোন নির্দিষ্ট মান নেই। আমরা আমাদের কাজের সুবিধার জন্যে ৩.১৪১৫৯২৬ বা তেমন ব্যস্ত থাকলে কেবল ২২/৭ বা ৩.১৪ হিসেবে চালিয়ে নিই। কিন্তু যে জিনিসটা আমাদের সব চাইতে তাজ্জব করে সেটা হল এই যে পাই এর মান এর মাঝে কোন প্যাটার্ন খুঁজে পাওয়া যায় না। অনেকেই হয়ত ভাবছেন,ফুঃ এইটা আর এমন কি।আসলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে বলি। 'প্যাটার্ন' খুজে পাওয়া যায় না বলতে আমি যা বুঝিয়েছি সেটা হল এখন পর্যন্ত আমরা পাই এর মান ১.২৪ ট্রিলিয়ন(এক এর পেছনে বারোটি শূন্য) ঘর পর্যন্ত সঠিক ভাবে বের করতে পেরেছি(২০০৫ সালে টোকিওতে একদল গণিতজ্ঞ সেটা করেছিলেন)। এই বিশালকায় নম্বরটি তে কখনো কোন একটা নির্দিষ্ট অংকের দল কে ঘুরে ফিরে বার বার হাজির হতে দেখা যায় নি!
৪। ইস্কুল কলেজে কে কত বেশি ঘর পর্যন্ত পাইয়ের মান মনে রাখতে পারে---এই নিয়ে কিছু প্রচলিত প্রতিযোগিতা রয়েছে। গিনিস বুকে যে সবচাইতে বেশি ঘর পর্যন্ত পাইয়ের সংখ্যামান মনে রাখতে পেরেছে---তার নাম লু চাও। সে ২৪ ঘন্টার মাঝে পাইয়ের মান দশমিকের ৬৭,৬৯০ ঘর পর্যন্ত মুখস্থ করে ফেলেছিল!
৫। বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী আইন্সটাইনের জন্মদিন আশ্চর্যজনক ভাবে পাই দিবসে। যদিও পরবর্ত্তিতে তাঁকে এই নিয়ে তেমন উচ্চবাচ্চ্য করতে দেখা যায় নি। অনেকের মতে আমাদের চাইতে পাই নিয়ে আইন্সটাইন তেমন বাড়তি কিছুও জানতেন না।
৬। আরেক বিশ্বখ্যাত বিজ্ঞানী যিনি নগ্ন গাত্রে দৌড়াদৌড়ি করে এবং 'ইউরেকা, ইউরেকা' করে চিৎকার করে প্রসিদ্ধ হয়েছিলেন---সেই আমাদের চেনা আর্কিমিডিস ও পাই নিয়ে কাজ করেছিলেন। দূর্ভাগ্যজনকভাবে পাই তাঁর মৃত্যুর ও কারন। কথিত আছে, আর্কিমিডিস যখন পাই এর মান বের করার জন্যে জটিল গণনায় ব্যস্ত তখন তার শহর শত্রু আক্রান্ত। এক সৈন্য এসে তার হিসেবের মাঝে বাগড়া দেয়। আর্কিমিডিস তখন কাঠি দিয়ে মাটিতে আঁক কষছিলেন। বিরক্ত হয়ে আর্কিমিডিস বলেছিলেন, আমার হিসেবের মাঝে গোল করো না তো। উত্তরে সে নির্বোধ সৈন্য এক কোপে তাকে মস্তকবিহীন করে আর্কিমিডিসের সকল হিসেব নিকেশের অবসান ঘটায়।
৭। ২০০৯ সালটি থেকে আমেরিকার কংগ্রেস এই দিবসটিকে আনুষ্ঠানিক ভাবে পাই দিবস ঘোষনা করেছে। যদিও ১৯৮৮ থেকেই পাই দিবস উদযাপনের খবর শোনা গেছে।
৮। বাজারে প্রচলিত গুজবের মাঝে একটি হল, বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান MIT তাদের ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীদের acceptance letter এই পাই দিবসেই নাকি মেইল করা শুরু করে!
৯। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রদেশ জর্জিয়ার এক অঞ্চলের(সাভানা) জিপ কোড হল পাইঃ 31416
১০। আপনাদের সকলের অবগতির জন্য পাইয়ের মান কয়েক দশমিক ঘর পর্যন্ত নীচে দিলাম। দেখুন আপনি নতুন কিছু বের করতে পারেন কিনা। ওহ ভাল কথা গত বছর, শিক্ষানবিস একটা চমৎকার লেখা দিয়েছিল পাই দিবস নিয়ে। সেটাও দেখতে পারেন।
পাই = 3.1415926535897 9323846264338 3279502884197 1693993751058 2097494459230 7816406286208 9986280348253 4211706798214 8086513282306 6470938446095 5058223172535 9408128481117 4502841027019 3852110555964 4622948954930 3819644288109 7566593344612 8475648233786 7831652712019 0914564856692 3460348610454 3266482133936 0726024914127 3724587006606 3155881748815 2092096282925 4091715364367 8925903600113 3053054882046 6521384146951 9415116094330 5727036575959 1953092186117 3819326117931 0511854807446 2379962749567 3518857527248 9122793818301 1949129833673 3624406566430 8602139494639 5224737190702 1798609437027 7053921717629 3176752384674 8184676694051 3200056812714 5263560827785 7713427577896 0917363717872 1468440901224 9534301465495 8537105079227 9689258923542 0199561121290 2196086403441 8159813629774 7713099605187 0721134999999
মন্তব্য
ভুলেই গিয়েছিলাম। মনে করিয়ে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসলে পরীক্ষার চাপে কিছুই করা হচ্ছে না। কালকে পরীক্ষা আছে, যাই পড়ি গিয়া...
যাওয়ার আগে, সবাইকে পাই দিবসের শুভেচ্ছা......
অন্ধকারের উপর লাঠিপেটা করে লাভ নেই, আলোক জ্বালালেই অন্ধকার দূর হবে
— বিদ্যাকল্পদ্রুম
শিক্ষাগুরু বস,
পরীক্ষার জন্যে শুভ কামনা।
পরীক্ষা শেষে কিছু ছাড় বস। তোমার লেখা মিস করছি।
বললে বিশ্বাস করবেন কি না জানি না, আজ "পাই দিবস" - এটা জানার সাথে-সাথেই আমি মনে মনে আপনার কাছ থেকে এর উপর একটা পোস্ট আশা করেছিলাম। আপনি নিরাশ করেননি।
"পাই" সম্পর্কে কিছু জানা-কিছু অজানা তথ্য তুলে ধরার জন্য বিশেষ ধন্যবাদ, অনিকেত'দা।
অন্য প্রসঙ্গে বলি, আপনি কি Π[Pi] সিনেমাটা দেখেছেন? আমি দেখিনি, কিন্তু এর অনেক প্রশংসা শুনেছি। সিনেমাটা "পাই" সম্পর্কিত কি না, তা-ও জানি না। শুধু নামে মিল পেয়ে বললাম।
প্রহরী বস,
থ্যাঙ্কু, থ্যাঙ্কু। দ্বিতীয় থ্যাঙ্কুটা হল 'পাই' ছবির কথা বলার জন্যে। আমি এইটার খবর আগে পাই নি। IMDB দেখে মনে হল থ্রিলার টাইপের কিছু হবে। যাই হোক, পাই দিবস উদযাপনের জন্যে এর চেয়ে ভাল কিছু হতে পারে না।
আমি এখুনি বেরুচ্ছি, ব্লক বাষ্টার থেকে ছবি এনে দেখব বলে।
আবারো থ্যাঙ্কস বস!
পাই সিনেমাটা দেখছি। সাইকোলজিক্যাল থ্রিলার। সিনেমাটা পাই নিয়েই। তবে বিজ্ঞানের বদলে অপবিজ্ঞানে পাই এর ব্যাবহারই এখানে দেখানো হয়েছে। এই সিনেমায় পাই এর ব্যবহার নিয়ে কয়েক মাসে আগে কিছু লিখেছিলাম। সেখান থেকে তুলে দিচ্ছি:
ইহুদিদের বিখ্যাত শেমহামেফোরাস। ইহুদি ধর্মবেত্তার সেই মধ্যযুগ থেকেই সংখ্যাতত্ত্ব নিয়ে মত্ত। সে সময়ই তারা তাদের ধর্মগ্রন্থ তোরাহ-র দ্বিতীয় গ্রন্থ এক্সোডাস থেকে স্রষ্টার রহস্যময় নাম বের করেছিল। এক্সোডাসের ১৪:১৯-২১, এই তিনটি আয়াতের মাধ্যমে তারা স্রষ্টার ৭২টি নাম উদ্ভাবন করেছে। এই প্রতিটি আয়াতে ৭২টি করে বর্ণ আছে।
- প্রথমে প্রথম আয়াতটি ডান থেকে বামে লিখেছে
- তারপর দ্বিতীয় আয়াত বাম থেকে ডানে লিখেছে
- সবশেষে তৃতীয় আয়াত আবার ডান থেকে বামে লিখেছে
- এই লেখার কাজটি ১৮ কলাম ও ১২ সারিতে করা হয়েছে। ১৮ গুন ১২ = ৭২ গুন ৩
- এবার ১২ টি সারিকে ৩ সারি ৩ সারি করে ভাগ করেছে। মোট চারটি ভাগ হয়েছে যার প্রতিটিতে ১৮ কলাম ও ৩ সারি।
- প্রতি ভাগের একটি কলাম দ্বারা স্রষ্টার একটি তিন অক্ষরের নাম পাওয়া গেছে। এভাবে মোট ১৮ গুন ৪ = ৭২ টি তিন অক্ষরের নাম পাওয়া গেছে।
- চার ভাগের প্রতিটিতে আবার একটি বর্ণের সাথে মিলিয়েছে। এতে স্রষ্টার একটি চার অক্ষরের নাম পাওয়া গেছে।
- এই যে চার অক্ষরের নাম তার সঠিক উচ্চারণ জানার চেষ্টা করছে তারা। এ নিয়েই তারা সংখ্যাতত্ত্বের খেলা খেলছে, এখনও। এই শব্দকে ডিজিটে নিলে নাকি ২১৬ ডিজিটের একটা নাম পাওয়া আছে। ড্যারেন আরনফ্স্কির “পাই” সিনেমায় এই ২১৬ ডিজিটের সাথে পাই এর সম্পর্ক দেখানো হয়েছে।
তবে হ্যা, প্রকৃতির সবকিছুর পেছনে সাংখ্যিক জাল আবিষ্কারে একজন কম্পিউটার প্রোগ্রামারের প্রাণান্তকর প্রচেষ্টা, এই চেষ্টা করতে গিয়ে তার মস্তিষ্কে সংঘটিত ক্রিয়া-প্রতিক্রিয়া- এই সিনেমায় যেভাবে দেখিয়েছে তা এককথায় অসাধারণ। এটা ছিল আরনফস্কির প্রথম সিনেমা, ইন্ডিপেন্ডেন্ট। খুব কম টাকায় এটা করেই পরিচালক প্রথম ভেল্কি দেখিয়েছিল।
গত বছর হওয়া রেসলারও আরনফস্কির। তার সিনেমা খুব ভাল লাগে। তার আরেকটা বস সিনেমা রিকুইম ফর আ ড্রিম- এখনও দেখা হয়নি। এটাও বোধহয় সাইকোলজিক্যাল থ্রিলার।
অন্ধকারের উপর লাঠিপেটা করে লাভ নেই, আলোক জ্বালালেই অন্ধকার দূর হবে
— বিদ্যাকল্পদ্রুম
'পাই' দেখার আগ্রহ আরো বেড়ে গেলো। টরেন্ট পেলাম না ভালো। দেখি, খুঁজতে হবে আবার।
"রিকুইয়েম ফর আ ড্রিম" দারুণ একটা সিনেমা। আমার কাছে মনে হয় আছে। দেখতে হবে। আর তোমাকে তো "দ্য ফল" দেয়াই হলো না। তোমাদের পরীক্ষা শেষ হলে রায়হানের কাছে অবশ্যই পাঠায়া দিবো।
@অনিকেত'দা
"পাই" দেখে একটা রিভিউ লিখে ফেলেন না বস... দারুণ হবে তাহলে
পাই দিবসের শুভেচ্ছা।
চোখ বন্ধ করে পেন্সিল দিয়ে আন্দাজে দাগ দেওয়ার উপর ভিত্তি করে পাই-এর মান বের করার যে পদ্ধতিটা আছে, সে'টা পড়ে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছিলাম !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
অফটপিকঃ গণিত দুনিয়ার বাইরের কেউ যদি সচলের নীড়পাতা দেখে তাহলে নিশ্চয়ই ভাববেন, পাই কোন প্রাণীর নাম...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
হা হা হা ----
বেড়ে বলেছ বস---
আই পাই ফাই।
বুঝলেন তো?
- আমার মথায় খালি বেক্কল বেক্কল প্রশ্ন ঘুরে।
যে কারণে তামাম দুনিয়া মার্চ মাসের ১৪ তারিখে 'পাই' দিবস পালন করে, সেই একই কারণে কি দুনিয়ার মজদুর (বিজ্ঞানী) লোকসব এক হয়ে আগস্টের ৯ তারিখ বা সেপ্টেম্বরের ৮ তারিখে 'g' (জি) দিবস পালন করতে পারে না?
'পাই' দিবস আছে, কিন্তি 'জি' দিবস নাই কেনো, এইটা জাতি জানতে চায়। এইটা জাতিকে পত্রপাঠ জানানো হোক অনিকেত'দা
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার প্রশ্ন অন্য জায়গায়। k, N, T, e, p, n, ইত্যাদি এত এত ধ্রুবক থাকতে ধুগো দাদা G/g নিয়ে পড়লেন কেন?
উত্তরটা জানি, কিন্তু কমু না----হে হে হে ---
-
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ই-দিবস মানে এক্সপোনেনশিয়াল দিবসই বা কেন নাই? বা লগে লগে লগ-দিবস?
হা হা হা ---ভাল প্রশ্ন---
ধুগো'র প্রস্তাব বিবেচনা করে আমরা আগামি অগাষ্ট মাসের ৯ তারিখ 'জি' দিবস ঘোষনা দিলাম--
সকলে বলেন আমিন, সুম্মা আমিন---
মনে পড়ে গেলো সুকুমার রায়-
"চাই কিন্তু কোথা গেলে পাই?
বল্ শীঘ্র বল্ না রে ভাই।"
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
মাঝে মাঝে ভাবি ওদের জিনিস নিয়ে আমরা যতটা আলোচনা করি, আমাদের এমন কিছু কি তাদের মাঝে ছড়াতে পেরেছি?
আমাদের ২১ তারিখ----
জানি এটা বলবেন। ২১ তারিখটা কয়জন জানে সেটার জন্য সার্ভে না করেই ধারণা করা যায়। তুলনামূলক বিচারে আমরা ওদের কাছে ততটা পৌঁছাতে পারিনি।
পাই নিয়ে হেভী হাই ফাই একটা পোস্ট হইসে।
এবার যাই। টাটা বাই বাই।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
এইটা কেউ শুনছেন নাকি। বেশ মজা পাইলাম:
অন্ধকারের উপর লাঠিপেটা করে লাভ নেই, আলোক জ্বালালেই অন্ধকার দূর হবে
— বিদ্যাকল্পদ্রুম
হেব্বি তো!
হা হা হা ----দারুন
আগেই দেখেছিলাম---কিন্তু দারুন জিনিস সব সময়েই দারুন লাগে...
থ্যাঙ্কু শিক্ষাগুরু!!
পাই নাই, পাই নাই, কোত্থাও পাই পাই নাই
নতুন মন্তব্য করুন