গত শুক্কুরবারে (বাদ জুম্মা--?) যুক্তরাষ্ট্রের একটি প্যানেল তাদের বাৎসরিক একটি রিপোর্ট পেশ করেছেন প্রেসিডেন্ট ওবামা সমীপে। যুক্তরাষ্ট্রে প্রায় সব কিছুর জন্যে একটি করে কমিশন আছে। কিছুদিন পরে যদি 'আন্তর্জাতিক মলত্যাগ ও মুত্র কমিশন' এর কোন রিপোর্ট দেখেন---দয়া করে আশ্চর্য হবেন না।
যাই হোক রিপোর্টের ব্যাপারে ফিরে যাই। রিপোর্টটি হল 'Us commission on International religious freedom'(USCIRF) নামক একটি কমিশনের তৈরি করা।
গত বছর জুড়ে পৃথিবীর ছোট-বড় সব দেশ কেমন ছিল, ধর্ম নিয়ে কতটুকু দুষ্টুমি করেছে--তারই বিস্তৃত খতিয়ান এই রিপোর্ট। এই রিপোর্টে এসেছে মহাদুষ্টু থেকে শুরু করে দুষ্টু, প্রায়-দুষ্টু, শান্ত-সুবোধ (ওরফে হাবা) ইত্যাকার নানান জাতীয় দেশের কথা।
প্রথমেই মহা-দুষ্টু দেশের তালিকা। অশুভ তেরো সংখ্যার এই তালিকায় আছেনঃ
মায়ানমার, উত্তরকোরিয়া, ইরিথ্রিয়া,ইরান,ইরাক,নাইজেরিয়া,ফাকিস্তান,চীন, সৌদি আরব,সুদান,তুর্কমেনিস্তান,উজবেকিস্তান এবং ভিয়েতনাম।
রিপোর্টে অনুরোধ করা হয়েছে ওবামা যেন এই ক'টি দেশের ওপর একটু 'বিশেষ নজর' রাখেন।ইংরাজীতে এদের নাম দেয়া হয়েছে
"countries of particular concern" বা CPC ।
এদের পরেই আসে 'দুষ্টু' দেশের দল। এরা CPC এর লেভেলে এখনো যায় নি কিন্তু 'যাই-যাই' করছে। এই লিষ্টিতে রয়েছেনঃ
Afghanistan, Belarus, Cuba, Egypt, Indonesia, Laos, Russia, Somalia, Tajikistan, Turkey, এবং Venezuela.
এছাড়াও রয়েছে 'প্রায়-দুষ্টু' ছেলের দলঃ বাংলাদেশ, কাজাখস্তান ও শ্রীলঙ্কা। ভারতের স্ট্যাটাস দেখানো হয়েছে 'pending' ---আসিতেছে, মুহাহাহা---!
লিষ্টিতে ফাকিস্তানের অবস্থান নিয়ে কোন সংশয় থাকা উচিত না এবং আমার ধারনা কেউ সংশয়ে নেইও।সেক্রেটারী অব স্টেট হিলারী বলেছেন, আর ছ'মাসের মধ্যে ফাকিস্তানের অবস্থার পরিবর্তন না হলে এইটাকে 'ব্যর্থ' রাষ্ট্র বলে ঘোষনা করতে হবে। রিপোর্টে জানানো হয়েছে তালেবানের বানে ভেসে যাচ্ছে পাকির গুষ্টি। তালিবানী দুষ্টু ছেলেরা পাকিদের রাজধানী ইসলামাবাদের ৬০ মাইলের মধ্যে এসে পড়েছে।
যাই হোক পাকির বাচ্চাদের নিয়ে আমার মাথা ব্যাথা নেই।
সারা রিপোর্টে যে জিনিসটা সব চাইতে চমকপ্রদ সেটা হল লিষ্টির কোথাও আপনি 'ইজরায়েল' এর নাম খুঁজে পাবেন না! ধর্মের স্বাধীনতার নিরিখে যদি এই রিপোর্ট তৈরি করা হয়ে থাকে--সে ক্ষেত্রে শীর্ষস্থান অলংকৃত করার কথা এই দেশের।
প্রতি বছর গড়ে তিন বিলিয়ন ডলার করে সামরিক ও আর্থিক সহায়তা পাওয়া ইজরায়েলে মানবাধিকার লুন্ঠিত হোক কি জীবন নির্বাপিত হোক----তারা কোন ভাবেই দুষ্টু-ছেলের দল হতে পারে না।
চমৎকার--
ধরা যাক দু'একটা ইঁদুর এবার ---!!!!
মন্তব্য
হে হে হে, পাকিরা ১নং ৪২০ না হইলে হইব কেডা? হে হে হে
সাইফ
হা হা হা ----
ভেনেজুয়েলার সাথে ধর্মীয় স্বাধীনতার সমস্যা কোথায়?
আমার কাছে সঠিক কোনো তথ্য নেই তবে সাধারণত সব কমিউনিস্ট দেশেই ধর্মের ব্যাপারে বাধানিষধ থাকে।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
- এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে তাহলে কেনো "প্রায় দুষ্টু" দলে তালিকাভুক্ত করা হলো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হিমু,
তুমি যদি রিপোর্টটা দেখ তাহলে দেখতে পাবে ১৩ পৃষ্ঠায় এর উপরে কিছু লেখা আছে। খুব সংক্ষেপে এখানে দিয়ে দিলামঃ
১৯৯৮ তে হুগো শ্যাভেজ ক্ষমতায় আসার পর থেকে ভেনেজুয়েলার ইহুদী,ক্যাথলিক ও প্রটেস্টান্টদের উপর উত্তরোত্তর চাপ বেড়েছে। তেমন ভাবে ধর্ম পালনে বাধা-নিষেধ না থাকলেও শ্যাভেজের নিজের ও সহযোগী সমমনা কিছু কর্মকর্তার কারনে সেখানে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।ইহুদী ও খ্রীস্টান সম্প্রদায়ের লোকেরা অহরহ আক্রান্ত হবার আশংকায় ভুগছেন।
উইকিপিডিয়া বলছে, হুগো শাভেজ নিজে ক্যাথলিক ও প্রোটেস্টান্ট মতবাদের সমালোচক । এখান থেকে কিছু সূত্র পেতে পারি আমরা ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ঠিকাছে।
আইচ্ছা----
হুমম।
হুমমম---
মন্তব্যে লিখেছিলাম "ইজরায়েল নাই তার মানে কী?" পরে বুঝতে পারলাম আমার মাথা ঠিক নাই। আজ বউ এবং মেয়ে দেশে গেল। ব্যাপক শূন্যতা অনুভব করছি। কোনকিছুই ভাল্লাগতেছেনা। এতদিন লুকায়ে লুকায়ে সচলের পাতা খুলে রাখতাম (পাছে আবার বউ ভেবে বসে আমি পড়া বাদ দিয়ে সচলে লিখতেছি); এখন সারাক্ষণ খুলে রাখলেও দেখার কেউ নাই
তাই শুধু হুমম দিয়ে গেলাম।
আহা রে---
পিপি'দা, সমবেদনা রইল----বেশি খারাপ লাগলে এইদিকে চলে আসেন--
ভাল কথা, আসার আগে ভাল কইরা রেধে নিয়ে আসবেন কিন্তু---আমি আবার অতিথির আপ্যায়নে ত্রুটি রাখতে চাই না। হে হে হে ---
রাঁধার ভয়েই তো কোথাও যেতে চাই। গেলে কলাটামুলাটা সাথে করে নিয়ে যাব
বাহ্! আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেই হলো, তাতেই ভেনেজুয়েলার নাম আসে, আর মানুষ টানুষ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলেও ইজরায়েলের নাম তারপরও আসে না!
কিভাবে আশা করেন "স্নিগ্ধা " যে ইজরায়েল এর নাম আসবে, যেখানে এসব রেটিং করা হবে, তাদের মাথারাও তো ইজরায়েলি, এজন্য আজকে অনিকেতদাকে একটি গান শুনাচ্ছিলাম, "too much rope". পারলে আপনেও শুনে দেখুন।
সেই বিখ্যাত ডায়ালগটি কি আপনাদের মনে আছে? যেখানে কুকুর লেজকে, নাকি লেজ কুকুরকে নাড়ানোর কথা বলা হয়েছিল। আমার বিশেষ জ্ঞান নাই। তবে এই জীবনে যা দেখেছি, পড়েছি, বুঝেছি তাতে এইটুকু বলতে পারি যে সবদিক বিচারে ছোট হলেও আসলে ইজরায়েলই আমেরিকাকে চালায়। মাহুতের শক্তি হাতির তুলনায় কিছু না হলেও সে-ই হাতিকে কান ধরে ওঠ-বস করাতে পারে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
এই খবরটার কথা মনে পড়ে গেল..
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
পড়লাম আপনার দেয়া লিঙ্কটা! আসলেই ...
বাংলাদেশের ব্যাপারে তারা কি কইছে জানতে মঞ্চায়......
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমারো...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হে: ওবামা আগে নিজের দেশের বেল আউট সামলে নিক, তারপরে অন্য দেশের ধম্মকম্ম সামলাবেখনে৷ গাঁয়ে মানে না আপনি মোড়ল৷
যত্তসব!
---------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
আমেরিকার স্থান কত নম্বরে বা কোন ক্যাটেগরীতে?
ইজরায়েলে মানবাধিকার লুন্ঠিত হোক কি জীবন নির্বাপিত হোক----তারা কোন ভাবেই দুষ্টু-ছেলের দল হতে পারে না।
বটেইতো, তুমি মহারাজ সাধু হইলে আমি আজ চোর বটে।
একবার কোন কারনে আমারে কেউ বলছিল, তুমি ব্ল্যাক লিষ্টেড। আমি তখন তারে জিজ্ঞেস করছিলাম, লিষ্টটা কার কাছে, কে বানাচ্ছে? সে আর কথা কয় না। কথাটা হল্যান্ডে তখন ব্যাপক হাসির খোরাক দিয়েছিলো, পরে জীবনে দেখলাম, কথাটা আমি এক্কেবারে ফালতুও বলি নাই।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নতুন মন্তব্য করুন