দেরী হয়ে গেল---বড্ড দেরী।
ভেবে রেখেছিলাম গুছিয়ে একটা বড় লেখা দেব। জীবনের নানা দৌড়ঝাপের মাঝে সেটার সুযোগও করা হয়ে উঠল না।
গত ১৫ মে ছিল আমাদের সচলায়তনের এক উজ্জ্বল নক্ষত্রের জন্মদিবস। সচলায়তনে যে ক'জন লোক সব সময় গম্ভীর ভাবের লেখা লেখেন এই খুদে বিজ্ঞান লেখক তাঁদের অন্যতম। সে নিজেকে শিক্ষানবিস হিসেবে ভাবতে চাইলেও আমি মনে মনে তাঁকে 'গুরু' মানি। এত অল্প বয়েসে একটা ছেলে এত জটিল সব চিন্তা ভাবনা কী করে করতে পারে---সেটা ভাবতে গিয়ে মাঝে মাঝে আমার নিজের মাথাই গুলিয়ে আসে। একের পর এক সে লিখে চলেছে বিজ্ঞানের নানান বিষয়ের উপর। সে জ্ঞান-ক্ষুধায় সর্বগ্রাসী, জ্ঞানের রাজ্যে সর্বত্রগামী, জ্ঞান বিতরণে সব্যসাচী। জোকার নায়েকের উপর সে যে বিশাল লেখাটি লিখেছে---সেটা কেবল আমাদের সকলের চোখের পর্দা খুলতে সাহায্য করেছে তাই নয়। এই লেখা দিয়ে সে দেখিয়ে দিল---তার এক মাত্র আনুগত্য যুক্তির কাছে। সে দেখিয়ে দিল--এখনো বিরূপ প্রতিবেশে জন্মায় আশার মুকুল।
শিক্ষানবিসের এই অক্লান্ত নিষ্ঠা,ঐকান্তিক শ্রম বফলে যায় নি। গত ডারউইন দিবসে মুক্তমনের সঙ্গমস্থল 'মুক্তমনা' যে বিজ্ঞান প্রবন্ধ লেখার প্রতিযোগিতা আহবান করেছিল---সে শিরোপা শিক্ষানবিস জিতে নিয়েছে---নাহ আমি তার সে অর্জনের কথা বলছি না। শিক্ষানবিসের সব চাইতে বড় অর্জন আমাদের বুকে আশার আলো জ্বালিয়ে রাখা।
তোমার জন্মদিনে শুভেচ্ছা জানাতে দেরী করে ফেলেছি---সে জন্য ক্ষমাপ্রার্থী আমরা সকলেই। কিন্তু আমার মন বলছে, যার মনটা এতটা ঘরে আলো জ্বেলেছে, এতজন মানুষের হৃদয় স্পর্শ করেছে---আমাদের সে ক্ষমা করে দেবে।
শিক্ষাগুরু, শুভ জন্মদিন।
তুমি কী জানো, তুমি আমাদের কত বড় গর্বের ধন??
মন্তব্য
শুভ জন্মদিন!
খুব ভালো থাকুন শিক্ষানবিস৷
-------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
শুভ জন্মদিন মুহাম্মদ
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
খুব করে অপেক্ষা করছিলাম এই পোস্টটার জন্য।
শিক্ষানবিসকে দেখার আগ পর্যন্ত আমি তাঁকে আব্দুল্লাহ আবু সাঈদ জাতীয় কেউকেটা গোছের কেউ একজন ভাবতাম। কী আশ্চর্য ! গত ১৬ডিসেম্বরের সচল আড্ডায় আমি শিক্ষানবিশ বলে যে পুচকে ছেলেটা হাত বাড়িয়ে দিল, দেখে আমি আমি তো ভীষণ মাইন্ড খেয়ে বসে আছি। আজকালকার ছেলেপেলেরা কী বেয়াদপ দেখো ! এতোবড় একজন সিরিয়াস লেখককে নিয়ে মশকারি করছে !
ওমা ! শেষে সবাই বলে কিনা ও-ই তো শিক্ষানবিস ! হা হা হা !
শিক্ষানবিশের ছোট্টখাট্ট খুলিটার ভিতরের ঘিলুটা সবসময় সক্রিয় থাক্ এবং বুকের ভেতরে ঢিপ ঢিপ করা যন্ত্রটা প্রতিনিয়ত যুক্তিশীল থাকুক, এটা কি শুধু আমারই চাওয়া ? এর উত্তর সবাই জানেন।
জন্মদিনের পোস্ট-ফ্যাক্টো শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন শিক্ষানবিস।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
শুভ জন্মদিন, শিক্ষানবিশ!
শিক্ষানবিশকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
ভালো থাকুন।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শুভ জন্মদিন মুহাম্মদ!
শিক্ষানবিশকে জন্মদিনের পারিজাত শুভেচ্ছা।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
শুভ জন্মদিন
শুভ জন্মদিন মুহাম্মদ। তোমার স্বপ্নগুলা সব লাইন বাই লাইন পূরণ হোক।
আর যদি সুইডেনে যাবার স্বপ্নটা এখনো থাকে আর সত্যি হয় তাইলে আমারে ব্যাকপ্যাকে ভইরা সাথে করে নিয়ে যাইও
---------------------------------
তাও তো ভারী লেজ উঁচিয়ে পুটুশ পাটুশ চাও!
---------------------------------
বাঁইচ্যা আছি
শুভ জন্মদিন শিক্ষানবিস!
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
অনেক শুভে্চছা...
অনিকেত ভাই, প্রচণ্ড লজ্জায় ফেলে দিলেন। কি বলব ভেবে পাচ্ছি না।
তবে এতে কোন সন্দেহ নাই যে, আপনাদের কাছ থেকে অনেক উৎসাহ পাই। এতোটা উৎসাহ না পেলে হয়ত কিছুই লিখতে পারতাম না।
সবাইকে ধন্যবাদ। পরীক্ষার কারণে আমিও ব্যস্ত। আমারও তাই উত্তর দিতে দেরী হয়ে গেল। সবাই লেট
সবাইকে আবারও ধন্যবাদ।
— বিদ্যাকল্পদ্রুম
শুভ জন্মদিন শিক্ষানবিস
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
শুভ জন্মদিন শিক্ষানবিস
......................................................
পতিত হাওয়া
শুভ জন্মদিন
...........................
Every Picture Tells a Story
শুভ জন্মদিন শিক্ষানবিশ
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন, শিক্ষানবিস।
বাংলাদেশে বিজ্ঞান লেখকের সংখ্যা আশংকাজনকভাবে কম। বিজ্ঞান না জেনে বিজ্ঞান বিষয়ক কলাম লেখক ভুরি ভুরি। বিজ্ঞান লেখকের ছদ্মবেশে অপবিজ্ঞান লেখকের সংখ্যাও কম নয়। টিভি খুললে এমন সব মানুষদের চেহারা দেখা যায়, বক বক শোনা যায়। এমন দুর্দিনে এরকম কম জনপ্রিয় অথচ অত্যন্ত দরকারী ফিল্ডে আপনার প্রচেষ্টা-পরিশ্রম প্রশংসনীয়। সুস্থ্য থাকুন, দীর্ঘায়ু হন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
দিনতো চলে গেলো। তাই শুভজন্মমাস জানাই।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আহারে ছেলেটার জন্মদিন চইলা গেল আর আমরা ঠাওর করতে পারিনাই। খুবই খারাপ কথা দেখতাসি। যাই হোক মুহাম্মদ তোমাকে জন্মদিনের শুভেচ্ছা আর অফুরন্ত শুভকামনা জানাই তোমার জন্মমাসে।
-----------------------------------------------
--------------------------------------------------------
শুভ জন্মদিন প্রিয় শিক্ষাগুরু।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
শুভ জন্মদিন!
(আপনার কাছে একটা ব্যাপারে লজ্জিত আছি, ভুলিনি যদিও )
শুভ জন্মদিন মুহাম্মদ। তোমার লেখা পড়ে তোমাকে যা ভেবেছিলাম মানে সাইজে বাস্তবে ঠিক তার উলটো। খাওয়া - দাওয়া করো ভালো করে ঃ}
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
জন্মদিনে অনেক অনেক শুভকামান দিলাম
পরীক্ষা শেষ হবে কবে? আমরা সবাই আপনার পোস্টের অপেক্ষায় বসে আছি।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
শুভ কামনার আবার দিন তারিখ আছে নাকি!
শুভ জন্মদিন।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
জন্মদিনের অনেক শুভেচ্ছা, মুহাম্মদ।
শুভ হোক।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
শিক্ষানবিস, দৈহিক বর্ণনা শুনে ঠাহর হয় আপনি আমার মতই ...
কিন্তু লেখা এবং চিন্তায় আপনি যে বহুবহুগুন এগিয়ে, তা আপনার লেখা পড়ে বুঝেছি বহু আগেই...
বিলম্বিত শুভেচ্ছা।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
শুভ জন্মদিন শিক্ষানবিশ
শুভ জন্মদিন, মুহাম্মদ...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
ওস্তাদজ্বী শুভ জন্ম দিন।
শুভ জন্মদিন, শিক্ষানবিস।
জন্ম-প্রসন্ন হোক....
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
মুহম্মদ শিক্ষানবীশকে জন্মদিনের ব্যাপক শুভকামান
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
শুভ জন্মদিন!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নতুন মন্তব্য করুন