কিছু দিন পর পর মাথার চেনা পোকাটা কুটকুট শুরু করে দেয়। এই কয়দিন সচলে একেবারেই আসা হয় নি। আসলেও চোখ বুলিয়েই দৌড়। গতকাল বস আবার বিদেয় হয়েছেন। আমিও হাত-পা টানটান করে বসলাম বহুদিন পর। কীবোর্ডটা নিয়ে টুং-টাং করতে করতেই এই গানটা তৈরী হল।
এই মাত্র শেষ করেছি।শেষ করেই দৌড়ুতে দৌড়ুতে এখানে চলে এলাম।
শুনে দেখুন কেমন হয়েছে।
মতামত জানালে আরো খুশি হবো।
সকলকে শুভেচ্ছা।
সঙ্গীতায়োজন,বাদনঃ অনিকেত
|
মন্তব্য
সচলের কোন পোস্টে ইস্নিপস বা ইউটিউবের লিঙ্ক দেখলে আমার একটা কথাই কেবল মনে হয় - সচলে ফাইল অ্যাটাচ করা যায় না কেন?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
যায় তো, পোস্ট লেখার সময় একদম নিচে।
খুব ভালো হয়েছে অনিকেত ভাইয়া। মন ভালো হয়ে গেল।
থ্যাঙ্কু বস। তোমার মন্তব্য শুনে আমারও মনটা ভাল হয়ে গেল।
সকালবেলা ঘুম থেকে উঠেই মেজাজ খিচরে ছিলো, এটা শুনে মনটা ভালো হয়ে গেলো। অনেক ধন্যবাদ।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
থ্যাঙ্কু বর্ষা---
"অনিকেত ঘর খুঁজে হোক নিরুপাধি
তবুও এষণা থাক বোষ্টুমির গানে - তুমি ফিরে যেও তবু এসোনা এখানে"
খুব ভাল লাগল কথাটা----
বাদ্য-বাজনের কিছুই বুঝি না। শুধু বুঝি কান ভালো পাইল কী না? কান আরাম পাইছে।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ধন্যবাদ বস
আপনেরে কইষা মাইনাস।
আমার এক ধামা চাল একটা কদু কই?
পাঠাই দিসি বস---
অনিদা... এইটা বেশি পছন্দ হইছে... আপনে তো জানেন আমার পিসিতে আপনের নামে একটা ফোল্ডার খোলা আছে... মাঝে মধ্যে শুনি সেগুলা... সেখানে এইটাও তো রাখতে হবে... পাঠায়ে দেন না বস...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজু ভাই, থ্যাঙ্কু
গান পাঠাই দিসি
সুন্দর লাগলো অনিকেত। সুরের মধ্যে জনপ্রিয় হওয়ার উপাদান রয়েছে, প্রথমবার শুনেই ভালো লাগে এমন সুর। এ থেকে গান বানান না এক খানা?
থ্যাঙ্কু মূলো'দা
আপনার কাছ থেকে গান বিষয়ক কিছুতে প্রশংসা পাওয়া আমার জন্যে অনেক--
এইটা গান করার প্ল্যান আসলে আছে
একটা জুৎমত লিরিক্স খুঁজছি
ভাল থাকবেন
কানে আরাম দেয়। অনেক চমৎকার।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
ধন্যবাদ আশরাফ, ভাল থাকবেন
গানের গলা কই?
_________________
ঝাউবনে লুকোনো যায় না
হা হা হা ----
তোমাকে খুঁজে পেলাম না, তাই এ যাত্রা শুধু মুজিক---
আপনের আশে-পাশের রিয়েল এস্টেট ব্যবসায়ীদের না খায়ে মারানোর পিলানটা খ্রাপ না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
আমি মিউজিকের ব্যাপারে অনেক খুঁত খুঁতে , এটাকে অসাধারন না বলে পারলাম না।
আমি আপনার ইস্নাইপ্সের লিঙ্কটা পেলে খুশি হতাম। আপনার কম্পজিশানটা অসাধারন লাগল। এখনকার গতানুগতিকদের চেয়ে অনেক অনেক ভাল।
গরীব
সাউথ কোরিয়া
ধন্যবাদ মুস্তফা ভাই (বানান ঠিক লিখেছি তো?)
অনেক ধন্যবাদ এমন দয়ার্দ্র কিছু কথা বলার জন্যে।
আপনার অনুমতি না নিয়েই আপনার ইমেইল এড্রেসে গানটা পাঠিয়ে দিয়েছি।
অনেক অনেক ভাল থাকুন----
নেটের সমস্যার কারণে পুরোটা নামাতে পারলাম না। ১২ মেগার ২ মেগা শুনলাম-... মিষ্টি আছে বেশ। তাল/ছন্দ আছে। ভালো একটা গান হতে পারে।
---------------------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক
আপনার ভাষায় অসাধারণ পেরিয়ে ১০০ মাইল, আর ২০ লক্ষ তারা, পরপর কয়েকবার শুনলাম। এদিকে আমার প্রিয় বোনটি হাসপাতালে, অনেক কষ্টে আছেন তিনি, তাই শুনতে পারিনি এতক্ষন। কম্পোজিশনে
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
কম্পোজিশানটা অনেক দেশ, পর্বত আর সমুদ্রতীর ঘুরিয়ে আনলো !
হা হা হা ---আশা করি এত ঘুরিয়ে এনে ক্লান্ত করেনি আপনাকে--
ভাল থাকবেন
চমৎকার লাগলো! বিশেষ করে শেষ দিকে বাঁশি(?)'র অংশটা।
থ্যাঙ্কু যুধিষ্ঠির'দা----
ভাল থাকবেন
অনিকেতদা, আপনার অসামান্য মিউজিক শুনে আমার মুভি বানাতে ইচ্ছা করছে!
কি দিয়া ভাত খান রে ভাই
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
থ্যাঙ্কু রেনেট, মুভি বানায়া ফেলো---আমারে খালি মিউজিক কম্পোজের কাজ দিলেই হবে--হে হে হে ---
মিয়া, ভাত খাই না আইজ কত দিন!!!
দাদা তুসি গ্রেট হ্যায়!
আমিও মিউজিক-শিক্ষিত না, আগেও বলেছি। বিপন্ন ব্যস্ততার মধ্যে চিন্তাভারে ন্যূব্জ মাথাটা টেবিলের কাজের গাদায় গুঁজে শুনলাম দূর-থেকে-ভেসে-আসা-ডেকে-নেয়া সুরটা। যথেষ্ট রিল্যাক্সড লাগছে কিছুক্ষণেই।
দাদা, আরেকটু কষ্ট দিই, যখন সময়-সুবিধা পান, ঠিকানায়ও একটু পাঠায়া দিবেন? যদি ইনস্পিরেশন-টা বজায় থাকে, কে জানে দুয়েকদিনের মধ্যে আপ্নেরে একটা লিরিক-ও পাঠায়া দিতে পারি এইটার জন্য! কারণ, শুনে বেশ কী কী জানি ভাসতেছে চোখে, খুব বেশি স্পষ্ট না এখনও, তবু মনে হয় ধরা যাবে কিছু একটা।
আগাম ধন্যবাদ বস।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
কালকেই শুনেছি। একবারই। খুবই ভালো লাগল। শেষদিকে কিছু জায়গা ছাড়া পুরাটাই অনেক ভালো লেগেছে। আরও কয়েকবার শুনে, পরে বিস্তারিত জানাব। চালিয়ে যান, অনিকেত'দা।
ধন্যবাদ প্রহরী---
তোমার বিস্তারিত মন্তব্যের অপেক্ষায় রইলাম---
ভাল থেকো, বস
চমৎকার হয়েছে অনিকেত।
ধন্যবাদ অনিন্দিতা-----
ভাল থাকবেন
মুগ্ধ হয়ে শুনলাম।
অনিকেতদা, টুং টাং এর ফল যদি এমন হয় তাইলে আপনার কাছ থেকে এইরকম টুং টাং আরো চাই।
----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
হা হা হা ---
ভাল থেকো, বস!
আমি আর অনিকেত মিইলা ব্যান্ড খুলুম। তারপর বাংলাদেশে সব ব্যাটার জারিহুরি শ্যাষ!
(শুইয়া শুইয়া পা নাচাইতে নাচাইতে স্বপ্নটা দেখতে খুব ভালো লাগতাছে!)
তোমার মিউজিকটার মধ্যে বেশ একটা সিনেম্যাটিক ব্যাপার স্যাপার আছে। জানি না কেন, অমিতাভ বচ্চন আর রেখার (অন্য নায়িকা্ও হইতারে) সাগরের সামনের সিন মনে হইতাছে...
মানে পুরনো দিনের হিন্দিু ছবি দেখার মধ্যে যে একটা স্মৃতিমেদুর ব্যাপার আছে, সেইটার কথা বলতাছি, তুমি আবার ভুল বুইঝো না...
প্রথম দিকে একটু ইসের কথা মনে পড়ে (কী যেন ব্যাটার নাম, এক্স-ফাইলসের টাইটেল মিউজিক বানাইছে যে)।
সুন্দর হইছে মিউজিকটা। কিছু ব্যাপারে কথা অনলাইনে কমু নে...
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
ঠিক হায় জনাব--
ব্যস্ততার জন্য মন্তব্য করার সুযোগও হয়ে উঠেনি। খুব ভালো লেগেছে, ভাইয়া।
ইশতি,
তুমি তোমার সাম্প্রতিক ব্যস্ততার মাঝেও যে সময় বের করে এইটা শুনেছ, শুধু তাই নয়, কমেন্টও করে গেলে---আমি সত্যিই আপ্লুত!
আশা করছি আমরা খুব শিগগীরই তোমার ব্যস্ততা সম্পর্কে ডিটেইলে জানতে পারব
পোস্টটা অনেক দেরীতে দেখলাম।
খুব সুন্দর হয়েছে অনিকেত'দা। মিষ্টি একটা রোমান্টিক গান হবে এটাতে, সময় নিয়ে একটা গান তোলার চেষ্টা করবেন এতে।
ধন্যবাদ মৃত্তিকা
তোমার লেখা কই???
- আপনার এই সিরিজের সবগুলা পোস্টই খুলে পড়া হয় আগ্রহ নিয়ে। কারণ একটাই, মিউজিক থাকে যে একটা করে। কিন্তু নিজস্ব নানা জটিলতায় সচলায়তনে আগের মতো সময়ক্ষেপণ করাটা হয়ে উঠছে না ইদানিং। পোস্ট পড়া হচ্ছে না, কমেন্ট করা হচ্ছে না, নিজের কোনো আইঝাব তো বেরই হচ্ছে না। এইসব সৃষ্টিহীন ডামাডোলের ফাঁকে পড়ে নতুন দিনের গানের ৬ নম্বর পর্বটা চোখের সামনে দিয়ে চলে গিয়েছিলো আব্দুল্লাহ উপন্যাসের পীরভক্ত সেই খাদেমের বেহেশতের চাবির মতো। আমি অবশ্য খাদেমের মতো ভুল করি নাই। খপ করে ধরে ফেলেছি সুযোগ বুঝে মূর্ছণাটাকে। শুনছি এই রাতের বেলায়ও। ইচ্ছে করছে এখনই নিজের কীবোর্ডে বসে যাই। কিন্তু আপনার কীবোর্ডের ধূলোর সমতুল্যও তো কিছু বের হবে না ওর থেকে। তারচেয়ে এক কাজ করবো নে অনিকেত'দা। আপনি কখনো এলে পরে আমার কীবোর্ডটা আপনাকে বাজাতে দিবো'খন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হা হা হা ---
পাগলা, কই থাকো তুমি?? এমন ডুব মারে নাকি লোক?
বাহ্! চমৎকার!
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
নতুন মন্তব্য করুন