এক প্রখরা রমনীর জন্মদিবসে শুভেচ্ছা-বার্তা(যথেষ্ট ভয় এবং তমিজের সাথে)

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: শনি, ২৪/১০/২০০৯ - ৮:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্নিগ্ধা'পু হলেন, ইংরাজীতে যাকে বলে, A misnomer!
বাংলায় বলতে গেলে, বলা যায় 'কানা ছেলের নাম পদ্মলোচন', এই বাগধারার চলিষ্ণু নারীরূপ! সেদিন মূলোদার লেখায় ফার্স্ট ইম্প্রেশানের কথা পড়ে প্রথমেই আমার যার কথা মনে হয়েছিল---তিনি আমাদের স্নিগ্ধা'পু। নাম শুনে যারাই তাঁকে 'স্নিগ্ধ কিছু একটা' ভেবে কথা বলতে গেছে---পরে তাদের অনেককেই প্রান হাতে করে পালাতে দেখেছি।

স্নিগ্ধা'পু তার নামের সম্পুর্ণ বিপরীতে দাঁড়িয়ে একজন 'প্রখরা' নারী।
দুর্জনেরা তাঁকে আড়ালে মুখরা নারীও বলেন। তাঁর দোষের কোন সীমা নেই। কোনটা ছেড়ে কোনটা বলি?

প্রথমেই বলতে হয় তাঁর মাতব্বরী বিষয়ে। 'গাঁয়ে মানেনা, আপনি মোড়ল' টাইপ লোক। এমনকি কখনো হয়েছে যে, আপনার সামনে হয়ত কোন নিরীহ লোককে ধরে ষণ্ডা-গুন্ডারা খানিক 'মালিশ' করে দিচ্ছে। আপনি অন্যান্য সুশীলদের মত ভাবছেন---চুপচাপ থাকি বাপ! কথা বলে নিজের প্রাণটা খোঁয়াই কেন? ঠিক তখুনি 'রসভঙ্গ' করে একজন লোক উঠে দাঁড়াবে। হাঁ হাঁ করে ছুটে যাবে তার চেয়ে তিনগুন বড় গুন্ডা গুলোর দিকে। খামকাই গোলমালের মাঝে নাকটা গলাবে, দূর্বল লোকটার পক্ষ নিয়ে এঁড়ে তর্ক করবে এবং ফলশ্রুতিতে ঐ লোকের সাথে মারও খাবে।
দেখেন নি এমন ঘটনা? আমি নিশ্চিত, আপনারা এমন অনেক দেখেছেন। আমাদের স্নিগ্ধা'পু হলেন ঐ রসভঙ্গ করা লোকটি!

আমি যতদিন ধরে সচলে আছি, স্নিগ্ধা'পু কে কম-বেশি ততটুকু সময় ধরেই চিনি। সব সময়ে দেখেছি---সচলে যখনই ঝামেলা লেগেছে, ক্যাচাল বেঁধেছে, আমরা যারা অনেকেই তারিয়ে তারিয়ে এইসব হাউ-কাউ উপভোগ করছি---তাদের সমস্ত মজা পন্ড করতে স্নিগ্ধা'পু এসে হাজির হয়েছেন। এসেই খুঁজে-পেতে বের করবেন এখানে কোন লোকটা আসলে দুর্বল, কাকে সবাই বাঁশ দিয়ে মজা লুটছি। তারপরেই শুরু করবেন আমাদের বাকী সকলকে একধার থেকে গালি-গালাজ!!
কোন মানে হয়?

আমাদের সবার মজা পন্ড করেই তিনি ক্ষান্ত নন।
তিনি আবার বিশ্রী রকমের ভাল লেখক। কী কী নিয়ে লিখেন তিনি?
ঠিক আপনি যা ভেবেছেন, তাই। নারীমুক্তির পক্ষে, সমাজের কুসংস্কারের বিরুদ্ধে, ধর্মের গোঁড়ামীর বিরুদ্ধে এবং এমনিসব আরো নানান 'বিরক্তিকর' বিষয়ে তাঁর আগ্রহ। ব্যাপারটা এইখানেই থেমে থাকলে ভাল ছিল। দেখা গেল তিনি আবার খুব গল্প-লেখক।অস্বস্তির সাথে স্বীকার করতে হচ্ছে---বেশ ভাল গল্প লিখিয়ে! তার একটা সিরিজ চলছিল বেশ আগে। গোয়েন্দা ঝিকিমিকি'র নানান এডভেঞ্চার নিয়ে লেখা সেই সিরিজ বিরাট জনপ্রিয় হয়। বলতে বেশ লজ্জা হচ্ছে, কিন্তু আমাকে স্বীকার করতেই হবে যে আমি গোয়েন্দা ঝিকিমিকির প্রেমে পড়ে গিয়েছিলাম। শুধু কি তাই? নানান সময়ে জিটকে নানান বকবকানির ফাঁকে ফাঁকে তাঁকে অনুরোধ করে গেছি---ঝিকিমিকির সাথে আমার একটা প্রেম ঘটিয়ে দেবার জন্য। কিন্তু সে কথা শুনলে তো? এই কিছুদিন আগেও যখন ঘ্যানঘ্যান করছিলাম এই নিয়ে, স্নিগ্ধা'পু বলেছেন ঝিকিমিকি নাকি কোথায় ছুটি কাটাতে গেছে। সে ফিরে আসলেই নাকি আমার কথাটা তার কানে তুলবেন। আমি খুব আশায় বুক বেঁধে আছি।

যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে স্নিগ্ধা'পু কে আমরা এখানে কী পরিমান অপছন্দ করি! তিনি একটা জিনিস খুব অপছন্দ করেন। সেটা হল তার জন্মদিন নিয়ে মাতামাতি। আমি যেহেতু তার অনেক যন্ত্রণা সয়েছি(এবং মনে হচ্ছে এই লেখার পরে সেটা আরো বাড়তে যাচ্ছে) তাই প্রতিশোধ নেবার একটা ইচ্ছা সব সময়েই মনের মাঝে ছিল।

আজ পেয়েছি সেই সুবর্ণ সুযোগ।

এই মাহেন্দ্রক্ষনে এই খবরটা রটিয়ে দিতে চাই
স্নিগ্ধা'পুর জন্মদিন আজ---কেককুক খেতে চাই!!!

শুভ জন্মদিন স্নিগ্ধা'পু!!

পুনশ্চঃ ইয়ে স্নিগ্ধা'পু বলছিলাম কি জানেন, এই লেখাটা কিন্তু আমার না, আরো একজনের লেখা, কাজেই আমারে মাইরেন না---


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

এইটা কি আপনি ভালো করলেন অনিকেত? এইটা তো আমার গোপন বাসনা ছিলো, বিশেষত যখন ফেসবুকে দেখলাম অতন্দ্র প্রহরীর শুভেচ্ছার উত্তরে তিনি জানালেন জন্মদিন নিয়ে মাতামাতি তাঁর পছন্দ না। আরো কারণ ছিলো লেখার, সাধারণত এই জাতীয় লেখা যাঁকে নিয়ে লেখা হয় তিনি খুব খুশি হন, মুখে যদিও হঁে হঁে টাইপ হাসি ঝুলিয়ে রাখেন। এক্ষেত্রে তার উল্টোটা হবে, ভদ্রমহিলা দাঁত কিড়মিড় করুন আর রাগে ফোঁস ফোঁস করুন, সামনে তো আর কিছু করতে পারবেন না। সেও এক বিশাল আনন্দের কারণ। সেজন্য কারুর জন্মদিনে পোস্ট না লিখলেও এইবার ইচ্ছা ছিলো লেখার। কিন্তু আপনি দিলেন সে আশায় জল ঢেলে!

যাক, তবে বলতেই হবে জলটা ভালো ঢেলেছেন। আপনার সাথে গলা মিলিয়ে জানিয়ে যাই শুভ জন্মদিন!!

নুরুজ্জামান মানিক এর ছবি

অনিকেতদা'র লেখায় আর মূলত পাঠকের মন্তব্যে উত্তম জাঝা!

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অনিকেত এর ছবি

হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সচলায়তনে ইদানিং লিখতে গেলে যে দুই জনের ভয়ে অস্থির হই তাঁদের একজনের আজ জন্মদিন জেনে ভালো লাগছে। শুভেচ্ছা রইলো।

নুরুজ্জামান মানিক এর ছবি

স্নিগ্ধা'র জন্মদিনে পারিজাত শুভেচ্ছা (যথেষ্ট ভয় এবং তমিজের সাথে)।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সাইফ তাহসিন এর ছবি

হো হো হো লেখাটা ব্যাপক মজারু হইসে, তবে বিকালে আমি আর অনিকেতদা কুবুদ্ধি আটছিলাম যে গিয়ে কেক কুক হাতে হাজির হলে কেমন হয়? অনিকেতদা বললেন, নিদেনপক্ষে পুলিশের হাতে পড়তে হবে, রাতটা জেলে কাটাতে হবে, তারপর যদি কেউ এসে ছাড়িয়ে নেন, নাহলে আরো কতদিন থাকা লাগবে, কে জানে। অথবা হয়ত রণমুর্তি ধারণ করে স্নিগ্ধাপু ঝাড়ু হাতে তাড়া করতে পারেন। অবশ্য সেটা খারাপ হত না, তারপর ইউটিউব করে সেটাকে সকলের কাছে পৌছে দেওয়া যেত, কিন্তু প্রথম পরিণতির ভয়ে সে প্ল্যান বাদ দিতে বাধ্য হলাম আমরা। আর অনিকেতদা লেখা দিয়েছেন বলে তার এই গোপন অভিসন্ধি ফাঁস করবার সুযোগ হল।

জন্মদিনের শুভেচ্ছা স্নিগ্ধাপু। আশা করি কেক খেতে আসলে পুলিশ ডাকবেন না দেঁতো হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

আলমগীর এর ছবি

শুভ জন্মদিন। স্নিগ্ধাদিরে ডরাই।

রণদীপম বসু এর ছবি

অনিকেত দা'র কথা যে একশ'তে একশ দশ ভাগ, তা আমি কেন, স্নিগ্ধাপু'কে যারা একবার চর্মচক্ষে দেখেছেন তাঁরা হাঁড়ে হাঁড়ে একমত এই কথাগুলোর সাথে।
সচলের কোথাও 'স্নিগ্ধা' নামটি জ্বলজ্বল করতে দেখলেই আমি ভাই আগেভাগেই সতর্ক হয়ে যাই, বুঝে যাই অন্তর্জালিক ইন্টারপোলের কড়া নজরদারিতে পড়ে গেছি। যত তাড়াতাড়ি পাত্তারি গুটানো যায় ততই মঙ্গল ! শুধু সচল নয়, আরো অনেক কমিউনিটি ব্লগও তাঁর নজরদারির বাইরে নয়। হা হা হা ! তারপরেও কিভাবে যেন আমার অন্যতম প্রিয় ব্লগার তিনি।

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইলো স্নিগ্ধাপু। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবসময়, সবাইকে নিয়ে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানভীর এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা! ভালো থাকুন।

আহির ভৈরব এর ছবি

আমি সচলায়তনে নতুন বলেই কি স্নিগ্ধাদির 'আসল' রূপ দেখিনি এখনো? আমার তো কই মোটেই ভয়ংকর মনে হয় না আপনাকে!

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি স্নিগ্ধাদি, নির্ভয়েই!
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

মামুন হক এর ছবি

আফারে আমি ডরাইনা, তবে বিয়াফক ভালা পাই। সেইটা উনি নিজেও জানেন।
তবে মনে হয় শ'দেড়-দুয়েক বছর আগে জন্মালে তিনি লক্ষীবাঈ হয়ে জন্মাতেন হাসি
মুখরা প্রিয়দর্শিনীর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

গতকাল থেকে তক্কে তক্কে ছিলাম এটা দেখার জন্য যে কোন কলিজাওয়ালা এই পোস্টখানা দেয়। যাক এক কলিজাওয়ালা সঙ্গীতজ্ঞ পোস্টটা দেয়ায় হাঁফ ছেড়ে বাঁচলাম। আরো এক কলিজাওয়ালা "মূলত অনেককিছু"ও পোস্ট দেবার খায়েশ জানিয়েছেন। মাভৈঃ বলে পোস্ট দিয়ে ফেলুন দাদা! বৎসরে এমন দিন একটাই আসে।

সচলের দিনগুলোতে দেখি ভালো-মন্দ নানা বিষয়েই মাঝে মাঝে জোর আলোচনা শুরু হয়। কিছু সচল আছেন তখন তাঁরা যা ঠিক, যা সচলায়তনের জন্য বা সচলদের জন্য ভালো-উচিত সে বিষয়ে জোর গলায় বলে যান, উপদেশ দেন। স্মার্ট লোকদের মত দূরে বসে চুপ করে থাকেন না, বা দুর্জনদের হাততালি দেবার সুযোগ করে দেন না। এই আনস্মার্ট মানুষগুলোই সচলকে ঠিক ট্র্যাকে রাখতে সাহায্য করেন। আমরা সবাই জানি, সচল স্নিগ্ধা আলী অমন একজন মানুষ।

শুভ জন্মদিন ঠাকমা! সুস্থ্য থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আরো অনেক অনেক বৎসর আমাদের হাড় জ্বালাতে থাকুন যেন আমরা মানুষ থাকতে পারি।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সুজন চৌধুরী এর ছবি

অনিকেত'দা লেখেন এতো ভালো যে চোখে দেখা যায়...অনেকটা এমন
Pose-sheet-02[1]

শুভ জন্মদিন! স্নিগ্ধাদি


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এই না হলে সুজন্তিস চৌধুরী!!! এক্কেবারে আলাদীনের জ্বীনের মত হইসে!! বিয়াফক মজা পাইলাম!



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নুরুজ্জামান মানিক এর ছবি

চলুক সুজন চৌধুরী

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অনিকেত এর ছবি

ওরে সুজন্দা----
বস, আপনি লাজবাব!!

গুরু গুরু

রণদীপম বসু এর ছবি

খাইছেরে !!!
সুজন্দার লাইগ্যা খুব চিন্তিত ও আশঙ্কিত আমি, এই বাঁশঝাড়ুটা যে কার মাথায় ভাঙে...!!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দময়ন্তী এর ছবি

য়্যাঁ! এ তো দেখি পদিপিসীর ছবি৷ দেঁতো হাসি
হো হো হো
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

মূলত পাঠক এর ছবি

হায় হায়, স্নিগ্ধস্বভাবের মহিলার দেখি ঠাকমা, নানি হয়েই হলো না, এই বার পিসি!

যাক, তবু সেই হিসেবে বয়সটা একটু কমলো। জন্মদিন যে পছন্দ করেন না তার আসল কারণটা তো আর আমাদের অজানা নয়। চোখ টিপি

সাফি এর ছবি

আহা বর্মীবাক্সখানার কথাতো ভুলেই গেছিলাম, কেন আবার মনে করালেন?

শাহেনশাহ সিমন এর ছবি

হো হো হো

_________________
ঝাউবনে লুকোনো যায় না

দৃশা এর ছবি

চোট-পাট করা পুলা দেখলে আমার মন চায় টুটি চাইপ্পা ধরি।
কিন্তু চোট-পাট করা মেয়ে দেখলে মন চায় কই ' আয় বইন বুখে আয়'।
এই স্নিগ্ধা নামক ভদ্রমহিলাকে আমার বিশেষ পছন্দ... বলা ভাল বে-শ-শ পছন্দ।
জন্মদিন জিনিসটা খুব ভালু... বয়ছ ভাড়ে... অভিজ্ঞতও ভাড়ে...
বার বার এই দিন ফিরা আসুক... তয় বেশীদিনের লাইগা না... আগামী ৫০ বছরের লাইগা বুকিং দিলাম।
শুভ জন্মদিন লেডি মাস্তান। জন্মদিনের উপহার হিসাবে দিলাম আপনারে 'পাংকু আবুল।'



Panku Abul - Momtaz
"আমি লাইলীর প্রেমে পাগল পাড়ার একটা পুলা
চিপা চাপা জিন্স প্যান্ট পড়া শার্টের বুতাম খোলা
রাহুল কাটিং ছুল ছাটিং কানের পরছে দুল
পাড়ার লুকে নাম রাখছে তার পাংকু আবুল
লা লা লা লা লা লা...... ভুলি গেছি।"

দৃশা

ইশতিয়াক রউফ এর ছবি

সিরাম গান! আরও কিছু দিয়েন এমন। "ফটকা গান"-এর একটা কালেকশন করবো ভাবছিলাম অনেক দিন ধরে। খাইছে

ভুল জায়গায় ক্লিক করায় জানা গেল, আপনার জন্মও তো স্নিগ্ধা আপুর সাথেই।

দু'জনকেই জন্মদিনের শুভেচ্ছা রইলো।

দৃশা এর ছবি

ফটকা গান !! আপনে এটারে ফটকা গান কইলেন !!

"বেনসনের প্যাকেটে আবুল রাখে আক্কিস বিড়ি
খাম্বার সাথে ধাক্কা খাইয়া ইংলিশে কয় স্যরি
বরিশালে বাড়ি কিন্তু কয় ঢাকাইয়া ভাষা
আমার পিছে ঘুইড়া বেড়ায় মনে বহুত আশা
রাস্তার মোড়ে আড্ডা মারে হাতে নিয়া ফুল
পাড়ার লোকে নাম রাখছে তার পাংকু আবুল"

এই সত্যবচন গানরে কন আপনে ফটকা গান? আপনার কইলজায় কি পশম গজাইছে? মমতাজ কিন্তু এক্ষণ কইলাম মহিলা সাংসদ... তার গানরে ফটকা গান কইছেন শুনলে কইলাম রাইজ্ঞা যাইয়া চেইত্তা যাইব আর মানহানির কেইস ঠুকব। সাধু সাবধান! পরে কইয়েন না সাবধান করি নাই।

আর আপনে ভুল কইছেন। আমি, ঝরাপাতা হইলাম জমজ ভাই বোন আর কবি শামসুর রহমান হইল আমগো দোস্ত। আমরা একই দিনে জন্মাইছি ত...থাই। আজকে হুদাই খান্ডারনি স্নিগ্ধা'পুর (এটা আমি কই নাই, লীলেন ভাই কইছে) জর্মদিন এক ভ্রান্ত ধামরা।

দৃশা

জুয়েইরিযাহ মউ এর ছবি

পোস্টের জন্য অনিকেত'দাকে চলুক
যাদুর ঝাড়ুওয়ালার জন্য সুজন চৌধুরীকেও একখান চলুক
আর জন্মতিথির শুভলগ্নে স্নিগ্ধা'পুকে অনেক অনেক শুভেচ্ছা,
ভালো থাকুন, প্রতিদিন....... প্রতিক্ষণ...... হাসি

--------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

অনিকেত এর ছবি

ধন্যবাদ মউ--
ভালো থাকবেন

সবজান্তা এর ছবি

ওহ - স্নিগ্ধা আপু ? হে-হ! আমি তারে ডরাই না... দেঁতো হাসি

বাই দ্য ওয়ে, শুভ জন্মদিন। প্রকৃত বয়সটা আমি জানতাম, সেটা না হয় চেপেই গেলাম চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

মৃত্তিকা এর ছবি

খুব সুন্দর পোস্ট অনিকেত'দা।

শুভ জন্মদিন স্নিগ্ধা'পু!!
আমি, বিভিন্ন পোস্টে আপনার লেখা মন্তব্য পড়ে পড়ে আপনি মানুষটার ফ্যান হয়ে আছি। হয়তো আপনি মানুষটা সামনাসামনি আরও চমৎকার!
ভালো থাকুন, ভালো কাটুক আপনার বিশেষ দিন হাসি

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু মৃত্তিকা
ভাল থাকো সব সময়---

উজানগাঁ এর ছবি

শুভ জন্মদিন আপুনি। হাসি

সুমন চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন!



অজ্ঞাতবাস

যুধিষ্ঠির এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা! জীবন আনন্দময় হোক।

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন স্নিগ্ধাপা।

দুষ্ট বালিকা এর ছবি

শুভ জন্মদিন স্নিগ্ধাপু!

মারহাবা অনিদা, পুস্ট মচৎকার হইয়াছে!

সুজন্দা সেরাম হইসে ছবিখান!

আর পাংকু আবুল? হায় হাসান! হায় হোসেন!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু বালিকা
ভাল থাকিস, সব সময়

হিমু এর ছবি

পুরাই প্রখরা রমণী BOSSীকরণ।

স্নিগ্ধাপাকে জন্মদিনে শুক্না কাঁথার শুভেচ্ছা।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অনিন্দিতা চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন।
অনেক অনেক শুভেচ্ছা।

স্পর্শ এর ছবি

স্নিগ্ধাপু আপনার জন্য একরাশ ভালোবাসা। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

জি.এম.তানিম এর ছবি

অসংখ্য শুভ কামনা... ভালো থাকুন সবসময়... হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

শশাঙ্ক বরণ রায় এর ছবি

জন্মদিনে শুভকামনা...!

সবুজ বাঘ এর ছবি

শুভ জর্মদিন।

সাইফুল আকবর খান এর ছবি

শুভ জন্মদিন স্নিগ্ধা'পু।
অনেক অনেক অভিবাদন, অভিনন্দন আর শুভকামনা।

অনিকেতদা'কে এই যথারৈতিক সুন্দর পোস্টটার জন্য চলুক

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু বস

দময়ন্তী এর ছবি

আরে আমি ঝগরুটে, মারকুটে মহিলাদের খুব ভালোবাসি৷ তাই একটুও ভয় না পেয়ে, আহ্লাদে গদগদ হয়ে স্নিগ্ধা(ঠাম্মা)কে এক আকাশভরা জন্মদিনের শুভেচ্ছা দিলাম৷ সাথে দিলাম একবাটি হেমকণা পায়েস৷ আরও ৬০ কিম্বা ৭০ বছরধরে আপনার জীবনে ঘুরে ঘুরে আসুক এই দিনটা৷

আর অনিকেত যে এমন মজা করে লিখতে পারেন, তা তো জানতামই না৷ আমার তো ধারণা ছিল আপনি কেবলমাত্র একটা বিষাদবৃক্ষের মালিক৷ তারই পাতা ছিঁড়ে ছিঁড়ে ঘর ভর্তি করে রাখেন৷ হাসি
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অনিকেত এর ছবি

@ দমু দি'

হা হা হা ---এইটা ভাল বলেছেন!!

অতিথি লেখক এর ছবি

ভয়ে ভয়েই স্নিগ্ধা'পুরে জন্মদিনের শুভেচ্ছা জানাইলাম।আর অনিকেত ভাই আপনার লেখাটাও ব্যাপক হইছে।

মহসীন রেজা

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু রেজা ভাই

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন স্নিগ্ধাপু হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সুহান রিজওয়ান এর ছবি

উনারে আমি দেখতে পারি না... উনি কেবল উপদেশ দেন... উনি কেবল ছোট বইলা আমার উপর চোটপাট করেন... এই গুলান ধর্মে সইবে না...

শুভ জন্মদিন !!!

(আপনারে আসলে লোকজন একদম দেখতে পারে না- দেখলেন না, পোস্ট দিয়েই ছাড়লো... )

-------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক

অতিথি লেখক এর ছবি

স্নিগ্ধা'পুকে শুভেচ্ছা।

লেখাটায় মজা পাইছি ।
সুজন'দার ছবি সেরম।

স্বপ্নদ্রোহ

ফারুক হাসান এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা!

শাহেনশাহ সিমন এর ছবি

শুভ জন্মদিন স্নিগ্ধাদি

_________________
ঝাউবনে লুকোনো যায় না

Rifat sanjida এর ছবি

শুভ জন্মদিন আপ্পি....

স্নিগ্ধা এর ছবি

আচ্ছা, ই কী? এর মানে ক্কী??? আমি যে আমার আসল খাইসলত চেপে রেখে, নামের মাহাত্ম্য বজায় রেখে, অত্যন্ত বিনয়ের সাথে তদুপরি মিষ্টি করে ঝগড়া করি - তারপরও আমার এই ইমেজ??!! ওঁয়া ওঁয়া

আর সুজঞ্চৌ -জাস্ট একটা নিরীহ কৌতূহল - আপনি যেন ক্যানাডার কোথায় থাকেন???

ঠিকাসে, যান - একটা কথা স্বীকারই করে ফেলি - ইয়ে, কেন জানি সব্বাইকে ক্ষ্যামাঘেন্না করে দিয়ে ধন্যবাদ টাদ দেয়ার একটা প্রবল ইচ্ছা হচ্ছে, হয়তো সে নেহায়েত আমি মানুষটা অসম্ভব স্নিগ্ধ বলেই!!

অনিকেত, এবং বাকি সব ব্রেনওয়াশড শুভেচ্ছাদায়ী বন্ধুদের বলি -

ধন্যবাদ, অনেক, আসলেই হাসি

মাহবুব লীলেন এর ছবি

স্নিগ্ধালিরে কেউ ধোলাই দিলে আমি তারে বরাবরই পুরস্কার দেই
তয় রমণী শব্দটা বোধহয় এইযুগে আর লেখা ঠিক না অনিকেত স্যার
কারণ শব্দটা অনেক বেশি অপমানবাহী

ইট্টু বদলান যায় শব্দটা?

০২

শুভ জন্মদিন খান্ডারনি
হুইলচেয়ার ভ্রমণের যুগ পর্যন্ত বাঁইচা থাকেন আমাদের জ্বলানের লাইগা

আহমেদুর রশীদ এর ছবি

শুভ জন্মদিন

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

গৌতম এর ছবি

শুভ জন্মদিন স্নিগ্ধাপু। ভালো থাকবেন।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

খেকশিয়াল এর ছবি

স্নিগ্ধাদিরে ব্যাপক ভাল পাই, জর্মদিনে অনেক শুভেচ্ছা।

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

যূথচারী এর ছবি

শুভ জন্মদিন।

অনেকেই জানেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ছেলেমেয়েদের আলাদা একটা চরিত্র আছে; সবার কথা বলছি না, আমরা যারা ব্লগট্লগ লিখি, আড্ডা-আলোচনায় বসি, অচেনা হলেও কিভাবে কিভাবে যেন জানবিবি-র চরিত্র প্রকাশ পেয়ে যায় এবং একটা ঐক্য অনুভব করি। কেউ ভাল কিছু করলেই বা ভালো লিখলেই মনে হয়, এই লোক জাহাঙ্গীরনগরের না? তবে শুধু ভাল করলেই হবে না, এর সাথে একটু সবুজ-প্রীতি, একটু নারীবাদী, পড়ুয়া, কিছুটা আন্দোলনকারী এই ধরনের বেশ কিছু বিষয় থাকতে হবে। এবং লোকজন-ও ব্যাপারটা আজকাল বুঝতে শুরু করেছে। এবং তাই অনেক অফিসেই/সঙ্ঘে চারপাচঁজন "জাহাঙ্গীরনগর" অভিধা পেয়ে যান (তাদের সবাই যে জানবিবি-র শিক্ষার্থী, তা না)। আপনাকে আমাদের কাছে প্রায়ই জানবিবি-র মনে হয়। মানে আপনি ভালো লেখেন, ভালো পড়েন, সবুজপ্রীতি আছে, নারীবাদী, প্রতিবাদী ইত্যাদি ইত্যাদি।


চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...


চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...

পলাশ দত্ত এর ছবি

শুভ জন্মদিন।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

বিপ্রতীপ এর ছবি

জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি খাইছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

তুলিরেখা এর ছবি

শুভ জন্মদিন স্নিগ্ধা।
এই লন ধানী মরিচ, পেঁয়াজকুচি আর চানাচুর মাখা এক বাটি ঝালমুড়ি আর এক কাপ চা। খান। দেঁতো হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

রানা মেহের এর ছবি

জন্মদিনে স্নিগ্ধাআপুর প্রিয় লেখক দলছুটের
নতুন লেখা চাই দেঁতো হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

মূলত পাঠক এর ছবি

আপনার তো দেখি প্রাণে ভয়ডর নাই!

ভ্রম এর ছবি

শুভ জন্মদিন! হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এরকম ঝাল শুভেচ্ছা উনি আগে কখনো পেয়েছেন বলে মনে হয়না। হাসি

ভূঁতের বাচ্চা এর ছবি

জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা জানাই স্নিগ্ধাপু। দিনটা অনেক ভাল কাটুক প্রিয়জনদের সাথে সেই কামনাই করছি। শুভকামনা রইল সবসময়ের জন্য।
--------------------------------------------------------

--------------------------------------------------------

পুতুল এর ছবি

শুভ জন্মদিন।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

কল্পনা আক্তার এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপু হাসি
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

চশমাওয়ালি [অতিথি] এর ছবি

ইস শুভেচ্ছা জানাতে এত দেরী করে ফেললাম!

ওরে বাপরে স্নিগ্ধা আপু কি এরকম রাগি নাকি? কই আমার তো সেরকম মনে হয় নাই।
আমি আবার ওনাকে অনেক ভাল পাই কিনা।

আপু আপনার জন্য অনেক অনেক ভালবাসা। সবসময় ভাল থাকবেন।

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন!
..................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

সাফি এর ছবি

শুভ জন্মদিন। আপনাকেতো দিদি আগে নামের মতনই ভাবতাম, সবাই তবে এত ভয় কেন দেখাচ্ছে?

স্নিগ্ধা এর ছবি

এই যে লোকজন, কান খুলে একটা কথা শুনেন - লাগাতার এইরকম "ঝাল শুভেচ্ছা" ( প্রঃপ্রেঃ মন্তব্য দ্রষ্টব্য মন খারাপ ) পাওয়ার পরেও যে খুশিতে দাঁত বের করে সব্বাইকে ভালু পায়, ধন্যবাদ দ্যায় - সে স্নিগ্ধ না তো কী??!!

নাহ্, লোকজনের আক্কেল দেখে ......

তবে, যারা এধরনের রটনায় সন্দেহ প্রকাশ কচ্ছেন তাদেরকে বিশেষ করে হ্নদয়ের অন্তঃস্থল থেকে জানাই সুপার ডিলাক্স উত্তম জাঝা! !

সবাইকে অনেক, অনে এ এ এ এ ক ধন্যবাদ হাসি

রিয়াজ উদ্দীন এর ছবি

শুভেচ্ছা, শ্রদ্ধা এবং শুভকামনা
প্রখরতা (!?)
জারি থাকুক আরো অনেক বছর।

বর্ষা এর ছবি

দেরীতে হলেও জন্মদিনের শুভেচ্ছা। ওনার মন্তব্যগুলো যেকোনো নতুন লেখকদের জন্য পাথেয়।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।