বন্ধু

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: বিষ্যুদ, ০৫/১১/২০০৯ - ৩:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কিছু মানুষ কখনো কারো বন্ধু হবে না
কিছু কিছু মানুষ কখনো বন্ধু খুঁজে পাবে না ---মানুষের মাঝে
কারো কারো প্রিয়তম বন্ধু হবে কাশফুল,নদী
কেউ শুধু মেঘকে ভালবেসেই জীবন কাটাবে শেষাবধি।

কিছু মানুষ কখনো প্রেমিকা পাবে না
কিছু কিছু লোক শহরের বুকে একা হাঁটবে সারা রাত
কারো হয়ত সঙ্গী হবে বাউল বাতাস
আর কেউ চোখের মাঝে ডুবিয়ে দেবে সারাটা আকাশ।

আমাদের মাঝে কেউ কেউ কখনোই সুখী হবে না
কেউ হয়ত অভ্যস্ততায় আপন করে নেবে একঘেয়ে দিন
কিন্তু কেউ কেউ ঠিকই চন্দ্রনাথ পাহাড়ে যাবে পূর্ণিমা রাতে
অপার জোছনা পান করে যাবে মাদলের সাথে।

আমাদের মাঝে কেউ কেউ মানুষ না হয়ে পাহাড় হবে
কেউ হবে গ্রামের মেঠো পথ, দুপুরের রোদ, টিনের চালে বৃষ্টি
কেউ হবে মেঘের স্বনন,কল্কাপেড়ে শাড়ি, রাত কোজাগরী

এসব কিছুই হবার সাধ নেই আমার
আমার কেবল একটি চাওয়া বারোমাস---
তোমার যেকোন সুশীল দিনে আমি হতে চাই অশীল বাতাস।।


মন্তব্য

রাজিব মোস্তাফিজ এর ছবি

এসব কিছুই হবার সাধ নেই আমার
আমার কেবল একটি চাওয়া বারোমাস---
তোমার যেকোন সুশীল দিনে আমি হব অশীল বাতাস।।

দুর্দান্ত লাগল কবিতাটা । ধন্যবাদ এমন একটা কবিতার জন্য।

রাজিব মোস্তাফিজ

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ, রাজীব
ভাল থাকবেন, সব সময়

নাজমুস সামস এর ছবি

আমাদের মাঝে কেউ কেউ মানুষ না হয়ে পাহাড় হবে
কেউ হবে গ্রামের মেঠো পথ, দুপুরের রোদ, টিনের চালে বৃষ্টি
কেউ হবে মেঘের স্বনন,কল্কাপেড়ে শাড়ি, রাত কোজাগরী
লাইনগুলো দারুন।

অনিকেত এর ছবি

আপনার ভাল লেগেছে বলে আমারো খুব ভাল লাগল---
ভাল থাকবেন, সব সময়

মামুন হক এর ছবি

উরে খাইসে! অনি ভাইয়া কোবতে লেখা শুরু করছে...কবিরা সাবধান!!

অনিকেত এর ছবি

হে হে হে --
গরীব বইলা কি এট্টু সাধ-আহলাদও থাকতে নাই নাকি আমার??
কোবতে খালি কবিরা লিখবে ???
অ-কবিরা লিখলে কি 'কবিরা' গুনাহ হয় নাকি??

রেশনুভা এর ছবি

তোমার যেকোন সুশীল দিনে আমি হতে চাই অশীল বাতাস।।

এইসব লাইন কেমনে লিখেন? অসাধারণ।

অনিকেত এর ছবি

হা হা হা, থ্যাঙ্কু রেশনুভা
ভাল থেকো, সব সময়

আলমগীর এর ছবি

ভাল হইছে কিন্তু।

কোজাগারী, অশীল মানে কী?
দ্বিতীয় প্যারায়,
'কিছু মানুষ কখনও প্রেমিকা পাবে না', এটাকে একটু পাল্টে দেয়া যায়?
'কিছু প্রেমিক/পুরুষ কখনও প্রেমিকা পাবে না'।

(কবিদের লিংগবৈষম্য খুব খেয়াল করতে হয় চোখ টিপি )
আর খেয়াল করতে হয় পূর্ণিমা বানানটা।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সারছে, এখান থেকে পালাই।

অনিকেত এর ছবি

@পিপি দা
জলদি পালান মিয়া---নাইলে সেকেন্ড কবিতা নামায়া দিমু কইলাম--!!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঠিক ধরছেন। এক ফিজিসিস্ট লিখছে কবিতা, তার উপর আরেক কম্পুবিদ করতেছে সমালোচনা: কবিদের ভাত বুঝি গেল দেঁতো হাসি

যুধিষ্ঠির এর ছবি

পিপি'র এই মন্তব্যে লাইক মার্লাম।

অনিকেত এর ছবি

@ পিপি দা'

হা হা হা ---

পদার্থবিদ কোবতে লিখে
কম্পুবিদে ভুল ধরে
কবিরা তাহলে পালায় কোথা
পিপি দা ভুগছে সেই জ্বরে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

লাইক মার্লাম হাসি

অনিকেত এর ছবি

@আলমগীর

থ্যাঙ্কু বস।

কোজাগরী রাত মানে পূর্ণিমার রাত---আশ্বিন মাসের পূর্ণিমার রাত।
'কে জাগরি?' বা 'কে জেগে আছ?' শব্দটা থেকে নাকি কোজাগরী এসেছে।

আর অশীল মানে অশিষ্ট।

আর পূর্ণিমা বানান ঠিক করে দিয়েছি বস।

আবারো ধন্যবাদ!

স্নিগ্ধা এর ছবি

হায় হায়!

অনিকেত এর ছবি

বাকি লাইনগুলো না বললে কেম্নে কী?

"হায় হায় হায়
এই কলিজায়
কে ধরালো ঘুন
কে দিল আগুন
তারে ধরতে পারলে----"

অপেক্ষাকৃত নবীনদের জন্য টীকাঃ এইটি রুনা লায়লা'র গাওয়া এক 'ঝাকানাকা' টাইপের গান---

রূপকথা এর ছবি

কিছু মানুষ কখনো প্রেমিকা পাবে না
কিছু কিছু লোক শহরের বুকে একা হাঁটবে সারা রাত
কারো হয়ত সঙ্গী হবে বাউল বাতাস
আর কেউ চোখের মাঝে ডুবিয়ে দেবে সারাটা আকাশ।

সুন্দর, অনেক সুন্দর।

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ, রূপকথা
ভাল থাকবেন, সব সময়

অনার্য সঙ্গীত এর ছবি

ভালেঅ লাগলো অনিকেত দা
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনিকেত এর ছবি

ধন্যবাদ সঙ্গীত!

অতন্দ্র প্রহরী এর ছবি

প্রথম লাইনটা পড়েই ধাক্কামতো খেলাম। মনে হলো যেন নিজের কথা পড়ছি।

সময় করে এতে সুর বসানোর চেষ্টা করবেন কি? গান হিসাবে বেশ ভালো হবে মনে হচ্ছে।

লিখুন আরও। ভালো থাকুন।

অনিকেত এর ছবি

প্রহরী......!!!!!!!!!!!!!!!
কোথায় থাকো তুমি--একেবারে উধাও হলে যে!
প্রহরী ছাড়া আমাদের সবার সীমান্ত বড় অরক্ষিত যে---

অনেক ধন্যবাদ বস, মন্তব্যের জন্য।
ভাল থাকো,
আমাদের মাঝেই থাকো----

দময়ন্তী এর ছবি

সুন্দর লাগল৷
কিন্তু ইয়ে, মানে বলছিলাম কি, সুশীল-এর বিপরীতার্থবোধক শব্দ তো দু:শীল৷ 'অশিল' বলে কোন শব্দ হয় কি? নাকি কবিতার স্বার্থে বানালেন?
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু দমু দি'

'অশীল' শব্দটা কিন্তু অভিধানে আছে----মানে অশিষ্ট, দুষ্ট। দুঃশীলের রূপভেদ।

দময়ন্তী এর ছবি

ও তাই? বা: একটা নতুন শব্দ শিখলাম৷
থ্যাঙ্কু৷ হাসি
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

_প্রজাপতি এর ছবি

কিছু মানুষ কখনো কারো বন্ধু হবে না
কিছু কিছু মানুষ কখনো বন্ধু খুঁজে পাবে না ---মানুষের মাঝে
কারো কারো প্রিয়তম বন্ধু হবে কাশফুল,নদী
কেউ শুধু মেঘকে ভালবেসেই জীবন কাটাবে শেষাবধি।

এই লাইনগুলো ভীষন ছুয়ে গেল। কবিতা দেখে প্রথমে একটু ভয়ই পেয়ে গেছিলুম , কিন্তু পড়ার পর মুগ্ধ হয়ে গেলুম।

---------------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

অনিকেত এর ছবি

তাই নাকি? তোমার মন্তব্যও খুব ভালো পেলুম

যুধিষ্ঠির এর ছবি

আমি নিতান্তই কাব্যকানা মানুষ, তাই সাধারণতঃ কবিতা থেকে দূরে থাকি। এ কবিতাটা ভালো লাগলো।

অনিকেত এর ছবি

ধন্যবাদ যুধিষ্ঠির দা!

মূলত পাঠক এর ছবি

খুব ভালো লাগলো অনিকেত। কবিতার যে কমন ভাষায় আমরা অভ্যস্ত (যদিও সে ভাষা একরকমেরই শুধু নয়) তার চেয়ে এটা আলাদা, ওজনদার শব্দ বা জোড়াশব্দ দিয়ে সিরিয়াস বানানোর চেষ্টা নেই, তাও কী চমৎকার, এই ব্যাপারটা "অমলকান্তি"র মতো লাগলো। সমাপ্তিটাও (সুশীল অশীল নিয়ে) কবিতার পরিচিত নির্লিপ্তিময় নয়, বরং খোলাখুলি বলে দেওয়া কী বলতে চান। সে কারণেই এর গান হবার সম্ভাবনা রয়েছে। মান্না দে-র 'চাইনা বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর'-এর মতো গান হতে পারে, জঁর হিসেবে।

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু মূলো দা'
আপনি একটা সুর দিন না---

মূলত পাঠক এর ছবি

আমাকে সুর দিতে বললেন? ঠিক শুনলাম? তাও আপনি? কী সর্বনাশ।

নাঃ, কবিদের যে মাথা খারাপ হয় সেটা ঠিকই শুনেছিলাম।

মজনুভাই [অতিথি] এর ছবি

আগে স্বাভাবিক হই-তার পর কিছু বলবো।

অনিকেত এর ছবি

হাসি

সাইফ তাহসিন এর ছবি

ছন্দ ভালো লাগল।

আমিতো কবিতা বুঝি না, আমার দৌড় ২-৪ লাইন ছড়া পর্যন্ত, তাই কিসুই কইতে পারলামনা, এজন্যে আজাইরা প্যাচাল পাড়তেছি। কবিতা লেখতেছেন, ঘটনা কি? আপনার ঋণ খেলাপি খাতায় কতগুলা লেখা জমা হয়ে আছে, সেগুলা শেষ করবেন না?

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অনিকেত এর ছবি

হা হা হা ----
আমি জানি কবিতা দেখলে তোমার গা কাঁপিয়ে জ্বর আসে
তারপরেও কষ্ট করে যে পড়েছ---তাতেই আমি আপ্লুত।
আর খেলাপী লেখার কথা বলছ?? এখন বুঝি ঋণ খেলাপীরা কেন ঋণ শোধ করে না----

মাশীদ এর ছবি

এসব কিছুই হবার সাধ নেই আমার
আমার কেবল একটি চাওয়া বারোমাস---
তোমার যেকোন সুশীল দিনে আমি হতে চাই অশীল বাতাস।।

দুর্দান্ত!
ভাল লাগল খুব। হাসি
অনেক নতুন শব্দও শিখলাম। ভাল কথা, 'স্বনন' মানে কি?


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ মাশীদ।

স্বনন মানে যতদূর জানি শব্দ......

অতিথি লেখক এর ছবি

কাব্যদেবী সচলের প্রথম পাতায় বেশ ভর করেছেন বোঝা যাচ্ছে।

ভালো লাগলো কবিতা।

শুভাশীষ দাশ

অনিকেত এর ছবি

ধন্যবাদ শুভাশীষ দা
ভাল থাকবেন

জাহিদ হোসেন এর ছবি

অনেকদিন আসা হয়নি এখানে। আজ এসে এই লেখাটি চোখে পড়লো। পড়ার পর লেখাটি একদম হৃদয়ে গেঁথে গেল। ভীষণ চমৎকার লেখা। এ জাতীয় লেখা পড়লে আর কোনকিছু করতে ইচ্ছে করেনা। সেইসব মানুষদের জন্য বড্ড মন খারাপ করে, কেননা আমরা সবাই কোন কোন সময়ে এইরকম একজন মানুষ হয়ে যাই।
ভাল থাকুন।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

সাইফ তাহসিন এর ছবি

আবার ডুব দেবার আগে কিছু রেখে যেয়েন আমাদের মত ভুখা নাঙ্গা পাঠকদের জন্যে দেঁতো হাসি খাইছে

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সাইফ তাহসিন এর ছবি

"খাইসে আমারে" এক মন্তব্য ২ বার আইসা পড়সে। তাই ১ টারে পাল্টায় দিলাম।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অনিকেত এর ছবি

সেইসব মানুষদের জন্য বড্ড মন খারাপ করে, কেননা আমরা সবাই কোন কোন সময়ে এইরকম একজন মানুষ হয়ে যাই।

---বড় সত্যি কথা।

আপনার কমেন্ট পেয়ে বড় ভাল লাগল জাহিদ ভাই।
এমন করে করে ডুব মারেন কেন?? আপনাকে আমরা বড্ড মিস করি...
ভাল থাকবেন, সব সময়ে

রানা মেহের এর ছবি

বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাদা
মাছরাঙা পাবে অন্বেষনের মাছ,
কালো রাতগুলো বৃষ্টিতে হবে শাদা
ঘন জঙ্গলে ময়ুর দেখাবে নাচ

প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না..
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অনিকেত এর ছবি

আহা, আমার বড় প্রিয় কবির প্রিয় কবিতা !!
অনেক ধন্যবাদ শহিদ কাদরীর এই লাইনগুলো তুলে আনার জন্যে----

মঙ্গল হোক---

মূলত পাঠক এর ছবি

কেউ এই অসাধারণ কবিতাটা পোস্ট করলে বা আমাকে পাঠালে বাধিত হবো। এই ক'টা লাইন পড়েই গায়ে কাঁটা দেয়!

অতিথি লেখক এর ছবি

সামোতে পেলাম।

সঙ্গতি
শহীদ কাদরী

বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাদা
মাছরাঙা পাবে অন্বেষণের মাছ,
কালো রাতগুলো বৃষ্টিতে হবে শাদা
ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ

প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না...

একাকী পথিক ফিরে যাবে তার ঘরে
শূন্য হাঁড়ির গহ্বরে অবিরত
শাদা ভাত ঠিক উঠবেই ফুটে তারাপুঞ্জের মতো,
পুরোনো গানের বিস্মৃত-কথা ফিরবে তোমার স্বরে

প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না...

ব্যারাকে-ব্যারাকে থামবে কুচকাওয়াজ
ক্ষুধার্ত বাঘ পেয়ে যাবে নীলগাই,
গ্রামান্তরের বাতাস আনবে স্বাদু আওয়াজ
মেয়েলি গানের- তোমরা দু'জন একঘরে পাবে ঠাঁই

প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না...

মূপা

পড়ে নেন।

শুভাশীষ দাশ

মূলত পাঠক এর ছবি

অনেক ধন্যবাদ, শুদা হাসি

একটা কথা, এই লাইনটা, "গ্রামান্তরের বাতাস আনবে স্বাদু আওয়াজ", এখানে কি টাইপ করার সময় কিছু মিস হয়েছে বা অতিরিক্ত জুড়ে গেছে? পুরো কবিতায় ছন্দ আছে, এই লাইনে ছন্দপতন হয়েছে মনে হলো।

অতিথি লেখক এর ছবি

মূলত পাঠক,

সামোতে দেখতে পারেন। মূল কবিতাটা আমার কাছে নাই।

ভাল থাকেন।

শুভাশীষ দাশ

সুহান রিজওয়ান এর ছবি

প্রথম প্যারা ভালো লাগসে...

______________________________________________________

মধ্যরাতের কী-বোর্ড চালক

অনিকেত এর ছবি

ধন্যবাদ সুহান।

ধুসর গোধূলি এর ছবি
অনিকেত এর ছবি

হা হা হা ---
এইসব ফাঁকিবাজী চলবে না----কমেন্ট শুনতে চাইইইই----

অতিথি লেখক এর ছবি

কবিতাটা মারাত্বক হইছে অনিকেত ভাই। কথাগুলো সারাক্ষন কানে বাজতাছে।
/
ভণ্ড_মানব

অনিকেত এর ছবি

ধন্যবাদ মানব ভাই
ভাল থাকবেন...

সাফি এর ছবি

ধারুন! ধারালো ্ দারুন

অনিকেত এর ছবি

হা হা হা ---অনেক ধন্যবাদ সাফি--

ভাল থাকবেন, সব সময়

উজানগাঁ এর ছবি

কবিতাটা সুন্দর। শ্রুতিমধুর।

অনিকেত এর ছবি

ধন্যবাদ উজানগাঁ----

শাহান এর ছবি

অন্য কিছু লেখেন তারেক ভাই, যাতে দাঁত বসাইতে পারি মন খারাপ ...

দুষ্ট বালিকা এর ছবি

আইতাসি আর যাইতাসি, কমেন্টানো হইতাসেনা... অনেক কিছু বলার আছিলো, কী আর করা, এক কথায় কই, 'মারাত্মক পার হইয়া দুইশ গজ সামনে গেসে ভাইজান!'

----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনিকেত এর ছবি

হা হা হা ----ধন্যবাদ, বালিকা
ভাল থাকিস--সব সময়

মৃত্তিকা এর ছবি

দারুন ভালো লাগলো কবিতা!!

"আমার কেবল একটি চাওয়া বারোমাস---
তোমার যেকোন সুশীল দিনে আমি হতে চাই অশীল বাতাস।।"
--দারুন!!

অনিকেত এর ছবি

ধন্যবাদ মৃত্তিকা
ভাল থেকো, সব সময়

হিমু এর ছবি

ঘটক পশু ভাইয়ের সাথে যোগাযোগ করুন চোখ টিপি । জল্দি জল্দি।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অনিকেত এর ছবি

হা হা হা ----
শুনলাম তোমার কাছে তার নাম্বার আছে---জলদি দাও মিয়া---

হিমু এর ছবি

ফেসবুকে অ্যাডান পশুদাকে। আর আপনার তো মিয়া ফেসবুকের দোকানে শাটার নামানো।

"হবে না" গুলিকে আজই পশুদার মাজারে ম্যানিকিউর করিয়ে, বদখদ "না"গুলি ছাঁটিয়ে "হবে" করে আনুন। পাত্রী রেডি। শুধু লম্বা করে কয়েকবার কবুলমন্ত্র জপলেই সব হবে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

বিপ্রতীপ এর ছবি

দূর্দান্ত!
কবিতাটি ভয়ানক ভালো লেগে গেলো...তাই প্রিয় পোস্টের তালিকায় তুলে রাখলাম অনিকেতদা...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

অনিকেত এর ছবি

ভীষন সম্মানিত বোধ করছি, বিপ্রতীপ----
ভাল থাকো---সকল সময়!

মণিকা রশিদ এর ছবি

অনিকেত দা, কবিতাটির কয়েকটি প্যারা বেছে খুব মন ছুঁয়ে যাওয়া একটি গান হতে পারে। অনেকবার পড়ে মনে হলো, দেশ অথবা, পুরিয়াধানেশ্রী বা শিবরঞ্জনীর মেজাজের সাথে কথাগুলো ভালো যাবে, তিনটির খুব ভালো মিশ্রণেও হালকা রাগাশ্রিত একটি গান হতে পারে। বাকীটা তো আপনার ইচ্ছা!
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ মণিকা।
আপনি সুর করে ফেলুন না---করে আমার এইদিকে পাঠিয়ে দিন...আমি তারপর একটা ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করে ফেলি---

কি রাজী?

মণিকা রশিদ এর ছবি

হু। মাথার মধ্যে কথাগুলি ঘুরপাক খাচ্ছে। সুর চলে আসতেই পারে। এলে অবশ্যই রেকর্ড করে পাঠিয়ে দেব আপনার কাছে।
_______________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

আমি অতিথি মানুষ, জানি না মন্তব্য যাবে কখন। ভাল লেগেছে কবিতাটা।

অনিকেত এর ছবি

ধন্যবাদ অতিথি। আপনার নামটা তো জানালেন না......

তানবীরা এর ছবি

কারো কারো প্রিয়তম বন্ধু হবে কাশফুল,নদী
কেউ শুধু মেঘকে ভালবেসেই জীবন কাটাবে শেষাবধি।

প্রত্যেক লাইন কোট করার মতো। আপনি আসলে বস মানুষ। যা লিখেন তাই বস।

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অনিকেত এর ছবি

হা হা হা ---থ্যাঙ্কু তানবীরা।
ভাল থাকবেন, সব সময়।

আপনার নতুন লেখার অপেক্ষায় আছি...মেঘলা মা'মনির গল্প অনেক দিন শোনা হয় না...

ফকির লালন এর ছবি

ভালো লাগলো। কত কম চাওয়া, তাও কতো অপূর্ণ থাকে, তাইনা?

অনিকেত এর ছবি

ধন্যবাদ লালন ভাই...
ভাল থাকুন, সব সময়

পান্থ রহমান রেজা এর ছবি

আমারও কোনো প্রেমিকা হলো না বস! মন খারাপ

কবিতা দারুণ লাগলো!
..........................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

অনিকেত এর ছবি

সেকি??!!
এত জ্ঞানান্বেষী বালিকা তোমাকে ঘিরে থাকে আর তারপরে আবার আলাদা করে প্রেমিকা চাই????!!!

নাহ, বুড়ো আসলে ঠিকই বলেছিলঃ

"এ জগতে হায় সেই বেশি চায়
আছে যার ভুরি ভুরি
রাজার হস্ত করে সমস্ত
কাঙ্গালের ধন চুরি..."

[বিষণ্ণ বাউন্ডুলে] এর ছবি

কবিতা এত ভালো হইলে কমেন্ট দিতে ডর লাগে,তাই আর কইলামনা যে 'অসাধারন ভালো' লাগলো।।

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ বিষন্ন বাউন্ডুলে।
শুভেচ্ছা নিরন্তর--

অতিথি লেখক এর ছবি

আজ আমার বিশেষ এক বন্ধুর বিশেষ দিন। আমিও তার অশীল বাতাস হতে চাই। গুরু গুরু

আফরিন আহমেদ

অনিকেত এর ছবি

আপনার বন্ধুর জন্যে 'হ্যাপি বাড্ডে'
আপনার জন্যে শুভেচ্ছা--

ম্যাক্স ইথার  এর ছবি

দারুন লাগলো।

অনিকেত এর ছবি

ধন্যবাদ ম্যাক্স

শুভেচ্ছা নিরন্তর!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।