ধরুন আপনি এক বিকেলে পার্কে গেছেন হাওয়া খেতে। হাওয়া খাওয়ার সাথে সাথে চানাচুর আর বাদাম খাওয়া চলছে। বেশ ঝিরিঝিরি গা জুড়ানো হাওয়া বইছে। খানিক দূরেই চার-পাচটা কম বয়েসী ছেলে পিলে আড্ডা দিচ্ছে। মাঝে মাঝে সেখান থেকে গীটারের টুং-টাং আওয়াজ ভেসে আসছে----
এই দৃশ্যটার একটা 'প্রায় অনিবার্য' উপাদান হল একটা বিশেষ গান।
আমাদের বাংলাদেশে কম-বয়েসী বেশি-বয়েসী যে কোন আড্ডায়, যে কোন অবারিত প্রাণের মেলায় এই গানটি এক সময় না এক সময় বেজে উঠবেই। এই গান আমাদের কাছে এক চিরকালীন আহবান, বন্ধু হয়ে বন্ধুর দিকে হাত বাড়ানোর গান, শহর জীবনের ইট-কাঠ পাথরের খাঁজে আটকে পড়া নাগরিক প্রাণের এক উদার প্রান্তরে মুক্তির নিঃশ্বাস নেবার গান---
গতবছরের শেষদিনে শুরু করে এই বছরের প্রথমে গড়ানো এক দীর্ঘ কিন্তু খুব রোমাঞ্চকর অভিযাত্রার অংশ হয়েছিলাম আমি। এইবার পণ করেছিলাম যে আর সব বছরের মত দুঃখে ম্রিয়মান হয়ে বছর শেষ করব না। সেইটারই একটা সাঙ্গীতিক রূপ দেয়ার চেষ্টা করা হয়েছে এই গানটাতে।
এই গানটার যদি কোন কিছু ভাল হয়ে থাকে, তার পূর্ণ কৃতিত্বের ভাগীদার হল অনুজ-প্রতীম আলমগীর। আমি প্রথমে গানটার একটা কাঠামো তৈরী করে তাকে শুনিয়েছিলাম। আলমগীর আমার সেই আধা-খেঁচড়া গান শুনেই সেটা ঠিকঠাক করতে মনস্থ করে। তারপরের কাহিনী তার উদয়াস্ত পরিশ্রমের কাহিনী। সে নিজে বসে থেকে রাত জেগে জেগে এই গানটার নানান দিক ঠিকঠাক করেছে, বেইজ গীটার, গীটার স্ট্রামিং এবং আরো নানান খুঁটিনাটি দিক নিয়ে অনলস পরিশ্রম করে গেছে।
এই গানটা আসলে তাই আলমগীরের!
বস, তোমাকে সেইভাবে ধন্যবাদ দেয়া হয়নি কখনোই (আর সত্যি বলতে কী, ধন্যবাদ দিতে ভয়ও লাগে---যদি মাইর দাও!)। কিন্তু আজ এইখানে সুযোগ পেয়ে এক ফাঁকে ছোট্ট করে একটা 'থ্যাঙ্কু' জানিয়ে দিচ্ছি।
যদি এই গানের সামান্যতম কিছুও আপনার ভাল লাগে---জানবেন সেইটা কৃতিত্ব আলমগীরের, দোষটুকু সব আমার।
নিরন্তর শুভেচ্ছা
--------------------------------------------------------------------
যন্ত্রানুষঙ্গ পরিচালনা, কন্ঠ - অনিকেত
সার্বিক তত্ত্বাবধান,গীটার ওয়ার্কস -আলমগীর
মূল সঙ্গীতঃ হ্যাপী আকন্দ
Abar elo je shondh... |
মন্তব্য
আমার দিনটাই ভালো হয়ে গেলো
নিরন্তর শুভেচ্ছা আপনাদের দুজনকে
ধন্যবাদ তানিয়া
হায় হায়! তানিয়া এইটা কী করলেন? আমি তো প্রথম কমেন্টের জন্য তিন দিন ধরে বসে আছি। অনিকেতদারে গুতাচ্ছি পোস্ট করার জন্য।
@অনিকেত দা
ঘ্যাশ বেশি দিয়ে ফ্যালছেন আমারে।
হা হা হা
পরের বার একটু কম দিবোনে--
অনেক ধন্যবাদ বস
ভালো লাগলো ...
ছোট্ট সমালোচনা : "যেখানে নদী এসে থেমে গেছে " এই লাইনটা প্রতিবারই তাড়াহুড়া করে ফেলেছেন...
চরম ভালু লাগলো। মনটাই ভালো হয়ে গেলো। চাকরীর ইন্টারভিউ তে যাইতেছি, ভালো মন নিয়ে রওনা দিলাম।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
ধন্যবাদ বর্ষা
শুভ কামনা রইল
এহহে কি হবে এখন ? আমি তো কমেন্ট ঘ্যাচাং করতেও পারছিনা স্যরি
আহারে আলমগীর ভাই কি করি এখন?
আচ্ছা আপনাকে রংধনু বানায় দেই
একবার শুনলাম। ইমপ্রোভাইজেশন ভাল লেগেছে। অযথা ভূল খুঁজে বের করতে ইচ্ছে করছে না। বিনে পয়সায় আপনার এত কষ্টের ফল ভোগ করতে পারছি, সেই অনেক। তবে আপনি যদি এইটার নতুন ভার্সন করেন তাহলে দুই পয়সা যোগ করতে পারি দু'দিন পর। এখন একটু দৌড়ের মধে্য আছি, হাসপাতালে ছুটতে হচ্ছে এখনই।
দুঃখিত, আগের মন্তব্য তুলে নিচ্ছি। আসলে লেখা না পড়েই শুধু গান শুনে মন্তব্য করে চলে যাচ্ছিলাম। দুই বস্ মিলে এটা করেছেন জানলে 'দুই পয়সা' যোগ করার সাহস দেখাতাম না। আপনাদের এরকম আরো 'যুগলবন্দী'র আশায় বরং বসে রইলাম।
ধন্যবাদ বন্যরানা।
আরাম পাইলাম খুব
বাঘা'দা অনেক ধন্যবাদ!!!
খুব ভালো লেগেছে। এতো ভালো গানের গলা রেখে কোথায় লুকিয়ে থাকেন! দুজকেই অনেক অভিনন্দ যুগলবন্দি উপহারের জন্য
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
অনেক ধন্যবাদ কল্পনা !!
ভাল থাকুন, সব সময়
টোটাল মিউজিকের জন্য অনিকেত আর আলমগীরকে অসংখ্য ধন্যবাদ।
চমৎকার পরিবেশনা।
অনিকেতের গলাটাও বেশ খোলা লাগছে।
ইমপ্রোভাইজেশনটা ও অনেক জায়গায় ভাল লেগেছে।
তবে 'যেখানে নদী এসে...' এটা বোধ হয় মূল গানটার মতো গাইলে ভাল লাগবে।
আসলে অনেক বার শোনা গানে সব জায়গায় ইমপ্রোভাইজেশন তেমন যুৎসই লাগে না।
তারপরও অসাধারণ লাগল তবলার সঙ্গত সহ।
তবলাটা কি শুরু থেকে দেওয়া যায়?
অনেক ধন্যবাদ অনিন্দিতা, আপনার চমৎকার মন্তব্যের জন্য।
'যেখানে নদী এসে--' অংশটুকু নিয়ে আরো কয়েকজন একই কথা বলেছেন।
জিনিসটা মাথায় রইল।
তবলাটা শুরু থেকে দিইনি একটা বিশেষ কারণে।
প্রথমে আস্থায়ীটা শেষ হয়ে যখন অন্তরাতে ঢুকছি তখন ঢোল গানে এসে মেশে। জিনিসটা আসলে করা হয়েছে অস্থায়ীর সাথে একটা সুনির্দিষ্ট পার্থক্য গড়ে দেবার জন্য---টোন এবং এপ্রোচ উভয় জিনিসটা মাথায় রেখেই।
তবলা এসে জুড়েছে দ্বিতীয় অন্তরাতে এবং পরে যুক্ত করার কারণও সেই একই।
শুরু থেকে একই রিদম থাকলে অস্থায়ী,অন্তরা, সঞ্চারীর মাঝের তফাতটা তত ভাল করে ফুটে উঠেনা বলেই আমার বিশ্বাস। সেই বিশ্বাসটা থেকেই এমন এরেঞ্জমেন্ট করা।
আবারো আপনাকে ধন্যবাদ, বিশদ মন্তব্যের জন্য।
ভালো লাগার পাশাপাশি একটা আবদার জানিয়ে গেলাম, হ্যাপীর অরিজিনাল ভার্সনের কোন রকমের লিঙ্কু পাইলে দিবেন ...
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
অনেক ধন্যবাদ সুমন'দা।
আর এই নিন লিঙ্কঃhttp://www.esnips.com/doc/e303d9d7-9584-4571-a254-dabce3e2adb9/Abar-Elo-...
চমৎকার। গিটারের কাজটা আরো ভালো লাগল।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
এইটার সম্পূর্ণ কৃতিত্ব আলমগীরের----
ধন্যবাদ মন্তব্যের জন্য
ভাল থাকুন সব সময়
আপনারা একজন আমেরিকা, আরেকজন অস্ট্রেলিয়ায় বসে এসব কী শুরু করছেন বলেনতো? মূল গান থেকে অনেক জায়গায় পরিবর্তন করেছেন, তবুও ভালো লাগলো।
থ্যাঙ্কু পিপি দা---!
অনিদা সিম্পলী সুপার্ব। ছোটবেলার প্রিয় একটা গান। আমি ডাউনলোড করলাম।
আলমগীর ভাইকেও স্পেশাল থ্যাঙ্কস।
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ধন্যবাদ তানবীরা
সুবহানাল্লাহ! বহত খুব!
থ্যাঙ্কু বস
ঘুড্ডি দেখবার চাই। ঘুড্ডি দেখবার চাই।
হা হা হা
আমিও, আমিও---
- পোস্ট তো দেখি ভচকায়ে আছে আলমগীর ভাইয়ের লাইট ভার্সনের কারণে!
গান নিয়ে কী কবো। পুরাই পাংখা হয়ে শুনলাম। আমি এক্সপেরিমেন্টের পক্ষে। সচলায়তনের নাঁকিসুরের স্বঘোষিত গাতক গাইলে তো তাও ধুগো ভার্সন বাইর করার একটা সুযোগ পাইতাম।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গান শোনার জন্যে ধন্যবাদ ধু গো--
তোমার মিউজিক্যাল র্যাট কবে আসছে?
- আসতে পারে যেকোনো সময়েই। "আমরা আপাতত ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পরেই থাকছে মহামান্য ধুগোর যথারীতি আবঝাব"।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গানটার মিক্স বাস্কেট একটু ভারি হয়ে গেছে। আর তবলাটা ঠিক মেশেনি মনে হয়েছে। গায়কী চমৎকার।
এই গানটায় একটা নারী কণ্ঠের হামিং খুব লাগসই হতো।
ধন্যবাদ হিমু
তোমার পর্যবেক্ষনগুলো ইন্টারেস্টিং লাগল
ভবিষ্যতের কাজ গুলোতে কাজে লাগবে
আবারো ধন্যবাদ--
শুভেচ্ছা রইল
কয়দিন ধরে সচল থেকে কোনো গান নামাতে পারতেছিনা। কী যে হইলো... বরাহশিকার কোনোভাবে শুনতে না পেয়ে পরে মেইলযোগে যোগার করতে হইছে।
অনিদা... গানটা শুনতে পারতেছিনা... দেন না পাঠায়া বস...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
পাঠায় দিসি, বস
এই গান্টা বড় ভালু পাই সেই ফিচ্চি কাল থেকে। লাকী আখন্দ লুকটা একটা জিনিস, সেই সময়ে এরকম একখান কন্টেম্পরারি জিনিস দিছে, এখন শুনলেও মন নাইচা উঠে । আমাদের ছোট ভাই বোনরা তো এই মানুষগুলারে চিনেও না। কিছুদিন আগে এক পিচ্চি(অতোও পিচ্চি না) জিগায় ফুয়াদ আর আনিলার "কে বাঁশী বাজায়" শুনছো? ব্রিলিয়ান্ট না! মাঝখান দিয়া হ্যাপী আখন্দ গায়েব।
আসলেই ঘুড্ডি দেখবার মন চায়।
দৃশা
খুবই সত্যি কথা!
কিন্তু দৃশা গান্নিয়ে কিছু তো বললে না---ভাল লাগে নাই বুঝি?
আমি ইমপ্রোভাইজেশনের বিপক্ষে না বরং মাঝে মাঝে এই পরীক্ষা নিরিক্ষা মূল গানকে সমৃদ্ধ করে বইলাই মনে করি। তারপরও ক্যান জানি এই গানটা মূল সুরেই বেশী টানে বিশেষ করে "যেখানে নদী এসে থেমে গেছে" জায়গাটার পরিবর্তন কানে লাগে।
গান ভালো হইসে, অনি ভাই!
আকতার ভাই,
অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য।
এইরকম মন্তব্যের জন্যেই তো গান এখানে দেয়া।
এমন মন্তব্যেই শ্রোতার হৃদস্পন্দন শুনতে পাওয়া যায়।
শুধু আপনি না, আরো কয়েকজন 'যেখানে নদী এসে--' অংশটুকুর কথা বলেছেন। আমি বুঝতে পেরেছি আপনার কথা এবং ভবিষ্যতে কাজে লাগানোর চেষ্টা করব
অনিঃশেষ শুভ কামনা
আপনি যেদিন গানের পোস্ট দেন সেদিন সারাদিনই আমার ল্যাপ্টপে আপনার গান চলতে থাকে...আর যেদিন আপনার গান শুনি সেদিন মনটাও ভালো থাকে
চলতে থাকুক বস।
---------------------------------------------------------------------------
একা একা লাগে
বস,
আমি ছোটখাট এক মানুষ, তাই আমার চাওয়াগুলোও খুব ছোট মাপের
কোন এক বিচিত্র কারণে আমার পাওয়াগুলো আমার প্রত্যাশা ছাড়িয়ে যায়--
বেশিরভাগ সময়ে নিজেকে মনে হয় সেই জেলের মত যে জাল ফেললে মাছ ওঠে তার ঘরের চাটুর মাপের চেয়ে বড়---
আমার দুহাত উপচে পড়ে মানুষের ভালবাসার ফুল--
অনিঃশেষ কৃতজ্ঞতা
আমি এত কিছু বুঝি না, আমার কাছে অসম্ভব রকম ভালো লাগছে শুনতে। সেই থেকে বেজেই চলেছে। অফিসে লোকজন বোধহয় ভাবে এই মহিলা এক গান বার বার শোনে ক্যান !!!
মধুবন্তী
ধন্যবাদ মেঘ দি
অ-আ ব্যান্ডের এই কালজয়ী সঙ্গীতযজ্ঞ আমারে পুরাই বিন্দাস করে দিল, একটানে নিয়ে গেল দুই যুগ আগের সময়ে। জীবনের প্রথম পিকনিকে বন্ধু বান্ধবদের সাথে পুরা রাস্তায় এই গানটি শুনতে শুনতে গিয়েছি, হেড়ে গলায় গেয়েছি।
বিষাদের পয়গম্বর আর তূর্যাচার্যের যুগলবন্দী অ-আ ব্যান্ড চিরজীবি হোক।
থ্যাঙ্কু মামুন বস---!!!
নাঃ! মেয়ে হলে অনিকেতকে বিয়েই করে ফেলতাম!
গানের জন্য ততটা না, যতটা ভূমিকার জন্য। গান অনেকেই গায়, কিন্তু অনুভব করে কজন? এরকম রোমান্টিক লোক আর আছে কয়টা? কিন্তু দুঃখের বিষয় এই অনিকেত কিনা এখনো লরি বেচে, থুক্কু, ব্যাচেলরই!!
নারীকণ্ঠের হামিংয়ের ব্যাপারে হিমুর সাথে একমত। আরো দুয়েকটা ব্যাপার আছে। কিন্তু গানটা শুনে মন ভরে গেছে, এটাও সত্য।
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
হা হা হা --আপ্নে পারেনও ভাই
অনেক ধন্যবাদ মৃদুল'দা এইরকম অপার প্রশ্রয়সূচক মন্তব্যের জন্য
আমাদের পরের প্রজেক্ট কিন্তু আপনার গান---খেয়াল আছে তো?
আমি কিপটা মানুষ, হাজারখানেক সহজে আসে না, আপাতত পাঁচটা তারা বাড়িয়ে দিয়ে গেলাম।
গানটা প্রসেসিং এর সময় শুনেছিলাম একটুখানি, আলমগীর ভাইয়ের কম্পিউটারে, পরে দেখলাম আরও ভাল হয়েছে।
শুধু একটা অভিযোগ, "যেখানে" শব্দটায় একটু তাড়াহুড়া হয়ে গেছে। এছাড়া সব মিলিয়ে খুব ভাল, পাখির শব্দ বা আর যা যা যোগ হয়েছে, এক কথায় দারুণ!
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
থ্যাঙ্কু কনফু
অনিঃশেষ শুভ কামনা
দারুন একটা ব্রেক পাওয়া গেল! অনেকদিন পরে সচলে ঢুকে মনটা ভারি হয়েছিল; এভাবেই হয়ত ফেরত যেতে হত! তবে, আপনার গানটা শুনে মনটা ভাল হল। অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আরেফীন ভাই
ভাল থাকুন সকল সময়
লুদমিলা কে আদর---
গানটা আপনার গলায় অসাধারণ লাগল । অন্য অনেকের মত এই গানটা আমারও এক সময় অনেক শুনা হয়েছে । খুবই প্রিয় একটা গান ।
শোনার জন্যে ধন্যবাদ নন্দিনী।
ভাল থাকুন, সকল সময়
ভুট দিবার মঞ্চায়, যাউকগা, এইটা নামাইলেন কখন? আমি তো ৩ দিন যাবত দিন-দুনিয়া থিক্কা অনেক দূরে আছিলাম, আইজকা সচলে ঢুইক্কা বিয়াফক আনন্দ পাইলাম। 'যেখান' নিয়ে সবার আপত্তি দেখলাম, আমার কাছে কিন্তু ব্যতিক্রম হিসাবে ভালোই লাগল, মাছি মারা কেরানী না হয় ইম্প্রোভাইজ যখন করতেছেন, তখন হুবহু করার কোন প্রয়োজন দেখি না, কিন্তু আগে যেহেতু একটা ভার্ষন থেকে গেছে, তাই হয়ত সবাই ঐখানে এসে থমকে যাচ্ছে। আমার কাছে খুব ভালো লেগেছে। কপি মাইরা গাড়িতে নিয়ে শুনে দেখব, কোন ফাঁক থাকলে সেখানে বোঝা যাবে। তাই অযথা বক বক না কইরা আপনারে আর আলমগীর ভাইকে
ভবিষ্যতে আরো গান শোনার জন্যে কান খাড়া করলাম
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
থ্যাঙ্কু বস
দারুন লাগলো,চালাই জান।।
[বিষণ্ণ বাউন্ডুলে]
নতুন মন্তব্য করুন