বহুদিন পর একটা গান নিয়ে হাজির হলাম।
এইটা একটা রবীন্দ্রসঙ্গীত। পূজা পর্যায়ের গান।
সবারই খুব চেনা গান---'আমার হৃদয় তোমার হাতের দোলে'।
সবার চেনা গান গাইবার বিপদ অনেক।
এত বিখ্যাতজন এই গান এত ভাল করে গেয়েছেন যে নতুন করে এই গানে তেমন কিছুই করা সম্ভব নয়।
তারপরও গাওয়া।
কারণ কী? একটা কারণ হল--এই গান গুলো তৈরী হয় নিজের মনে মনে, নিজে নিজেই গুন গুন করতে করতে। পরে হয়ত একসময় আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করে করে অভ্যাস খারাপ হয়ে গেছে--সেইটাও একটা বড় কারণ! কারণ যাই হোক, গানটা শুনে দেখুন। আর অবশ্যই আপনাদের মতামত দিতে ভুলবেন না। এইখানে কোনকিছু শেয়ার করার সবচেয়ে বড় পাওনাটা হল আপনাদের মতামত। ভাল-মন্দ যেমনই লাগুক নির্দ্বিধায় জানিয়ে দিন---আমি কান পেতে রইলাম---
বরাবরের মতই যন্ত্রানুষঙ্গ আয়োজন, বাদন ও গায়ন-অনিকেত
কথা ও সুর-রবীন্দ্রনাথ ঠাকুর
পুনশ্চঃ শোনার সময়ে একটু আওয়াজ বাড়িয়ে শুনলে মনে হয় কিছুটা ভাল শোনাবে।
মন্তব্য
অসাধারন লাগলো গানটা, ১ মিনিট ৪৬ সেকেন্ডের সময় যে ঝংকার জাতীয় মিউজিকটা, ওটা এক্টু ওভারল্যাপ করেছে বলে মনে হয়েছে।
দুর্দান্ত অব্জারভেশান বস! থ্যাঙ্কু!
শুভেচ্ছা নিরন্তর!
তিনবার শুনলাম ।
খুব ভালো লাগলো ।
বিশেষ করে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা চমৎকার ।
আরও শুনতে চাই ।
আপনার এই গান ভালো লাগায় আমারও খুব ভাল লাগছে প্রদীপ্ত'দা--
অনেক অনেক শুভেচ্ছা!
জাস্ট অসাধারণ। অনিকেতদা এমন এক্সাপন্যাল গান ( শুধু রবীন্দ্রসঙ্গীতই নয়, অন্য গানও হতে পারে) নিয়ে কিছু লিখুন না । ভালো লাগবে।
ডাকঘর | ছবিঘর
অনেক ধন্যবাদ তাপস'দা! সামনে এমন কিছু নিয়ে লেখার ইচ্ছে আছে।
শুভেচ্ছা রইল
হ্যাঁ। আরেকটা কথা বলতে ভুলে গেছিলামঃ কণ্ঠে স্মৃতিবিষ বইছে...
ডাকঘর | ছবিঘর
অসাধারণ লাগল কথাটা! অনেক অনেক ভাল থাকুন--সকল সময়ে, সকলকে নিয়ে--
বস। আপনার একাউণ্টে অন্য গান গুলোও শুনতাছি, কয়েকটা ডাউনলোডাইলাম। এম.আই থিমটা যা তা ... কী সাংঘাতিক... বাংলা রাগের সাথে ওয়েস্টান, প্লাস ইণ্ডিয়ান ক্লাসিক্যাল, সাউথ ইণ্ডিয়ান বিট গুলি রোম হর্ষক। আপনার এই প্রতিভা স্যরি প্রতিভা নয়, অলংকার আমার জানা ছিলনা। জিনিয়াস ম্যান... জাস্ট হ্যাটস অফ...
কিছু নতুন এলেই প্লীজ একটা ম্যাসেজ করে হলেও জানাবেন। অপেক্ষা করব...
ডাকঘর | ছবিঘর
অসাধারণ লাগলো অনিকেতদা!!!
অনেক ধন্যবাদ প্রিয় কবি আমার!
শুভেচ্ছা নিরন্তর!
এই গানটা প্রথমবার শুনি বিশ্বসাহিত্য কেন্দ্রের ২০ বছর পূর্তি উৎসবে মহীউজ্জামান চৌধুরী ময়নার গলায় -- অসাধারণ লেগেছিল। আপনার গানটাও প্রথমবারেরটির মতই ভালো লাগল অনিকেতদা
----------------------------------------------------------------------------
একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়।তাই কখনো বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হয় না--চেষ্টা করতে হয় খাঁটি হওয়ার!!
রীতিমত গর্বিত বোধ করছি রাজীব তোমার এমন সহৃদয় মন্তব্যে।
অনেক অনেক শুভেচ্ছা!
এক কথায় অসাধারণ ! আরো গান শুনতে চাই, প্লীজ ।
অনেক ধন্যবাদ সাবেকা!
ভাল থাকুন সকল সময়ে---
এটা আমার অসম্ভব প্রিয় একটা গান।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ধন্যবাদ তিথী
অনেক অনেক শুভ কামনা---
অনেকবার শুনলাম। সত্যিই অসাধারণ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
সম্মানীত বোধ করছি, স্পর্শ!
অনেক অনেক শুভেচ্ছা!
অসাধারণ লাগলো
শোনার জন্যে আপনাকেও অনেক ধন্যবাদ, রিডার!
ভাল থাকুন সকল সময়ে--
যন্ত্রানুষঙ্গ আয়োজন, বাদন ও গায়ন=
love the life you live. live the life you love.
অনেক অনেক ধন্যবাদ প্রিয় পল!
তোমার নতুন বাজনার অপেক্ষায় আছি বহুদিন---
আহ!
ধন্যবাদ শেহাব।
শুভেচ্ছা নিরন্তর!
ভালো ভালো কথা তো সবাই বলেই দিয়েছে।
অনিকেতদার গান কি ভালো না লেগে পারে?
একটা আউট অব লাইন মন্তব্য করি।
আ মা র । হৃ দ . । . . .। . . য়
ঋ সা ণ । সা সা মা . . . . . .
'হৃদ...য়' এর মাঝখানে যে ছয় মাত্রার টানাসুর আছে, আপনার গানে দ্বিতীয় মিনিটের পর থেকে তা আর নেই। এই জায়গাটা কানে খুব বেশিরকম লাগলো।
রবীন্দ্রসুরের সামান্য বিচ্যুতিতেই রবীন্দ্রমোল্লারা ভ্রুকুঞ্চন করে ফেলে।
অনেক ধন্যবাদ সাত্যকি, ভুলটা ধরিয়ে দেবার জন্য।
ভবিষত্যে আরো মনোযোগী হবো এই ব্যাপারে।
আবারো অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অহর্নিশ!
আপনার কন্ঠঃ অপূর্ব
গায়কীঃ অসামান্য
এ্যারেঞ্জমেন্টঃ সুন্দর
খুব ভাল লেগেছে নিজের ভাল লাগা আমাদের সাথে শেয়ার করেছেন বলে।
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
অনেক ধন্যবাদ উচ্ছলা।
শুভেচ্ছা নিরন্তর
বরাবরের মতই অনবদ্য অনিকেতদা!
অনেক ধন্যবাদ মিলু।
ব্যস্ততা একটু কমলে একটা গান দিও তো বস। আমি এখনো অপেক্ষায় আছি!
শুভেচ্ছা রইল।
আমার হৃদয়ও দুলল অনিকেত'দা।
হিসেব মতে আপনার বেশ অবসর থাকার কথা থিসিসের পর থেকে। কই! ন'মাসে ছ'মাসে পোস্ট!!!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
---সেরেছে! ঠিক তোমার হৃদয়টা দোলানোর ইচ্ছা আমার ছিল না। কোথায় ইচ্ছে ছিল রূপবতী,হৃদয়বতী,মায়াবতী পাঠিকারা এসে ঘিরে ধরবে গান শুনে---তার বদলে কি না---
কী আর করা! হে হে হে -----
আর ন'মাসে ছ'মাসে পোষ্ট কোথায় দেখলে হে? এক সপ্তাহের মাঝে দুটো পোষ্ট দিয়ে আমি তো আনন্দে আত্মহারা---!! নাহ অনার্য মডুটা ঠিকঠাক কাজ করছে না, খালি ফাঁকিবাজী!!
চমৎকার লাগলো।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
অনেক ধন্যবাদ তাসনীম ভাই
ভাল থাকুন সকল সময়ে!
আপনার গানের ভক্ত আগে থেকেই, প্রতিভার বিষয়টা তাই নতুন করে বললাম না।
গানটা বেশ ভাল লেগেছে। আপনার রেকর্ডিংটাও চমৎকার, কিভাবে করলেন?
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
আমার সবই ঘরে বসে করা। মিডি কীবোর্ড, ল্যাপটপ আর মাইক্রোফোন--এইই সম্বল।
অনেক ধন্যবাদ ফাহিম আমাকে উৎসাহ দেবার জন্যে।
শুভেচ্ছা নিরন্তর
ভালু পাইলাম, কিন্তু ভুলুম এতু কম কেনু? আমার ল্যাপির ইস্পিকারে কিছুই বাইর হইতেছিল না, ঝাকি মাকি দিয়া কিছু শুনতে পাইলাম!
সাউন্ডক্লাউড টা কাগো? খোমা যা একটা লাগাইছেন ঐখানে,
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ভল্যুম আসলে রেকর্ডিং এর সময়েই কম ছিল। সাধারনত পরে আমি বাড়িয়ে নিই। এইবার মনে ছিল না। সাউন্ডক্লাউড বেশ কিছুদিন ধরেই আছে। এমেচার মিউজিশিয়ানদের হাত-পাকানো-কান-পাকানোর জায়গা হিসেবে বেশ জনপ্রিয় হয়েছে।
অনেক শুভেচ্ছা।
ধন্যবাদ চরম উদাস!
..................................................................
#Banshibir.
ধন্যবাদ সত্যপীর
কান পেতে শুনলাম , মন ত সত্যি সত্যি দুলে উঠলো আপনার গান শুনে । আরো শুনতে ইচ্ছে করছে।
ধন্যবাদ পড়াচোর!
শুভেচ্ছা জানবেন।
আমি ভাই ডাউনলড করে ফেললাম, অসাধারন লেগেছে।
অনেক ধন্যবাদ অমিত গানটা শোনার জন্যে এবং এমন সহৃদয় মন্তব্যের জন্য।
শুভেচ্ছা জানবেন।
অ-সা-ধা-র-ণ ...
আহা আমি যদি এমন গাইতে পারতাম
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
অশেষ ধন্যবাদ তারানা!
বালাই ষাট, এমন গাইবেন কেন? আপনি আরো অনেক ভাল গাইবেন।
অফুরান শুভেচ্ছা!
সচলায়তনে এসে আমি দুজন গায়ক পেলাম হিমুদা এবং আপনি, দুজনেরই দারুন ভক্ত হয়ে রইলাম, আপনাদের কণ্ঠ সত্যি অনেক অন্যরকম এবং শ্রুতিমধুর।
অনেক ধন্যবাদ লাবণ্যপ্রভা!
শুভেচ্ছা নিরন্তর!
সুন্দর হয়েছে।
হৃদয় এ একটু কেমন যেন টান এসেছে। এটা কি ইচ্ছা করেই?
_______________
আমার নামের মধ্যে ১৩
অনেক খুঁজে গানটা আবার পেলাম
একটুও বাড়িয়ে বলছি না , মুগ্ধতা শব্দটার সৃষ্টিই হয়েছে আপনার গানগুলো শোনার পর মন্তব্য করার জন্য !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আফরিন আহমেদ
অনেক অনেক ধন্যবাদ আফরিন--
ভাল থাকুন--
আমার অসম্ভব পছন্দের গানটি এত অসাধারণ ভাবে গাইবার জন্য অনেক ধন্যবাদ অনিকেতদা ।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
অসংখ্য ধন্যবাদ সাফিনাজ আরজু
ভাল থাকুন সকল সময়ে---
নতুন মন্তব্য করুন