আমার হৃদয়---

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: শুক্র, ২৭/০১/২০১২ - ১২:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

বহুদিন পর একটা গান নিয়ে হাজির হলাম।
এইটা একটা রবীন্দ্রসঙ্গীত। পূজা পর্যায়ের গান।
সবারই খুব চেনা গান---'আমার হৃদয় তোমার হাতের দোলে'।
সবার চেনা গান গাইবার বিপদ অনেক।
এত বিখ্যাতজন এই গান এত ভাল করে গেয়েছেন যে নতুন করে এই গানে তেমন কিছুই করা সম্ভব নয়।

তারপরও গাওয়া।

কারণ কী? একটা কারণ হল--এই গান গুলো তৈরী হয় নিজের মনে মনে, নিজে নিজেই গুন গুন করতে করতে। পরে হয়ত একসময় আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করে করে অভ্যাস খারাপ হয়ে গেছে--সেইটাও একটা বড় কারণ! কারণ যাই হোক, গানটা শুনে দেখুন। আর অবশ্যই আপনাদের মতামত দিতে ভুলবেন না। এইখানে কোনকিছু শেয়ার করার সবচেয়ে বড় পাওনাটা হল আপনাদের মতামত। ভাল-মন্দ যেমনই লাগুক নির্দ্বিধায় জানিয়ে দিন---আমি কান পেতে রইলাম---

বরাবরের মতই যন্ত্রানুষঙ্গ আয়োজন, বাদন ও গায়ন-অনিকেত
কথা ও সুর-রবীন্দ্রনাথ ঠাকুর

পুনশ্চঃ শোনার সময়ে একটু আওয়াজ বাড়িয়ে শুনলে মনে হয় কিছুটা ভাল শোনাবে।


মন্তব্য

সাফি এর ছবি

অসাধারন লাগলো গানটা, ১ মিনিট ৪৬ সেকেন্ডের সময় যে ঝংকার জাতীয় মিউজিকটা, ওটা এক্টু ওভারল্যাপ করেছে বলে মনে হয়েছে।

অনিকেত এর ছবি

দুর্দান্ত অব্জারভেশান বস! থ্যাঙ্কু!
শুভেচ্ছা নিরন্তর!

প্রদীপ্তময় সাহা এর ছবি

তিনবার শুনলাম ।
খুব ভালো লাগলো ।
বিশেষ করে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা চমৎকার ।

আরও শুনতে চাই ।

অনিকেত এর ছবি

আপনার এই গান ভালো লাগায় আমারও খুব ভাল লাগছে প্রদীপ্ত'দা--
অনেক অনেক শুভেচ্ছা!

তাপস শর্মা এর ছবি

জাস্ট অসাধারণ। অনিকেতদা এমন এক্সাপন্যাল গান ( শুধু রবীন্দ্রসঙ্গীতই নয়, অন্য গানও হতে পারে) নিয়ে কিছু লিখুন না । ভালো লাগবে।

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ তাপস'দা! সামনে এমন কিছু নিয়ে লেখার ইচ্ছে আছে।
শুভেচ্ছা রইল

তাপস শর্মা এর ছবি

হ্যাঁ। আরেকটা কথা বলতে ভুলে গেছিলামঃ কণ্ঠে স্মৃতিবিষ বইছে...

অনিকেত এর ছবি

কণ্ঠে স্মৃতিবিষ বইছে...

অসাধারণ লাগল কথাটা! অনেক অনেক ভাল থাকুন--সকল সময়ে, সকলকে নিয়ে--

তাপস শর্মা এর ছবি

বস। আপনার একাউণ্টে অন্য গান গুলোও শুনতাছি, কয়েকটা ডাউনলোডাইলাম। এম.আই থিমটা যা তা ... কী সাংঘাতিক... বাংলা রাগের সাথে ওয়েস্টান, প্লাস ইণ্ডিয়ান ক্লাসিক্যাল, সাউথ ইণ্ডিয়ান বিট গুলি রোম হর্ষক। আপনার এই প্রতিভা স্যরি প্রতিভা নয়, অলংকার আমার জানা ছিলনা। জিনিয়াস ম্যান... জাস্ট হ্যাটস অফ...

কিছু নতুন এলেই প্লীজ একটা ম্যাসেজ করে হলেও জানাবেন। অপেক্ষা করব... হাসি

মৃত্যুময় ঈষৎ(অফলাইন) এর ছবি

অসাধারণ লাগলো অনিকেতদা!!! চলুক

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ প্রিয় কবি আমার!
শুভেচ্ছা নিরন্তর!

রাজিব মোস্তাফিজ এর ছবি

এই গানটা প্রথমবার শুনি বিশ্বসাহিত্য কেন্দ্রের ২০ বছর পূর্তি উৎসবে মহীউজ্জামান চৌধুরী ময়নার গলায় -- অসাধারণ লেগেছিল। আপনার গানটাও প্রথমবারেরটির মতই ভালো লাগল অনিকেতদা হাসি

----------------------------------------------------------------------------
একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়।তাই কখনো বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হয় না--চেষ্টা করতে হয় খাঁটি হওয়ার!!

অনিকেত এর ছবি

রীতিমত গর্বিত বোধ করছি রাজীব তোমার এমন সহৃদয় মন্তব্যে।
অনেক অনেক শুভেচ্ছা!

সাবেকা এর ছবি

এক কথায় অসাধারণ ! আরো গান শুনতে চাই, প্লীজ ।

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ সাবেকা!
ভাল থাকুন সকল সময়ে---

তিথীডোর এর ছবি

উত্তম জাঝা!
এটা আমার অসম্ভব প্রিয় একটা গান। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনিকেত এর ছবি

ধন্যবাদ তিথী
অনেক অনেক শুভ কামনা---

স্পর্শ এর ছবি

অনেকবার শুনলাম। সত্যিই অসাধারণ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনিকেত এর ছবি

সম্মানীত বোধ করছি, স্পর্শ!
অনেক অনেক শুভেচ্ছা!

দ্যা রিডার এর ছবি

অসাধারণ লাগলো চলুক

অনিকেত এর ছবি

শোনার জন্যে আপনাকেও অনেক ধন্যবাদ, রিডার!
ভাল থাকুন সকল সময়ে--

তারাপ কোয়াস এর ছবি

যন্ত্রানুষঙ্গ আয়োজন, বাদন ও গায়ন= গুরু গুরু গুরু গুরু গুরু গুরু


love the life you live. live the life you love.

অনিকেত এর ছবি

অনেক অনেক ধন্যবাদ প্রিয় পল!
তোমার নতুন বাজনার অপেক্ষায় আছি বহুদিন---

শেহাব- এর ছবি

আহ!

অনিকেত এর ছবি

ধন্যবাদ শেহাব।
শুভেচ্ছা নিরন্তর!

সাত্যকি. এর ছবি

ভালো ভালো কথা তো সবাই বলেই দিয়েছে।
অনিকেতদার গান কি ভালো না লেগে পারে?
একটা আউট অব লাইন মন্তব্য করি।

আ মা র । হৃ দ . । . . .। . . য়
ঋ সা ণ । সা সা মা . . . . . .

'হৃদ...য়' এর মাঝখানে যে ছয় মাত্রার টানাসুর আছে, আপনার গানে দ্বিতীয় মিনিটের পর থেকে তা আর নেই। এই জায়গাটা কানে খুব বেশিরকম লাগলো।

রবীন্দ্রসুরের সামান্য বিচ্যুতিতেই রবীন্দ্রমোল্লারা ভ্রুকুঞ্চন করে ফেলে।

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ সাত্যকি, ভুলটা ধরিয়ে দেবার জন্য।
ভবিষত্যে আরো মনোযোগী হবো এই ব্যাপারে।
আবারো অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অহর্নিশ!

উচ্ছলা এর ছবি

আপনার কন্ঠঃ অপূর্ব
গায়কীঃ অসামান্য
এ্যারেঞ্জমেন্টঃ সুন্দর

খুব ভাল লেগেছে নিজের ভাল লাগা আমাদের সাথে শেয়ার করেছেন বলে।

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ উচ্ছলা।
শুভেচ্ছা নিরন্তর

মিলু এর ছবি

বরাবরের মতই অনবদ্য অনিকেতদা! চলুক

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ মিলু।
ব্যস্ততা একটু কমলে একটা গান দিও তো বস। আমি এখনো অপেক্ষায় আছি!
শুভেচ্ছা রইল।

অনার্য সঙ্গীত এর ছবি

আমার হৃদয়ও দুলল অনিকেত'দা।

হিসেব মতে আপনার বেশ অবসর থাকার কথা থিসিসের পর থেকে। কই! ন'মাসে ছ'মাসে পোস্ট!!!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনিকেত এর ছবি

আমার হৃদয়ও দুলল অনিকেত'দা।

---সেরেছে! ঠিক তোমার হৃদয়টা দোলানোর ইচ্ছা আমার ছিল না। চোখ টিপি কোথায় ইচ্ছে ছিল রূপবতী,হৃদয়বতী,মায়াবতী পাঠিকারা এসে ঘিরে ধরবে গান শুনে---তার বদলে কি না---
কী আর করা! হে হে হে -----
আর ন'মাসে ছ'মাসে পোষ্ট কোথায় দেখলে হে? এক সপ্তাহের মাঝে দুটো পোষ্ট দিয়ে আমি তো আনন্দে আত্মহারা---!! নাহ অনার্য মডুটা ঠিকঠাক কাজ করছে না, খালি ফাঁকিবাজী!!

তাসনীম এর ছবি

চমৎকার লাগলো।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ তাসনীম ভাই
ভাল থাকুন সকল সময়ে!

ফাহিম হাসান এর ছবি

আপনার গানের ভক্ত আগে থেকেই, প্রতিভার বিষয়টা তাই নতুন করে বললাম না।

গানটা বেশ ভাল লেগেছে। আপনার রেকর্ডিংটাও চমৎকার, কিভাবে করলেন?

অনিকেত এর ছবি

আমার সবই ঘরে বসে করা। মিডি কীবোর্ড, ল্যাপটপ আর মাইক্রোফোন--এইই সম্বল।
অনেক ধন্যবাদ ফাহিম আমাকে উৎসাহ দেবার জন্যে।
শুভেচ্ছা নিরন্তর

সাইফ তাহসিন এর ছবি

ভালু পাইলাম, কিন্তু ভুলুম এতু কম কেনু? আমার ল্যাপির ইস্পিকারে কিছুই বাইর হইতেছিল না, ঝাকি মাকি দিয়া কিছু শুনতে পাইলাম!

সাউন্ডক্লাউড টা কাগো? খোমা যা একটা লাগাইছেন ঐখানে, চোখ টিপি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অনিকেত এর ছবি

ভল্যুম আসলে রেকর্ডিং এর সময়েই কম ছিল। সাধারনত পরে আমি বাড়িয়ে নিই। এইবার মনে ছিল না। সাউন্ডক্লাউড বেশ কিছুদিন ধরেই আছে। এমেচার মিউজিশিয়ানদের হাত-পাকানো-কান-পাকানোর জায়গা হিসেবে বেশ জনপ্রিয় হয়েছে।
অনেক শুভেচ্ছা।

চরম উদাস এর ছবি

হাততালি

অনিকেত এর ছবি

ধন্যবাদ চরম উদাস!

সত্যপীর এর ছবি

হাততালি হাততালি হাততালি হাততালি

..................................................................
#Banshibir.

অনিকেত এর ছবি

ধন্যবাদ সত্যপীর

পড়াচোর এর ছবি

কান পেতে শুনলাম , মন ত সত্যি সত্যি দুলে উঠলো আপনার গান শুনে । আরো শুনতে ইচ্ছে করছে।

অনিকেত এর ছবি

ধন্যবাদ পড়াচোর!
শুভেচ্ছা জানবেন।

অমিত এর ছবি

আমি ভাই ডাউনলড করে ফেললাম, অসাধারন লেগেছে।
হাততালি গুরু গুরু

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ অমিত গানটা শোনার জন্যে এবং এমন সহৃদয় মন্তব্যের জন্য।
শুভেচ্ছা জানবেন।

তারানা_শব্দ এর ছবি

অ-সা-ধা-র-ণ ...

আহা আমি যদি এমন গাইতে পারতাম মন খারাপ

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

অনিকেত এর ছবি

অশেষ ধন্যবাদ তারানা!

আহা আমি যদি এমন গাইতে পারতাম

বালাই ষাট, এমন গাইবেন কেন? আপনি আরো অনেক ভাল গাইবেন।
অফুরান শুভেচ্ছা!

লাবণ্যপ্রভা এর ছবি

সচলায়তনে এসে আমি দুজন গায়ক পেলাম হিমুদা এবং আপনি, দুজনেরই দারুন ভক্ত হয়ে রইলাম, আপনাদের কণ্ঠ সত্যি অনেক অন্যরকম এবং শ্রুতিমধুর।
চলুক

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ লাবণ্যপ্রভা!
শুভেচ্ছা নিরন্তর!

কল্যাণ এর ছবি

সুন্দর হয়েছে।

হৃদয় এ একটু কেমন যেন টান এসেছে। এটা কি ইচ্ছা করেই?

_______________
আমার নামের মধ্যে ১৩

লাবণ্যপ্রভা এর ছবি

অনেক খুঁজে গানটা আবার পেলাম হাসি

অতিথি লেখক এর ছবি

একটুও বাড়িয়ে বলছি না , মুগ্ধতা শব্দটার সৃষ্টিই হয়েছে আপনার গানগুলো শোনার পর মন্তব্য করার জন্য !!!!!!!!!!!!!!!!!!!!!!!!! হাততালি
আফরিন আহমেদ

অনিকেত এর ছবি

অনেক অনেক ধন্যবাদ আফরিন--
ভাল থাকুন--

সাফিনাজ আরজু এর ছবি

আমার অসম্ভব পছন্দের গানটি এত অসাধারণ ভাবে গাইবার জন্য অনেক ধন্যবাদ অনিকেতদা । হাততালি হাততালি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

অনিকেত এর ছবি

অসংখ্য ধন্যবাদ সাফিনাজ আরজু
ভাল থাকুন সকল সময়ে---

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।